Class IX-X Economy

Raisul Islam Hridoy 0



৯ম-১০ম শ্রেণি | অর্থনীতি | সকল অধ্যায়ের MCQ সমাধান

৯ম-১০ম শ্রেণি | অর্থনীতি

সকল অধ্যায়ের MCQ প্রশ্নের সমাধান (ব্যাখ্যাসহ)

১. অর্থনীতি পরিচয়

অর্থনীতির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
গ্রিক ‘Oikonomia’
Oikos = গৃহ, Nomos = ব্যবস্থাপনা → গৃহ ব্যবস্থাপনা।
দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব কী?
মৌলিক অর্থনৈতিক সমস্যা
সম্পদ সীমিত, অভাব অসীম → চয়নের প্রয়োজন।
‘অর্থনীতি হলো দুষ্প্রাপ্য সম্পদের সর্বোত্তম ব্যবহার’ — কার সংজ্ঞা?
লিওনেল রবিন্স
আধুনিক অর্থনীতির জনক হিসেবে পরিচিত।
আয়ের বৃত্তাকার প্রবাহে দুটি খাত কী কী?
গৃহস্থালি ও উৎপাদনকারী প্রতিষ্ঠান
অর্থ প্রবাহ: ব্যয় → আয় → ব্যয়।
কোন অর্থনৈতিক ব্যবস্থায় সরকার সবকিছু নিয়ন্ত্রণ করে?
সমাজতান্ত্রিক
উৎপাদনের উপকরণ সরকারি মালিকানায়।

২. অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ

অর্থনৈতিক সম্পদ কত প্রকার?
৪ প্রকার (ভূমি, শ্রম, মূলধন, সংগঠন)
উৎপাদনের মৌলিক উপকরণ।
সুযোগ ব্যয় কী?
একটি বিকল্প ত্যাগ করে অন্যটি গ্রহণের মূল্য
যেমন: পড়াশোনা না করে চাকরি করলে সুযোগ ব্যয় = শিক্ষা।
বাংলাদেশের প্রধান অর্থনৈতিক কার্যাবলি কী?
কৃষি, শিল্প, সেবা
জিডিপিতে কৃষির অবদান সবচেয়ে বেশি।

৩. উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য

ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুসারে কী হয়?
অতিরিক্ত ইউনিট থেকে উপযোগ কমে
যেমন: ১ম রুটি বেশি, ৫ম রুটি কম উপযোগ দেয়।
চাহিদা বিধি অনুসারে দাম বাড়লে চাহিদা —
কমে
চাহিদা রেখা ডান থেকে বামে নিচের দিকে ঢালু।
ভারসাম্য দাম কোথায় নির্ধারিত হয়?
চাহিদা = যোগান
বাজারে ক্রেতা-বিক্রেতার সমতা।

৪. উৎপাদন ও সংগঠন

ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কখন কার্যকর?
অতিরিক্ত পরিবর্তনশীল উপকরণ ব্যবহারে
যেমন: একই জমিতে বেশি শ্রমিক দিলে উৎপাদন কমে।
প্রকাশ্য ব্যয় কী?
নগদে পরিশোধিত ব্যয়
যেমন: মজুরি, ভাড়া।

৫. বাজার

বাংলাদেশে প্রধান বাজার কোনটি?
পাইকারি ও খুচরা বাজার
হাট-বাজার, সুপারশপ।

৬. জাতীয় আয় ও এর পরিমাপ

জিডিপি পরিমাপের কয়টি পদ্ধতি?
৩টি (উৎপাদন, আয়, ব্যয়)
GDP = C + I + G + (X - M)
জিডিপিতে অন্তর্ভুক্ত নয় —
কালোবাজারি লেনদেন
অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি বাদ।

৭. অর্থ ও ব্যাংক ব্যবস্থা

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
বাংলাদেশ ব্যাংক
মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে।

৮. বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের?
মিশ্র অর্থনীতি
সরকারি + বেসরকারি উদ্যোগ।

৯. বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ

বাংলাদেশ কোন ধরনের দেশ?
উন্নয়নশীল
LDC থেকে উত্তরণ প্রক্রিয়ায়।

১০. বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা

বাজেট কী?
সরকারের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব
জুন মাসে উপস্থাপিত হয়।
প্রতিদিন এমন বিষয়ভিত্তিক শর্ট নোট ও MCQ পেতে আমাদের পেইড টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। মাত্র ১৯৯/- টাকায়।

সম্পূর্ণ PDF ডাউনলোড করুন

ডাউনলোড করুন

© ২০২৫ | অর্থনীতি শিক্ষা ব্লগ | সকল অধিকার সংরক্ষিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

Class IX-X Economy

৯ম-১০ম শ্রেণি | অর্থনীতি | সকল অধ্যায়ের MCQ সমাধান ৯ম-১০ম শ্রেণি | অর্থনীতি ...