১. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কী?
মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘মেঘনাদবধ কাব্য’
২. বাংলা সাহিত্যে আধুনিকতার জনক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
৩. ‘সোনার তরী’ কাব্যের রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
৪. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
‘আলালের ঘরের দুলাল’ – প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)
৫. ‘কপোতাক্ষ নদ’ কবিতার রচয়িতা কে?
মাইকেল মধুসূদন দত্ত
৬. বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি?
‘কুলীন কুলসর্বস্ব’ – রামনারায়ণ তর্করত্ন (১৮৫৪)
৭. ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ কোন পুরস্কার পান?
নোবেল পুরস্কার (১৯১৩)
৮. ‘চতুরঙ্গ’ উপন্যাসের রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
৯. বাংলা সাহিত্যে ‘বিষের বাঁশী’ কে লিখেছেন?
কাজী নজরুল ইসলাম
১০. ‘পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা কে?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১১. ‘কবি’ উপন্যাসের রচয়িতা কে?
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১২. ‘দুর্গেশনন্দিনী’ কে লিখেছেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৩. ‘আনন্দমঠ’ উপন্যাসে কোন গান আছে?
‘বন্দে মাতরম্’
১৪. ‘চোখের বালি’ কার রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
১৫. ‘শেষের কবিতা’র নায়কের নাম কী?
অমিত রায়
১৬. ‘কৃষ্ণকলি’ কবিতার রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
১৭. বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প কোনটি?
‘ঘাটের কথা’ – রবীন্দ্রনাথ ঠাকুর
১৮. ‘হৈমন্তী’ কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
১৯. ‘কাবুলিওয়ালা’ গল্পের রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
২০. ‘পোস্টমাস্টার’ কে লিখেছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
২১. ‘দেনা-পাওনা’ গল্পের রচয়িতা কে?
প্রেমেন্দ্র মিত্র
২২. ‘অতিথি’ গল্পের রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
২৩. ‘নষ্টনীড়’ উপন্যাস কে লিখেছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
২৪. ‘গোরা’ উপন্যাসের রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
২৫. ‘শ্রীকান্ত’ কার লেখা?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৬. ‘দেবদাস’ উপন্যাসের রচয়িতা কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৭. ‘পরিণীতা’ কে লিখেছেন?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৮. ‘বড়দিদি’ কার রচনা?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৯. ‘অপরাজিত’ কার লেখা?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৩০. ‘আরণ্যক’ কে লিখেছেন?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৩১. ‘হংসমিথুন’ গল্পের রচয়িতা কে?
বনফুল (বলাইচাঁদ মুখোপাধ্যায়)
৩২. ‘প্রতিদ্বন্দ্বী’ উপন্যাস কে লিখেছেন?
সুনীল গঙ্গোপাধ্যায়
৩৩. ‘প্রথম প্রতিশ্রুতি’ কার লেখা?
আশাপূর্ণা দেবী
৩৪. ‘সুবর্ণলতা’ কে লিখেছেন?
আশাপূর্ণা দেবী
৩৫. ‘বকলমা’ কবিতার রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
৩৬. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ কার?
কাজী নজরুল ইসলাম
৩৭. ‘দোলনচাঁপা’ কাব্যের রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
৩৮. ‘বিদ্রোহী’ কবিতা কে লিখেছেন?
কাজী নজরুল ইসলাম
৩৯. ‘চিলেকোঠার সেপাই’ নাটক কার?
সৈয়দ ওয়ালীউল্লাহ
৪০. ‘কবর’ কবিতার রচয়িতা কে?
জসীমউদ্দীন
৪১. ‘নক্শী কাঁথার মাঠ’ কে লিখেছেন?
জসীমউদ্দীন
৪২. ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ কার?
জীবনানন্দ দাশ
৪৩. ‘বনলতা সেন’ কবিতার রচয়িতা কে?
জীবনানন্দ দাশ
Thank You