Class IX-X ICT Note

Raisul Islam Hridoy 0
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ

প্রথম অধ্যায় | SSC ICT নোটস

সুচিপত্র

অধ্যায় বিবরণ পৃষ্ঠা
প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ
দ্বিতীয় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা ১৫
তৃতীয় ইন্টারনেট ও ওয়েব পরিচিতি ৪২
চতুর্থ আমার লেখালেখি ও হিসাব ৫২
পঞ্চম মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স ৬৪
ষষ্ঠ প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান ১১০

পাঠ সম্পর্কিত প্রকৃত বিষয়াবলি

  • ই-মালিক: ই-মালিক শব্দটি ইলেকট্রনিক মালিক কথাটির সংক্ষিপ্ত রূপ। পার্সোনাল স্টোর অন্য সিটি বস, ইন্টারনেট, ব্রডব্যান্ড নেটওয়ার্ক কিংবা মোবিলিয়ান ডাটাবেস ব্যবহার করার পদ্ধতিকে ই-মালিক বলে।
  • ই-পুথি: পুথি হচ্ছে চিহ্নিকাগজের ক্ষেত্রে আর সরকার করতে হবে সে জন্য আওতাধীন প্রশাসনিকের দেওয়া একটি অনুমতিপত্র। আধারনির্ভর এখন অনলাইনেও সরকারি তালিকাভুক্ত পুথির তথ্য সংগ্রহ করে এখন তাদের হারানি ও বিভ্রমের অবসান হয়েছে। পাশাপাশি সময়মতো ভাতের সরকারি নির্দিষ্ট হওয়ায় চিহ্নিকালে ডিপার্টমেন্ট পেয়েছে।
  • ই-পোস্ট সেবা: বর্তমানে দেশের সকল জায়গা কেন্দ্রের অনুমতি অনলাইনে সেবা করা যায়। এটিকে বলা হয় ই-পোস্ট।
  • ই-কমার্স: ই-কমার্স দুই ধরনের প্রতিষ্ঠান লক্ষ করা যায়। ১. ধরনের প্রতিষ্ঠান কেবল নিজেদের পণ্য বিক্রয় করে থাকে। আরেক কিছু কিছু প্রতিষ্ঠান অন্য অনেক প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করে।
  • সামাজিক যোগাযোগ: সামাজিক যোগাযোগ বলতে আধুনিক যোগাযোগ ও নেটওয়ার্কের মাধ্যমে মানুষ মানুষে সিদ্ধান্তকে বোঝায়। এর অর্থ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও তথ্য বিনিময় করা যা কিছু বৃদ্ধি, নিম্নসংখ্যক কিংবা আদান-প্রদান করে তাই সামাজিক যোগাযোগ।
  • টুইটার/এক্স (www.twitter.com): টুইটারও একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে ফেসবুকের সঙ্গে এর একটি বৈশিষ্ট্য পার্থক্য রয়েছে। এটিতে ব্যবহারকারীদের সর্বোচ্চ ১৪০ অক্ষরের মধ্যে তাদের মতামত প্রকাশ ও জানান-জানান করতে হয়। এজন্য এটিকে মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইটও বলা যায়। ১৪০ অক্ষরের এই বার্তাকে বলা হয় টুইট।
  • ই-গর্ভন্যান্স: সরকার ব্যবস্থা ও বণ্টনার ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই-গর্ভন্যান্স। এর মাধ্যমে সরকারি ব্যবস্থাপনাক্রম ও ব্যুরোক্রেসির কার্য পাশাপাশি সরকারি ব্যবস্থাপনাক্রমের ক্ষেত্রে ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।
  • এমপিও: ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমকে সংক্ষেপে এমপিও বলে। বাংলাদেশে ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিসের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে, দ্রুত, কম খরচে টাকা পাঠানো যায়। দেশের প্রায় সকল ডাকঘরে এই সেবা পাওয়া যায়।

অনুশীলনীর প্রশ্নোত্তর

১. সকল বিষয়ন আধুনিক যান্ত্রিকতার পাশা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?

  • ১৮৩০
  • ১৮৪২
  • ১৮৫০
  • ১৮৬১ ✅

২. কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?

  • চার্লস ব্যাবেজ
  • আদাশ লাভলেস
  • হারম্যান হলেরিথ
  • জগদীশ চন্দ্র বসু ✅

৩. কম্পিউটার নিম্নোক্ত কে?

  • স্মৃতি ভবন
  • বিল গেটস
  • মার্ক জুকারবার্গ
  • টিম বার্নার্স লি ✅

৪. সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে—

  1. সরকারের সরকারি সেবা পাওয়া যাবে
  2. সরকারি সেবার মান উন্নত হবে
  3. দুর্নীতি নির্মূল হয়েছে সরকারি সেবা পাওয়া যাবে

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii ✅

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

মুনমুন দেশমাটিন হেড্ডারে সেবা প্রদান করে গেলে দেশের সে ডাকঘর এমপিও বিভাগের সাথে যোগাযোগ করে। তিনি মুনমুনের দ্রুত ট্রান্সমিশনের কারণে বাংলাদেশের ডাকঘর ডাকের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে মুনের চিকিৎসার ব্যবস্থা করলেন।

৫. মুনমুন ট্রান্সফার সেবা প্রদানের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো—

  1. টেলিমেডিসিন সেখা
  2. ই-ব্যাংকিংয়ের
  3. ই-কমার্স সেবা

নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

সংশোধিত উত্তর: প্রশ্নে সম্ভবত টাইপো আছে। সঠিক অপশন হওয়া উচিত i (টেলিমেডিসিন), কারণ অনুচ্ছেদে ডাক্তারের পরামর্শ ও ট্রান্সমিশনের কথা বলা হয়েছে।

৬. বাংলাদেশের কোন সমস্যা সমূহ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী কী সেবা পূর্বে করেছে? বর্ণনা কর।

বাংলাদেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অসাধারণ ভূমিকা পালন করেছে। উদাহরণস্বরূপ:

  • কৃষি: কৃষকরা মোবাইল অ্যাপের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস, বাজার মূল্য, কীটনাশকের পরামর্শ পান।
  • শিক্ষা: অনলাইন ক্লাস, ই-লার্নিং প্ল্যাটফর্ম (যেমন: www.bteb.gov.bd)।
  • স্বাস্থ্য: টেলিমেডিসিন সেবা, অনলাইনে ডাক্তারের পরামর্শ।
  • ব্যাংকিং: মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট), ইন্টারনেট ব্যাংকিং।
  • যোগাযোগ: সামাজিক মাধ্যম (ফেসবুক, হোয়াটসঅ্যাপ), ইমেইল, ভিডিও কল।

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. এক্সেস পয়েন্ট এর ভিতরে ধরনা মূল্যায়ন পাল্টে পড়ে?

  • ওয়্যার
  • সম্প্রদায়
  • ওয়েবসাইট
  • ডেস্কটপ ✅

৮. কোনটির কারণে দেশের সীমানা এখন নিজের দেশের গতি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে?

  • বিশ্বায়ন ✅

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

Class IX-X Science MCQ

  ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান | অধ্যায়-১: উন্নততর জীবনধারা | MCQ সমাধান ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান অধ্যায়-১: উন্ন...