3000 Bangla Literature Short Note
🎯বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন গ্রন্থ বা নিদর্শন কোনটি?
- চর্যাপদ
 চর্যাপদ
মূলত গানের সংকলন। ধারণাকরা হয় বৌদ্ধ পণ্ডিতগণ তাদের সাহিত্যধারাকে অমর করতে চর্যাপদ
রচনা করেন।
    চর্যাপদ
মূলত গানের সংকলন। ধারণাকরা হয় বৌদ্ধ পণ্ডিতগণ তাদের সাহিত্যধারাকে অমর করতে চর্যাপদ
রচনা করেন।
🎯বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়?
- তিন ভাগে
🎯চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
- ১৯০৭ সালে
🎯চর্যাপদ কোন সময়ের রচনা?
- ৬৫০ থেকে ১২০০
🎯চর্যাপদ কতটি পদের সংকলন?
- একান্ন
🎯চর্যাপদ
রচনা করেন কারা ?
- বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।
🎯আধুনিকের
পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি ?
- চর্যাগীতি কোষ।
🎯চর্যাপদের ভাষায় কোন ভাষার প্রভাব দেখা যায়?
- কোল ভাষা
 চর্যাপদের
ভাষার সাথে ভারতবর্ষের বিভিন্ন ভাষার মিল পাওয়া যায় তাই সেসব ভাষাগোষ্টীর পণ্ডিতগণ
চর্যাপদকে তাদের ভাষার আদি নিদর্শন হিসেবে দাবি করেন। বিষেশকরে “ওড়ীয়া” ও “অসমীয়া”
ভাষার পণ্ডিতগণ জোর দাবি করেন।
    চর্যাপদের
ভাষার সাথে ভারতবর্ষের বিভিন্ন ভাষার মিল পাওয়া যায় তাই সেসব ভাষাগোষ্টীর পণ্ডিতগণ
চর্যাপদকে তাদের ভাষার আদি নিদর্শন হিসেবে দাবি করেন। বিষেশকরে “ওড়ীয়া” ও “অসমীয়া”
ভাষার পণ্ডিতগণ জোর দাবি করেন।
🎯 কতজন কবি চর্যাপদ রচনা করেছেন?
-  ২৩ জন
🎯সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
- কাহ্নপা
🎯চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
- ২৩ নং পদ
🎯 চর্যাপদের আদি কবি কে?
- লুইপা
🎯 নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
- বাংলা ও অসমিয়া
 এই
দুটি ভাষার বর্ণ একই শুধুমাত্র কয়েকটা বর্ণ আংশিক পরিবর্তন হয়ে উচ্চারণে পার্থক্য হয়।
নতুন কিছু শব্দ সংযোজিত হয়ে অসমিয়া ভাষার কিছু পরিবর্তন হয়েছে।
    এই
দুটি ভাষার বর্ণ একই শুধুমাত্র কয়েকটা বর্ণ আংশিক পরিবর্তন হয়ে উচ্চারণে পার্থক্য হয়।
নতুন কিছু শব্দ সংযোজিত হয়ে অসমিয়া ভাষার কিছু পরিবর্তন হয়েছে।
🎯 চর্যা শব্দের অর্থ কি?
- আচরণ
🎯বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন কোনটি? 
- চর্যাপদ
🎯 চর্যাপদের পদসংখ্যা-
- সাড়ে ৪৬ টি
🎯 চর্যাপদের মূল বিষয়বস্তু কোনটি?
- বৌদ্ধোধর্মের গূঢ়
তত্ত্বকথা
🎯কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
- চর্যাপদ
🎯চর্যাপদের পদগুলো রচিত-
- মাত্রাবৃত্ত ছন্দে
🎯চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?
- ১০০০ বছর
🎯 বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন--
- চর্যাপদ
🎯'আপনা
মাংসে হরিণা বৈরী'- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
- চর্যাপদ
🎯কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
- পাল
🎯চর্যাপদ আবিস্কৃত হয়-
- নেপালের রাজ-দরবার
থেকে
🎯চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে? কত সালে?
- ড. মুহম্মদ শহীদুল্লাহ, 
🎯হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন?
- ১৯১৬ সালে
🎯বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস- এ দুটির
মধ্যে কোনটি বেশি পুরাতন?
- ইংরেজি সাহিত্যের ইতিহাস
🎯 চর্যাপদ হলো মূলত-
- গানের সংকলন
🎯চর্যাপদে কতটি প্রবাদবাক্য পাওয়া যায়?
- ৬ টি
🎯‘চর্যাপদ ’কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
- সহজিয়া বৌদ্ধ
🎯ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ মতে প্রাচীনতম চর্যাকার কে?
- শবরপা
🎯শবর পা কে ছিলেন?
- চর্যাকর
 চর্যাপদ
যারা রচনা করেছেন তাদের প্রত্যেকের নামের শেষে পা শব্দ রয়েছে। পা মানে হলো পদ বা যারা
পদ রচনা করেন।
    চর্যাপদ
যারা রচনা করেছেন তাদের প্রত্যেকের নামের শেষে পা শব্দ রয়েছে। পা মানে হলো পদ বা যারা
পদ রচনা করেন।
🎯মধ্যযুগকে কয়টি উপবিভাগে ভাগ করা যায়?
- তিনটি
🎯বাংলা সাহিত্যের প্রথম জীবনীকাব্য কাকে অবলম্বন করে লেখা
হয়?
- শ্রী চৈতন্যদেবকে
🎯কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন ?
- মুনিদত্ত
🎯বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক-
- হরপ্রসাদ শাস্ত্রী
🎯রবীন্দ্র যুগ কোন সময়কে বলা হয়?
- ১৯০১ – ১৯৪০ সাল
🎯ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল-
-  ৬০০ - ১২০০ 
খ্রিস্টাব্দ
🎯চর্যাগীতি আবিষ্কার করেন-
- হরপ্রসাদ শাস্ত্রী
🎯চর্যাপদের রচনার উদ্দেশ্য-
- ধর্মচর্চা
🎯চর্যাপদের বেশির ভাগ পদ কত চরণে রচিত?
- দশ
🎯‘খনার বচন’ কি সংক্রান্ত?
- কৃষি
🎯হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
- লুই পা
🎯বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন?
- সহজযানী
🎯প্রাচীন যুগে সমাজ জীবনে প্রভাব ছিল-
- ধর্মীয় চেতনার
🎯বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চার্যপদে’র রচনাকাল-
- সপ্তম থেকে দ্বাদশ
🎯প্রাচীন যুগের সাহিত্যের উপকরণ হিসেবে পাওয়া যায়-
- রূপকথা
 রূপকথাগুলো
মূলত ঈশপের কল্পনাতীত ধারণার গল্পের পর থেকে অধিক জনপ্রিয় হয়। তবে প্রাচীণ গ্রিস ও
মিসরে বিভিন্ন দেব-দেবীর রূপকথা প্রচলিত ছিল।
    রূপকথাগুলো
মূলত ঈশপের কল্পনাতীত ধারণার গল্পের পর থেকে অধিক জনপ্রিয় হয়। তবে প্রাচীণ গ্রিস ও
মিসরে বিভিন্ন দেব-দেবীর রূপকথা প্রচলিত ছিল।
🎯কেরী সাহেবের মুনশী বলা হয়-
- রাম রাম বসুকে
🎯‘বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়-
- ১৯৫২ সালে
🎯 ‘বাংলা পিডিয়া’র প্রধান সম্পাদক কে?
- সিরাজুল ইসলাম
🎯কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ‘বাংলা পিডিয়া’ প্রকাশিত হয়েছিল?
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
🎯 ‘কথা সাহিত্য’বলতে কোনটি বোঝায়?
- ছোটগল্প ও উপন্যাস
🎯 বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
- কৃষ্ণকুমারী
🎯 ‘সাহিত্য সম্রাট’ কাকে বলা হয়?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
🎯 বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি?
- আবুদল করিমের
🎯
‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে?
- কাজী আবদুল ওদুদ
🎯‘রেখাচিত্র’ কার রচনা?
- আবুল ফজল
🎯‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা?
- আত্মজীবনী 
🎯ছন্দের
যাদুকর বলা হয় কাকে?
- সত্যেন্দ্রনাথ দত্ত
🎯প্রতিদান
কবিতাটির রচিয়তা কে?
- জসীমউদ্দীন
🎯বাংলা
ভাষায় প্রথম উপন্যাস কোনটি?
- আলালের ঘরের দুলাল
🎯সূর্য
দীঘল বাড়ি- উপন্যাসের লেখক কে?
- আবু ইসহাক
🎯কোনটি
মনসা মঙ্গলের চরিত্র?
- লক্ষিন্দর
🎯অলিন্দ
শব্দের অর্থ কি?
- বারান্দা
🎯ওরা
কদম আলী- নাটকটির রচিয়তা কে?
- মামুনুর রশীদ
🎯কত
বঙ্গাব্দে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য আবিষ্কৃত হয়?
- ১৩১৬ বঙ্গাব্দে
🎯যুগ
সন্ধিক্ষণের কবি?
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
🎯লেবেদেফ
নাটকটির রচিয়তা কে?
- মামুনুর রশীদ 
🎯পুস্তকের
শ্রেণীবদ্ধ সংগ্রহকে কি বলে?
- লাইব্রেরি 
🎯আহসান
হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
- রাত্রিশেষ
🎯‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-
- মোজাম্মেল হক
🎯'Origin and Development of Bengali Language' গ্রন্থটির
লেখক কে?
- ড. সুনীতিকুমার
চট্টোপাধ্যায়
🎯 উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?
- ১৪৯৮ সালে
🎯 কোন সম্রাটের শাসনকার্যের বিষয়াবলী এখনো পাথরের গায়ে খোদাই
করা লিপিতে রক্ষিত আছে?
- সম্রাট অশোক



 


কোন মন্তব্য নেই
Thank You