প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ (পর্ব ০১-১২)
এখানে ধারাবাহিকভাবে সবগুলো সাবজেক্ট এর গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করা হয়েছে
১. ভাষার ক্ষুদ্রতম একক কী?
উত্তর: ধ্বনি।
২. বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ আছে?
উত্তর: ৫০টি।
৩. স্বরবর্ণ কয়টি?
উত্তর: ১১টি।
৪. ব্যঞ্জনবর্ণ কয়টি?
উত্তর: ৩৯টি।
৫. কারক চিহ্ন কয়টি?
উত্তর: ১০টি।
৬. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
উত্তর: কার।
৭. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
উত্তর: ফলা।
৮. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
উত্তর: ৩২টি।
৯. অর্ধমাত্রার বর্ণ কয়টি?
উত্তর: ৮টি।
১০. মাত্রাহীন বর্ণ কয়টি?
উত্তর: ১০টি।
১১. নাসিক্য ধ্বনি কয়টি?
উত্তর: ৫টি (ঙ, ঞ, ণ, ন, ম)।
১২. কম্পনজাত ধ্বনি কোনটি?
উত্তর: র।
১৩. তাড়নজাত ধ্বনি কোনটি?
উত্তর: ড়, ঢ়।
১৪. পার্শ্বিক ধ্বনি কোনটি?
উত্তর: ল।
১৫. অঘোষ ধ্বনি কাকে বলে?
উত্তর: যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না।
১৬. ঘোষ ধ্বনি কাকে বলে?
উত্তর: যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে।
১৭. অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে?
উত্তর: যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস কম নির্গত হয়।
১৮. মহাপ্রাণ ধ্বনি কাকে বলে?
উত্তর: যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস বেশি নির্গত হয়।
১৯. বাংলা বর্ণমালায় কোন বর্ণকে ‘পরাশ্রয়ী বর্ণ’ বলা হয়?
উত্তর: ং, ঃ, ঁ।
২০. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত এই ২৫টি বর্ণকে কী বলা হয়?
উত্তর: স্পর্শধ্বনি।
২১. বাংলা বর্ণমালায় উষ্ম বর্ণ কয়টি?
উত্তর: ৪টি (শ, ষ, স, হ)।
২২. কোনটি যৌগিক স্বরধ্বনি?
উত্তর: ঐ, ঔ।
২৩. কোনটি মৌলিক স্বরধ্বনি?
উত্তর: অ, আ, ই, উ, এ, ও, অ্যা।
২৪. বাংলা বর্ণমালায় ‘শ’ কোন ধরনের ধ্বনি?
উত্তর: তালব্য উষ্ম।
২৫. বাংলা বর্ণমালায় ‘ষ’ কোন ধরনের ধ্বনি?
উত্তর: মূর্ধন্য উষ্ম।
২৬. বাংলা বর্ণমালায় ‘স’ কোন ধরনের ধ্বনি?
উত্তর: দন্ত্য উষ্ম।
২৭. বাংলা বর্ণমালায় ‘হ’ কোন ধরনের ধ্বনি?
উত্তর: কণ্ঠ্য উষ্ম।
২৮. কোন বর্ণের নিজস্ব ধ্বনি নেই?
উত্তর: য়।
২৯. ধ্বনি পরিবর্তন কয় প্রকার?
উত্তর: প্রধানত ৩ প্রকার (স্বরধ্বনি পরিবর্তন, ব্যঞ্জনধ্বনি পরিবর্তন, ধ্বনির লোপ)।
৩০. ‘স্কুল’ → ‘ইস্কুল’—এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
উত্তর: আদি স্বরাগম।
৩১. বাংলা ভাষায় শব্দ কত প্রকার?
উত্তর: প্রধানত ৫ প্রকার (বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া)।
৩২. উৎস অনুসারে শব্দ কত প্রকার?
উত্তর: ৫ প্রকার (তৎসম, অর্ধ-তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি)।
৩৩. ‘তৎসম’ শব্দের অর্থ কী?
উত্তর: তার সমান।
৩৪. ‘তদ্ভব’ শব্দের অর্থ কী?
উত্তর: তা থেকে উৎপন্ন।
৩৫. ‘চাঁদ’, ‘হাত’, ‘মাথা’—এগুলো কোন ধরনের শব্দ?
উত্তর: তদ্ভব।
৩৬. ‘সূর্য’, ‘চন্দ্র’, ‘নক্ষত্র’—এগুলো কোন ধরনের শব্দ?
উত্তর: তৎসম।
৩৭. ‘আঁশ’, ‘কুলা’, ‘ডাব’—এগুলো কোন ধরনের শব্দ?
উত্তর: দেশি।
৩৮. ‘টেবিল’, ‘চেয়ার’, ‘পেনসিল’—এগুলো কোন ধরনের শব্দ?
উত্তর: বিদেশি (ইংরেজি)।
৩৯. ‘রিকশা’, ‘হরতা’ল’—এগুলো কোন ভাষার শব্দ?
উত্তর: জাপানি, গুজরাটি।
৪০. ‘পাউরুটি’, ‘আনারস’, ‘আলপিন’—এগুলো কোন ভাষার শব্দ?
উত্তর: পর্তুগিজ।
৪১. ‘চাকরি’, ‘দারোগা’, ‘বিস্তি’—এগুলো কোন ভাষার শব্দ?
উত্তর: তুর্কি।
৪২. ‘গল্প’, ‘আদালত’, ‘আইন’—এগুলো কোন ভাষার শব্দ?
উত্তর: আরবি।
৪৩. ‘পেঁয়াজ’, ‘মজুর’, ‘জবরদস্তি’—এগুলো কোন ভাষার শব্দ?
উত্তর: ফারসি।
৪৪. ‘হরতাল’, ‘বারান্দা’, ‘আচার’—এগুলো কোন ভাষার শব্দ?
উত্তর: গুজরাটি, পর্তুগিজ, পর্তুগিজ।
৪৫. কোন শব্দগুলো দেশি ও বিদেশি শব্দের মিশ্রণে গঠিত?
উত্তর: খিচুড়ি, লাঠি।
৪৬. শব্দের মূল অংশকে কী বলে?
উত্তর: প্রকৃতি।
৪৭. প্রকৃতির সঙ্গে যা যুক্ত হয় তাকে কী বলে?
উত্তর: প্রত্যয়।
৪৮. বাংলা ভাষায় সাধিত শব্দ কয় প্রকার?
উত্তর: ২ প্রকার (প্রকৃতি-প্রত্যয় সাধিত, সমাস সাধিত)।
৪৯. ‘গায়ক’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
উত্তর: গৈ+অক।
৫০. ‘কর্তব্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
উত্তর: কৃ+তব্য।
৫১. ‘নীল যে আকাশ = নীলাকাশ’—এখানে কোন সমাস হয়েছে?
উত্তর: কর্মধারয় সমাস।
৫২. ‘বিলাত হইতে ফেরত = বিলাতফেরত’—এখানে কোন সমাস হয়েছে?
উত্তর: তৎপুরুষ সমাস।
৫৩. ‘সাপ ও বেজি = সাপে-নেউলে’—এখানে কোন সমাস হয়েছে?
উত্তর: দ্বন্দ্ব সমাস।
৫৪. ‘নদীমাতৃক’—এই শব্দটিতে কোন সমাস হয়েছে?
উত্তর: বহুব্রীহি সমাস।
৫৫. ‘পঞ্চনদ’, ‘সাতসমুদ্র’—এই শব্দগুলোতে কোন সমাস হয়েছে?
উত্তর: দ্বিগু সমাস।
৫৬. ‘উপকূল’—এই শব্দটিতে কোন সমাস হয়েছে?
উত্তর: অব্যয়ীভাব সমাস।
৫৭. ‘নীল যে আকাশ = নীলাকাশ’—এখানে ‘নীল’ কোন পদ?
উত্তর: বিশেষণ।
৫৮. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে কী বলা হয়?
উত্তর: স্পর্শবর্ণ।
৫৯. ‘পাখি’, ‘মানুষ’, ‘ঢাকা’—এগুলো কোন প্রকারের শব্দ?
উত্তর: বিশেষ্য।
৬০. ‘সুন্দর’, ‘লাল’, ‘মিষ্টি’—এগুলো কোন প্রকারের শব্দ?
উত্তর: বিশেষণ।
৬১. বাক্যের কয়টি অংশ?
উত্তর: ২টি (উদ্দেশ্য ও বিধেয়)।
৬২. বাক্যের ক্ষুদ্রতম একক কী?
উত্তর: শব্দ।
৬৩. গঠন অনুসারে বাক্য কয় প্রকার?
উত্তর: ৩ প্রকার (সরল, জটিল, যৌগিক)।
৬৪. অর্থ অনুসারে বাক্য কয় প্রকার?
উত্তর: ৫ প্রকার (বর্ণনামূলক, প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক, ইচ্ছাসূচক, আবেগসূচক)।
৬৫. ‘সে ভাত খায়’—এটি কোন ধরনের বাক্য?
উত্তর: সরল।
৬৬. ‘যিনি ভালো ছাত্র, তিনি পরীক্ষায় ভালো ফল করেন’—এটি কোন ধরনের বাক্য?
উত্তর: জটিল।
৬৭. ‘তিনি গরিব, কিন্তু সৎ’—এটি কোন ধরনের বাক্য?
উত্তর: যৌগিক।
৬৮. ‘আমি তোমাকে চিনি’—এর নেতিবাচক রূপ কী?
উত্তর: আমি তোমাকে চিনি না।
৬৯. ‘আজকাল মিথ্যা কথা বলা উচিত নয়’—এর ইতিবাচক রূপ কী?
উত্তর: আজকাল সত্য কথা বলা উচিত।
৭০. ‘আহা! কী সুন্দর দৃশ্য!’—এটি কোন ধরনের বাক্য?
উত্তর: আবেগসূচক।



Thank You