Basic English Grammar - ZerO to Infinity

Header Ads

Basic English Grammar

 



*     


Sentence: সংজ্ঞা, শ্রেণি ও উদাহরণ

Sentence: সংজ্ঞা, শ্রেণি ও উদাহরণ

দুই বা ততোধিক শব্দসমষ্টি একত্রে মিলিত হয়ে সম্পূর্ণ ভাব প্রকাশ করলেই বাক্য। ইংরেজি ব্যাকরণে এটি মূল একক।

নোট:
ডাউনলোড লিংক কাজ না করলে দয়া করে অ্যাডমিনকে মেইল করুন: raysulislamredoy@gmail.com

Sentence কাকে বলে?

দুই বা ততোধিক শব্দসমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে Sentence বা বাক্য বলা যায়। একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য শব্দগুলোর সঠিক ক্রম এবং একটি সমাপিকা ক্রিয়া (verb) থাকা অবশ্যম্ভাবী।

English definition

The sentence is known as the basic unit of English grammar. It contains a word or a group of words that expresses complete ideas, sense, feelings, or meaning and consists of a subject and a verb. Also, it may contain an object or a complement, and the words are ordered properly.

উদাহরণ (Examples)

Shina eats pizza. — Subject: Shina, Verb: eats, Object: pizza.
Rahim loves to travel. — Subject: Rahim, Verb: loves, Complement/Object: to travel.
They play football.

কীভাবে ভুল অর্ডার বাক্য ভেঙে দেয়

যদি শব্দগুলোকে অগোছালোভাবে সাজানো হয় (order maintain না করে), তবে বাক্য পূর্ণাঙ্গ হবে না। যেমন — Rahim loves to travel থেকে To travel loves Rahim করলে কোনো সঠিক অর্থ প্রকাশ পায় না।

Classifications of Sentence

1. Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)

কোন কিছুর বিবৃতি বা বর্ণনা প্রকাশ করে। সাধারণত pattern: subject + verb + object/complement/adverb. affirmative/negative হতে পারে।

  • He reads the book.
  • We do not run in the Sun. (Negative)
  • Everyone should read this poem. (Modal: should)

2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)

কোন প্রশ্ন জিজ্ঞেস করে; শেষ চিহ্ন ? থাকে।

গঠন হতে পারে — (a) Helping verb বা modal দিয়ে শুরু, (b) WH-word দিয়ে শুরু।

  • Do you need some money?
  • Is he your brother?
  • What is your address?

3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)

আদেশ, অনুরোধ বা পরামর্শ বোঝায়; subject (you) গুপ্ত থাকে।

  • Do it quickly.
  • Never tell a lie.
  • Please, give me a pen.

4. Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য)

ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে। প্রায়শই May দিয়ে শুরু হয়।

  • May Allah help you to overcome all the obstacles.
  • May you be happy in your future life.
  • Live long our president.

5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)

হঠাৎ বা তীব্র অনুভূতি প্রকাশ করে; সাধারণত চিহ্ন ! প্রয়োজন।

  • Hurrah! We’ve won the game.
  • What a beautiful scene!
  • Alas! You’ve failed in English.

রূপভেদ (Structure-wise)

  1. Simple sentence (সরল বাক্য): একটিমাত্র subject ও finite verb থাকে। উদাহরণ: Bangladesh is a developing country.
  2. Complex sentence (জটিল বাক্য): একটি main clause ও একটি বা একাধিক subordinate clause থাকে। উদাহরণ: Though he lives in America, he speaks Bengali fluently.
  3. Compound sentence (যৌগিক বাক্য): দুই বা ততোধিক independent clauses coordinating conjunction দ্বারা যুক্ত। উদাহরণ: He is poor but happy.

লেখাটি প্রস্তুত করেছেন: Raisul Islam Hridoy. যদি ডাউনলোডে সমস্যা হয়, ইমেইল করুন।

কোন মন্তব্য নেই

Thank You

New Posts

আমার তৈরি করা সকল নোট একসাথে ডাউনলোড করুন

  চাকরী প্রস্তুতির নোট - ডাউনলোড ...

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.