প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি

Raisul Islam Hridoy 0
বাংলা ব্যাকরণ ক্রমপ্রশ্নোত্তর (৫০টি)

বাংলা ব্যাকরণ - ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

  1. ‘লাঠালাঠি’ কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি
  2. ‘মনীষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মনস্ + ঈষা
  3. ‘দুর্নীতি’ শব্দের ‘দুর্’ কোন ধরনের উপসর্গ? তৎসম উপসর্গ
  4. ‘বাবা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি
  5. ‘কান্নায় শোক কমে’—বাক্যে ‘কান্নায়’ কোন কারকে কোন বিভক্তি? অপাদানে ৭মী
  6. ‘ক্ষীয়মাণ’ এর বিপরীত শব্দ কী? বর্ধমান
  7. ‘যা কষ্টে লাভ করা যায়’—এর এক কথায় প্রকাশ কী? দুর্লভ
  8. ‘অহরহ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অহঃ + অহ
  9. ‘নিঃস্ব’ শব্দটির বিশেষণ কী? দরিদ্র
  10. ‘শাশ্বত’ শব্দের অর্থ কী? চিরন্তন/নিত্য
  11. ‘কুল কাঠের আগুন’ বাগধারাটির অর্থ কী? তীব্র জ্বালা
  12. নিচের কোনটি শব্দদ্বৈতের উদাহরণ? রাশি রাশি
  13. ‘অর্বাচীন’ শব্দের বিপরীত শব্দ কী? প্রাচীন
  14. কোনটি শুদ্ধ বানান? সমীচীন
  15. ‘ডুবুরি’ শব্দে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? উরি
  16. ‘স্বর্গের সিড়ি’ কোন ধরনের সমাস? সম্বন্ধ তৎপুরুষ
  17. ‘একেই বলে কর্মের ফল’—বাক্যটি কোন ধরনের? সরল বাক্য
  18. ‘ঢাকের কাঠি’ বাগধারাটির অর্থ কী? মোসাহেব
  19. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি? সবিতা
  20. কোনটি উষ্ম ধ্বনি?
  21. ‘তত্ত্বাবধান’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তত্ + অবধান
  22. ‘মহাকীর্তি’ কোন সমাস? কর্মধারয় সমাস
  23. ‘যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না’—এক কথায় কী বলে? বনস্পতি
  24. ‘পকেটমার’ কোন শ্রেণীর শব্দ? মিশ্র বা সংকর শব্দ
  25. ‘বই পড়া’—এ বাক্যে পড়া কোন পদ? অসমাপিকা ক্রিয়া
  26. ‘প্রত্যুষ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী? প্রতি + ঊষ
  27. ‘বুলবুলিতে ধান খেয়েছে’—বাক্যে বুলবুলিতে কোন কারক? কর্তৃকারক (৭মী)
  28. ‘পাখি’ শব্দের প্রতিশব্দ কোনটি? বিহঙ্গ
  29. কোনটি তদ্ভব শব্দ? চাঁদ
  30. ‘হাতের পাঁচ’ অর্থ কী? শেষ সম্বল
  31. ‘সাক্ষী’ শব্দের সঠিক বানান কোনটি? সাক্ষী
  32. ‘অনুবাদ’ শব্দের উপসর্গ কোনটি? অনু
  33. ‘কবর’ নাটকটি কার লেখা? মুনীর চৌধুরী
  34. ‘যা বলা হবে’—এর এক কথায় প্রকাশ কী? বক্তব্য
  35. ‘নন্দন’ শব্দের বিপরীত শব্দ কী? অনন্দন
  36. ‘উপকূল’ শব্দটি কোন সমাস? অব্যয়ীভাব সমাস
  37. ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’—এখানে সংগ্রাম শব্দটি কতবার ব্যবহার হয়েছে? তিনবার
  38. ‘তিনি দরিদ্র, কিন্তু সৎ’—এটি কোন বাক্য? যৌগিক বাক্য
  39. ‘হাত ভারি’ বাগধারাটির অর্থ কী? কৃপণ
  40. ‘চতুরঙ্গ’ এর সঠিক বানান কোনটি? চতুরঙ্গ
  41. ‘অগ্নি’ এর সমার্থক শব্দ কোনটি? পাবক
  42. ‘অকাল কুষ্মাণ্ড’ বাগধারাটির অর্থ কী? অপদার্থ
  43. ‘সাপের পাঁচ পা দেখা’—এর অর্থ কী? অহংকার করা
  44. ‘সূর্য অস্তমিত হলে দিনের সমাপ্তি ঘটে’—এটি কোন ধরনের বাক্য? মিশ্র বাক্য
  45. ‘অরণ্যে রোদন’—এর অর্থ কী? নিস্ফল আবেদন
  46. ‘পোশাক’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি
  47. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী? গো + এষণা
  48. ‘যা সহজে অতিক্রম করা যায় না’—এর এক কথায় প্রকাশ কী? দুরতিক্রম্য
  49. ‘বনজঙ্গল’ কোন শব্দ যোগলের উদাহরণ? দ্বিরুক্ত শব্দ
  50. ‘হাতাহাতি’ কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি

৮৫ পৃষ্ঠার পুরো সাজেশনটি ডাউনলোড করে নিন নিচের বাটনে ক্লিক করে:

Download (PDF)
© 2026 ZerO to Infinity | সকল অধিকার সংরক্ষিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি

বাংলা ব্যাকরণ ক্রমপ্রশ্নোত্তর (৫০টি) বাংলা ব্যাকরণ - ৫০টি গুরুত্বপূ...