English Literature Highlights - ZerO to Infinity

Header Ads

English Literature Highlights


আপডেট-২৫/০৬/২৫

ইংরেজি সাহিত্য কিভাবে পড়বেন এবং কতটুকু পড়বেন

ক) ইংরেজি সাহিত্যের পরিধি অনেক বড়।

খ) বেশির ভাগ পরীক্ষার্থী ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী নয়। হলেও খুব বেশি গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ পড়ার সুযোগ ও সময় পান না।

সাহিত্য এর যে বিষয়গুলো পড়তে হবে…

ক) Time frame of important periods (7/8)
খ) Important books and authors’ name
গ) Important characters (বাছাই করে)
ঘ) Title of writers
ঙ) Maxim or Quotation
চ) Literary Terms
ছ) Previous questions (বিসিএস এবং যে কোন পরীক্ষার প্রশ্ন। কারন গুরুত্বপূর্ণ না হলে পরীক্ষায় আসতো না।)

বিসিএস প্রিলিমিনারি সহ যে কোন চাকুরীর পরীক্ষায় এদের জীবন ও সাহিত্য কর্ম থেকে বেশি প্রশ্ন এসে থাকে। তাই ইংরেজি সাহিত্যের ওরা ১১ জন – পিএসসি নির্ধারিত ১১ জন কবি সাহিত্যক সমন্ধে নিচে দেওয়া হল।

📢 বিজ্ঞাপন প্রচারের জন্য সুযোগ!

আপনার কোচিং সেন্টার, শিক্ষামূলক প্রতিষ্ঠান, পণ্য বা সেবাকে হাজারো পাঠকের কাছে পৌঁছে দিতে চান?

আমাদের ডিজিটাল ইবুক ও ওয়েবসাইটে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা প্রবেশ করেন। তাই আপনি যদি আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি, রিচ বাড়ানো বা সুনির্দিষ্ট টার্গেট অডিয়েন্সে পৌঁছাতে চান, তাহলে আমাদের প্ল্যাটফর্ম হতে পারে আপনার সেরা বিজ্ঞাপন মাধ্যম।


🎯 বিজ্ঞাপন দিতে পারেন নিচের ধরণে:

  • 📘 কোচিং সেন্টার/শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ও অফার

  • 🛍️ শিক্ষাসংক্রান্ত পণ্য (বই, শিক্ষা উপকরণ, অ্যাপ ইত্যাদি)

  • 🎓 অনলাইন কোর্স, ওয়েবসাইট বা YouTube চ্যানেল

  • 🖥️ সফটওয়্যার/অ্যাপ/ডিজিটাল সার্ভিস

  • 🏢 আপনার ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের প্রমোশন


💼 আমাদের অফার:

  • ✅ ইবুকের কভার বা শেষ পৃষ্ঠায় বিজ্ঞাপন ব্যানার

  • ✅ ওয়েবসাইটের হোমপেজ ও নির্দিষ্ট পোস্টে বিজ্ঞাপন স্লট

  • ✅ ব্লগ আর্টিকেলে বিজ্ঞাপনযুক্ত লিঙ্ক ও ছবি

  • ✅ বিশেষ সাজেশন বা কোর্স রিভিউ হিসেবে উল্লেখ


📩 যোগাযোগ করুন:

আপনার বিজ্ঞাপন/প্রোমোশনাল কনটেন্ট দিতে বা অফার জানতে ইমেইল করুন –
📧 zerotoinfinity247bd@gmail.com
🌐 অথবা সরাসরি ভিজিট করুন: https://zerotoinfinity24bd.blogspot.com


স্মার্ট বিজ্ঞাপন দিন, স্মার্ট পাঠকের কাছে পৌঁছান!
আমরা আপনার ব্র্যান্ডকে পৌঁছে দেব হাজারো গন্তব্যে।

1. William Shakespeare

2.  George Bernard Shaw
3.
 Samuel Taylor Coleridge

4. William Wordsworth
5.
 Percy Bysshe Shelly

6. Charles Dickens
7.
 William butler Yeats
8.
 John Keats

9. Thomas Stearns Eliot
10.
 Robert Browning
11.
 Earnest Hemingway


 

ইংরেজি সাহিত্যের যুগবিভাগ টেকনিকে মনে রাখুন। শুধুমাত্র যুগবিভাগ পড়েই ১-২ মার্কস বিসিএস প্রিলিতে কভারআপ করতে পারবেন।

ইংরেজী সাহিত্যের প্রধান ৮ টি যুগঃ

মনে রাখুন এভাবেঃ OMR N ROVI MP (বাংলায়ঃ ওমর এন্ড রভি এমপি)

১. O দিয়ে Old English period (450-1066).
২.
 M দিয়ে Middle period (1066-1500).
৩.
 R দিয়ে Renaissance period (1500-1660)
৪.
 N দিয়ে Neoclassical period (1660-1798)

৫. RO দিয়ে Romantic period (1798-1832)
৬.
 VI দিয়ে Victorian period (1832-1901).
৭.
 M দিয়ে Modern period (1901-1939).
৮.
 P দিয়ে Post modern period (1939-)

প্রধান ৮ ভাগের প্রকারভেদেঃ

প্রথমত ওল্ড ইংলিশ পিরিয়ডের কোন প্রকার নেই। Old English যুগের ব্যাপ্তি (450-1066)

দ্বিতীয়ঃ Middle period (1066-1500) ৩ প্রকার।
১.
 Anglo Norman age
২.
 The age of Chaucer
৩.
 Barren age

মনে রাখুন এভাবেঃ ABC বা ACB

A.  Anglo norman
B
. Barren age
C
. The age of Chaucer বা ABC.
এবার মনে রাখুন এই বাক্যটি, ‘মিডলযুগের ইংরেজরা abc ধারাবাহিক ভাবে না পড়ে উল্টিয়ে ACB পড়তো’।

এখন ACB দিয়ে মিলিয়ে নিনঃ
১.
 A দিয়ে Anglo Norman age(1066-1350).
২.
 C দিয়ে The age of Chaucer (1350-1400)
৩.
 আর B দিয়ে Barren age(1400-1485).

তৃতীয়ঃ Renaissance period(1500-1660)

এই যুগের প্রস্তুতিটা ছিল ৫৮ বছর। অর্থাৎ ১৫০০-১৫৫৮ পর্যন্ত ছিল Preparation for the Renaissance. এই যুগকে ৪ ভাগে ভাগ করা হয়েছে।

১. Elizabethan
২.
 Jacobean
৩.
 Caroline
৪.
 Commonwealth

Renaissance অর্থ হলো নবজাগরণ বা নতুনভাবে জন্ম বা পুনর্জন্ম। সোজা কথায় রেঁনেসা। অর্থাৎ renaissance থেকে রেঁনেসা। একটা গল্প বলি, আমার কাকু কয়েকবছর ধরে নিখোঁজ ছিল। আমরা ভেবেছিলাম, হয়তো তার মৃত্যু হয়েছে। একদিন হঠাৎ সে কোথা থেকে যেন হাজির হলো। আমি দেখে আনন্দে বললাম, ‘এলে যে কাকু’। যেহেতু এই যুগটা পুনর্জন্মের, তাই কাকুর পুনর্জন্মের সাথে এই উক্তিকে মনে রাখুন।

এবার মিলিয়ে নিনঃ
‘এলে যে কাকু’
এবার যুগবিভাগ করুন। অর্থাৎ
এলে
  Elizabethan(1558-1603)
যে
  Jacobean(1603-1625)
কা
  Caroline (1625-1649)
কু
  Commonwealth(1649-1660)

চতুর্থঃ Neoclassical যুগ। এর অর্থ হলো নব্য সনাতনী। একটি শব্দ মনে রাখুন RAJ আরো ভালো করে মনে রাখার জন্য এই বাক্যটি মুখস্থ রাখুন, নব্য সনাতনীদের RAJ ছিল পোপ।

এখানে, R ⇒ Restoration (1660-1700)
A
 ⇒ Augustann age বা The age of pope (1700-1745)
J
 ⇒ The age of Jhonson বা the age of Sensibility (1745-1798)

পঞ্চমঃ রোমান্টিক যুগের কবিরা একবারই প্রেম করতো। অর্থাৎ, এই যুগের কোন প্রকার নেই।শুধু একা।

ষষ্ঠঃ Victorian এই যুগ মনে রাখতে শুধু PA শব্দটি মনে রাখুন। আরো ক্লিয়ার হতে, ‘রাণী ভিক্টোরিয়ার PA ধরে সালাম করো।’ বাক্যটি মনে রাখুন।

এখানে,P ⇒ Pre-Raphaelites যুগ (1848-1860)
A
 ⇒Aestheticism and Decadence (1880-1901)

aBWCoc1QEk4jz_-h/view?usp=sharing"> Live Preview

1 টি মন্তব্য:

Thank You

New Posts

Job Math for Written

  চাকরীর পরীক্ষায় একাডেমিক বই থেকে সরাসরি অংক আসে। এই নোটে ক্লাস ৮ ও ৯ এর গুরুত্বপূর্ণ অধ্যাইয়ের বাছাই করা ৩২০টি অংক সমাধান করে দেওয়া হয়েছ...

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.