বাংলা সাহিত্য ৩০০ প্রশ্নোত্তর - ZerO to Infinity

Header Ads

বাংলা সাহিত্য ৩০০ প্রশ্নোত্তর



 এই অংশ থেকে কমন আসবেই [গ্যারান্টি]

বিসিএস ও অন্যান্য চাকরীর পরীক্ষায় শতভাগ কমন পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন।

১. বাংলা সাহিত্যের ইতিহাস প্রধানত কয়টি যুগে ভাগ করা?

উত্তর: তিনটি।

২. বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ তিনটি কী কী?

উত্তর: প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ।

৩. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃত?

উত্তর: ৬৫০-১২০০ সাল পর্যন্ত।

৪. মধ্যযুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃত?

উত্তর: ১২০১-১৮০০ সাল পর্যন্ত।

৫. আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে?

উত্তর: ১৮০১ সাল থেকে।

৬. আধুনিক যুগের প্রস্তুতিপর্ব কত সাল পর্যন্ত?

উত্তর: ১৮০০-১৮৬০ সাল।

৭. আধুনিক যুগের বিকাশপর্ব কত সাল পর্যন্ত?

উত্তর: ১৮৬০-১৯০০ সাল।

৮. বাংলা সাহিত্যে রবীন্দ্রপর্ব কত সাল পর্যন্ত?

উত্তর: ১৯০০-১৯৩০ সাল।

৯. বাংলা সাহিত্যে রবীন্দ্রোত্তরপর্ব কত সাল পর্যন্ত?

উত্তর: ১৯৩০-১৯৪৭ সাল।

১০. বাংলা সাহিত্যে বাংলাদেশপর্ব কবে থেকে শুরু?

উত্তর: ১৯৪৭ সাল থেকে।

১১. বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?

উত্তর: সপ্তম শতাব্দী।

১২. বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?

উত্তর: আধুনিক যুগে।

১৩. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল?

উত্তর: পাঁচ হাজার বছর।

১৪. আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিক ভাষার নাম কী?

উত্তর: বৈদিক ও সংস্কৃত ভাষা।

১৫. বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা?

উত্তর: বৈদিক ভাষা।

১৬. বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান কয়টি ধারা?

উত্তর: তিনটি ধারা। কী কী?

১৭. বিবর্তনের প্রধান তিনটি ধারা কী কী?

উত্তর: প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য।

১৮. কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত?

উত্তর: আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।

১৯. কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?

উত্তর: ব্যাকরণবিদ পাণিনির হাতে।

২০. সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?

উত্তর: খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দের দিকে।

২১. বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?

উঃ সপ্তম শতাব্দী।

২২. পানিনি রচিত গ্রন্থের নাম কি?

উঃ ব্যাকরণ অষ্টাধয়ী।

২৩. পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?

উঃ সংস্কৃত ভাষা।

২৪. বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি?

উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।

২৫. বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত?

উঃ ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।

২৬. বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?

উঃ খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।

২৭. ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়?

উঃ প্রাচীন গ্রন্থ ঋগবেদের মন্ত্রগুলোতে।

২৮. বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?

উঃ আধুনিক যুগে।

২৯. প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি?

উঃ অপভ্রংশ।

৩০. সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভর কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে?

৩১. পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ এবং খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়।

৩২. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?

উঃ গৌড় অপভ্রংশ থেকে।

৩৩. কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ীরূপ লাভ করে?

উঃ প্রাচীন যুগে।

৩৪. বাংলার প্রথম মুদ্রন প্রতিষ্ঠানের নাম কি ?

উঃ শ্রীরামপুর মিশন।

৩৫. কত সালে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠিত হয় ?

উঃ ১৮০০ খ্রিষ্টাব্দে।

৩৬. বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভদ ঘটেছে ?

উঃ সিংহলী, শ্যামী, নবদ্বীপি, তিব্বতী ইত্যাদি।

৩৭. বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে ? Copyright© by Raisul Islam Hridoy

উঃ খ্রিঃ দশম ও একাদশ শতাব্দীর মধ্যে।

৩৮. ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্নমালা থেকে বাংলা বর্নমালার উৎপত্তি ?

৩৯. পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে।

প্রশ্ন: ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি?

উঃ খরোষ্ঠী লিপি।

৪০. ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কোনটি?

উঃ দুইটি।

৪১. খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায়?

উঃ সম্রাট অশোক।

৪২. বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?

উঃ কুটিল লিপি।

৪৩. ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি ?

উঃ খরোষ্ঠী লিপি।

৪৪. কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয় ?

উঃ সেন যুগে।

৪৫. কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান ?

উঃ উড়িষ্যা মৈথিলি ও আসামী লিপির উপর।

৪৬. বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে-?

উঃ সাময়ীক পত্র।

৪৭. বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি?

উঃ চর্যাপদ।

৪৮. চর্যাপদ রচনা করেন কারা ?

উঃ বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।

৪৯. চর্যাপদ কোন যুগের নিদর্শন?

উঃ আদি/ প্রাচীন যুগ।

৫০. চর্যাপদের পুঁথিকে কোথা কে এবং কখন আবিস্কার করেন?

উঃ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭।

৫১. চর্যাপদের রচনা কাল কত?

উঃ সপ্তম -দ্বাদশ শতাব্দী।

৫২. চর্যাপদ কোন ভাষায় রচিত হয়?

উঃ বঙ্গকামরুপী ভাষায়।

৫৩. চর্যাপদ কোথায় পাওয়া যায়?

উঃ নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে।

৫৪., টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কি ?

উঃ আশ্চর্য চর্যাচয়।

৫৫. নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলির কি নাম দেযা হয়েছে ?

উঃ চর্যাচর্য বিনিশ্চয়।

৫৬. বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার?

উঃ মুন্ডা ভাষার।

৫৭. চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন?

উঃ অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়।

৫৮. আধুনিকের পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি ?

উঃ চর্যাগীতি কোষ।

৫৯. চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয় নি ?

উঃ ১১ সংখ্যক পদ।

৬০. চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ন পাওয়া যায় নি ?

উঃ ২৪, ২৫, ৪৮ সংখ্যক পদ।

৬১. চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশে পাওয়া যায় নি ?

উঃ ২৩ সংখ্যক পদ।

৬২. চর্যাগীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল ?

উঃ ১৯১৬ সালে।

৬৩. চর্যা সংগ্রহটিতে সর্বসমেত কয়টি চর্যাগীতি ছিল?

উঃ ৫১ টি।

৬৪. চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিস্কার করেন?

উঃ ডঃ প্রবোধচন্দ্র বাগচী।

৬৫. চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়?

উঃ পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার।

৬৬. ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চর্যাপদে ভাষা বাংলা বলে প্রমান করেন?

উঃ ১৯২৬ সালে।

৬৭. চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কি?

উঃ চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয় বৌদ্ধ সহজিয়া সিদ্ধাদের গুহ্য সাধনতত্ত্ব এবং তৎকালীন সমাজ ও জীবনের পরিচয়।

৬৮. চর্যাপদ কোন ছন্দে রচিত ?

উঃ মাত্রাবৃত্তে ছন্দে।

৬৯. চর্যাপদের পুঁথি নেপালে যাবার কারন কি?

উঃ তুর্কী আক্রমনকারীদের ভয়ে পন্ডিতগণ তাদের পুঁথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে শরনার্থী হয়েছিলেন।

৭০. কীর্তিলতা পুরুষ পরীক্ষা বিভাগসার প্রভৃতি সাহিত্যকর্মের রচয়িতা কে?

উঃ মিথিলার কবি বিদ্যাপতি।

৭১. কবীন্দ্রবচন সমুচ্চয় ও সদুক্তি কর্ণামৃত কাব্য কোন যুগে রচিত?

উঃ সেনযুগে।

৭২. সর্বসমেত কয়টি চর্যাগীতি পাওয়া গিয়েছে?

উঃ সাড়ে ছেচল্লিশটি।

৭৩. সবচেয়ে বেশী পদ কে রচনা করেছেন ?

উঃ কাহ্নপা-১৩ টি।

৭৪. চর্যাপদের রচয়িতা কে বা কারা ?

উঃ কাহ্নপা, লুইপা, কুক্কুরীপা, ভুসুকু, সরহপাদ সহ মোট ২৪ জন।

৭৫. চর্যাপদ কোন সময়ে রচিত হয় ?

উঃ সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে।

৭৬. চর্যাপদের পদগুলো কোন কোন ভাষায় রচিত বলে দাবি করা হয়?

উঃ বাংলা, হিন্দী, মৈথিলী, অসমীয় ও উড়িয়া ভাষায়।

৭৭. রাজা লক্ষন সেনের রাজসভার পঞ্চরত কে কে ছিলেন?

উঃ উমাপতিধর, শরণ, ধোয়ী, গোবর্ধন আচার্য ও জয়দেব।

৭৮. বাংলা ছাড়া কোন কোন বাব্যগ্রন্থে বাঙালী জীবনের চিত্র রয়েছে?

উঃ গাথা সপ্তপদী ও প্রাকৃত পৈঙ্গলের।

৭৯. চন্ডীদাস সমস্যা কি?

উঃ বাংলা সাহিত্য একাধিক পদকর্তা নিজেকে চন্ডীদাস পরিচয় দিয়ে যে স মস্যা সৃষ্টি করেছেন তাই চন্ডীদাস সমস্যা ।

৮০.বাংলা সাহিত্যে স্বীকৃত চন্ডীদাস কয়জন?

উঃ তিনজন। বড়ু চন্ডিদাস, দীন চন্ডিদাস এবং দ্বীজ চন্ডিদাস।

৮১. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়?

উঃ পশ্চিম বঙ্গের বাকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ীর গোয়ালঘর থেকে উদ্ধার করেন।

৮২. বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?

উঃ বড়ু চন্ডিদাস।

৮৩. আদি যুগে লোকজীবনের কথা বিধৃত সর্বপ্রথম সাহিত্যক নিদর্শন কোনটি?

উঃ ডাক খনার বচন।

৮৪. মধ্যযুুগের বাংলা সাহিত্যর প্রধান দুটি ধারা কি ?

উঃ ১। কাহিনীমূলক ও ২। গীতিমূলক।

৮৫. শ্রী চৈতন্যর নামানুসারে মধ্যযুগের বিভাজন কিরূপ?

উঃ চৈতন্য পূর্ববর্তী যুগ (১২০১-১৫০০ খ্রিঃ), চৈতন্য যুগ (১৫০১-১৬০০) ও চৈতন্য পরবর্তী যুগ (১৬০১-১৮০০)

৮৬. গীত গোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি ?

উঃ জয়দেব।

৮৭. ব্রজবুলি ভাষার বিখ্যাত সাহিত্যিকের/শ্রেষ্ঠ কবি নাম কি?

উঃ বিদ্যাপতি এবং জয়দেব।

৮৮. চৈতন্য পরবর্তী যুগ বা মধ্যযুগের শেষ কবি কে?

উঃ ভারতচন্দ্র রায় গুনাকর।

৮৯. আধুনিক যুগের উদগাতা কে?

উঃ মাইকেল মধুসুদন দত্ত।

৯০. কোন যুগকে অবক্ষয়ের যুগ বলা হয় ?

উঃ ১৭৬০-১৮৬০সাল পর্যন্ত।

৯১. বাংলা সাহিত্যর আধুনিক যুগের সময়কাল কয়পর্বে বিভক্ত ও কি কি?

উঃ চারটি পর্বে বিভক্ত। যেমন- ১. প্রস্তুতি পর্ব (১৮০১-১৮০৫)খ্রিঃ, ২. বিকাশ পর্ব (১৮৫১-১৯০০) খ্রিঃ, ৩.রবীন্দ্র পর্ব (১৯০১-১৯৪০) খ্রিঃ ও ৪.অতি-আধুনিক যুগ (১৯০১ বর্তমান কালসীমা)।

৯২. আধুনিক যুগ কোন সময় পর্যন্তু বিস্তৃত?

উঃ ১৮০১ সাল থেকে বর্তমান।

৯৩. যুগ সন্ধিক্ষনের কবি কে ?

উঃ ঈশ্বরচন্দ্র দত্ত।

৯৪. ব্রজবুলী ভাষার উদ্ভব কখন হয়?

উঃ কবি বিদ্যাপতি যখন মৈথিল ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীতসমূহ রচনা করেন।

৯৫. ব্রজবুলি ভাষা কোন জাতীয় ভাষা?

উঃ মৈথলী এবং বাংলা ভাষার মিশ্রনে যে ভাষার সৃষ্টি হয়।

৯৬. ব্রজবুলি কোন স্থানের উপভাষা ?

উঃ মিথিলার উপভাষা ।

৯৭. বাংলা ভাষায় রামায়ন কে অনুবাদ করেন?

উঃ কৃত্তিবাস।

৯৮. রামায়নের আদি রচয়িতা কে?

উঃ কবি বাল্মীকি।

৯৯. বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন?

উঃ কাশীরাম দাস।

১০০. প্রশমহাভারতের আদি রচয়িতা কে?

উঃ বেদব্যাস। Copyright© by Raisul Islam Hridoy

১০১. গীতি কাব্যের রচয়িতা কে?

উঃ গোবিন্দ্রচন্দ্র দাস।

১০২. পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি কে?

উঃ ফকির গরিবুল্লাহ।

১০৩. মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?

উঃ মুকুন্দরাম চক্রবর্তী।

১০৪. বাংলা ভাষা ও সাহিত্যর প্রাচীনতম শাখা কোনটি?

উঃ কাব্য।

১০৫. মধ্যযুগের অবসান ঘটে কখন?

উঃ ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে।

১০৬. উনিশ শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে?

উঃ লালন শাহ।

১০৭. বাংলা গদ্যের জনক কে?

উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১০৮. আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভু কে?

উঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

১০৯. বাংলা ভাষার আদি কবি ?

উঃ কানা হরিদত্ত।

১১০. বাংলা গদ্যর উৎপত্তি কখন?

উঃ আঠার শতকে।

১১১. কাঙ্গাল হরিনাথ কখন আবির্ভূত হন?

উঃ উনিশ শতকের শেষার্ধে।

১১২. বিষাদসিন্ধু কোন যুগের গ্রন্থ?

উঃ আধুনিক যুগের।

১১৩. মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন কি?

উঃ পদ্মাবতী ও অন্নদামঙ্গল।

১১৪. চন্ডীদাস কোন যুগের কবি ?

উঃ মধ্যযুগের।

১১৫. আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত?

উঃ টপ্পাগান।

১১৬. টপ্পা গানের জনক কে?

উঃ নিধুবাবু (রামনিধি গুপ্ত)।

১১৭. মীর মোশাররফ সাহিত্য ক্ষেত্রে আবির্ভূত হন?

উঃ উনিশ শতকের শেষার্ধে।

১১৮. বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার অন্যতম মহাকবি?

উঃ মাইকেল মধুসুদন দত্ত।

১১৯. বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি?

উঃ বিহারীলাল চক্রবর্তী।

১২০. বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নির্দশন কি?

উঃ শ্রীকৃষ্ণ কীর্তন।

১২১. শ্রীকৃষ্ণ কীর্তনকাব্য কে রচনা করেন?

উঃ বড়– চন্ডীদাস।

১২২. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের নিদর্শন?

উঃ চৈতন্যপূর্ব যুগ।

১২৩. বড়– চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন?

উঃ বসন্তরঞ্জন রায়, ১৯০৯।

১২৪. উনিশ শতকের নাট্য সাহিত্য ধারার অন্যতম রূপকার?

উঃ মাইকেল মধুসুদন দত্ত।

১২৫. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?

উঃ আলালের ঘরের দুলাল।

১২৬. ‘আলালের ঘরের দুলাল’ এর রচয়িতা কে?

উঃ প্যারীচাদ মিত্র।

১২৭. বাংলা সাহিত্য কথ্যরীতির প্রবর্তক কে?

উঃ প্রমথ চৌধুরী।

১২৮. ছোটগল্পের আরম্ভে ও উপসংহারে কোন গুনটি প্রধান?

উঃ নাটকীয়তা ।

১২৯. বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক কোনটি ?

উঃ কুলীনকুল সর্বস্ব।

১৩০. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ও নাট্যকার কে?

উঃ ভদ্রার্জুন- তারাচরণ সিকদার।

১৩১. বাংলা সাহিত্যর প্রথম সার্থক নাট্যকার কে?

উঃ মাইকেল মধুসুদন দত্ত।

১৩২. বাংলা সাহিত্যর প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি ?

উঃ কৃষ্ণকুমারী।

১৩৩. বাংলা সাহিত্যের প্রথম মূদ্রিত গ্রন্থ কোনটি?

উঃ ‘কথোপকথন’।

১৩৪. বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক?

উঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।

১৩৫. রোমান্টিক প্রনয় উপাখ্যান ধারার অন্যতম কবি?

উঃ শাহ মুহাম্মদ সগীর।

১৩৬. রোমান্টিক প্রণয় উপখ্যান ধারার অন্যতম গ্রন্থ?

উঃ ইউসূফ- জুলেখা।

১৩৭. মঙ্গলকাব্যর ধারার অন্যতম কবি?

উঃ মুকুন্দরাম

১৩৮. বাংলা সাহিত্য ছোটগল্পের প্রকৃত জনক?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

১৩৯. ‘কথোপকথন’ এর রচয়িতা কে?

উঃ উইলিয়াম কেরি।

১৪০. ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি?

উঃ নীল দর্পন।

১৪১. বাংলা সনেটের জনক কে?

উঃ মাইকেল মধুসূদন দত্ত।

১৪২. সনেটের জনক কে?

উঃ ইটালির পেত্রাক।

১৪৩. ‘গাজিকালু ও চম্পাবতী’ কোন ধরনের সাহিত্য?

উঃ পুঁথি সাহিত্য।

১৪৪. বাংলাদেশের লোক সাহিত্যের বিখ্যাত গবেষক কে?

আশরাফ সিদ্দিকী।

১৪৫. রূপকথা কে সংগ্রহ করেছিলেন?

উঃ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।

১৪৬. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ করা?

উঃ তিনটি। (প্রাচীন যুগ, মধ্যযুগ ও অধুনিক যুগ)

১৪৭. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃৃত ছিল?

উঃ ৬৫০-১২০০ সাল পর্যন্তু।

১৪৮. মধ্য যুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃৃত ছিল?

উঃ ১২০১-১৮০০ সাল পর্যন্তু।

১৪৯. ‘হপ্তপয়কর’ কার রচনা?

উত্তর: সৈয়দ আলাওল

১৫০. মঙ্গলকাব্যের কবি নন-

উত্তর: দাশু রায়

১৫১. ‘সমাচার দর্পন’ পত্রিকার সম্পাদক ছিলেন-

উত্তর: জন ক্লার্ক মার্সম্যান

১৫২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী-

উত্তর: আত্মচরিত

১৫৩. রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি ছিল-

উত্তর: খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে

১৫৪. ‘তেল নুন লাকড়ি’ কার রচিত গ্রন্থ?

উত্তর: প্রমথ চৌধুরী

১৫৫. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক-

উত্তর: কৃষ্ণকুমারী

১৫৬. ‘কপালকুন্ডলা’ কোন প্রকৃতির রচনা?

উত্তর: রোমান্সমূলক উপন্যাস

১৫৭. কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?

উত্তর: “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আর্তনাদ”।

১৫৮. দ্রৌপদি হলো-

উত্তর: মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী

১৫৯. ‘মিলির হাতে স্টেনগান’ – গল্পটির লেখক-

উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস

১৬০. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৬১.“প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।”- গানটির গীতিকার-

উত্তর: শেখ ওয়াহিদ

১৬২. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা-

উত্তর: তারেক মাসুদ

১৬৩. ‘হুলিয়া’ কবিতা কার রচনা?

উত্তর: নির্মলেন্দু গুণ

১৬৪. কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?

উত্তর: সোমেন চন্দ

১৬৫. কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?

উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব- পশ্চিম’

১৬৬. ‘চর্যাপদ’ আবিষ্কৃত হয়-

উত্তর: ১৯০৭ সালে

১৬৭. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।"--এ গানের প্রথম সুরকার-

উত্তর: আব্দুল লতিফ

১৬৮. ‘ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্মনাম?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

১৬৯. বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে বোঝায়-

উত্তর: ১২০১-১৩৫০

১৭০. মধ্যযুগের কবি নন-

উত্তর: জয়নন্দী

১৭১. বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৭২. ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?

উত্তর: উইলিয়াম কেরি

১৭৩. মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়-

উত্তর: বেতাল পঞ্চবিংশতি

১৭৪. কুলীন কুলসর্বস্ব নাটকটি লিখেছেন-

উত্তর: রামনারায়ণ তর্করত্ন

১৭৫. ‘নীল দর্পণ’ নাটকটির বিষয়বস্তু কি?

উত্তর: নীলকরদের অত্যাচার

১৭৬. ‘ঘরে বাইরে’ উপন্যাসটির লেখক-

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

১৭৭. সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ-

উত্তর: পঞ্চতন্ত্র

১৭৮. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন-

উত্তর: অক্ষয়কুমার দত্ত

১৭৯. ভাষা আন্দোলনভিত্তিক নাটক-

উত্তর: কবর

১৮০. কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত?

উত্তর: রাখালী Copyright© by Raisul Islam Hridoy

১৮১. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’- কার কবিতা?

উত্তর: শামসুর রাহমান

১৮২. ‘দেয়াল’ রচনাটি কার?

উত্তর: হুমায়ূন আহমেদ

১৮৩. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

উত্তর: হাঙর নদী গ্রেনেড

১৮৪. ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা-

উত্তর: রামরাম বসু

১৮৫. ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীয় মুখপাত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয়?

উত্তর: জ্ঞানান্বেষণ

১৮৬. হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি?

উত্তর: গ্রামবার্তা প্রকাশিকা

১৮৭. কাজী নজরুল ইসলামের উপন্যাস-

উত্তর: কুহেলিকা

১৮৮. মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য-

উত্তর: বীরাঙ্গনা

১৮৯. ‘একখানি ছোট ক্ষেত আমি একেলা’ - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?

উত্তর: সোনার তরী

১৯০. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার লেখা?

উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ

১৯১. কোনটি শওকত ওসমানের রচনা নয়?

উত্তর: ভেজাল

১৯২. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?

উত্তর: বালুচর

১৯৩. সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

উত্তর: ১৯১৪ সালে

১৯৪. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-

উত্তর: পায়ের আওয়াজ পাওয়া যায়

১৯৫. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?

উত্তর: শ্রীচৈতন্যদেব

১৯৬. মুনীর চৌধুরীর অনুদিত নাটক-

উত্তর: মুখরা রমণী বশীকরণ

১৯৭. মধ্যযুগের শেষ কৰি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৭৬০ সালে

১৯৮. ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?

উত্তর: আলাওল

১৯৯. এন্টনি-ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?

উত্তর: কবিগান

২০০. ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়-

উত্তর: চার ইয়ারী কথা
২০১. নীলিমা ইব্রাহিমের প্রথম উপন্যাস কোনটি?

 উত্তর: বিশ শতকের মেয়ে।

২০২. ‘বিশ শতকের মেয়ে’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৫৮ সাল।

২০৩. নূরুল মোমেনের প্রথম নাটক কোনটি?

উত্তর: নেমেসিস।

২০৪.‘নেমেসিস’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৪৮ সাল।

২০৫. ফররুখ আহমদের প্রথম কাব্য কোনটি?

উত্তর: সাত সাগরের মাঝি।

২০৬. ‘সাত সাগরের মাঝি’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৪৪ সাল।

২০৭. মুনীর চৌধুরীর প্রথম নাটক কোনটি?

উত্তর: রক্তাক্ত প্রান্তর।

২০৮. ‘রক্তাক্ত প্রান্তর’ কত সালে প্রকাশিত হয়?

 উত্তর: ১৩৬৮ বঙ্গাব্দ।

২০৯. ড. মুহম্মদ শহীদুল্লাহর ভাষাগ্রন্থ কোনটি?

উত্তর: ভাষা ও সাহিত্য।

২১০. ড. মুহম্মদ শহীদুল্লাহর ‘ভাষা ও সাহিত্য’ কত সালে প্রকাশিত হয়?

 উত্তর: ১৯৩১ সাল।

২১১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি?

উত্তর: মন্দির।

২১২. ‘মন্দির’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯০৫ সাল।

২১৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?

উত্তর: পথের পাঁচালী।

২১৪.  ‘পথের পাঁচালী’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯২৯ সাল।

২১৫.  জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?

উত্তর: ঝরা পালক।

২১৬. ‘ঝরা পালক’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯২৮ সাল।

২১৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস

কোনটি?

উত্তর: পদ্মা নদীর মাঝি।

২১৮. ‘পদ্মা নদীর মাঝি’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৩৬ সাল।

২১৯. বেগম সুফিয়া কামালের প্রথম গল্প কোনটি?

উত্তর: কেয়ার কাঁটা।

২২০.  ‘কেয়ার কাঁটা’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৩৭ সাল।

২২১. প্রশ্ন: মোহাম্মদ নজিবর রহমানের প্রথম উপন্যাস কোনটি?

উত্তর: আনোয়ারা।

২২২. ‘আনোয়ারা’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯১৪ সাল।

২২৩. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর প্রথম কাব্য কোনটি?

উত্তর: অনল প্রবাহ।

২২৪. ‘অনল প্রবাহ’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯০০ সাল।

২২৫. মাইকেল মধুসূদন দত্তের প্রথম ইংরেজি রচনা কোনটি?

উত্তর: ক্যাপটিভ লেডি।

২২৬. ‘ক্যাপটিভ লেডি’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৪৯ সাল।

২২৭. মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটি?

উত্তর: শর্মিষ্ঠা।

২২৮.‘শর্মিষ্ঠা’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৫৯ সাল।

২২৯. মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?

উত্তর: তিলোত্তমাসম্ভব।

২৩০. ‘তিলোত্তমাসম্ভব’ কাব্য কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৬০ সাল।

২৩১. মাইকেল মধুসূদন দত্তের প্রথম মহাকাব্য কোনটি?

উত্তর: মেঘনাদবধ।

২৩২. ‘মেঘনাদবধ’ মহাকাব্য কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৬১ সাল।

২৩৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি?

উত্তর: রাজমোহনস ওয়াইফ।

২৩৪. ‘রাজমোহনস ওয়াইফ’ কোন ভাষায় রচিত?

উত্তর: ইংরেজি।

২৩৫. ‘রাজমোহনস ওয়াইফ’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৬২ সাল।

২৩৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস কোনটি?

উত্তর: দুর্গেশনন্দিনী।

২৩৭. ‘দুর্গেশনন্দিনী’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৬৫ সাল।

২৩৮. দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম নাটক কোনটি?

উত্তর: তারাবাঈ।

২৩৯. মীর মশাররফ হোসেনের প্রথম নাটক কোনটি?

উত্তর: বসন্তকুমারী।

২৪০. ‘বসন্তকুমারী’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৭৩ সাল।

২৪১. আবুল ফজলের আলোক লতা কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৩৪ সাল।

২৪২. আবুল মনসুর আহমেদের প্রথম

ছোটগল্প কোনটি?

উত্তর: আয়না।

৩৪৩. আয়না কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৩৫ সাল।

২৪৪. আলাউদ্দিন আল আজাদের প্রথম

কাব্য

কোনটি?

উত্তর: মানচিত্র।

২৪৫. মানচিত্র কত সালে প্রকাশিত হয় ?

উত্তর: ১৯৬১ সাল।

২৪৬. আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস কোনটি?

উত্তর: তেইশ নম্বর তৈলচিত্র।

২৪৭. তেইশ নম্বর তৈলচিত্র কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৬০ সাল।

২৪৮. আলাউদ্দিন আল আজাদের প্রথম নাটক

কোনটি?

উত্তর: মরক্কোর যাদুঘর।

২৪৯. মরক্কোর যাদুঘর কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৫৮ সাল।

২৫০. আলাউদ্দিন আল আজাদের প্রথম গল্প কোনটি?

উত্তর: জেগে আছি।

২৫১. আলাউদ্দিন আল আজাদের প্রথম প্রবন্ধ কোনটি?

উত্তর: শিল্পীর সাধনা।

২৫২. শিল্পীর সাধনা কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৫৮ সাল।

২৫৩. আহসান হাবীবের প্রথম কাব্য কোনটি?

উত্তর: রাত্রি শেষ।

২৫৪. রাত্রি শেষ কত সালে প্রকাশিত হয় ?

উত্তর: ১৯৪৬ সাল।

২৫৫. গোলাম মোস্তফার প্রথম উপন্যাস কোনটি?

উত্তর: রূপের নেশা।

২৫৬. রূপের নেশা কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯২০ সাল।

২৫৭. জসীম উদদীনের প্রথম কাব্য কোনটি?

উত্তর: রাখালী।

২৫৮. রাখালী কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯২৭ সাল।

২৫৯. জহির রায়হানের প্রথম গল্প কোনটি?

উত্তর: সূর্যগ্রহণ।

২৬০. সূর্যগ্রহণ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৫৫ সাল।

২৬১. রবীন্দ্রনাথ ঠাকুরের রুদ্রচণ্ড কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৮১ সাল।

২৬২.  প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস কোনটি?

উত্তর: আলালের ঘরের দুলাল।

২৬৩. আলালের ঘরের দুলাল কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৫৮ সাল।

২৬৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম অনুবাদ গ্রন্থ কোনটি?

উত্তর: বেতাল পঞ্চবিংশতি।

২৬৫. বেতাল পঞ্চবিংশতি কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৪৭ সাল।

২৬৬. রাজা রামমোহন রায়ের প্রথম প্রবন্ধগ্রন্থ কোনটি?

উত্তর: বেদান্ত।

২৬৭. রাজা রামমোহন রায়ের ‘বেদান্ত’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৮১৫ সাল।

২৬৮. আবদুল গাফফার চৌধুরীর প্রথম ছোটগল্প কোনটি?

উত্তর: কৃষ্ণপক্ষ।

২৬৯.  কৃষ্ণপক্ষ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৫৯ সাল।

২৭০.আবদুল গাফফার চৌধুরীর প্রথম উপন্যাস

কোনটি?

উত্তর: চন্দ্রদ্বীপের উপাখ্যান।

২৭১. চন্দ্রদ্বীপের উপাখ্যান কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৬০ সাল।

২৭২. আবদুল গাফফার চৌধুরীর প্রথম শিশুসাহিত্য কোনটি?

উত্তর: ডানপিটে শওকত।

২৭৩. ডানপিটে শওকত কত সালে প্রকাশিত

হয়?

উত্তর: ১৯৫৩ সাল।

২৭৪. আবু ইসহাকের প্রথম উপন্যাস কোনটি?

উত্তর: সূর্য দীঘল বাড়ি।

২৭৫. সূর্য দীঘল বাড়ি কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৫৫ সাল।

২৭৬. আবুল ফজলের প্রথম উপন্যাস কোনটি?

উত্তর: চৌচির।

২৭৭. চৌচির কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৩৪ সাল।

২৭৮. আবুল ফজলের প্রথম গল্প কোনটি?

উত্তর: মাটির পৃথিবী।

২৭৯.  মাটির পৃথিবী কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৩৪ সাল।

২৮০. আবুল ফজলের প্রথম নাটক কোনটি?

উত্তর: আলোক লতা।

২৮১.কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস

কোনটি?

উত্তর: বাঁধন-হারা।

২৮২. ‘বাঁধন-হারা’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯২৭ সাল।

২৮৩. কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি?

উত্তর: মুক্তি।

২৮৪. নজরুলের ‘মুক্তি’ কবিতা কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৩২৬ বঙ্গাব্দ।

২৮৫. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর: অগ্নিবীণা।

২৮৬. ‘অগ্নিবীণা’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯২২ সাল।

২৮৭. কাজী নজরুল ইসলামের প্রথম নাটক কোনটি?

উত্তর: ঝিলিমিলি।

২৮৮.  ‘ঝিলিমিলি’ নাটকটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৩০ সাল।

২৮৯. কাজী নজরুল ইসলামের প্রথম গল্প কোনটি?

উত্তর: হেনা।

২৯০.নজরুলের ‘হেনা’ গল্পটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৩২৬ বঙ্গাব্দ।

২৯১. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প কোনটি?

উত্তর: বাউণ্ডুলের আত্মকাহিনী।

২৯২. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি?

উত্তর: বউ-ঠাকুরাণীর হাট।

২৯৩. রবীন্দ্রনাথের ‘বউ-ঠাকুরাণীর হাট’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৭৭ সাল।

২৯৪. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা কোনটি?

উত্তর: হিন্দু মেলার উপহার।

২৯৫. ‘হিন্দু মেলার উপহার’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১২৮১ বঙ্গাব্দ।

২৯৬. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর: বনফুল।

২৯৭. ‘বনফুল’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১২৮২ বঙ্গাব্দ।

২৯৮. রবীন্দ্র নাথ ঠাকুরের প্রথম ছোটগল্প কোনটি?

উত্তর: ভিখারিনী।

২৯৯. ‘ভিখারিনী’ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৭৪ সাল।

৩০০. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক কোনটি?

উত্তর: রুদ্রচণ্ড।



কোন মন্তব্য নেই

Thank You

New Posts

Job Math for Written

  চাকরীর পরীক্ষায় একাডেমিক বই থেকে সরাসরি অংক আসে। এই নোটে ক্লাস ৮ ও ৯ এর গুরুত্বপূর্ণ অধ্যাইয়ের বাছাই করা ৩২০টি অংক সমাধান করে দেওয়া হয়েছ...

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.