3000 Bangla Literature Short Note - ZerO to Infinity

Header Ads

3000 Bangla Literature Short Note

 


সর্বশেষ আপডেটঃ ১৪ জুন ২০২৫


বিঃদ্রঃ- নিচের দিকে পিডিএফ ডাউনলোড লিংক দেওয়া আছে। 


🎯বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন গ্রন্থ বা নিদর্শন কোনটি?

- চর্যাপদ

*    চর্যাপদ মূলত গানের সংকলন। ধারণাকরা হয় বৌদ্ধ পণ্ডিতগণ তাদের সাহিত্যধারাকে অমর করতে চর্যাপদ রচনা করেন।

🎯বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়?

- তিন ভাগে

🎯চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?

- ১৯০৭ সালে

🎯চর্যাপদ কোন সময়ের রচনা?

- ৬৫০ থেকে ১২০০

🎯চর্যাপদ কতটি পদের সংকলন?

- একান্ন

🎯চর্যাপদ রচনা করেন কারা ?

- বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।

🎯আধুনিকের পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি ?

- চর্যাগীতি কোষ।

🎯চর্যাপদের ভাষায় কোন ভাষার প্রভাব দেখা যায়?

- কোল ভাষা

*    চর্যাপদের ভাষার সাথে ভারতবর্ষের বিভিন্ন ভাষার মিল পাওয়া যায় তাই সেসব ভাষাগোষ্টীর পণ্ডিতগণ চর্যাপদকে তাদের ভাষার আদি নিদর্শন হিসেবে দাবি করেন। বিষেশকরে “ওড়ীয়া” ও “অসমীয়া” ভাষার পণ্ডিতগণ জোর দাবি করেন।

🎯 কতজন কবি চর্যাপদ রচনা করেছেন?

-  ২৩ জন

🎯সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?

- কাহ্নপা

🎯চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?

- ২৩ নং পদ

🎯 চর্যাপদের আদি কবি কে?

- লুইপা

🎯 নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?

- বাংলা ও অসমিয়া

*    এই দুটি ভাষার বর্ণ একই শুধুমাত্র কয়েকটা বর্ণ আংশিক পরিবর্তন হয়ে উচ্চারণে পার্থক্য হয়। নতুন কিছু শব্দ সংযোজিত হয়ে অসমিয়া ভাষার কিছু পরিবর্তন হয়েছে।

🎯 চর্যা শব্দের অর্থ কি?

- আচরণ

🎯বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন কোনটি?

- চর্যাপদ

🎯 চর্যাপদের পদসংখ্যা-

- সাড়ে ৪৬ টি

🎯 চর্যাপদের মূল বিষয়বস্তু কোনটি?

- বৌদ্ধোধর্মের গূঢ় তত্ত্বকথা

🎯কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?

- চর্যাপদ

🎯চর্যাপদের পদগুলো রচিত-

- মাত্রাবৃত্ত ছন্দে

🎯চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?

- ১০০০ বছর

🎯 বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন--

- চর্যাপদ

🎯'আপনা মাংসে হরিণা বৈরী'- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?

- চর্যাপদ

🎯কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?

- পাল

🎯চর্যাপদ আবিস্কৃত হয়-

- নেপালের রাজ-দরবার থেকে

🎯চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে? কত সালে?

- ড. মুহম্মদ শহীদুল্লাহ,

🎯হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন?

- ১৯১৬ সালে

🎯বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস- এ দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন?

- ইংরেজি সাহিত্যের ইতিহাস

🎯 চর্যাপদ হলো মূলত-

- গানের সংকলন

🎯চর্যাপদে কতটি প্রবাদবাক্য পাওয়া যায়?

- ৬ টি

🎯‘চর্যাপদ ’কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?

- সহজিয়া বৌদ্ধ

🎯ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ মতে প্রাচীনতম চর্যাকার কে?

- শবরপা

🎯শবর পা কে ছিলেন?

- চর্যাকর

*    চর্যাপদ যারা রচনা করেছেন তাদের প্রত্যেকের নামের শেষে পা শব্দ রয়েছে। পা মানে হলো পদ বা যারা পদ রচনা করেন।

🎯মধ্যযুগকে কয়টি উপবিভাগে ভাগ করা যায়?

- তিনটি

🎯বাংলা সাহিত্যের প্রথম জীবনীকাব্য কাকে অবলম্বন করে লেখা হয়?

- শ্রী চৈতন্যদেবকে

🎯কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন ?

- মুনিদত্ত

🎯বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক-

- হরপ্রসাদ শাস্ত্রী

🎯রবীন্দ্র যুগ কোন সময়কে বলা হয়?

- ১৯০১ – ১৯৪০ সাল

🎯ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল-

-  ৬০০ - ১২০০  খ্রিস্টাব্দ

🎯চর্যাগীতি আবিষ্কার করেন-

- হরপ্রসাদ শাস্ত্রী

🎯চর্যাপদের রচনার উদ্দেশ্য-

- ধর্মচর্চা

🎯চর্যাপদের বেশির ভাগ পদ কত চরণে রচিত?

- দশ

🎯‘খনার বচন’ কি সংক্রান্ত?

- কৃষি

🎯হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?

- লুই পা

🎯বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন?

- সহজযানী

🎯প্রাচীন যুগে সমাজ জীবনে প্রভাব ছিল-

- ধর্মীয় চেতনার

🎯বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চার্যপদে’র রচনাকাল-

- সপ্তম থেকে দ্বাদশ

🎯প্রাচীন যুগের সাহিত্যের উপকরণ হিসেবে পাওয়া যায়-

- রূপকথা

*    রূপকথাগুলো মূলত ঈশপের কল্পনাতীত ধারণার গল্পের পর থেকে অধিক জনপ্রিয় হয়। তবে প্রাচীণ গ্রিস ও মিসরে বিভিন্ন দেব-দেবীর রূপকথা প্রচলিত ছিল।

🎯কেরী সাহেবের মুনশী বলা হয়-

- রাম রাম বসুকে

🎯‘বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়-

- ১৯৫২ সালে

🎯 ‘বাংলা পিডিয়া’র প্রধান সম্পাদক কে?

- সিরাজুল ইসলাম

🎯কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ‘বাংলা পিডিয়া’ প্রকাশিত হয়েছিল?

- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

🎯 ‘কথা সাহিত্য’বলতে কোনটি বোঝায়?

- ছোটগল্প ও উপন্যাস

🎯 বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?

- কৃষ্ণকুমারী

🎯 ‘সাহিত্য সম্রাট’ কাকে বলা হয়?

- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

🎯 বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি?

- আবুদল করিমের

🎯 ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে?

- কাজী আবদুল ওদুদ

🎯‘রেখাচিত্র’ কার রচনা?

- আবুল ফজল

🎯‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা?

- আত্মজীবনী

🎯ছন্দের যাদুকর বলা হয় কাকে?

- সত্যেন্দ্রনাথ দত্ত

🎯প্রতিদান কবিতাটির রচিয়তা কে?

- জসীমউদ্দীন

🎯বাংলা ভাষায় প্রথম উপন্যাস কোনটি?

- আলালের ঘরের দুলাল

🎯সূর্য দীঘল বাড়ি- উপন্যাসের লেখক কে?

- আবু ইসহাক

🎯কোনটি মনসা মঙ্গলের চরিত্র?

- লক্ষিন্দর

🎯অলিন্দ শব্দের অর্থ কি?

- বারান্দা

🎯ওরা কদম আলী- নাটকটির রচিয়তা কে?

- মামুনুর রশীদ

🎯কত বঙ্গাব্দে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য আবিষ্কৃত হয়?

- ১৩১৬ বঙ্গাব্দে

🎯যুগ সন্ধিক্ষণের কবি?

- ঈশ্বরচন্দ্র গুপ্ত

🎯লেবেদেফ নাটকটির রচিয়তা কে?

- মামুনুর রশীদ

🎯পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে?

- লাইব্রেরি

🎯আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

- রাত্রিশেষ

🎯‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-

- মোজাম্মেল হক

🎯'Origin and Development of Bengali Language' গ্রন্থটির লেখক কে?

- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

🎯 উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?

- ১৪৯৮ সালে

🎯 কোন সম্রাটের শাসনকার্যের বিষয়াবলী এখনো পাথরের গায়ে খোদাই করা লিপিতে রক্ষিত আছে?

- সম্রাট অশোক

কোন মন্তব্য নেই

Thank You

New Posts

বাংলা সাহিত্য সম্ভার

  বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাস, যুগবিভাগ ও প্রাচীন যুগ Download বাংলা সাহিত্য বাংলা ভাষায় রচিত সাহি...

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.