সাধারণ বিজ্ঞান সাজেশন

Raisul Islam Hridoy 0
সাধারণ বিজ্ঞান সাজেশন (পর্ব-০২) – প্রাথমিক শিক্ষক নিয়োগ

সাধারণ বিজ্ঞান সাজেশন (পর্ব-০২)

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও এনটিআরসিএ নিবন্ধন পরীক্ষার জন্য

সাজেশনটি উপকারে লাগলে শেয়ার করুন • যোগাযোগ: WhatsApp: 01300430768


পদার্থের অবস্থা ও ধর্ম

প্রশ্ন-১. পদার্থের কোন অবস্থায় কণাগুলো পরস্পর থেকে সবচেয়ে বেশি দূরে থাকে?
উত্তর: গ্যাসীয় অবস্থা (কণার মধ্যে আকর্ষণ নগণ্য)
প্রশ্ন-২. ৪° সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ কেন?
উত্তর: এই তাপমাত্রায় পানির অণুগুলো সবচেয়ে ঘনিষ্ঠ ও সুসংগঠিতভাবে সাজানো থাকে।
প্রশ্ন-৩. বরফ গলার সময় তাপ শোষণ করে কিন্তু তাপমাত্রা বাড়ে না, এই তাপের নাম কী?
উত্তর: গুপ্ততাপ বা ল্যাটেন্ট হিট অব ফিউশন
প্রশ্ন-৪. পদার্থের যে গুণ পরিমাণ পরিবর্তন করলেও বদলায় না তাকে কী বলে?
উত্তর: নির্দিষ্ট গুণ (যেমন – ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক)
প্রশ্ন-৫. পানি বরফে পরিণত হলে আয়তন কী করে?
উত্তর: আয়তন বাড়ে (প্রায় ৯%)
প্রশ্ন-৬. গ্যাসের চাপের কারণ কী?
উত্তর: গ্যাস কণার পাত্রের দেয়ালে ধাক্কা
প্রশ্ন-৭. আর্কিমিডিসের নীতি অনুসারে কোন বস্তু তরলে ভাসে?
উত্তর: যে বস্তু তার নিজের ভরের সমান বা তার চেয়ে বেশি ওজনের তরল বিতাড়িত করে।
প্রশ্ন-৮. বয়েলের সূত্র কী বলে?
উত্তর: ধ্রুব তাপমাত্রায় গ্যাসের চাপ × আয়তন = ধ্রুবক (P₁V₁ = P₂V₂)
প্রশ্ন-৯. চার্লসের সূত্র কী?
উত্তর: ধ্রুব চাপে গ্যাসের আয়তন ∝ পরম তাপমাত্রা (V/T = constant)
প্রশ্ন-১০. তরলের উপরিভাগে যে টান কাজ করে তার নাম কী?
উত্তর: পৃষ্ঠটান বা সারফেস টেনশন

বল ও গতিবিদ্যা

প্রশ্ন-১১. নিউটনের ১ম সূত্রকে কী নামে ডাকা হয়?
উত্তর: জড়তার সূত্র
প্রশ্ন-১২. জড়তার পরিমাপ কী?
উত্তর: ভর
প্রশ্ন-১৩. নিউটনের ২য় সূত্রের সূত্রটি কী?
উত্তর: F = ma (বল = ভর × ত্বরণ)
প্রশ্ন-১৪. নিউটনের ৩য় সূত্রকে কী বলে?
উত্তর: ক্রিয়া-প্রতিক্রিয়ার সূত্র
প্রশ্ন-১৫. রকেট কীভাবে উড়ে?
উত্তর: নিউটনের তৃতীয় সূত্রের প্রতিক্রিয়া বলের সাহায্যে
প্রশ্ন-১৬. স্থির ঘর্ষণ সবসময় কোন ঘর্ষণের চেয়ে বেশি?
উত্তর: গতিশীল ঘর্ষণ
প্রশ্ন-১৭. ১ নিউটন বল কাকে বলে?
উত্তর: ১ কেজি ভরের বস্তুকে ১ মিটার/সেকেন্ড² ত্বরণ দেয় যে বল
প্রশ্ন-১৮. বেগের পরিবর্তনের হারকে কী বলে?
উত্তর: ত্বরণ
প্রশ্ন-১৯. কাজের একক কী?
উত্তর: জুল (J)
প্রশ্ন-২০. ক্ষমতার একক কী?
উত্তর: ওয়াট (W) = ১ জুল/সেকেন্ড

সাধারণ বিজ্ঞান সাজেশন (পর্ব-০২) PDF

ফাইলটি ডাউনলোড করুন
পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন • শুভকামনা রইল তোমার প্রস্তুতির জন্য!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

সাধারণ বিজ্ঞান সাজেশন

সাধারণ বিজ্ঞান সাজেশন (পর্ব-০২) – প্রাথমিক শিক্ষক নিয়োগ সাধারণ বিজ্ঞান সাজেশন (পর্ব-০২) ...