Class 3 Math Solution 2025
১ম
অধ্যায় সংখ্যা
৪র্থ
অধ্যায় যোগ
ও
বিয়োগের
সম্পর্ক
৮ম
অধ্যায় যোগ,
বিয়োগ,
গুণ
ও
ভাগসংক্রান্ত
সমস্যা
১৩শ
অধ্যায় উপাত্ত
সংগ্রহ
ও
বিন্যস্তকরণ
শীটগুলো কেমন হবে?
১. আমরা দিচ্ছি প্রথম থেকে দ্বাদশ শ্রেণির সকল বিষয়ের সকল অধ্যায়ের শীট।
২. সৃজনশীল প্রশ্নের পাশাপাশি এই শীটগুলোতে আপনি কয়েক হাজার MCQ প্রশ্ন পাবেন। সকল প্রশ্নই পাবেন উত্তরসহ।
৩. আমাদের এ শীটগুলো আপনি সম্পূর্ণ Word ফাইলে পাবেন। যা আপনি Edit করে নিজের কোচিং সেন্টার বা প্রতিষ্ঠানের নামে ব্যবহার করতে পারবেন।
৪. প্রতিটি শীট অত্যন্ত সাজানো-গোছানো ভাবে তৈরি করা হয়েছে। ফলে নতুন করে আপনাকে সময় নষ্ট করতে হবে না। আপনি কিনেই এগুলো ব্যবহার করতে পারবেন।
৫. আপনি যদি শীটগুলো একবার কেনেন, তাহলে আমরা যখনই শীটগুলোতে নতুন কোন Update আনবো, আপনার ইমেইলে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে।
কোন কোন ক্লাসের শীট রয়েছে?
প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল বিষয়
সকল শ্রেণির নতুন কারিকুলাম-২০২৫ (নতুন টপিক সংযোগ করা হচ্ছে)
এসএসসি বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা
এইচএসসি বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা
বাংলা ব্যকরণ ও নির্মিতি অংশ
ইংরেজি গ্রামার ও রাইটিং পার্ট
সকল শ্রেণির ইংরেজি মডেল টেস্ট ও উত্তর
সকল শ্রেণির গণিত সমাধান
পরীক্ষা নেওয়ার জন্য রেডি প্রশ্নপত্র
লেকচার শীটে কি কি আছে?
১. কোচিং ক্লাসে লেকচার দেওয়ার জন্য প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা।
২. নতুন কারিকুলামের আলোকে বিষয়ভিত্তিক প্রজেক্ট ও অ্যাসাইনমেন্টর সমাধান
৩. প্রতিটি বিষয়ের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর।
৪. প্রতিটি বিষয়ের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর।
৫. প্রতিটি অধ্যায় থেকে বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন ও উত্তর
৬. প্রতিটি অধ্যায় থেকে পরীক্ষা উপযোগী একাধিক সৃজনশীল প্রশ্ন ও উত্তর।
৭. অতিরিক্ত আরো একাধিক সৃজনশীল প্রশ্ন দিয়ে তৈরি প্রশ্নব্যাংক।
শীটগুলো কাদের জন্য দরকারী?
১. কোচিং শিক্ষক
২. কোচিং পরিচালক
৩. প্রাইভেট টিউটর
শীটের মূল্য কত?
আমাদের শীটের মূল্য তালিকাটি দেখুন:
৩য় শ্রেণি:৩৯৯ টাকা। (নতুন কারিকুলাম ২০২৫)
৪র্থ শ্রেণি: ৩৯৯ টাকা।
৫ম শ্রেণি: ৩৯৯ টাকা।
৬ষ্ঠ শ্রেণি: ৭৯৯ টাকা। (নতুন কারিকুলাম ২০২৫)
৭ম শ্রেণি: ৯৯৯ টাকা। (নতুন কারিকুলাম ২০২৫) বার্ষিক পরীক্ষা প্রস্তুতি সংযুক্ত
৮ম শ্রেণি: ১০৯৯ টাকা। (নতুন কারিকুলাম ২০২৫) বার্ষিক পরীক্ষা প্রস্তুতি সংযুক্ত
৯ম-১০ম শ্রেণি: ১০৯৯ টাকা। (নতুন কারিকুলাম ২০২৫) বার্ষিক পরীক্ষা প্রস্তুতি সংযুক্ত
১০ম শ্রেণি: ৮৯৯ টাকা। (SSC-2025 Inc.) + (Chapter wise special Model Test Inc.)
১১শ-১২শ শ্রেণি: ১৫৯৯ টাকা।
আজকের জন্য সম্পূর্ণ প্যাকেজটির মূল্য ৯৯৯/-
HSC-২০২৫: ১২০০ টাকা। (Chapter wise special Model Test Inc.)
সাথে আরো যা পাবেন:
বিসিএস এর লেকচার শীট
প্রাইমারি ও অন্যান্য পরীক্ষার লেকচার শীট
শীট কিনার জন্য আমাদের সাথে যোগাযোগ করুনঃ-
WhatsApp: 01300430768
কিভাবে পেমেন্ট করবেন।
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ/নগদ/উপায়/রকেট থেকে আমাদের নাম্বারে (পার্সোনালঃ 01974581611; রকেট থেকে পাঠালে 019745816116) সেন্ডমানি করে আপনার ইমেইল আমাদের WhatsApp নাম্বারে শেয়ার করুন।
বিঃদ্রঃ- আমাদের কাছ থেকে ফাইল কিনলে নিয়মিত আপডেট পাবেন।
১ম অধ্যায়
পৃষ্ঠা-২
এর প্রশ্নসমূহের সমাধানঃ
১. নিচের
কোন বক্সে ৯২৫টি ব্লক রয়েছে?
সমাধানঃ
১ম বক্সে ব্লক সংখ্যা
= ১টি ৯০০ + ২টি ১০ + ৫টি ১
= ৯০০ + ২০ + ৫
= ৯২৫
= ১টি ৯০০ + ৩টি ১০ + ৫টি ১
= ৯০০ + ৩০ + ৫
= ৯৩৫
∵ ১ম বক্সেই ৯২৫টি ব্লক আছে।
২. গণনা
করি ও সংখ্যায় লিখি
হাজার |
শতক |
দশক |
একক |
১০০০ ১০০০ |
১০০ |
১০ |
১ ১ |
সমাধানঃ
|
= ৮টি ১০০০ + ৪টি ১০০ + ৪টি ১০ + ৮টি ১
= ৮০০০ + ৪০০ + ৪০ + ৮
= ৮৪৪৮
৩. পড়ি ও
কথায় লিখি
(১) ১২৩৮
(২) ২৮১৫
(৩) ৩১১১
(৪) ৪৩৩৫
(৫) ৫১৫৩
সমাধানঃ
(১) ১২৩৮ – এক হাজার দুই শত আটত্রিশ।
(২) ২৮১৫ – দুই হাজার আট শত পনের।
(৩) ৩১১১ – তিন হাজার এক শত এগার
(৪) ৪৩৩৫ – চার হাজার তিন শত পঁয়ত্রিশ
(৫) ৫১৫৩ – পাঁচ হাজার এক শত তিপান্ন
৪. অঙ্কে
লিখি
(১) এক হাজার এক শত পঁয়ত্রিশ
(২) তিন হাজার নয় শত উনআশি
(৩) সাত হাজার আট শত উনসত্তর
(৪) নয় হাজার এক শত এক
সমাধানঃ
(১) এক হাজার এক শত পঁয়ত্রিশ - ১১৩৫
(২) তিন হাজার নয় শত উনআশি - ৩৯৭৯
(৩) সাত হাজার আট শত উনসত্তর - ৭৮৬৯
(৪) নয় হাজার এক শত এক – ৯১০১
পৃষ্ঠাঃ ৪-৬
এর প্রশ্নসমূহের সমাধানঃ
১. কতগুলো
হাজার আছে? সংখ্যাটি কত?
১০০০ ১০০০ ১০০০ ১০০০ ১০০০ |
সমাধানঃ
হাজার আছে ১০টি।
∵ ১০টি ১০০০
= ১০ হাজার
= ১ অযুত
= ১০০০০
অর্থাৎ, সংখ্যাটি ১০০০০।
১. দাগ
টেনে মিল করি।
সমাধানঃ
দাগ টেনে মিল করে নিন্মের চিত্রে
দেখানো হলোঃ
২. গণনা
করে অঙ্কে ও কথায় লিখি।
সমাধানঃ
১ম বক্সের ক্ষেত্রে,
গণনার ফলাফল
= ১টি ১০০০০ + ৩টি ১০০০ + ৪টি ১০০ + ৫টি ১০ + ৫টি ১
= ১০০০০ + ৩০০০ + ৪০০ + ৫০ + ৫
= ১৩৪৫৫
∵ অঙ্কেঃ ১৩৪৫৫; কথায়ঃ তের হাজার চার শত পঞ্চান্ন।
২য় বক্সের ক্ষেত্রে,
গণনার ফলাফল
= ৪টি ১০০০ + ৪টি ১০০ + ৪টি ১০ + ৪টি ১
= ৪০০০ +৪০০ + ৪০ + ৪
= ৪৪৪৪
∵ অঙ্কেঃ ৪৪৪৪; কথায়ঃ চার হাজার চার শত চুয়াল্লিশ।
৩. গণনা
করি ও সংখ্যায় লিখি।
অযুত |
হাজার |
শতক |
দশক |
একক |
১০০০০ |
১০০০ |
১০০ |
১০ |
১ |
সমাধানঃ
সংখ্যাটি
= ১টি ১০০০০ + ৩টি ১০০০ + ৪টি ১০০ + ২টি ১০ + ৫টি ১
= ১০০০০ + ৩০০০ + ৪০০ + ২০ + ৫
= ১৩৪২৫
৪. গণনা
করি ও সংখ্যায় লিখি।
অযুত |
হাজার |
শতক |
দশক |
একক |
১০০০০ |
১০০০ |
১০ |
১ |
সমাধানঃ
সংখ্যাটি
= ৩টি ১০০০০ + ৪টি ১০০০ + ৩টি ১০ + ৪টি ১
= ৩০০০০ + ৪০০০ + ৩০ + ৪
= ৩৪০৩৪
৫. সংখ্যাটি
কত?
১০০০০ |
১০০০ |
১০০ |
১০ |
১ |
সমাধানঃ
সংখ্যাটি
= ২টি ১০০০০ + ৩টি ১০০০ + ৫টি ১০০ + ৫টি ১০ + ৪টি ১
= ২০০০০ + ৩০০০ + ৫০০ + ৫০ + ৪
= ২৩৫৫৪
৬. অঙ্কে
লিখি।
(১) নয় হাজার নয় শত নব্বই
(২) নয় হাজার নিরানব্বই
(৩) দশ হাজার
(৪) দশ হাজার দশ
(৫) ছাব্বিশ হাজার আট শত সাইত্রিশ
সমাধানঃ
(১) ৯৯৯০
(২) ৯০৯৯
(৩) ১০০০০
(৪) ১০০১০
(৫) ২৬৮৩৭
৭. পড়ি ও
কথায় লিখি।
(১) ১১২৩৮
(২) ১৭৮০৫
(৩) ১৯১১১
(৪) ১৩৩৫৯
(৫) ১৫১৫৩
(৬) ২৭৫৩৭
সমাধানঃ
(১) এগার হাজার দুই শত আটত্রিশ
(২) সতের হাজার আট শত পাঁচ
(৩) উনিশ হাজার এক শত এগার
(৪) তের হাজার তিন শত ঊনষাট
(৫) পনের হাজার এক শত তিপান্ন
(৬) সাতাশ হাজার পাঁচ শত সাইত্রিশ
পৃষ্ঠাঃ ৮ এর প্রশ্নসমূহের সমাধানঃ
১. সংখ্যাগুলো
উচ্চ স্বরে পড়ি, কথায়
লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি।
(ক) ২৩৫১৭
(খ) ৫১৩৪৭
(গ) ৯৩০০৭
সমাধানঃ
(ক) ২৩৫১৭
কথায়ঃ তেইশ হাজার পাঁচ শত সতের।
স্থানীয় মান নির্ণয়ঃ
২ ৩ ৫ ১ ৭
| | | | |____৭ একক ___৭
| | | |_____ ১ দশক ___ ১০
| | |_______ ৫ শতক __ ৫০০
| |_________ ৩ হাজার __ ৩০০০
|__________ ২ অযুত____২০০০০ ] ২৩ হাজার
(খ) ৫১৩৪৭
কথায়ঃ একান্ন হাজার তিন শত সাতচল্লিশ।
স্থানীয় মান নির্ণয়ঃ
৫ ১ ৩ ৪ ৭
| | | | |____৭ একক ___৭
| | | |_____ ৪ দশক ___ ৪০
| | |_______ ৩ শতক __ ৩০০
| |_________ ১ হাজার __ ১০০০
|__________ ৫ অযুত____৫০০০০ ] ৫১ হাজার
(গ) ৯৩০০৭
কথায়ঃ তিরানব্বই হাজার সাত।
স্থানীয় মান নির্ণয়ঃ
৯ ৩ ০ ০ ৭
| | | | |____৭ একক ___৭
| | | |_____ ০ দশক ___ ০০
| | |_______ ০ শতক __ ০০০
| |_________ ৩ হাজার __ ৩০০০
|__________ ৯ অযুত____৯০০০০ ] ৯৩ হাজার
২. খালিঘর
পূরণ করি।
সমাধানঃ
১৩৪৫৭ = ১ অযুত ৩ হাজার ৪ শতক ৫ দশক ৭ একক
৭৮০৪ = ০ অযুত ৭ হাজার ৮ শতক ০ দশক ৪ একক
৬৮০০৫ = ৬ অযুত ৮ হাজার ০ শতক ০ দশক ৫ একক
৯৭৮৪২ = ৯ অযুত ৭ হাজার ৮ শতক ৪ দশক ২ একক
৩. (ক) ৯৪২৩০
সংখ্যাটিতে ৪ ও ৩ এর স্থানীয় মান কত? সংখ্যাটিতে
অযুত স্থানের অঙ্কটি কত?
(খ) ৮৬৯৩৫
সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত?
সমাধানঃ
(ক) ৯৪২৩০ সংখ্যাটিতে ৪ এর স্থানীয় মান = ৪ হাজার = ৪০০০
এবং ৯৪২৩০ সংখ্যাটিতে ৩ এর স্থানীয়
মান = ৩ দশক = ৩০
(খ) ৮৬৯৩৫ সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি = ৬
কোন মন্তব্য নেই
Thank You