1300 Science Short Note
⍟পানিতে ব্যাকটেরিয়া থাকলে কোনটি ঘটে?- Diseases।
⍟কোনটি পানিবাহিত রোগ নয়?- কোষ্ঠকাঠিন্য।
⍟রাইজোবিয়াম কি?- ব্যাকটেরিয়া।
⍟প্রাণী দেহে জীবাণু জাত বিষ নিষ্ক্রিয়কারী রাসায়নিক
পদার্থের নাম কি?- অ্যান্টিবডি।
⍟শিম জাতীয় উদ্ভিদে কোন জাতীয় ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে
নাইট্রেট এ পরিণত করে?
- রাইজোবিয়াম।
⍟কোনটি কলেরা, টাইফয়েড এবং যক্ষ্মা রোগ সৃষ্টি করে?-
ব্যাকটেরিয়া।
⍟লেপ্রসী বা কুষ্ঠরোগ একটি- ব্যাকটেরিয়াজনিত রোগ।
⍟কোনটি রক্ত আমাশয়ের জীবাণু?- সিজেলা।
⍟ব্যাকটেরিয়া আবিষ্কার করেন- লিউয়েন হুক।
⍟এক ধরনের প্রচুর ব্যাকটেরিয়া আমরা খাই- দইয়ের সাথে।
⍟প্রকৃতির লাঙল বা কৃষকের বন্ধু কাকে বলে?- কেঁচো।
⍟মুক্তা হলো ঝিনুকের- প্রদাহের ফল।
⍟তিমি এক ধরনের- স্তন্যপায়ী প্রাণী।
⍟কোনটি মেরুদন্ডহীন প্রাণি - কেঁচো।
⍟বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম - রাজ কাঁকড়া।
⍟মাকড়সার কয়টি পা?- ৮টি।
⍟কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে?- কচ্ছপ।
⍟সবচেয়ে ছোট পাখি কোনটি?- হামিং বার্ড।
⍟বাংলাদেশের জাতীয় পাখি কী?- দোয়েল।
⍟আফ্রিকার নিরক্ষীয় নিবিড় অরণ্যে কোন প্রাণী বাস করে?-
গরিলা ও শিম্পাঞ্জী
⍟কোন প্রাণী জীবনে একবারও পানি পান করে না?- ক্যাঙ্গারু র্যাট।
⍟কোন পশু শব্দ করতে পারে না?- জিরাফ।
⍟বাংলাদেশের জাতীয় পশু কোনটি?- রয়েল বেঙ্গল টাইগার।
⍟ফলের রং হলুদ হয় কি বেশি হলে? অথবা, পাকা ফলের রং হলুদ
হয় কোন রাসায়নিক পদার্থের আধিক্যের কারণে?- জ্যান্থোফিল বেশি হলে।
⍟অসবুজ উদ্ভিদ কোনটি?- ছত্রাক।
⍟নিচের কোন রঞ্জক পদার্থের জন্য ফুল বিচিত্র বর্ণের হয়?-
ক্রোমোপ্লাস্ট।
⍟প্লাস্টিড কোথায় থাকে?- সাইটোপ্লাজমে।
⍟সবুজ প্লাস্টিডের নাম- ক্লোরোপ্লাস্ট।
⍟কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়?- ক্রোমোপ্লাস্ট।
⍟সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?- জ্যান্থোফিলের উপস্থিতির
কারণে।
⍟কোষের মস্তিষ্ক বলা হয়- নিউক্লিয়াসকে।
⍟কোন কোষে নিউক্লিয়াস থাকে না?- লোহিত রক্তকণিকা।
⍟কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?- পেশি কোষ।
⍟প্রাণীর বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে বলা হয়- সিনোসাইট।
⍟কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়?- নিউক্লিয়াসকে।
⍟যে উপাদানে ডিএনএ (DNA) বিদ্যমান সেটি হচ্ছে- নিউক্লিয়াসে।
⍟মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?-২৩ জোড়া।
⍟মানুষের একই ধরনের ২২ জোড়া ক্রোমোজোম আছে, তাদের কি বলে?-
অটোজোম।
⍟ডিএনএ কোথায় থাকে?- নিউক্লিয়াসে।
⍟জীন এর রাসায়নিক গঠন উপাদানকে বলা হয়- DNA
⍟কোনটি জীনের সঙ্গে সম্পর্কিত?- ডি অক্সি-রাইবোনিউক্লিক
এসিড।
⍟মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা- ১ জোড়া।
⍟জীবের বংশগতির বাহক কোনটি, অথবা, জীবের বংশ বৃদ্ধির
বৈশিষ্ট্য বহন করে- ক্রোমোজোম।
⍟বায়োলজিক্যাল ডেটা যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিরাপত্তার
সিস্টেম হলো- বায়োমেট্রিক্স।
⍟জীববিজ্ঞানে তথ্যপ্রযুক্তির প্রয়োগ হলো- বায়োইনফরমেটিকস।
-
⍟এক জীবের কোষ থেকে DNA অংশ অন্য জীবে স্থানান্তর করাকে
বলে?- রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি।
⍟১ ন্যানো সমান- একশত কোটি ভাগের এক ভাগ।
⍟আধুনিক বংশগতি বিদ্যার ভিত্তি গড়ে ওঠে আজ থেকে কত বছর
পূর্বে?- ১৫০ বছর।
⍟নিষেক ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজনে সাফল্য লাভ করেন
কে?- হার্বাট বয়ার ও স্ট্যানলি কোহেন।
⍟প্রতিটি প্রজাতির কোষে ক্রোমোজোম সংখ্যা সব সময় কী থাকে?-
নির্দিষ্ট।
⍟ক্রোমোজোমের আকার সাধারণত কী রকম?- লম্বা
⍟প্রকৃতপক্ষে ক্রোমোজোম কী দ্বারা গঠিত?- প্রোটিন ও অজৈব
পদার্থ।
⍟সেক্স ক্রোমোজোমগুলো সাধারণত কী নামকরণ করা হয়?- X ও Y।
⍟ডিএনএ অণুর আকৃতি কিসের মতো?- প্যাচানো সিঁড়ির মতো।
⍟প্রতিটি ডিএনএ কী দ্বারা গঠিত?- নিউক্লিওটাইড।
⍟জীবজগতের বৈচিত্র্যের নিয়ন্ত্রণ কী?- জিন।
⍟বংশবৃদ্ধি কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়?- DNA
⍟ডিএনএ ও আরএনএ ধারণ করে বাহক হিসেবে কে?- ক্রোমোজোম।
⍟ক্রোমোজোমের প্রধান উপাদান কী? - DNA।
⍟রাসায়নিকভাবে প্রতিটি ক্রোমোজোম কী দ্বারা গঠিত? - DNA,
RNA ও প্রোটিন।
⍟কোনো সন্তানের পিতৃত্ব ও মাতৃত্ব নিয়ে বিরোধ নিষ্পত্তি
উপায় কী?- DNA টেস্ট।
⍟সন্তানের DNA এর প্রোফাইল পিতা বা মাতার সাথে কত শতাংশ মিল
পাওয়া গেলে তাদেরকে জৈব পিতা বা মাতা বলা হয়?- ৯৯.৯%।
কোন মন্তব্য নেই
Thank You