International Affairs
আই
আন্তর্জাতিক বিষয়াবলী — বিশ্বরেকর্ড ও তথ্য
সংকলন: বিভিন্ন ক্যাটাগরির "বিশ্বের বৃহত্তম/ক্ষুদ্রতম/উচ্চতম/দীর্ঘতম/দ্রুততম"
আপডেট করা: অটোমেটিক
বিশ্বের বৃহত্তম
- বিশ্বের বৃহত্তম ঘড়ি : মক্কা ক্লক (সৌদিআরব) [ পূর্বে ছিল বিগবেন ]
- বিশ্বের বৃহত্তম ঘন্টা : মস্কোর ঘণ্টা
- বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র প্রেক্ষাগৃহ : রক্সি (নিউইয়র্ক)
- বিশ্বের বৃহত্তম গ্রন্থাগার : লাইব্রেরি অব কংগ্রেস (ওয়াশিংটন ডি.সি)
- বিশ্বের বৃহত্তম বইমেলা : জার্মানির ফ্রাঙ্কফ্রুটে অনুষ্ঠিত হয় (১০০টির বেশি দেশের ৭০০+ প্রকাশনা)
- বিশ্বের বৃহত্তম মসজিদ : মসজিদ আল হারাম, মক্কা (ধারণক্ষমতা অনুসারে)
- বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম : রাংগ্রাডো মে ডে স্টেডিয়াম (উত্তর কোরিয়া)
- বিশ্বের বৃহত্তম মন্দির : এঙ্কর ভাট
- বিশ্বের বৃহত্তম গির্জা : সেন্ট পিটারের প্রসাদ (ভ্যাটিকান)
- বিশ্বের বৃহত্তম প্রাসাদ : ভ্যাটিকান
- বিশ্বের বৃহত্তম পার্ক : ইয়োলা স্টোন ন্যাশনাল পার্ক, যুক্তরাষ্ট্র
- বিশ্বের বৃহত্তম যাদুঘর : ব্রিটিশ মিউজিয়াম
- বিশ্বের বৃহত্তম রেস্তোরা : দামাস্ক গেট রেস্টুরেন্ট (সিরিয়া)
- বিশ্বের বৃহত্তম জাহাজ (যাত্রীবাহী) : কুইন মেরী-২
- বিশ্বের বৃহত্তম হীরক খনি : কিম্বার্লি (দক্ষিন আফ্রিকা)
- বিশ্বের বৃহত্তম স্বর্ণখনি : জোহান্সবার্গ
- বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র : আবুধাবি (সংযুক্ত আরব আমিরাত)। ২৯ জুন ২০১৯ চালু হয়।
- বিশ্বের বৃহত্তম পাখি : ভোরাম্বে টাইটান (যুক্তরাজ্য) (১০ ফুট উচ্চতা)
- বিশ্বের বৃহত্তম সামদ্রিক পাখি : অ্যালবাট্রস
- বিশ্বের বৃহত্তম প্রাণী : নীলতিমি
- বিশ্বের বৃহত্তম স্থলজ প্রাণী : আফ্রিকান হাতি
- বিশ্বের বৃহত্তম ফুল : র্যাফলেশিয়া
- বিশ্বের বৃহত্তম বৃষ্টিপ্রধান ক্রান্তীয় অঞ্চলের বন : ব্রাজিলে
- বিশ্বের বৃহত্তম ও গভীরতম রেল টানেল : গোথার্ড বেস টানেল, সুইজারল্যান্ড; দৈর্ঘ্য ১৫১.৮৪০ কিমি।
- মানবসৃষ্ট বিশ্বের বৃহত্তম স্থাপনা : চীনের মহাপ্রাচীর; দৈর্ঘ্য ৮,৮৫১.৮ কি.মি.
- বিশ্বের বৃহত্তম মহাদেশ : এশিয়া
- বিশ্বের বৃহত্তম মহাসাগর : প্রশান্ত মহাসাগর
- বিশ্বের বৃহত্তম দেশ (আয়তনে) : রাশিয়া
- বিশ্বের বৃহত্তম দেশ (জনসংখ্যায়) : চীন
- বিশ্বের বৃহত্তম শহর : টোকিও
- বিশ্বের বৃহত্তম মরুভূমি : সাহারা
- বিশ্বের বৃহত্তম সাগর : দক্ষিণ চীন সাগর
- বিশ্বের বৃহত্তম উপসাগর : মেস্কিকো উপসাগর
- বিশ্বের বৃহত্তম হ্রদ : কাম্পিয়ান সাগর (লবণাক্ত পানি) — সুপিরিয়র (মিঠা পানির হ্রদ)
- বিশ্বের বৃহত্তম অরণ্য : তৈগা (রাশিয়া)
- বিশ্বের বৃহত্তম বদ্বীপ : বাংলাদেশ
- বিশ্বের বৃহত্তম দ্বীপ : গ্রীনল্যান্ড
- বিশ্বের বৃহত্তম গ্রহ : বৃহস্পতি
- বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল : কমিউনিস্ট পার্টি অফ চায়না
- বিশ্বের বৃহত্তর সংবিধান : ভারতের সংবিধান
- বিশ্বের বৃহত্তম দিন : ২১ জুন (উত্তর গোলার্ধে)
- বিশ্বের বৃহত্তম রাত : ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)
বিশ্বের ক্ষুদ্রতম
- এশিয়ার ক্ষুদ্রতম দেশ : মালদ্বীপ (আয়তন ২৯৮ বর্গ কিলোমিটার)
- ক্ষুদ্রতম স্বাধীন দেশ : ভ্যাটিকান সিটি
- ক্ষুদ্রতম রাজধানী : ভ্যাটিকান সিটি (আয়তন ০.৪৪ বর্গ কিমি)
- বিশ্বের ক্ষুদ্রতম পাখি : হামিং বার্ড
- বিশ্বের ক্ষুদ্রতম ফুল : পিলিয়া মাইক্রোফোলিয়া
- বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ : ওশেনিয়া
- বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর : আর্কটিক মহাসাগর
- বিশ্বের ক্ষুদ্রতম গ্রহ : বুধ
- বিশ্বের ক্ষুদ্রতম রাত : ২১ জুন (উত্তর গোলার্ধে)
- বিশ্বের ক্ষুদ্রতম দিন : ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)
- বিশ্বের ক্ষুদ্রতম নদী : ডি. রিভার (যুক্তরাষ্ট্র)
- বিশ্বের ক্ষুদ্রতম সংবিধান : যুক্তরাষ্ট্র
বিশ্বের উচ্চতম
- বিশ্বের উচ্চতম দেশ : তিব্বত
- বিশ্বের উচ্চতম শহর : ওয়েন চুয়ান, তিব্বত
- বিশ্বের উচ্চতম রাজধানী : লাপাজ, বলিভিয়া
- বিশ্বের উচ্চতম স্থান : আজিজিয়া, লিবিয়া
- বিশ্বের উচ্চতম হ্রদ : টিটিকাকা, বলিভিয়া
- বিশ্বের উচ্চতম বৃক্ষ : রেডউড (ক্যালিফোর্নিয়া)
- বিশ্বের উচ্চতম প্রাণী : জিরাফ
- বিশ্বের উচ্চতম পর্বতমালা : হিমালয়
- বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গ : এভারেস্ট (নেপাল)
- বিশ্বের উচ্চতম মিনার : বাদশা হাসান মসজিদের মিনার (মরক্কো)
- বিশ্বের উচ্চতম ভবন : জেদ্দা টাওয়ার (সৌদি আরব) — ২০১৯
- বিশ্বের উচ্চতম মালভূমি : পামির
- বিশ্বের উচ্চতম জলপ্রপাত : অ্যাঞ্জেল (ভেনিজুয়েলা)
- বিশ্বের সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস : ভারত (৩৬ কোটি ৩০ লাখ এর বেশি — মোট জনসংখ্যার প্রায় ২৮%)
বিশ্বের দীর্ঘতম
- পৃথিবীর দীর্ঘতম নদী : নীলনদ
- বিশ্বের দীর্ঘতম গিরিখাত : মালাক্কা গিরিখাত
- বিশ্বের দীর্ঘতম প্রণালী : তাতার প্রণালী
- বিশ্বের দীর্ঘতম সোজা মহাসড়ক : সৌদি আরবের Highway 10 (২৫৬ কিমি)
- বিশ্বের দীর্ঘতম সেতু (সড়ক) : বাং না এক্সপ্রেসওয়ে, থাইল্যান্ড (৫৪ কি.মি)
- বিশ্বের দীর্ঘতম সেতু (রেল) : দানইয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ, চীন (১৬৪.৮ কি.মি)
- বিশ্বের দীর্ঘতম সেতু (সমুদ্র) : Hong Kong-Zhuhai-Macau Bridge, হংকং (৫৫ কি.মি.)
- বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু : সুইজারল্যান্ডের চার্লেস কুনেন
- বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত কাচের ব্রিজ : চীনের হেবেই প্রদেশে
- বিশ্বের দীর্ঘতম রেলপথ : ট্রান্স সাইবেরিয়ান (৬০০০ কিমি)
- বিশ্বের দীর্ঘতম খাল : গ্রান্ড খাল
- বিশ্বের দীর্ঘতম কৃত্রিম খাল : সুয়েজ খাল
- বিশ্বের দীর্ঘতম প্রবাল প্রাচীর : গ্রেট বেরিয়ার রিফ (অস্ট্রেলিয়া)
- বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত : কক্সবাজার
- বিশ্বের দীর্ঘতম প্রাচীর : চীনের মহাপ্রাচীর
- বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টানেল : গোথার্ড বেস টানেল
- বিশ্বের দীর্ঘতম সাঁতারের পথ : ইংলিশ চ্যানেল
বিশ্বের দ্রুততম
- বিশ্বের দ্রুততম প্রাণী : চিতাবাঘ
- বিশ্বের দ্রুততম পাখি : সুইফট বার্ড
- বিশ্বের দ্রুততম মানব : উসাইন বোল্ট
- বিশ্বের দ্রুততম মানবী : ফ্লোরেন্স গ্রাফিতি জয়নাব
- বিশ্বের দ্রুততম মাছ : টুনামাছ
- বিশ্বের দ্রুততম সাপ : আফ্রিকার কালো মাম্বা
বিশ্বের প্রথম
- বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ : ভুটান
- বিশ্বের প্রথম কার্বন মুক্ত শহর : মাসদার (সংযুক্ত আরব আমিরাত)
- বিশ্বের প্রথম ব্যাংক : ব্যাংক অব শালি (চীন)
- বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ : স্পুটনিক ১
- বিশ্বের প্রথম মহাকাশচারী : ইউরি গ্যাগারিন (রাশিয়া)
- পৃথিবীর প্রথম মহাকাশচারী হিসেবে ইউরি গ্যাগারিন মহাকাশে ১২ এপ্রিল ১৯৬১ সালে যাত্রা করেন (ভস্টক-১)
- চাঁদে পা রাখা প্রথম ব্যক্তি : নীল আর্মস্ট্রং
বিবিধ
- বৃষ্টিপাতপ্রবণ অঞ্চল : চেরাপুঞ্জি, ভারত
- শীতলতম স্থান : সাইবেরিয়ার ভারখয়ানস্ক (রাশিয়া)
- উষ্ণতম স্থান : আজিজিয়া (লিবিয়া)
- শুষ্কতম স্থান : ডেথ ভ্যালি (ক্যালিফোর্নিয়া)
- ধীরতম প্রাণী : শামুক
- দীর্ঘজীবী প্রাণী : কচ্ছপ (জীবনকাল: ১৯০-২০০ বছর)
- বিশ্বের সবচেয়ে বড় বিমান: ROC (বেষ্টিত একাধিক ফিউজিলাজ)
- ইউরোপের সর্ববৃহৎ মসজিদ: তাশামালিজা মসজিদ (ইস্তাম্বুল, তুরস্ক)
- বিশ্বের সবচেয়ে সুন্দর নদী: ক্যানো ক্রিস্টাল (কলম্বিয়া)
- বিশ্বের শীতলতম গ্রাম: ওয়াইমিয়াকোন (রাশিয়া)
- আত্মহত্যা প্রতিরোধে বিশ্বের প্রথম মন্ত্রী: জ্যাকি ডোয়েল প্রাইস (যুক্তরাজ্য)
- ফ্রাঙ্কফুর্ট পুস্তকমেলা: আন্তর্জাতিক প্রকাশনা ও বইবাণিজ্য মেলা (বাংলাদেশ অংশগ্রহণ: ২০০৬)
- মহাশূন্যচারী ও গবেষণা সংস্থা: NASA (প্রতিষ্টা: ২৯ জুলাই, ১৯৫৮ — সদর: ওয়াশিংটন ডিসি)
- উল্লেখ্য: মঙ্গল রোভার ও অন্যান্য প্রযুক্তি-তথ্য টুকরো।



কোন মন্তব্য নেই
Thank You