সকল চাকরীর পরীক্ষার প্রস্তুতি -৩ - ZerO to Infinity

Header Ads

সকল চাকরীর পরীক্ষার প্রস্তুতি -৩

 


আরো পড়ুনঃ- পর্ব-০১

আরো পড়ুনঃ- পর্ব-০


গণিত

ঐকিক নিয়ম

1. ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘন্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?

ক. ৫ ঘন্টায়

খ. ৭.৫ ঘন্টায়

গ. ৯ ঘন্টায়

ঘ. ৪ ঘন্টায়

উত্তরঃ- গ

2. ৫০ জন লোক ২০টি নলকূপ বসাতে ১০০ দিন সময় নেয়। তাহলে ২৫ জন লোকের ১০টি নলকূপ বসাতে কত সময় লাগবে?

ক. ৪৫ দিন

খ. ৬০ দিন

গ. ৮০ দিন

ঘ. ১০০ দিন

উত্তরঃ- ঘ

3. একটি পুকুর খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ১ দিনে খনন করতে কত জন লোকের দরকার হবে?

ক. ৭০০০ জন

খ. ৭২৫০ জন

গ. ৭৫০০ জন

ঘ. ৮০০০ জন

উত্তরঃ- গ

4. একটি কাজ ১৫ জন লোক ১০ দিনে করতে পারে। কত জন লোক ঐ কাজ ১ দিনে সম্পন্ন করতে পারবে?

ক. ১০০ জন

খ. ১৫০ জন

গ. ২০০ জন

ঘ. ২৫০ জন

উত্তরঃ- খ

 5. যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিন চলে ঐ পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে?

ক. ১৫ দিন

খ. ২০ দিন

গ. ২৫ দিন

ঘ. ৩০ দিন

উত্তরঃ- ক

6. যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিন চলে, ঐ পরিমাণ খাদ্যে ২০ জন লোকের কতদিন চলবে?

ক. ২৫ দিন

খ. ৩০ দিন

গ. ৩২ দিন

ঘ. ৩৫ দিন

উত্তরঃ- খ

7. যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ঐ সময়ে ২৫ সের ছোলা খাবে?

ক. ৫টি

খ. ৬টি

গ. ৭টি

ঘ. ৮টি

উত্তরঃ- ক

8. যদি ১০টি বলদ ২০ দিনে ৫০ বিঘা জমি চাষ করতে পারে, তবে ১২টি বলদ ১৫ দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে?

ক. ৪২ বিঘা

খ. ৪৪ বিঘা

গ. ৪৫ বিঘা

ঘ. ৪৮ বিঘা

উত্তরঃ- গ

9. যদি ১৫টি বলদ ১০ দিনে ১২ বিঘা জমি চাষ করতে পারে, তবে ৯টি বলদ কত দিনে ১৮ বিঘা জমি চাষ করবে?

ক. ২২ দিনে

খ. ২৫ দিনে

গ. ২৭ দিনে

ঘ. ৩০ দিনে

উত্তরঃ- খ

10. যদি ১২ জন শ্রমিক ৪ দিনে টাকা ২৮৮০ আয় করে, তবে ৮ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?

ক. ৩ দিনে

খ. ৪ দিনে

গ. ৫ দিনে

ঘ. ৬ দিনে

উত্তরঃ- ঘ

11. ৮ জন শ্রমিক ৫ দিনে ২৪০০ টাকা আয় করে। ১০ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?

ক. ৩ দিনে

খ. ৪ দিনে

গ. ৫ দিনে

ঘ. ৬ দিনে

উত্তরঃ- খ

 12. যদি ৫টি বেড়াল ৫টি ইঁদুর ধরে ৫ দিনে, তাহলে ১০০ টা বেড়াল ১০০টা ইঁদুর ধরবে-

ক. ১ দিনে

খ. ৫ দিনে

গ. ২০ দিনে

ঘ. ১০০ দিনে

উত্তরঃ- খ

 13. ১৫ জনের কোন কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে, কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে?

ক. ২০

খ. ১৫

গ. ৩০

ঘ. ৪০

উত্তরঃ- গ

14. যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে ৮টি ঘোড়া কত দিনে ৩০ সের ছোলা খাবে?

ক. ৪ দিনে

খ. ২ দিনে

গ. ৩ দিনে

ঘ. ৬ দিনে

উত্তরঃ- গ

15. ৮ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?

ক. ৬ জন

খ. ৮ জন

গ. ৭ জন

ঘ. ১২ জন

উত্তরঃ- খ

16. যদি একটি কাজ ৯ জন লোকে ১২ দিনে শেষ করতে পারে, তবে ১২ জন লোক এই কাজটি কতদিনে শেষ করতে পারবে?

ক. ৯ দিন

খ. ৫ দিন

গ. ১০ দিন

ঘ. ২০ দিন

উত্তরঃ- ক

17. ২০ জন লোক একটি কাজ ১০ দিনে করতে পারে। ঐ কাজ ৫ দিনে সম্পন্ন করতে হলে কতজন লোক দরকার হবে?

ক. ৬০ জন

খ. ৪০ জন

গ. ৩০ জন

ঘ. ২৫ জন

উত্তরঃ- খ

18. ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে-

ক. ৫ দিনে

খ. ৪ দিনে

গ. ৬ দিনে

ঘ. ৩ দিনে

উত্তরঃ- খ

19. যে পরিমাণ খাদ্যে ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে, ঐ পরিমাণ খাদ্যে কতজন লোকের ৮ সপ্তাহ চলবে?

ক. ৩০০ জন

খ. ৪০০ জন

গ. ৫০০ জন

ঘ. ৬০০ জন

উত্তরঃ- গ

20. একটি রাস্তা মেরামত করতে ১০ জন শ্রমিকের ১৬ দিন লাগলে ৮ জন শ্রমিকের কত দিন লাগবে?

ক. ১৬ দিন

খ. ১৮ দিন

গ. ২০ দিন

ঘ. ২৪ দিন

উত্তরঃ- গ

21. একজন লোক দৈনিক ১১ ঘন্টা চলে ৪ দিনে ২৭৫ কিমি পথ অতিক্রম করে। দৈনিক ৮ ঘন্টা চলে কত দিনে সে ৪৫০ কিমি পথ অতিক্রম করবে?

ক. ৬ দিন

খ. ৮ দিন

গ. ৯ দিন

ঘ. ১০ দিন

উত্তরঃ- গ

22. ১৪ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। ঐ কাজটি ১০ দিনে শেষ করতে হলে কতজন লোক নিয়োগ দিতে হবে?

ক. ২৭ জন

খ. ২৪ জন

গ. ২১ জন

ঘ. ১৮ জন

উত্তরঃ- গ

23. ৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে?

ক. ১৫টি

খ. ১৮টি

গ. ২০টি

ঘ. ২৫টি

উত্তরঃ- ক

24. ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কত দিন লাগবে?

ক. ১৪ দিন

খ. ২৮ দিন

গ. ২০ দিন

ঘ. ৩২ দিন

উত্তরঃ- খ

25. ৫টি গরুর মূল্য ২০টি ভেড়ার মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে ৩টি ভেড়ার মূল্য কত?

ক. ৮,০০০ টাকা

খ. ৯,০০০ টাকা

গ. ৯,৫০০ টাকা

ঘ. ১০,০০০ টাকা

উত্তরঃ- খ

26. ১৫টি খাসির মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০,০০০ টাকা হলে ২টি খাসির মূল্য কত?

ক. ৯,০০০ টাকা

খ. ১০,০০০ টাকা

গ. ১২,০০০ টাকা

ঘ. ১৩,০০০ টাকা

উত্তরঃ- খ

27. পানি ভর্তি ১টি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়া্য় ৭ কেজি। খালি বালতির ওজন কত?

ক. ৫ কেজি

খ. ৭ কেজি

গ. ২ কেজি

ঘ. ১ কেজি

উত্তরঃ- গ

28. ১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?

ক. ৪টি

খ. ৫টি

গ. ৬টি

ঘ. ১০টি

উত্তরঃ- ক

29. যদি ২০ জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে ৩০ দিনে তবে ঐ একই কাজ ৫০ দিনে করতে অতিরিক্ত কত জন লোক লাগবে?

ক. ৮ জন

খ. ১০ জন

গ. ৪ জন

ঘ. ৬ জন

উত্তরঃ- গ

30. একটি ছাত্রাবাসে ১৫ জন ছাত্রের ৩২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?

ক. ৯ জন

খ. ১৭ জন

গ. ২০ জন

ঘ. ২৪ জন

উত্তরঃ- ক

31. তিনদিনে একটি কাজের ১/২৯ অংশ শেষ হলে ঐ কাজের তিনগুণ কাজ করতে কত দিন লাগবে?

ক. ২৯ দিন

খ. ৮৭ দিন

গ. ৩০০ দিন

ঘ. ২৬১ দিন

উত্তরঃ- ঘ

32. ৮ জন লোক একটি কাজ ১৮ দিনে করতে পারে। কাজটি ৬ দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?

ক. ২৪ জন

খ. ১৬ জন

গ. ১২ জন

ঘ. ৮ জন

উত্তরঃ- খ

33. ১২ জন চাষীর একটি জমির ফসল কাটতে ১৪ জন লাগল। ২১ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কত দিন লাগবে?

ক. ৫ দিন

খ. ৬ দিন

গ. ৭ দিন

ঘ. ৮ দিন

উত্তরঃ- ঘ

34. ৬টি গরুর দাম ১৫টি ছাগলের দামের সমান হলে, ১০টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে?

ক. ২০টি

খ. ২৫টি

গ. ৩০টি

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ- ঘ

35. ৫ টন খাবারে ১২০টি হাতির ৫৫ দিন চলে। ১৫০টি হাতির ঐ খাবারে কত দিন চলবে?

ক. ২৫ দিন

খ. ৩৫ দিন

গ. ৪৪ দিন

ঘ. ৫৪ দিন

উত্তরঃ- গ

36. ১০৫ কেজি ডালের দাম ৩,৬৭৫ টাকা হলে ৬০ কেজি ডালের দাম কত?

ক. ২,২০০ টাকা

খ. ২,১৫০ টাকা

গ. ২,১০০ টাকা

ঘ. ২,০৫০ টাকা

উত্তরঃ- গ

37. ৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে?

ক. ২৪

খ. ২৬

গ. ২৮

ঘ. ৩০

উত্তরঃ- ক

 38. একটি শিবিরে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্যের আগমনের কারণে অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চলে। শিবিরে কতজন নতুন সৈন্য এসেছিল?

ক. ১৭৫

খ. ১৯০

গ. ১৭০

ঘ. ১৮০

উত্তরঃ- ঘ

39. একটি বালতির ভেতরের আয়তন ১.৫ লিটার হলে ৪৫০ লিটারে কত বালতি পানি হবে?

ক. ৩০০ বালতি

খ. ৪৫০ বালতি

গ. ৫০০ বালতি

ঘ. ৬৭৫ বালতি

উত্তরঃ- ক

40. যদি ১৫টি কলমের দাম ৪৬.৫ টাকা হয় তাহলে ২টি কলমের দাম কত?

ক. ১০ টাকা

খ. ৪.৫ টাকা

গ. ৬.২ টাকা

ঘ. ১২ টাকা

উত্তরঃ- গ

41. তিনটি ছাপাখানা একটি কাজ ৬০ মিনিটে করতে পারে। পাঁটি ছাপাখানা কত মিনিটে করতে পারবে?

ক. ১৫

খ. ২০

গ. ৩০

ঘ. ৩৬

উত্তরঃ- ঘ

42. ১০ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৮ জন লোকের ঐ কাজটি করতে কতদিন লাগবে?

ক. ২৫ দিন

খ. ২৪ দিন

গ. ৩০ দিন

ঘ. ১৬ দিন

উত্তরঃ- ক

43. ১৬ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। ১২ জন লোক কাজটি কত দিনে করতে পারবে?

ক. ৪ দিনে

খ. ৮ দিনে

গ. ১২ দিনে

ঘ. ৩ দিনে

উত্তরঃ- খ

44. যে কাজটি ৭০ জন শ্রমিক ৩০ দিনে করতে পারে, সে কাজটি ১২ দিনে সম্পন্ন করতে হলে, প্রতিদিন কত জন শ্রমিকের প্রয়োজন হবে?

ক. ১৫৫

খ. ১৭৫

গ. ১৯৫

ঘ. ২১৫

উত্তরঃ- খ

অনুপাত-সমানুপাত

1. একজন লোক সপ্তাহে ২২০০ টাকা আয় করেন এবং ১৬৫০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত হবে-

ক. ১:৪

খ. ২:৩

গ. ৩:৪

ঘ. ৪:৫

উত্তরঃ- ক

2. একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?

ক. ১:৫

খ. ৫:১

গ. ২:৫

ঘ. ৫:২

উত্তরঃ- খ

3. একটি মাছ ২৫% লাভে বিক্রি করা হলে উহার ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত নির্ণয় করুন।

ক. ৫:৬

খ. ৪:৬

গ. ৪:৫

ঘ. ৪:৩

উত্তরঃ- গ

4. একজন লোক সপ্তাহে ৪,৫০০ টাকা আয় করেন এবং ৩,০০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে-

ক. ৩:২

খ. ৩:১

গ. ২:১

ঘ. ৫:২

উত্তরঃ- খ

5. A:B=3:4 এবং B:C=6:5 হলে, A:C = কত?

ক. 3:5

খ. 9:10

গ. 10:9

ঘ. 4:9

উত্তরঃ- খ

6. করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩:৪ এবং রহিম ও মোহনের নম্বরে অনুপাত ৬:৭। তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত?

ক. ৪:৭

খ. ২:৩

গ. ২:৭

ঘ. ৯:১৪

উত্তরঃ- ঘ

7. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১:৪। পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত?

ক. ৪৪ বছর

খ. ৪২ বছর

গ. ৫২ বছর

ঘ. ৫৪ বছর

উত্তরঃ- ক

8. দুইটি সংখ্যার অনুপাত ৫:৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে, বড় সংখ্যাটি কত?

ক. ৯১

খ. ১০৪

গ. ১১৭

ঘ. ৪০

উত্তরঃ- খ

9. দুইটি সংখ্যার বিয়োগফল ৬৬। তাদের অনুপাত ৭:৫ হলে সংখ্যা দুটি কত?

ক. ৩৪,১০০

খ. ১১০,১৭৬

গ. ২৩১,১৬৫

ঘ. ২৭০,৩৩৬

উত্তরঃ- গ

10. কোনো ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৪:৫:৯ হলে প্রথম কোণটি কত (ডিগ্রিতে)?

ক. ৪০

খ. ৩০

গ. ৬০

ঘ. ৯০

উত্তরঃ- ক

11. দু’টি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩:২। বৃত্ত দু’টির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

ক. ২:৩

খ. ৩:৪

গ. ৪:৯

ঘ. ৯:৪

উত্তরঃ- ঘ

12. ৯,৮০০ টাকা ২:৩:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে?

ক. ২,১০০ টাকা

খ. ২,২০০ টাকা

গ. ৩,৫০০ টাকা

ঘ. ৭০০ টাকা

উত্তরঃ- ক

13. ৬০ মিটার বিশিষ্ট একটি বাঁশকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?

ক. ৮ মিটার; ২২ মিটার; ৩০ মিটার

খ. ১০ মিটার; ২০ মিটার; ৩০ মিটার

গ. ৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার

ঘ. ১২ মিটার; ২০ মিটার; ২৮ মিটার

উত্তরঃ- গ

14. ৬০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি নলকে ৩:৭:১০ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটির দৈর্ঘ্য-

ক. ৯ মিটার

খ. ৭ মিটার

গ. ১১ মিটার

ঘ. ১০ মিটার

উত্তরঃ- ক

15. ৪০ মিটার দীর্ঘ রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার?

ক. ১০

খ. ৩০

গ. ২০

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ- গ

16. ৪৯৫ টাকাকে ২:৪:৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?

ক. ১২৫ টাকা

খ. ১৩০ টাকা

গ. ১৩৫ টাকা

ঘ. ১৪০ টাকা

উত্তরঃ- গ

17. শফির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ১১:১০ এবং তার মাসিক সঞ্চয় ১,০০ টাকা হলে তার মাসিক আয় কত টাকা?

ক. ১২,০০০

খ. ১১,০০০

গ. ১১,৫০০

ঘ. ১২,২০০

উত্তরঃ- খ

18. ক:খ=৪:৫ এবং খ:গ=২:৩ অনুপাতে যদি ক-এর ৮০০ টাকা থাকে তাহলে গ-এর টাকার পরিমাণ কত?

ক. ১০০০

খ. ১২০০

গ. ১৫০০

ঘ. ২০০০

উত্তরঃ- গ

19. কোন ব্যবসায় “ক”, “খ”, “গ” এর মূলধন যথাক্রমে ৩২০, ৪০০ এবং ৪৮০ টাকা। ব্যবসায় ৩০০ টাকা লাভ হলে ‘ক’ অপেক্ষা ‘গ’ কত টাকা বেশি পাবে?

ক. ৬০ টাকা

খ. ৮০ টাকা

গ. ১২০ টাকা

ঘ. ৪০ টাকা

উত্তরঃ- ঘ

20. আবিদ, আনিস ও আনোয়ারের মধ্যে কিছু পরিমাণ টাকা ৩:৫:৭ অনুপাতে ভাগ করে দিলে আবিদ ১৫০ টাকা পায়। মোট টাকার পরিমাণ কত?

ক. ৬০০ টাকা

খ. ৭০০ টাকা

গ. ৮০০ টাকা

ঘ. ৭৫০ টাকা

উত্তরঃ- ঘ

21. ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২:১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১:২ হবে?

ক. ৪০

খ. ৫০

গ. ৬০

ঘ. ৭০

উত্তরঃ- গ

22. ৪০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে?

ক. ২০ মি.

খ. ১৪ মি.

গ. ৩০ মি.

ঘ. ১৬ মি.

উত্তরঃ- ক

23. একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৪৫০%। সংখ্যা দুটির অনুপাত কত?

ক. ৯:২

খ. ৪৫:১

গ. ৪৫০:১

ঘ. ৯:১

উত্তরঃ- ক

24. রহিম ও করিমের বয়সের অনুপাত ৩:৫। তাদের বয়সের সমষ্টি ৪০ হলে নিম্নের কোন উত্তরটি সঠিক?

ক. রহিম ১৫

খ. করিম ১৫

গ. রহিম ১০

ঘ. করিম ৫

উত্তরঃ- ক

25. ২১,০০০ টাকা তিন জন বিনিয়োগকারীর মধ্যে ১:২:৪ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে?

ক. ৭,৫০০ টাকা

খ. ৬,০০০ টাকা

গ. ৩,০০০ টাকা

ঘ. ৯,০০০ টাকা

উত্তরঃ- ঘ

26. দুটি গোলকের আয়তনের অনুপাত ৮:২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?

ক. ৪:৯

খ. ২:৩

গ. ৪:৫

ঘ. ৫:৬

উত্তরঃ- ক

27. ৬০ লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩:৭ হবে?

ক. ৭০ লিটার

খ. ৬০ লিটার

গ. ৮০ লিটার

ঘ. ৫০ লিটার

উত্তরঃ- গ

28. ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে?

ক. ২৫ লিটার

খ. ৩০ লিটার

গ. ৩৫ লিটার

ঘ. ৪০ লিটার

উত্তরঃ- ঘ

 

29. দুইটি সংখ্যার যোগফল ৫৬। যদি সংখ্যা দুইটির অনুপাত ৩:১ হয়, তবে সংখ্যা দুইটির গুণফল নিচের কোনটি হবে?

ক. ১৪

খ. ৪২

গ. ১৬৮

ঘ. ৫৮৮

উত্তরঃ- ঘ

30. এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫:৩ এবং তাঁর মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?

ক. ২০,০০০

খ. ২২,৫০০

গ. ২৫,০০০

ঘ. ৩০,০০০

উত্তরঃ- গ

31. ধানে চাল ও তুষের অনুপাত ৭:৩ হলে এতে কি পরিমাণ চাল আছে?

ক. ৫০%

খ. ৬০%

গ. ৭০%

ঘ. ৮০%

উত্তরঃ- গ

32. ৫:১৮, ৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?

ক. ৭২:১০৫

খ. ৭২:৩৫

গ. ৩৫:৭২

ঘ. ১০৫:৭২

উত্তরঃ- গ

33. ৪:৯ এর ব্যস্তানুপাত কত?

ক. ২:৩

খ. ৮:১৮

গ. ৯:৪

ঘ. ১৬:৮১

উত্তরঃ- গ

34. সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে-

ক. মধ্য রাশি

খ. প্রান্ত রাশি

গ. মিশ্র রাশি

ঘ. ক্রমিক রাশি

উত্তরঃ- ক

35. কঃখ=১:২ এবং খঃগ=৩:৪ হলে কঃখঃগ=?

ক. ১:২:৪

খ. ১:৩:৬

গ. ৩:৪:৫

ঘ. ৩:৬:৮

উত্তরঃ- ঘ

36. ৪:৫=১২:x হলে x-এর মান কত হবে?

ক. ১২

খ. ১৩

গ. ১৪

ঘ. ১৫

উত্তরঃ- ঘ

37. ৯ এবং ১৬ এর মধ্যসমানুপাতী কত?

ক. ৬

খ. ৯

গ. ১২

ঘ. ১৬

উত্তরঃ- গ

 38. দুইটি রাশির অনুপাত ৪:৭। পূর্ব রাশি ২৪ হলে, উত্তর রাশি কত?

ক. ৪২

খ. ৪৯

গ. ৫৬

ঘ. ৬৪

উত্তরঃ- ক

39. দু’টি রাশির অনুপাত ৮:১৫। পূর্ব রাশি ৪০ হলে, উত্তর রাশি কত?

ক. ১৫

খ. ৪৫

গ. ৭৫

ঘ. ১২০

উত্তরঃ- গ

40. ৩,৯, ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?

ক. ৪

খ. ১৪

গ. ১৬

ঘ. ১২

উত্তরঃ- ঘ

41. দুটি রাশির অনুপাত ৭:৫, উত্তর রাশি ৩০ হলে পূর্ব রাশি কত?

ক. ১২

খ. ৪২

গ. ৩০

ঘ. ৬০

উত্তরঃ- খ

42. ৮ ও ৭২-এর মধ্যসমানুপাতী-

ক. ৪৮

খ. ২৪

গ. ৪৩

ঘ. ৩২

উত্তরঃ- খ

ল.সা.গু এবং গ.সা.গু.

 1. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?

ক. ৮৯

খ. ১৪১

গ. ১৪৮

ঘ. ১৭০

উত্তরঃ- খ

 2. ৭২৮ এবং ৯০০ কে সর্বাপেক্ষা বড় কোন সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে ৮ এবং ৪ অবশিষ্ট থাকবে?

ক. ১২

খ. ১৩

গ. ১৪

ঘ. ১৬

উত্তরঃ- ঘ

3. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?

ক. ১৫

খ. ১৪

গ. ১৩

ঘ. ১২

উত্তরঃ- ঘ

4. একটি পূর্ণসংখ্যা নির্ণয় করুন যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২, ৩, ৪ এবং ৫ অবশিষ্ট থাকে?

ক. ৪৭

খ. ৪৯

গ. ৫৭

ঘ. ৫৯

উত্তরঃ- ঘ

5. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?

ক. ৮৯

খ. ১৪১

গ. ২৪৮

ঘ. ১৭০

উত্তরঃ- খ

6. এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের ৮,১০ বা ১২ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে?

ক. ৮০

খ. ৯৬

গ. ১২০

ঘ. ১৪০

উত্তরঃ- গ

7. কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১৮ ও ২৪ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৪ ও ১০ হবে?

ক. ৪০

খ. ৫৮

গ. ২৪

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ- খ

8. ৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?

ক. ৬টি

খ. ৮টি

গ. ৯টি

ঘ. ১০টি

উত্তরঃ- গ

9. ৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২,৩,৪,৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

ক. ২১

খ. ৩৯

গ. ৩৩

ঘ. ২৯

উত্তরঃ- ক

10. ২৪, ৩০ এবং ৭৭ এর গ.সা.গু কত?

ক. ১

খ. ২

গ. ৩

ঘ. ৫

উত্তরঃ- ক

11. পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৫,৮,১২,১৪ দ্বারা বিভাজ্য?

ক. ৭০১

খ. ৮০১

গ. ৮১৫

ঘ. ৭০৯

উত্তরঃ- খ

12. দুটি সংখ্যার ল.সা.গু. ৯০ এবং গ.সা.গু. ১৫। একটি সংখ্যা ৪৫ হলে, অপরটি কত?

ক. ৩০

খ. ৩৬

গ. ৬০

ঘ. ৭৫

উত্তরঃ- ক

13. দুইটি সংখ্যার গ.সা.গু ১৫ ও ল.সা.গু. ১৯২। একটি সংখ্যা ৪৮ হলে, অপর সংখ্যাটি কত?

ক. ৬০

খ. ৬২

গ. ৬৪

ঘ. ৬৮

উত্তরঃ- ক

14. দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু. যথাক্রমে ২৮৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপরটি কত?

ক. ৯৬

খ. ৭২

গ. ৯২

ঘ. কোনটাই নয়

উত্তরঃ- ক

15. দুটি সংখ্যার গ.সা.গু. ১৫ এবং ল.সা.গু. ৪২০। একটি সংখ্যা ৬০ হলে অপরটি কত?

ক. ১০৫

খ. ১০৬

গ. ১০০

ঘ. ৯০

উত্তরঃ- ক

16. দুটি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে, অপর সংখ্যাটি কত?

ক. ২৪

খ. ৪৮

গ. ৬০

ঘ. ৭২

উত্তরঃ- ঘ

17. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের গ.সা.গু. ৪ হলে, সংখ্যা দুটির ল.সা.গু. কত?

ক. ৩০

খ. ৪৮

গ. ১২০

ঘ. ৪৮০

উত্তরঃ- গ

18. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে তাদের ল.সা.গু. কত?

ক. ২০০

খ. ২২৪

গ. ২৪০

ঘ. ২৪৮

উত্তরঃ- গ

19. দুটি সংখ্যার গুণফল ৩১৫। সংখ্যা দুটির ল.সা.গু. ১০৫ হলে গ.সা.গু. কত?

ক. ১২

খ. ৬

গ. ১৪

ঘ. ৩

উত্তরঃ- ঘ

20. দুইটি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু. ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে, অপর সংখ্যাটি-

ক. ৩১৮

খ. ৩০৮

গ. ২৮৩

ঘ. ২৭৯

উত্তরঃ- খ

21. দুটি স্যখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির ল.সা.গু. ৯৬ হলে গ.সা.গু. কত?

ক. ১৬

খ. ২৪

গ. ৩২

ঘ. ১২

উত্তরঃ- ক

22. ২টি ঘড়ি যথাক্রমে ১০ ও ২৫ মিনিট অন্তর বাজে। একবার একত্রে বাজার পর আবার কখন ঘড়ি দু’টি একত্রে বাজবে?

ক. ২০ মি: পর

খ. ৩০ মি: পর

গ. ৫০ মি: পর

ঘ. ১০০ মি: পর

উত্তরঃ- গ

23. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩,৪ ও ৫ দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য?

ক. ১৬০

খ. ৯০

গ. ১২০

ঘ. ৬০

উত্তরঃ- ঘ

24. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৫, ১০, ১৫ দ্বারা ভাগ করলে ৪ অবশিষ্ট থাকে?

ক. ৬৪

খ. ১২৪

গ. ৩৪

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ- গ

25. দুইটি সংখ্যার গুণফল ৭২০। এদের গ.সা,গু. ৬ হলে ল.সা.গু. কত?

ক. ১০০

খ. ১২৫

গ. ১২০

ঘ. ১৫০

উত্তরঃ- গ

26. দুইটি সংখ্যার গ.সা.গু. ৪ এবং ল.সা.গু. ৬০। একটি সংখ্যা ২০ হলে অপর সংখ্যাটি কত?

ক. ৯

খ. ১২

গ. ১৫

ঘ. ১৮

উত্তরঃ- খ

27. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১২ ও ১৬ সারিতে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলের চাত্রসংখ্যা কমপক্ষে কত হবে?

ক. ৯৬

খ. ১০০

গ. ১৪৪

ঘ. ১৬০

উত্তরঃ- গ

28. দুটি সংখ্যার গুণফল ১,৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু. ৯৬ হলে তাদের গ.সা.গু. কত?

ক. ১৬

খ. ১২

গ. ২৪

ঘ. ১৮

উত্তরঃ- ক

29. কোনো বিক্রেতাকে ৩.২৫ টাকা ও ১১.৫০ টাকা একই ধরনের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রা প্রয়োজন?

ক. ১০

খ. ১৫

গ. ৫০

ঘ. ২৫

উত্তরঃ- ঘ

30. দুইটি সংখ্যার ল.সা.গু. ৩৬ ও গ.সা.গু. ৬। একটি সংখ্যার ১২ হলে, অপর সংখ্যাটি কত?

ক. ৯

খ. ১২

গ. ১৫

ঘ. ১৮

উত্তরঃ- ঘ

31. ০,২,৩ এর গ.সা.গু. কত?

ক. ৩

খ. ২

গ. ১

ঘ. ০

উত্তরঃ- গ

32. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬, তাদের গ.সা.গু ৪ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু. কত?

ক. ৩৬০

খ. ২৪০

গ. ১৮০

ঘ. ১২০

উত্তরঃ- ঘ

33. দুইটি সংখ্যার ল.সা.গু. ৮৪, গ.সা.গু. ৭। একটি সংখ্যা ২২ হলে অপর সংখ্যাটি কত?

ক. ৪

খ. ১২

গ. ৩২

ঘ. ২৮

উত্তরঃ- ঘ

34. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩,৫,৯ দ্বারা ভাগ করলে ভাগশেষ ২ হবে?

ক. ৪৩

খ. ৪৫

গ. ৪১

ঘ. ৪৭

উত্তরঃ- ঘ

35. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের ল.সা.গু ১২০ হলে সংখ্যা দুইটির গ.সা.গু. কত?

ক. ৪

খ. ৫

গ. ৬

ঘ. ৮

উত্তরঃ- ক

36. ২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের ল.সা.গু. নয়?

ক. ১৩,৭৭,৯১,১৪৩

খ. ৭,২২,২৬,৯১

গ. ২৬,৭৭,১৪৩,১৫৪

ঘ. ২,৭,১১,১৩

উত্তরঃ- ক

37. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১।

ক. ৭১

খ. ৪১

গ. ৩১

ঘ. ৩৯

উত্তরঃ- গ

38. কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে নিভাজ্য হবে?

ক. ১২১

খ. ১৮১

গ. ২৪১

ঘ. ৩৬১

উত্তরঃ- খ

39. কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে, যোগফল ৩, ৬, ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

ক. ৩৬১

খ. ৩৫৯

গ. ৭২১

ঘ. ১৭৯

উত্তরঃ- ঘ

40. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?

ক. ৮৯

খ. ৭০

গ. ১৭০

ঘ. ১৪২

উত্তরঃ- খ

41. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে?

ক. ১২১

খ. ১৬৯

গ. ৬১

ঘ. ১১১

উত্তরঃ- গ

42. কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ৯, ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

ক. ১৭৯

খ. ৩৬১

গ. ৩৫৯

ঘ. ৭২১

উত্তরঃ- ক

43. কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বার ৬ অবশিষ্ট থাকবে?

ক. ১২

খ. ১৫

গ. ১৬

ঘ. ২২

উত্তরঃ- ক

44. কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ৩, ৬, ৯, ১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

ক. ১৭৮

খ. ৩৫৮

গ. ৩৬৮

ঘ. ৭১৮

উত্তরঃ- ক

45. কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ ও ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৫ ও ৯ হবে?

ক. ৫৩

খ. ২৯

গ. ৮৮

ঘ. ৪১

উত্তরঃ- ঘ

46. ৫ এর ৯৫ এর মধ্যে ৫ এবং ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?

ক. ৫টি

খ. ৬টি

গ. ১০টি

ঘ. ১৮টি

উত্তরঃ- খ

গড়

 1. পিত, মাতা ও কন্যার বয়সের গড় ৩০ বছর। মাতা ও কন্যার গড় বয়স ২৫ বছর হলে পিতার বয়স কত?

ক. ৩০ বচর

খ. ৪০ বছর

গ. ৪৫ বছর

ঘ. ৩৫ বচর

উত্তরঃ- খ

2. পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?

ক. ৩৮ বছর

খ. ৪১ বছর

গ. ৪৫ বছর

ঘ. ৪৮ বছর

উত্তরঃ- খ

3. তিন ভাই-বোনের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ ভাই-বোনের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?

ক. ৪৮ বছর

খ. ৫০ বছর

গ. ৫২ বছর

ঘ. ৬০ বছর

উত্তরঃ- গ

4. পিতা ও দুই সন্তানের বয়সের গড় ১৭ বছর। দুই সন্তানের বয়সের গড় ২ বছর হলে পিতার বয়স কত?

ক. ৪৭ বছর

খ. ৪১ বছর

গ. ৩৮ বছর

ঘ. ৩৫ বছর

উত্তরঃ- ক

5. পিতা ও দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে পিতার বয়স কত?

ক. ৩৫ বছর

খ. ৩৮ বছর

গ. ৪১ বছর

ঘ. ৪৭ বছর

উত্তরঃ- গ

6. পিতা ও মাতার গড় বয়স ৩৫ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৭ বছর হলে পুত্রের বয়স কত?

ক. ৯ বচর

খ. ১১ বছর

গ. ১২ বছর

ঘ. ১৪ বছর

উত্তরঃ- খ

7. পিতা ও মাতার গড় বয়স ৩৬ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৮ বছর হলে, পুত্রের বয়স কত?

ক. ৯ বছর

খ. ১১ বচর

গ. ১২ বছর

ঘ. ১৫ বচর

উত্তরঃ- গ

8. কোনো শ্রেণিতে ২৫ জন ছাত্রের বছসের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?

ক. ৫৬ বছর

খ. ৬২ বছর

গ. ৬৪ বছর

ঘ. ৬৫ বছর

উত্তরঃ- খ

9. তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত?

ক. ৩০ বছর

খ. ২৮ বছর

গ. ২৭ বছর

ঘ. ২৪ বছর

উত্তরঃ- ঘ

10. ২০ জন বালক ও ১৫ জন বালিকার গড় বয়স ১৫ বছর। বালকদের গড় বয়স ১৫.৫ বছর হলে, বালিকাদের গড় বয়স কত?

ক. ১৪ বছর

খ. ১৪ বছর ৪ মাস

গ. ১৪ বছর ৬ মাস

ঘ. ১৪ বছর ৮ মাস

উত্তরঃ- খ

11. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স-

ক. ৯ বছর

খ. ১৪ বছর

গ. ১৫ বছর

ঘ. ১৮ বছর

উত্তরঃ- ঘ

12. ১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর। তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের গড় বয়স কত হবে?

ক. ২৫ বছর

খ. ২৬ বছর

গ. ২৭ বছর

ঘ. ২৯ বছর

উত্তরঃ- ক

13. তিন ভাইয়ের দুইজন দুইজন করে নেয়া গড় বয়স ২২ বছর, ১৮ বছর ও ১৬ বছর। সবচেয়ে ছোট ভাইয়ের বয়স-

ক. ১৪ বছর

খ. ১২ বছর

গ. ১৩ বছর

ঘ. ১৫ বছর

উত্তরঃ- খ

14. ৩ জন পুরুষ ও ৬ জন বালকের গড় আয় ১২.০০ টাকা। ১ জন পুরুষের আয় ২ জন বালকের আয়ের সমান হলে ১ জন পুরুষের আয় কত?

ক. ২০ টাকা

খ. ১৮ টাকা

গ. ১৬ টাকা

ঘ. ১৪ টাকা

উত্তরঃ- খ

15. ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক ও ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?

ক. ১৩ বছর

খ. ১৪ বছর

গ. ১৫ বছর

ঘ. ১৬ বছর

উত্তরঃ- ক

16. ‘ক’ ও ‘খ’ এর মানের গড় ৯ এবং ‘গ’ এর মান ১২ হলে ‘ক’ ও ‘গ’ এর মানের গড় কত হবে?

ক. ৬

খ. ৯

গ. ১০

ঘ. ১২

উত্তরঃ- গ

17. জুলাই মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৬৫ সেমি ছিল। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?

ক. ২০.১৫ সেমি

খ. ২০.২০ সিমি

গ. ২০.২৫ সেমি

ঘ. ৬৫ সেমি

উত্তরঃ- ক

18. এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন। প্রথম ৪ দিনে গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে?

ক. ৪০ টাকা

খ. ৪২ টাকা

গ. ৪৩ টাকা

ঘ. ৪৭ টাকা

উত্তরঃ- গ

19. কোন শ্রেণিতে ১০ জন ছাত্রের গড় উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। এর মধ্যে ৯ জন ছাত্রের গড় উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি হলে ১০ম ছাত্রের উচ্চতা কত?

ক. ৫ ফুট ৭ ইঞ্চি

খ. ৬ ফুট ৫ ইঞ্চি

গ. ৬ ফুট ৩ ইঞ্চি

ঘ. ৬ ফুট

উত্তরঃ- গ

20. ১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?

ক. ৬০

খ. ৬৪

গ. ৬২

ঘ. ৫০

উত্তরঃ- খ

21. ১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর ৭০। এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে, ছাত্রদের গড় নম্বর কত?

ক. ৫৫.৫

খ. ৬০.৫

গ. ৬৫.৫

ঘ. ৬২.৫

উত্তরঃ- ঘ

22. ১ থেকে ৯৯ পযন্ত সংখ্যাসমূহের গড় কত?

ক. ১০

খ. ২৫

গ. ৫০

ঘ. ১০০

উত্তরঃ- গ

23. খালেক ও তার বাবার বয়সের সমষ্টি ৪০ বছর। খালেকের বাবা তার চেয়ে ২৮ বছরের বড়। ১৩ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?

ক. ৬৬ বছর

খ. ৫৩ বছর

গ. ৫৬ বছর

ঘ. ৭২ বছর

উত্তরঃ- ক

24. ৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ হলো। সংখ্যা ৩টির গড় ২১। সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?

ক. ৩৭.৩

খ. ৩৩.৩

গ. ৩৪.৩

ঘ. ৩২.৩

উত্তরঃ- ক

25. ৬,৮,১০-এর গাণিতিক গড় ৭,৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড় সমান?

ক. ৫

খ. ৮

গ. ৬

ঘ. ১০

উত্তরঃ- খ

26. ৩টি রুমালের দাম যথাক্রমে ২২ টাকা, ২৭ টাকা ও ২০ টাকা হলে, রুমাল গুলোর গড় দাম কত?

ক. ২৪ টাকা

খ. ২৩ টাকা

গ. ২৬ টাকা

ঘ. ২৫ টাকা

উত্তরঃ- খ

27. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

ক. ৭০

খ. ৬৭

গ. ৮০

ঘ. ৭৭

উত্তরঃ- ক

28. তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৫০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১২০ বৃহত্তম সংখ্যাটি কত?

ক. ২৩০

খ. ২১০

গ. ২০০

ঘ. ১৯০

উত্তরঃ- খ

29. ০,৫,৭ এর গড় কত?

ক. ৬

খ. ০

গ. ৪

ঘ. ১

উত্তরঃ- গ

 

30. তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয়, তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত?

ক. ৩০ বছর

খ. ২৫ বছর

গ. ২৮ বছর

ঘ. ৩২ বছর

উত্তরঃ- ক

31. ১ থেকে ৪৯ পযন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

ক. ২২

খ. ২৩

গ. ২৫

ঘ. ৫০

উত্তরঃ- গ

32. ১,৫,৯,................৮১ ধারাটির সংখ্যাগুলোর গড় কত?

ক. ৪১

খ. ৩৯

গ. ৪২

ঘ. ৪০

উত্তরঃ- ক

33. ৩০ এবং ৫০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত?

ক. ৩৯

খ. ৩৮.৭

গ. ৩৭.৬

ঘ. ৩৯.৮

উত্তরঃ- গ

34. ৬,৮,১০ এর গাণিতিক গড় ৭,৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

ক. ৫

খ. ৮

গ. ৬

ঘ. ১০

উত্তরঃ- খ

35. x ও y-এর মানের গড় ৯ এবং z=১২ হলে, x, y এবং z-এর মানের গড় কত হবে?

ক. ৬

খ. ৯

গ. ১০

ঘ. ১২

উত্তরঃ- গ

36. তিন সন্তানের বয়সের গড় ৯ বছর। পিতাসহ তাদের বয়সের গড় ১৮ বছর হলে, পিতার বয়স কত?

ক. ৪০ বছর

খ. ৪৫ বছর

গ. ৫০ বছর

ঘ. ৬০ বছর

উত্তরঃ- খ

37. তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?

ক. ৪৫ বছর

খ. ৪৮ বছর

গ. ৫০ বছর

ঘ. ৫২ বছর

উত্তরঃ- গ

38. কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে শিক্ষকের বয়স কত?

ক. ৩২ বছর

খ. ৪২ বছর

গ. ৬২ বছর

ঘ. ৫২ বছর

উত্তরঃ- ঘ

39. পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ২৫ বছর। দুই সন্তানের বয়সের গড় ২২ বছর হলে, পিতার বয়স-

ক. ২৫ বছর

খ. ২১ বচর

গ. ৩১ বছর

ঘ. ৩২ বছর

উত্তরঃ- গ

40. পিতা ও দুই সন্তানের বয়সের গড় ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে পিতার বয়স কত?

ক. ২০ বছর

খ. ৩০ বছর

গ. ৪০ বছর

ঘ. ৫০ বছর

উত্তরঃ- ঘ

সময়, দূরত্ব ও গতিবেগ

1. ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় ৩০ কিমি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

ক. ৪৫ সেকেন্ড

খ. ৫৪ সেকেন্ড

গ. ৪০ সেকেন্ড

ঘ. ৩৬ সেকেন্ড

উত্তরঃ- খ

2. ৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় ৩৬ কিমি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?

ক. ৭ সেকেন্ড

খ. ৪ সেকেন্ড

গ. ৫ সেকেন্ড

ঘ. ৩ সেকেন্ড

উত্তরঃ- গ

3. একজন ট্রাক ড্রাইভারকে ৪ ঘন্টায় ১৮০ মাইল অবশ্যই ভ্রমণ করতে হবে। যদি সে প্রথম ৩ ঘন্টা ৫০ মাইল বেগে যায় তবে শেষ ঘন্টায় সে কত মাইল বেগে যাবে?

ক. ৩০

খ. ৩৫

গ. ৪০

ঘ. ৪৫

উত্তরঃ- ক

4. ঘন্টায় ৪ কিমি গতি বৃদ্ধি করায় ৩২ কিমি পথ অতিক্রম করতে ৪ ঘন্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল?

ক. ৮ কিমি

খ. ১২ কিমি

গ. ৪ কিমি

ঘ. ২ কিমি

উত্তরঃ- গ

5. একটি গাড়ি ঘন্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট চলার পর ঘন্টায় ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গতিবেগের গড় কত?

ক. ৫৪ মাইল/ঘন্টা

খ. ৫০ মাইল/ঘন্টা

গ. ৫২.৫ মাইল/ঘন্টা

ঘ. ৫৫ মাইল/ঘন্টা

উত্তরঃ- ঘ

6. এক ব্যক্তি সকালে ৬ কিমি/ঘন্টা বেগ হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৪ কিমি/ঘন্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে তার ১ ঘন্টা বেশি লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব-

ক. ১০ কিমি

খ. ১২ কিমি

গ. ১৬ কিমি

ঘ. ৮ কিমি

উত্তরঃ- খ

7. ভ্রমণের প্রথম ৬ ঘন্টায় একটি গাড়ির গড় বেগ ছিল ৪০ কিমি/ঘন্টা এবং বাকি অংশের গড় বেগ ছিল ৬০ কিমি/ঘন্টা। যদি সম্পূর্ণ ভ্রমণে গাড়িটির গড় বেগ ৫৫ কিমি/ঘন্টা হয় তবে ভ্রমণের মোট সময়কাল কত?

ক. ১৮ ঘন্টা

খ. ২০ ঘন্টা

গ. ২২ ঘন্টা

ঘ. ২৪ ঘন্টা

উত্তরঃ- ঘ

8. একটি কুকুর একটি শৃগালের ৫০০ মিটার পেছন থেকে তাড়া করলো। যদি ১ কিমি যেতে শৃগালের ১০ মিনিট এবং কুকুরের ৬ মিনিট লাগে তবে কতক্ষণ পর কুকুর শৃগালকে ধরতে পারবে?

ক. ৭.৫ মিনিট

খ. ৮.৫ মিনিট

গ. ১০ মিনিট

ঘ. ১৫ মিনিট

উত্তরঃ- ক

9. রেজা গাড়ি ভাড়া করে ১৮০ টাকা স্থির এবং ১ টাকা হারে প্রতি মাইল। আসিফ গাড়ি ভাড়া করে ২৫০ টাকা স্থির এবং ০.৫০ টাকা হারে প্রতি মাইল। যদি প্রত্যেক্ষে d মাইল ভ্রমণ করে এবং প্রত্যেকের মোট ভাড়া সমান হয়, তাহলে d এর মান কত?

ক. ১০০

খ. ১২০

গ. ১৩৫

ঘ. ১৪০

উত্তরঃ- ঘ

10. এক ব্যক্তি খাড়া পূর্বদিকে ৫ মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া পশ্চিম দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। ঐ ব্যীক্তর গড় গতিবেগ ঘন্টায় কত মাইল।

ক. ৪৮ মাইল

খ. ৭৫ মাইল

গ. ২৪ মাইল

ঘ. ৪৫ মাইল

উত্তরঃ- ক

11. দুটি বাস ঘন্টায় ২০ কিমি বেগে একই সময়ে গাবতলী থেকে আরিচা রওয়ানা হলো। সাভার পৌছার পর একটি বাস থেমে গেল। কিন্তু অপর বাসটি চলতে থাকলো। আধ ঘন্টা পরে থেমে থাকা বাসটি ঘন্টায় ২৫ কিমি বেগে আবার চলতে থাকলো। সাভার থেকে কতদূরে বাস দুটি মিলিত হবে?

ক. ৪০ কিমি

খ. ৫০ কিমি

গ. ৬০ কিমি

ঘ. ৫৫ কিমি

উত্তরঃ- খ

12. একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতেবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গত প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্য বস্তুর দূরত্ব কত?

ক. ২০২৫ ফুট

খ. ১৯২৫ ফুট

গ. ১৯৭৫ ফুট

ঘ. ১৮৭৫ ফুট

উত্তরঃ- খ

13. ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘন্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় ৪ মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওয়ানার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?

ক. ২৪

খ. ২৩

গ. ২২

ঘ. ১১

উত্তরঃ- ক

14. ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘন্টায় একটি ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘন্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌছানো পযন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?

ক. ৮

খ. ১০

গ. ১১

ঘ. ১২

উত্তরঃ- খ

15. এক ব্যক্তি ভোরে ৬০ কিমি/ঘন্টা বেগে গাড়ি চালিয়ে বগুড়া থেকে রংপুর গেলেন এবং সন্ধ্যায় ৪০ কিমি/ঘন্টা বেগে গাড়ি চালিয়ে রংপুর থেকে বগুড়া ফিরলেন। ফেরৎ যাত্রায় ১ ঘন্টা সময় বেশি লাগল। বগুড়া ও রংপুরের দূরত্ব কত?

ক. ১৬০ কিমি

খ. ১০০ কিমি

গ. ১৪০ কিমি

ঘ. ১২০ কিমি

উত্তরঃ- ঘ

16. একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল?

ক. ৪৫

খ. ৪৮

গ. ৭৫

ঘ. ২৪

উত্তরঃ- খ

17. রাজশাহী থেকে খুলনা এর দূরত্ব ২৮২ কিলোমিটার। একটি বাস ৭ ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসল। পথে বাসটি ১ ঘন্টা যাত্রা বিরতি নেয়। বাসটির গড় গতিবেগ কত কি.মি./ঘন্টা?

ক. ৪২

খ. ৪৯

গ. ৫৫

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ- ঘ

18. ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলা ১০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ৩০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?

ক. ২৪ সেকেন্ড

খ. ২০ সেকেন্ড

গ. ৪০ সেকেন্ড

ঘ. উপরের কোনোটিই নয়

উত্তরঃ- ক

19. একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্যবস্তুর দুরত্ব কত ফুট?

ক. ১৯২৫

খ. ১৯৭৫

গ. ২২২৫

ঘ. ১৮৫০

উত্তরঃ- ক

20. ঢাকা থেকে রংপুরের দুরত্ব ৪৫ মাইল। হাসান ঘন্টায় ৩ মাইল বেগে এবং শাহিন ঘন্টায় ৪ মাইল বেগে হাঁটে। হাসান ঢাকা থেকে রওয়ানা হওয়ার ১ ঘন্ট পর শাহিন রংপুর থেকে ঢাকা রওয়ানা হলো। শাহিন কত মাইল হাটার পর হাসানের সাথে দেখা হবে?

ক. ২৪

খ. ২১

গ. ২৫

ঘ. ২৩

উত্তরঃ- ক

21. একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিমি বেগে চলে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অত্রিকম করলো। ট্রেনের দৈর্ঘ্য কত?

ক. ৪৪০ মিটার

খ. ৩২০ মিটার

গ. ২৮০ মিটার

ঘ. ৩৮০ মিটার

উত্তরঃ- ক

22. এক ব্যক্তি ঘন্টায় ৪০ কিমি বেগে ২ ঘন্টা এবং ঘন্টায় ৬০ কিমি বেগে আরো ২ ঘন্টা গাড়ি চালালেন। তাঁর গাড়ির গড় গতিবেগ কত?

ক. ৪৫ কিমি/ঘন্টা

খ. ৫০ কিমি/ঘন্টা

গ. ৫২ কিমি/ঘন্টা

ঘ. ৫৫ কিমি/ঘন্টা

উত্তরঃ- খ

23. রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘন্টায়৪৫ কিমি বেগে ধাবমান ১৫০ মি. লম্বা একটি ট্রেন কত সময়ে ঐ তালগাছটি অতিক্রম করবে?

ক. ১১ সেকেন্ডে

খ. ১২ সেকেন্ডে

গ. ১৩ সেকেন্ডে

ঘ. ১৪ সেকেন্ডে

উত্তরঃ- খ

24. একটি ট্রেন ঘন্টায় ৮৪ কিমি বেগে চলে। ট্রেনটি ৮০০ মিটার দীর্ঘ একটি প্লাটফরম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

ক. ৯০০ মিটার

খ. ৭৫০ মিটার

গ. ৬০০ মিটার

ঘ. ৫০০ মিটার

উত্তরঃ- গ

25. ঘন্টায় ৬০ কিমি বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৩০০ কিমি একটি দীর্ঘ প্লাটফরম অতিক্রম করতে কত সময় লাগবে?

ক. ২৪ সেকেন্ড

খ. ২০ সেকেন্ড

গ. ২৪ মিনিট

ঘ. ২০ মিনিট

উত্তরঃ- ক

26. ঘন্টায় ৫ কিমি বেগে চললে কোনো স্থানে পৌছাতে যে সময় লাগে, ঘন্টায় ৬ কিমি বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দুরত্ব কত?

ক. ২৫ কিমি

খ. ২২ কিমি

গ. ২০ কিমি

ঘ. ১৫ কিমি

উত্তরঃ- ঘ

27. ১২০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন একটি ল্যাস্পপোস্ট ৬ সেকেন্ডে অতক্রিম করে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার?

ক. ৩৬

খ. ৪৮

গ. ৭২

ঘ. ৯৬

উত্তরঃ- গ

28. ঢাকা ও চট্টগ্রামের দুরত্ব ৩০০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রাম পৌছে। ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত ছিল?

ক. ২৪.৫ কিমি

খ. ৩৭.৫ কিমি

গ. ৪২.০ কিমি

ঘ. ৪৫.০ কিমি

উত্তরঃ- খ

29. ক ঘন্টা্য় ১০ কিমি এবং খ ঘন্টায় ১৫ কিমি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো। ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছল। রওয়ানা হওয়ার স্থান থেকে রাজমাহীর দুরত্ব কত কিমি?

ক. ২০ কিমি

খ. ২৫ কিমি

গ. ১৫ কিমি

ঘ. ২৮ কিমি

উত্তরঃ- গ

30. একটি ট্রেন ২৫৪ মিটার দীর্ঘ একটি সেতুকে ২০ সেকেন্ডে এবং ১০০ মিটার অপর একটি সেতুকে ১৩ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য-

ক. ২২ মিটার

খ. ১০৪ মিটার

গ. ১৫০ মিটার

ঘ. ১৮৬ মিটার

উত্তরঃ- ঘ

31. একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিমি বেগে চলে ২২০ মিটার দীর্ঘ একটি প্লাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত?

ক. ১৪০ মিটার

খ. ১৬০ মিটার

গ. ১৮০ মিটার

ঘ. ২০০ মিটার

উত্তরঃ- গ

32. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ২০ কিমি ও ৪ কিমি। নদীপথে ৯৬ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে সময় লাগবে-

ক. ৬ ঘন্টা

খ. ৮ ঘন্টা

গ. ১০ ঘন্টা

ঘ. ১২ ঘন্টা

উত্তরঃ- গ

স্রোত ও চৌবাচ্চা বিষয়ক

1. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৭২ কিমি অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে সময় লাগবে-

ক. ৬ ঘন্টা

খ. ৮ ঘন্টা

গ. ৯ ঘন্টা

ঘ. ১২ ঘন্টা

উত্তরঃ- গ

2. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৫ কিমি ও ৫ কিমি। নদী পথে ৪০ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে সময় লাগবে-

ক. ৫ ঘন্টা

খ. ৬ ঘন্টা

গ. ৭ ঘন্টা

ঘ. ৮ ঘন্টা

উত্তরঃ- খ

3. স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় ৭ কিমি। ঐরূপ একটি নৌকার স্রোতের অনুকূলে ৩৩ কিমি পথ যেতে ৩ ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে-

ক. ১৩ ঘন্টা

খ. ১২ ঘন্টা

গ. ১১ ঘন্টা

ঘ. ১০ ঘন্টা

উত্তরঃ- গ

4. স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় ৫ কিমি। ঐরূপ নৌকাটি স্রোতের অনুকূলে ৩ ঘন্টায় ২১ কিমি পথ অতিক্রম করে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে-

ক. ৮ ঘন্টা

খ. ৭ ঘন্টা

গ. ৬ ঘন্টা

ঘ. ৯ ঘন্টা

উত্তরঃ- খ

5. ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে দুই ঘন্টায় ৭.৫০ কিমি দূরে চলে গেল। পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে ৩ ঘন্টায় ঘাটে ফিরিয়ে আনল। দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল-

ক. ঘন্টায় ৬.২৫ কিমি

খ. ঘন্টায় ৬ কিমি

গ. ঘন্টায় ৩ কিমি

ঘ. ঘন্টায় ৫ কিমি

উত্তরঃ- ক

6. স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্থেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে-

ক. ৬ ঘন্টা

খ. ৮ ঘন্টা

গ. ১০ ঘন্টা

ঘ. ৪ ঘন্টা

উত্তরঃ- ঘ

7. স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘন্টায় ৪০ কিমি পথ যায়। যদি স্থির জলে ঐ নৌকার গতিবেগ ঘন্টায় ৮ কিমি হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত ছিল?

ক. ৪ কিমি

খ. ৩ কিমি

গ. ২ কিমি

ঘ. ১ কিমি

উত্তরঃ- গ

8. একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ৮ কিমি এবং স্রোতের প্রতিকূলে ৪ কিমি যায়। নৌকার বেগ কত?

ক. ৮ কিমি

খ. ৬ কিমি

গ. ২ কিমি

ঘ. ৪ কিমি

উত্তরঃ- খ

9. দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় ১৫ কিমি এবং স্রোতের গ্রতিকূলে যায় ঘন্টায় ৫ কিমি। স্রোতের বেগ নির্ণয় করুন।

ক. ঘন্টায় ১০ কিমি

খ. ঘন্টায় ৪ কিমি

গ. ঘন্টায় ৭ কিমি

ঘ. ঘন্টায় ৫ কিমি

উত্তরঃ- ঘ

10. স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, স্রোতের অনুকূলে যেতে তা অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ২৪ ঘন্টা সময় লাগে, তবে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে?

ক. ৪ ঘন্টা

খ. ৬ ঘন্টা

গ. ৮ ঘন্টা

ঘ. ১২ ঘন্টা

উত্তরঃ- গ

11. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?

ক. ৯ ঘন্টা

খ. ১২ ঘন্টা

গ. ১০ ঘন্টা

ঘ. ১৮ ঘন্টা

উত্তরঃ- খ

12. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদী পথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-

ক. ১০ ঘন্টা

খ. ৫ ঘন্টা

গ. ৬ ঘন্টা

ঘ. ৮ ঘন্টা

উত্তরঃ- গ

13. একটি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৭ ঘন্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?

ক. ৫ ঘন্টা ২০ মিনিট

খ. ৪ ঘন্টা ৪০ মিনিট

গ. ৪ ঘন্টা ২০ মিনিট

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ- খ

14. একটি চৌবাচ্চায় দুটি নল আছে। একটি নল দ্বারা চৌবাচ্চাটি ২০ মিনিটে এবং অপরটি দ্বারা ৩০ মিনিটে পানি দ্বারা পূর্ণ হয়। নল দুটি একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?

ক. ২১ মিনিটে

খ. ১৮ মিনিটে

গ. ১৫ মিনিটে

ঘ. ১২ মিনিটে

উত্তরঃ- ঘ

15. একটি পিপায় দুইটি নল সংযুক্ত। প্রথম নলটি খুলে দিলে খালি পিপাটি ২০ মিনিটে পূর্ণ হয়; দ্বিতীয় নলটি খুলে দিলে পরিপূর্ণ পিপাটি ৩০ মিনিটে খালি হয়। দুটি নলই একসঙ্গে খুলে দিলে খালি পিপাটি কত সময়ে পূর্ণ হবে?

ক. ৫০ মিনিটে

খ. ৮০ মিনিটে

গ. ১০০ মিনিটে

ঘ. ৬০ মিনিটে

উত্তরঃ- ঘ

16. একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি ১০ ঘন্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে পূর্ণ ট্যাঙ্কটি ১৫ ঘন্টায় খালি হয়। দুটি নল একসাথে কুলে দিলে খালি ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে?

ক. ২০ ঘন্টায়

খ. ২৫ ঘন্টায়

গ. ৩০ ঘন্টায়

ঘ. ৩৫ ঘন্টায়

উত্তরঃ- গ

17. একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। একটি নল ৪০ মিনিটে ভর্তি করতে পারে এবং অপরটি এক ঘন্টায় খালি করতে পারে। উভয় নল একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে?

ক. ১ ঘন্টা

খ. ২ ঘন্টা

গ. ৩ ঘন্টা

ঘ. ৪ ঘন্টা

উত্তরঃ- খ

18. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?

ক. ৩ ঘন্টা

খ. ৪ ঘন্টা

গ. ৫ ঘন্টা

ঘ. ৬ ঘন্টা

উত্তরঃ- ক

19. একটি বাড়ির ছাদের ট্যাঙ্কটি একটি নল দ্বারা ২৫ মিনিটে পূর্ণ হয়। আবার বাড়ির ব্যবহারের জন্য ট্যাঙ্কটির যে নল আছে, তা খুলে দিলে তা ৫০ মিনিটে সম্পূর্ণ খালি হয়ে যায়। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে কাজ করলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে?

ক. ২৫ মিনিট

খ. ১ ঘন্টা

গ. আধ ঘন্টা

ঘ. ২০ মিনিট

উত্তরঃ- ক

20. দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

ক. ১৮ এবং ১২ মিনিট

খ. ২৪ এবং ১২ মিনিট

গ. ১৫ এবং ১২ মিনিট

ঘ. ১০ এবং ১৫ মিনিট

উত্তরঃ- খ

21. দুটি পাইপ দ্বারা একটি ব্যাংক ৮ মিনিটে পূ্র্ণ হয়। পাইপ দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম পাইপটি বন্ধ করে দেয়ায় ট্যাংক পূর্ণ হতে আরও ৬ মিনিট সময় লাগল। প্রত্যেক পাইপ দিয়ে আলাদাভাবে ট্যাংক পূর্ণ হতে কত মিনিট লাগবে?

ক. ১৮ ও ১২

খ. ২৪ ও ১২

গ. ১৫ ও ১২

ঘ. ১০ ও ১৫

উত্তরঃ- খ

22. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০,১২ ও১৫ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল এক সঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?

ক. ৬ ঘন্টা

খ. ৪ ঘন্টা

গ. ৩ ঘন্টা

ঘ. ২ ঘন্টা

উত্তরঃ- ঘ

লাভ ও ক্ষতি

1. ৫টি লিচু যে দরে ক্রয় করা হয়, ৪টি লিচু সেই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

ক. ৩০% ক্ষতি

খ. ২৫% লাভ

গ. ১০% লাভ

ঘ. ২০% লাভ

উত্তরঃ- খ

2. টাকায় ৩টি জিনিস ক্রয় করে, টাকায় ২টি জিনিস বিক্রয় করলে শতকরা লাভ হবে-

ক. ৩০%

খ. ১৫%

গ. ৫০%

ঘ. ৩৫%

উত্তরঃ- গ

3. মানিকের মাসিক বেতন ৯% বৃদ্ধি পাওয়ার ফলে তার মাসিক সঞ্চয় সমান হারে বৃদ্ধি পেয়ে ১,৮৫৩ টাকা হলো। মানিকের মাসিক সঞ্চয় আগে কত ছিল?

ক. ১,৬৫০ টাকা

খ. ১,৬০০ টাকা

গ. ১,৭০০ টাকা

ঘ. ১,৭৫০ টাকা

উত্তরঃ- গ

4. ৫০টি কলম ২০০ টাকায় কিনে ২৫টি কলম ৫০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

ক. কোনো লাভ বা ক্ষতি হবে না

খ. ক্ষতি ৫০%

গ. ক্ষতি ১০%

ঘ. লাভ ১০%

উত্তরঃ- খ

5. একটি কবিতার বই ১৫% কমিশনে বিক্রয় করা হয়। কবিতার বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?

ক. ১০০ টাকা

খ. ১০৫ টাকা

গ. ৯৫ টাকা

ঘ. ১০২ টাকা

উত্তরঃ- ঘ

6. একজন বিক্রেতা ১১০ টাকা কেজি দরের কিছু চায়ের সাথে ১০০ টাকা কেজি দরের দ্বিগুণ পরিমাণ চা মিশিয়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করে। বিক্রেতা দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল।

ক. ১০০

খ. ৮০

গ. ৫০

ঘ. ৬০

উত্তরঃ- খ

7. এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের ওপর ২৫% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?

ক. ৭৫

খ. ৮০

গ. ৮৫

ঘ. ৯০

উত্তরঃ- খ

8. টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

ক. ২৫% লাভ হবে

খ. ২৫% ক্ষতি হবে

গ. ৩০% লাভ হবে

ঘ. লাভ বা ক্ষতি কিছুই হবে না

উত্তরঃ- ঘ

9. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?

ক. ৪%

খ. ৫%

গ. ৭%

ঘ. ৮%

উত্তরঃ- খ

10. একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?

ক. ১৮:২৫

খ. ২০:২৫

গ. ২৪:২৫

ঘ. ১৯:২৫

উত্তরঃ- ঘ

11. ক্রয়মূল্য ৩৫০ টাকা হলে ১২% লাভে বিক্রয়মূল্য কত?

ক. ১১২ টাকা

খ. ৩৬২ টাকা

গ. ৩৯২ টাকা

ঘ. ৩৮৬ টাকা

উত্তরঃ- গ

12. ১০ টাকায় ১ হালি লেবু কিনে ৬০ টাকায় কত হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?

ক. ৫

খ. ৬

গ. ৭

ঘ. ৪

উত্তরঃ- ক

13. একটি জিনিস ১২৬ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

ক. ১৩৮.৬ টাকা

খ. ১১৩.৪ টাকা

গ. ১৫০ টাকা

ঘ. ১৬০.২ টাকা

উত্তরঃ- ক

14. একটি কলম ২৭০ টাকায় বিক্রয় করাতে ১০% ক্ষতি হয়, কলমটির ক্রয়মূল্য কত?

ক. ২৪৩ টাকা

খ. ২৭৩ টাকা

গ. ২৯৭ টাকা

ঘ. ৩০০ টাকা

উত্তরঃ- ঘ

15. একটি জিনিস ৬০ টাকা বিক্রি করলে ২০% লাভ হয়। জিনিসটির ক্রয়মূল্য কত?

ক. ৪০ টাকা

খ. ৫০ টাকা

গ. ৬০ টাকা

ঘ. ৮০ টাকা

উত্তরঃ- খ

16. প্রতি ডজন কমলা ৭৫ টাকায় কিনে প্রতি হালি কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে?

ক. ৩০ টাকা

খ. ২৫ টাকা

গ. ২৭.৫০ টাকা

ঘ. ২৮ টাকা

উত্তরঃ- ক

17. ৪০ টাকায় ১০টি কলা কিনে ২৫% লাভে বিক্রি করলে ১টি কলা কত টাকায় বিক্রি করতে হবে?

ক. ৮ টাকা

খ. ৭ টাকা

গ. ৬ টাকা

ঘ. ৫ টাকা

উত্তরঃ- ঘ

18. ২০ টাকায় এক ডজন কলা কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

ক. ২০%

খ. ১২.৫%

গ. ১৫%

ঘ. ১০%

উত্তরঃ- ক

19. একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রয় করায় ক্রয়মূল্যের উপর ২০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত টাকা?

ক. ১২০

খ. ১৫০

গ. ২০০

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ- খ

20. ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

ক. ৪৫%

খ. ৪৮.৫০%

গ. ৫২.৭৫%

ঘ. ৫৬.২৫%

উত্তরঃ- ঘ

21. ১০ টাকায় ১২টি হিসেবে পেয়ারা কিনে, ১২ টাকায় ১০টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

ক. ৩০%

খ. ৩৪%

গ. ৪০%

ঘ. ৪৪%

উত্তরঃ- ঘ

22. একটি দ্রব্য ১৮০ টাকা বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকা বিক্রয় করলে ১০% লাভ হবে?

ক. ১৯০ টাকা

খ. ২০০ টাকা

গ. ২২০ টাকা

ঘ. ৫২০ টাকা

উত্তরঃ- গ

23. ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫:৬ হলে, লাভ কত?

ক. ২০%

খ. ২১%

গ. ২৫%

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ- ক

24. একটি ছাগল ২৭৬ টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হয়। ছাগলটির ক্রয়মূল্য কত?

ক. ২০০ টাকা

খ. ২২০ টাকা

গ. ২৩০ টাকা

ঘ. ২৪০ টাকা

উত্তরঃ- ঘ

25. প্রতি বছর শতকরা ৮ টাকা হারে লাভের চুক্তিতে ১০০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পর ঐ বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে?

ক. ১৬০ টাকা

খ. ১৬৫ টাকা

গ. ১৬৬.৪ টাকা

ঘ. ১৭০ টাকা

উত্তরঃ- ক

26. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

ক. ২০০ টাকা

খ. ৩০০ টাকা

গ. ১৬০ টাকা

ঘ. ২২০ টাকা

উত্তরঃ- ক

27. ১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয়মূল্যের সামান। লাভের হার কত?

ক. ৬০%

খ. ৫০%

গ. ৪০%

ঘ. ৩৫%

উত্তরঃ- খ

28. টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?

ক. ৩ টা

খ. ৪ টা

গ. ৫ টা

ঘ. ৬ টা

উত্তরঃ- গ

29. একজন বিক্রেতা একটি জিনিস ৬৫ টাকায় বিক্রি করে ৩০% লাভ করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?

ক. ৫০ টাকা

খ. ৫২ টাকা

গ. ৫৪ টাকা

ঘ. ৫৫ টাকা

উত্তরঃ- ক

30. একজন দোকান মালিক সাধারণত ৪০% লাভ রেখে জিনিস বিক্রি করেন। ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের ১০% কমে জিনিস বিক্রি শুরু করেন। এতে তার শতকরা লাভ কত?

ক. ২২%

খ. ২৬%

গ. ৩০%

ঘ. ৩৬%

উত্তরঃ- খ

31. একটি জিনিস ৪০০ টাকায় ক্রয় করে ৪৪০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?

ক. ১০%

খ. ১২%

গ. ১৪%

ঘ. ১৫%

উত্তরঃ- ক

32. ক্রয় মূল্য : বিক্রয় মূল্য = ৫:৬; এতে শতকরা কত লাভ হয়?

ক. ২০%

খ. ৪০%

গ. ১০%

ঘ. ১৫%

উত্তরঃ- ক

33. বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০/- পায়। পূর্বে তার বেতন কত ছিল?

ক. ৭৫০০/-

খ. ৮৫০০/-

গ. ৯০০০/-

ঘ. ৯২০০/-

উত্তরঃ- খ

34. কবির ৩০০ টি কলা কিরলো ৭৫০ টাকা দিয়ে। সে ১৩৫০ টাকায় সবগুলো কলা বিক্রয় করে দিল। সে ক্রয়মূল্যের উপর শতকরা কত টাকা লাভ করলো?

ক. ৪০%

খ. ৫০%

গ. ৬০%

ঘ. ৮০%

উত্তরঃ- ঘ

35. জাকারিয়া ২৫০০ টাকা দিয়ে একটি গাড়ি কিলে ২৫% লাভে বিক্রয় করলো। গাড়িটি সে কত দামে বিক্রয় করলো?

ক. ২৭২৫ টাকা

খ. ৩০০০ টাকা

গ. ৩১২৫ টাকা

ঘ. ৩২০০ টাকা

উত্তরঃ- গ

36. সামাদ সাহেবের মাসিক বেতন ১২০০ টাকা। এক বছর পর তার বেতন ১১% বৃদ্ধি পেল। আগামী বছর সামাদ সাহেব কত টাকা মাসিক বেতনে বছর শুরু করবেন?

ক. ১২০৭৫ টাকা

খ. ১৩৩২০ টাকা

গ. ১৬০০০ টাকা

ঘ. ১৪৪০০ টাকা

উত্তরঃ- খ

37. টাকায় এক ডজন কলা বিক্রি করায় ২৫% ক্ষতি হয়? ৫০% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে?

ক. ৫টি

খ. ৬টি

গ. ৭টি

ঘ. ৮টি

উত্তরঃ- খ

38. ১০ টাকায় ১২টি করে কোনো জিনিস ক্রয় করে ১০ কাটায় ৮টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

ক. ৫০% লাভ

খ. ৩৫% লাভ

গ. ২৫% লাভ

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ- ক

39. একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রি করায় ক্রয়মূল্যের উপর ২০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত?

ক. ১৫০ টাকা

খ. ১২০ টাকা

গ. ১৬০ টাকা

ঘ. ১০০ টাকা

উত্তরঃ- ক

40. আহসানের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৬০০০ টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল?

ক. ১২০০০০ টাকা

খ. ১২০০০ টাকা

গ. ১৩০০০০ টাকা

ঘ. উপরের কোনোটিই নয়

উত্তরঃ- ক

41. টাকায় ৩টি জিনিস ক্রয় করে, টাকায় ২টি জিনিস বিক্রয় করলে শতকরা লাভ হবে-

ক. ৩০%

খ. ১৫%

গ. ৫০%

ঘ. ৩৫%

উত্তরঃ- গ

42. গমের মূল্য ১৫% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজি গমের বর্তমান মূল্য কত?

ক. ৬ টাকা

খ. ৭ টাকা

গ. ৮ টাকা

ঘ. ৯ টাকা

উত্তরঃ- ঘ

43. একটি কলম ৫০ টাকায় ক্রয় করে, ৫৬ টাকায় বিক্রয় করা হলো। এতে শতকরা কত লাভ হলো?

ক. ৮%

খ. ৯%

গ. ১০%

ঘ. ১২%

উত্তরঃ- ঘ

44. ৫০ টাকায় আম কিনে ১৫০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ-

ক. ২০০%

খ. ১৫০%

গ. ৩০০%

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ- ক

45. ১২০০ টাকায় কিনে ১৫০০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ-

ক. ১০%

খ. ১৫%

গ. ২০%

ঘ. ২৫%

উত্তরঃ- ঘ

শতকরা

1. ১৫০ এর ১০% কত?

ক. ১.৫

খ. ১৫০

গ. ১০

ঘ. ১৫

উত্তরঃ- ঘ

2. ৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫%?

ক. ২০০

খ. ৩০০

গ. ১০০

ঘ. ৪০০

উত্তরঃ- খ

3. ৩৭৫ এর ২০% = কত?

ক. ৭৫

খ. ৬২.০

গ. ৬০.০

ঘ. ৩৭.০

উত্তরঃ- ক

4. কোন সংখ্যার ৭৫% = ৩।

ক. ৮

খ. ১৬

গ. ২

ঘ. ৪

উত্তরঃ- ঘ

5. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?

ক. ২৫%

খ. ৩০%

গ. ৩২%

ঘ. ৪০%

উত্তরঃ- খ

6. ২৪ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?

ক. ৬০

খ. ৬৫

গ. ৭০

ঘ. ৭৫

উত্তরঃ- ঘ

7. ৮০জন ছাত্রের মধ্যে ৪৪ জন ফেল করলে পাসের হার কত?

ক. ৪৫%

খ. ৩০%

গ. ৫৫%

ঘ. ৪০%

উত্তরঃ- ক

8. চিনির মূল্য ২০% কমে পেল কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?

ক. ৫% কমলো

খ. ৫% বাড়লো

গ. ৪% কমলো

ঘ. ৪% বাড়লো

উত্তরঃ- গ

9. ০.৪-কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

ক. ৮০%

খ. ৬০%

গ. ২০%

ঘ. ৪০%

উত্তরঃ- ঘ

10. ৪৫০ এর ২২% = কত?

ক. ৬৬

খ. ৭৭

গ. ৮৮

ঘ. ৯৯

উত্তরঃ- ঘ

11. ১০.৪ এর ২.৫% = কত?

ক. ০.২৬

খ. ০.০২৬

গ. ০.০০২৬

ঘ. ০.০০০২৬

উত্তরঃ- ক

12. ১২.৫ এর ১.৩%=কত?

ক. ০.১৬২৫

খ. ১.৬২৫

গ. ০.০১৬২৫

ঘ. ০.০০১৬২৫

উত্তরঃ- ক

13. ৮৪০ এর ৭.৫% =?

ক. ৭৭

খ. ৭৩

গ. ৬৫

ঘ. ৬৩

উত্তরঃ- ঘ

14. ১৬০-এর ১১/৫৬ ভাগের ৩৫% কত?

ক. ১৪

খ. ১২

গ. ১১

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ- গ

15. ০.০৫ এর ৩% কত?

ক. ১৫%

খ. ০.১৫%

গ. ১.৫%

ঘ. ০.০০১৫%

উত্তরঃ- খ

16. কোন সংখ্যার ৭৫% সমান ৯০ ?

ক. ১০০

খ. ১১০

গ. ১১৫

ঘ. ১২০

উত্তরঃ- ঘ

17. রহিমের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৬,০০০ টাকা বৃদ্ধি পেল। রহিমের বেতন আগে কত টাকা ছিল?

ক. ১২,০০০

খ. ৩,৬০০

গ. ১০,০০০

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ- ঘ

18. কোন সংখ্যার ৫% হয় ২৫?

ক. ১৫০

খ. ২৫০

গ. ৫০০

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ- গ

19. ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৬০%?

ক. ৫০

খ. ৬০

গ. ৭০

ঘ. ৮০

উত্তরঃ- ঘ

20. ৪৫ কোন সংখ্যার ৬০%?

ক. ৬০

খ. ৯০

গ. ৮০

ঘ. ৭৫

উত্তরঃ- ঘ

21. নিচের কোনটি ৪৮:৬০ এর শতকরায় প্রকাশ?

ক. ৪৮%

খ. ৬০%

গ. ৭৫%

ঘ. ৮০%

উত্তরঃ- ঘ

22. একটি সংখ্যার ২০ শতাংশের ৮০ শতাংশ যদি ১২.৮ হয়, সংখ্যাটি কত?

ক. ৯

খ. ৫০

গ. ৪০

ঘ. ৮০

উত্তরঃ- ঘ

23. একটি সংখ্যার ১২% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত?

ক. ১২০

খ. ১০০০

গ. ৭২০

ঘ. ৮০০

উত্তরঃ- ঘ

24. কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?

ক. ১.৫০

খ. ২.৫০

গ. ৩.০০

ঘ. ৪.০০

উত্তরঃ- ক

25. একটি স্কুলে মোট ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০% ছাত্রী। কোন এক বুধবারে ৪০ জন ছাত্র অনুপস্থিত ছিল। ঐদিন শতকরা কত জন ছাত্র উপস্থিত ছিল?

ক. ৯০%

খ. ৮০%

গ. ৭৫%

ঘ. ৫০%

উত্তরঃ- ক

26. ৭২০ এর ৬.৫%=?

ক. ৩৭

খ. ৪৬.৮

গ. ৫৬.৪

ঘ. ৪৯

উত্তরঃ- খ

27. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেলনা। ঐ পরিবার চিনি খাওয়া শতকরা কত কমালো?

ক. ২০%

খ. ১৫%

গ. ২৫%

ঘ. ৩০%

উত্তরঃ- গ

28. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

ক. ২০%

খ. ১১%

গ. ১৬%

ঘ. ৯%

উত্তরঃ- ক

29. ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?

ক. ১২০%

খ. ১৪০%

গ. ১২৫%

ঘ. ১৫০%

উত্তরঃ- ঘ

30. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

ক. ২০%

খ. ১১%

গ. ১৬%

ঘ. ৯%

উত্তরঃ- ক

31. ৫৪০ এর ৮.৫% =?

ক. ৪৪

খ. ৪৫

গ. ৪৬

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ- ঘ

32. কোনো পরীক্ষায় ৮০% গণিতে ও ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০%। উভয় বিষয়ে ফেল করল কতজন?

ক. ৫%

খ. ১০%

গ. ১৫%

ঘ. ২০%

উত্তরঃ- খ

সুদকষা

1. বার্ষিক শতকরা ৫.৫০ টাকা হার সুদে ৮০০ টাকার ৩ বছরের সুদ-আসল কত হবে?

ক. ৯৩২ টাকা

খ. ১৫০০ টাকা

গ. ১০০০ টাকা

ঘ. ১২৪৫ টাকা

উত্তরঃ- ক

2. শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা?

ক. ১৫%

খ. ১৪%

গ. ১২%

ঘ. ১০%

উত্তরঃ- খ

3. শতকরা বার্ষিক কত হার সুদের ৪৫০ টাকার ১৭ বছরের সুদ ৪৫৯ টাকা হবে?

ক. ৩%

খ. ৪%

গ. ৫%

ঘ. ৬%

উত্তরঃ- ঘ

4. শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?

ক. ৩%

খ. ৫%

গ. ৭%

ঘ. ১০%

উত্তরঃ- ক

5. বার্ষিক শতকরা মুনাফার হার ৬ টাকা হলে, ৮৫০ টাকার কত বছরে মুনাফা ২৫৫ টাকা হবে?

ক. ৩ বছর

খ. ৪ বছর

গ. ৫ বছর

ঘ. ৬ বছর

উত্তরঃ- গ

6. এক ব্যক্তি ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। ঐ ব্যাংকে বছরে সুদের হার কত?

ক. ৮%

খ. ৮.২৫%

গ. ৮.৭৫%

ঘ. ৮.৫০%

উত্তরঃ- ঘ

7. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

ক. ১২.৫০ টাকা

খ. ২০ টাকা

গ. ২৫ টাকা

ঘ. ১৫ টাকা

উত্তরঃ- গ

8. x টাকার x% হার সরল মুনাফায় ৪ বছরে মুনাফা x টাকা হলে x =কত

ক. 75 টাকা

খ. 25.50 টাকা

গ. 25 টাকা

ঘ. 50 টাকা

উত্তরঃ- গ

9. শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বৎসরের সুদ ২১৬ টাকা হবে?

ক. ৩%

খ. ৪%

গ. ৫%

ঘ. ৬%

উত্তরঃ- ঘ

10. বার্ষিক ৫% হার সুদে কত টাকার মাসিক সুদ ১০০ টাকা হবে?

ক. ২০০০০ টাকা

খ. ২২০০০ টাকা

গ. ২৪০০০ টাকা

ঘ. ৩০০০০ টাকা

উত্তরঃ- গ

11. বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪% হওয়ায় সুদ ৩২০ টাকা কমে গেল। তার মূলধন কত ছিল?

ক. ৩২০০ টাকা

খ. ৩২০০০ টাকা

গ. ২৪০০০ টাকা

ঘ. ৩৬০০০ টাকা

উত্তরঃ- খ

12. বার্ষিক ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার ওপর সুদ কত হবে?

ক. ৫০০ টাকা

খ. ৪৫০ টাকা

গ. ৬০০ টাকা

ঘ. ৬৫০ টাকা

উত্তরঃ- খ

13. শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত হবে?

ক. ২৪ টাকা

খ. ৩৬ টাকা

গ. ৪৮ টাকা

ঘ. ৬০ টাকা

উত্তরঃ- খ

14. সুদের হার ৬ টাকা থেকে কমে ৩ টাকা হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় ১৫ টাকা কমে গেল। তার মূলধন কত?

ক. ৩০০ টাকা

খ. ৫০০ টাকা

গ. ৬০০ টাকা

ঘ. ৯০০ টাকা

উত্তরঃ- খ

15. শতকরা বার্ষিক ১৫ টাকা হার মুনাফায় ৮০০০ টাকার ৬ মাসের মুনাফা কত?

ক. ৫০০ টাকা

খ. ৬০০ টাকা

গ. ৭০০ টাকা

ঘ. ৮০০ টাকা

উত্তরঃ- খ

16. আবু ব্যাংকে ৯০০০ টাকা রেখে ২ বছরে ১৮০০ টাকা মুনাফা পেল। বার্ষিক সুদের হার কত ছিল?

ক. ১৫%

খ. ২৫%

গ. ২০%

ঘ. ১০%

উত্তরঃ- ঘ

17. আরিফ বার্ষিক ৬.৫% হার সুদে ৯০০০ টাকা ব্যাংকে জমা রাখল। সুদের হার বেড়ে ১২% হলে আরিফ ১ বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে?

ক. ৫৮৫ টাকা

খ. ৪৯৫ টাকা

গ. ৫০০ টাকা

ঘ. ১৮০০ টাকা

উত্তরঃ- খ

18. সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?

ক. ৬০০ টাকা

খ. ৮০০ টাকা

গ. ৭০০ টাকা

ঘ. ১,০০০ টাকা

উত্তরঃ- গ

19. শতকরা ৫ টাকা হার সুদে ১২০ টাকা তিন বছরে সুদে-আসলে কত হয়?

ক. ১৩৫

খ. ১৩৭.৫

গ. ১৩৮

ঘ. ১৪৮

উত্তরঃ- গ

20. শতকরা কত হার লাভে কোন আসল ১০ বছরে লাভে আসলের দ্বিগুণ হবে?

ক. ১০ টাকা

খ. ১২ টাকা

গ. ১৫ টাকা

ঘ. ২০ টাকা

উত্তরঃ- ক

21. শতকরা সুদের হার ৮ টাকা থেকে বেড়ে ১২ টাকা হওয়ায় জলিল সাহেবের আয় ৪ বছরে ২৫৬ টাকা বেড়ে গেল। তার মূলধন কত?

ক. ১২০০ টাকা

খ. ১৪০০ টাকা

গ. ১৬০০ টাকা

ঘ. ১৮০০ টাকা

উত্তরঃ- গ

22. শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ১০ বছরে সুদেমূলে তিনগুণ হবে?

ক. ১০ টাকা

খ. ২০ টাকা

গ. ৩০ টাকা

ঘ. ৪০ টাকা

উত্তরঃ- খ

23. শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে ৬৪০ টাকার ২ বছর ৬ মাসের সুদ কত?

ক. ৬০ টাকা

খ. ১৬০ টাকা

গ. ৬৪ টাকা

ঘ. ৮০ টাকা

উত্তরঃ- ঘ

24. বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পরে আসলের তিনগুণ হবে?

ক. ১০ বছর

খ. ২০ বছর

গ. ১৫ বছর

ঘ. ১২ বছর

উত্তরঃ- খ

25. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদ-আসলে ৫০,০০০ টাকা হলে, মূলধন কত?

ক. ২০,০০০ টাকা

খ. ২৫,০০০ টাকা

গ. ৩০,০০০ টাকা

ঘ. ৩৫,০০০ টাকা

উত্তরঃ- খ

26. প্রতিবছর শতকরা ৯.৫০ টাকা হারে লাভের চুক্তিতে ১,০০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পরে ঐ বিনিয়োগকারী কত টাকা হাতে পাবে?

ক. ১১৯০ টাকা

খ. ১১৯০.৫০ টাকা

গ. ১১৯৫ টাকা

ঘ. ১১৯৫.৫০ টাকা

উত্তরঃ- ক

27. শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মুলধন ১০ বছরে সুদে-আসলে দ্বিগুণ হয়?

ক. ১০.০০ টাকা

খ. ১২.০০ টাকা

গ. ৭.৫০ টাকা

ঘ. ৫.০০ টাকা

উত্তরঃ- ক

28. P টাকার P% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা P টাকা হলে, P এর মান কত?

ক. 15

খ. 20

গ. 25

ঘ. 50

উত্তরঃ- গ

29. ৫% হার সুদে ৬০০ টাকা ৫ বছরে সুদে-আসলে কত টাকা হবে?

ক. ৭০০ টাকা

খ. ৭৫০ টাকা

গ. ৭৭৫ টাকা

ঘ. ৮০০ টাকা

উত্তরঃ- খ

30. কোনো আসল ২০ বছরে সুদ-আসলে দ্বিগুণ হলে, কত বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

ক. ৩০ বছর

খ. ৪০ বছর

গ. ৬০ বছর

ঘ. ২৫ বছর

উত্তরঃ- খ

31. সরল সুদের হার শতকরা কত হলে, কোন মূলধন সুদে-আসলে তিনগুণ হবে?

ক. ১৫%

খ. ২০০%

গ. ২৫%

ঘ. ১২.৫%

উত্তরঃ- খ

32. ৪% হার সুদে ১০০০ টাকা ৮ বছরে সুদ আসলে কত হবে?

ক. ১২০০ টাকা

খ. ৯০০ টাকা

গ. ১৩২০ টাকা

ঘ. ১৯২০ টাকা

উত্তরঃ- গ

33. শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূল ১,০৪০ টাকা হবে?

ক. ৫৫০

খ. ৬০০

গ. ৬৫০

ঘ. ৭০০

উত্তরঃ- গ

 34. বার্ষিক ৬% সরল মুনাফায় কত টাকা ৪ বছরে সবৃদ্ধিমূল ৮০৬০ টাকা হবে?

ক. ৬০০০ টাকা

খ. ৬৫০০ টাকা

গ. ৬৭৫০ টাকা

ঘ. ৭০০০ টাকা

উত্তরঃ- খ

35. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৭৫০ টাকা হলে সুদের হার কত হবে?

ক. ১০%

খ. ১২%

গ. ১৪%

ঘ. ১৫%

উত্তরঃ- ক

36. এক ব্যক্তি ২০% সরল সুদে ৭০০ টাকা এবং ১০% সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?

ক. ১৫০ টাকা

খ. ১৯০ টাকা

গ. ২২৫ টাকা

ঘ. ২৯০ টাকা

উত্তরঃ- খ

37. ৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে, সুদের হার বার্ষিক কত টাকা হবে?

ক. ১০%

খ. ৫%

গ. ৮%

ঘ. ১২%

উত্তরঃ- খ

38. সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

ক. ১৫ টাকা

খ. ২৫ টাকা

গ. ২০ টাকা

ঘ. ১২.৫০ টাকা

উত্তরঃ- খ

39. সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

ক. ১৫ টাকা

খ. ২৫ টাকা

গ. ২০ টাকা

ঘ. ১২.৫০ টাকা

উত্তরঃ- খ

40. ৫% হারে ৩০০ টাকার ৫ বছরে সুদাসল কত হয়?

ক. ৩২৫

খ. ৩৪৫

গ. ৩৬০

ঘ. ৩৭৫

উত্তরঃ- ঘ

41. বার্ষিক ৬.৫% সরল সুদে ১,৬০০ টাকার ৫ বছরের সুদ কত টাকা?

ক. ৫১০ টাকা

খ. ৫২০ টাকা

গ. ৫২৫ টাকা

ঘ. ৫৩০ টাকা

উত্তরঃ- খ

42. রহিমা ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করল। এক বছর পর তিনি কত সুদ পাবেন?

ক. ২০৫ টাকা

খ. ২৫০ টাকা

গ. ২২৫ টাকা

ঘ. ২৯০ টাকা

উত্তরঃ- খ

43. বার্ষিক ৭% সরল সুদে ১,২০০ টাকার কত বছরের সুদ ২৫২ টাকা?

ক. ২ বছর

খ. ৩ বছর

গ. ৪ বছর

ঘ. ৫ বছর

উত্তরঃ- খ

44. M টাকার M% সরল সুদে ৪ বছরের সুদ M টাকা হলে M=?

ক. ২০

খ. ২৫

গ. ৫০

ঘ. ৫৫

উত্তরঃ- খ

45. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?

ক. ১ বছরে

খ. ২০ বছরে

গ. ৫ বছরে

ঘ. ১০০ বছরে

উত্তরঃ- খ

46. মুনাফার হার ৮% হলে ৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত?

ক. ৪০ টাকা

খ. ৩২ টাকা

গ. ১৬০ টাকা

ঘ. ২০ টাকা

উত্তরঃ- গ

47. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

ক. ১২.৫০ টাকা

খ. ২৫ টাকা

গ. ২০ টাকা

ঘ. ১৫ টাকা

উত্তরঃ- খ

 

48. ৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে?

ক. ৫%

খ. ৯%

গ. ৪%

ঘ. ৭%

উত্তরঃ- ক

ক্ষেত্রফল ও পরিমাপ

1. ২.৫ মিটার বর্গাকার একটি খোলা চৌবাচ্চায় ২৮,৯০০ লিটার পানি ধরে। এর ভিতরে এলুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে ৫ টাকা হিসাবে মোট কত খরচ পড়বে?

ক. ২২৯.৬০ টাকা

খ. ১২৯.২৯ টাকা

গ. ২২৭.৮০ টাকা

ঘ. কোনোটিই নয়

উত্তরঃ- ঘ

2. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের

ক. দ্বিগুণ হবে

খ. চারগুণ হবে

গ. ছয়গুণ হবে

ঘ. তিনগুণ হবে

উত্তরঃ- খ

3. কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

ক. ৫০%

খ. ১০০%

গ. ১২৫%

ঘ. ১৫০%

উত্তরঃ- গ

4. ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চতুর্দিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে? রাস্তাটির ক্ষেত্রফল কত হবে?

ক. ১৬০০ বর্গফুট

খ. ১২০০ বর্গফুট

গ. ৮৫৫ বর্গফুট

ঘ. ৭৫৫ বর্গফুট

উত্তরঃ- ক

5. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটার, প্রস্থ ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে?

ক. ৬০ লিটার

খ. ৬০০ লিটার

গ. ৬০০০ লিটার

ঘ. ৬০০০০ লিটার

উত্তরঃ- ঘ

6. একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা ৫০% ভাগ বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে-

ক. ৫০%

খ. ২৫%

গ. ৪৫%

ঘ. ১২৫%

উত্তরঃ- ঘ

7. একটি নক্‌শায় ১ মিটার যদি ১ কিলোমিটার দুরত্ব নির্দেশ করে তবে ঐ নক্‌শায় কত বর্গ সেন্টিমিটার ১ হেক্টর জমি নির্দেশ করবে?

ক. ১০০ ব.সে.মি.

খ. ৫০ ব.সে.মি

গ. ১০ ব.সে.মি

ঘ. ১০০ ব.সে.মি

উত্তরঃ- ঘ

8. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। এর ভিতরের চতুর্দিকে ১ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

ক. ১৩৬ বর্গমিটার

খ. ১০৬ বর্গমিটার

গ. ১৩০ বর্গমিটার

ঘ. ১০৭ বর্গমিটার

উত্তরঃ- ক

9. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরে চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

ক. ৯৫২ বর্গ মি.

খ. ৭২০ বর্গ মি.

গ. ২০৮ বর্গ মি.

ঘ. ৪৮০ বর্গ মি.

উত্তরঃ- গ

10. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩০ মিটার এবং প্রস্থ ২০ মিটার। বাগানের সীমানা সংলগ্ন বাহিরে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির পরিসীমা কত?

ক. ১১৬ মিটার

খ. ২১৬ মিটার

গ. ৬০০ মিটার

ঘ. ১০০ মিটার

উত্তরঃ- ক

11. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। বাগানের ভিতরে সীমানার পাশ দিয়ে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

ক. ৩৮০ বর্গমিটার

খ. ৪২৪ বর্গমিটার

গ. ৪০০ বর্গমিটার

ঘ. ৩৮৪ বর্গমিটার

উত্তরঃ- খ

12. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার এবং ভিতরে চতুর্দিকে ১ মিটার চওড়া ১টি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

ক. ২১৬ ব: মি:

খ. ১৩৬ ব: মি:

গ. ১২০ ব: মি:

ঘ. ১৪৮ ব: মি:

উত্তরঃ- খ

13. একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। বাগানের চতুদ্যিকে চওড়া ১টি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

ক. ১২০ ব. মি.

খ. ১৪৮ ব. মি.

গ. ১৩৬ ব. মি.

ঘ. ২৪৮ ব. মি.

উত্তরঃ- গ

14. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ২০ গজ এবং প্রস্থ ১৪ গজ। এর ভিতরে চারদিকে ২ গজ চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?

ক. ১০০ বর্গগজ

খ. ১১০ বর্গগজ

গ. ১১৫ বর্গগজ

ঘ. ১২০ বর্গগজ

উত্তরঃ- ঘ

15. পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৭০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?

ক. ৭৮০ বর্গমিটার

খ. ৮০০ বর্গমিটার

গ. ৮৭৫ বর্গমিটার

ঘ. ৯৭৬ বর্গমিটার

উত্তরঃ- ঘ

16. একটি জমির দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। ঐ জমির মাঝে একটি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন।

ক. ১৪০০ বর্গমিটার

খ. ১০৫৬ বর্গমিটার

গ. ৪৮০০ বর্গমিটার

ঘ. ৩৭৪৪ বর্গমিটার

উত্তরঃ- খ

17. একটি খেলার মাঠের প্রস্থ আরো ১০ মিটার বেশি হলে এটি ১০,০০০ বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ নির্ণয় করুন।

ক. ৮০ মিটার

খ. ১০৫ মিটার

গ. ৯০ মিটার

ঘ. ১০ মিটার

উত্তরঃ- গ

18. একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত?

ক. ১২৮ মিটার

খ. ৬৪ মিটার

গ. ৪৮ মিটার

ঘ. ৩২ মিটার

উত্তরঃ- ঘ

19. একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসেবে মোট ১৪৪ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত?

ক. ১৮ মিটার

খ. ১৬ মিটার

গ. ১৪ মিটার

ঘ. ১২ মিটার

উত্তরঃ- ঘ

20. একটি বলঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। ঘরটির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে ঘরটির পরিসীমা কত?

ক. ৪৮ মিটার

খ. ৬০ মিটার

গ. ৫৬ মিটার

ঘ. ৫২ মিটার

উত্তরঃ- খ

21. ১ ইঞ্চিতে কত সেন্টিমিটার?

ক. ২.৫৪ সেন্টিমিটার

খ. ২.০২ সেন্টিমিটার

গ. ৩.৭৩ সেন্টিমিটার

ঘ. ১.৩৭ সেন্টিমিটার

উত্তরঃ- ক

22. ১ ইঞ্চি = কত সেমি?

ক. ৫.২৪ সেমি

খ. ৪.২৫ সেমি

গ. ২.৫৪ সেমি

ঘ. ৪.৫২ সেমি

উত্তরঃ- গ

23. ১ মাইল= কত কিলোমিটা?

ক. ১.৬০৯ কি.মি.

খ. ০.৬২ কি.মি.

গ. ১ কি.মি.

ঘ. ১.১ কি.মি.

উত্তরঃ- ক

24. ১ মিটার কত ইঞ্চির সমান?

ক. ৩৭.৪৯ ইঞ্চি

খ. ৩৭.৩৯ ইঞ্চি

গ. ৩৯.৪৭ ইঞ্চি

ঘ. ৩৯.৩৭ ইঞ্চি

উত্তরঃ- ঘ

25. ১০ মিলিমিটার সমান-

ক. ১ ডেমি

খ. ১ সেমি

গ. ১ মিটার

ঘ. ১ সেগ্রাম

উত্তরঃ- খ

26. কত মিলিমিটারে এক মিটার?

ক. ১০

খ. ১০০

গ. ১০০০

ঘ. ১০০০০

উত্তরঃ- গ

27. ১ কি.মি. সমান কত মাইল?

ক. ১.৬২ মাইল

খ. ০.৬৩ মাইল

গ. ০.৫৮ মাইল

ঘ. ০.৬২ মাইল

উত্তরঃ- ঘ

28. ১ মাইলে কত কিলোমিটার?

ক. ১.৬২ কিলোমিটার

খ. ১০০০ কিলোমিটার

গ. ১৭৬০ কিলোমিটার

ঘ. ১.৭৬০ কিলোমিটার

উত্তরঃ- ক

29. ১ বর্গইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?

ক. ০.০৯২৯

খ. ৭.৩২

গ. ৬.৪৫

ঘ. ৬৪.৫০

উত্তরঃ- গ

30. ১ বর্গমিটার কত বর্গ সেন্টিমিটারের সমান?

ক. ১০০

খ. ১০,০০০

গ. ১,০০০

ঘ. ১০

উত্তরঃ- খ

31. এক হেক্টর জমি বলতে বোঝায়-

ক. ১০,০০০ বর্গমিটার

খ. ১,০০০ বর্গমিটার

গ. ১০০ বর্গমিটার

ঘ. ১০ বর্গমিটার

উত্তরঃ- ক

32. কত বর্গমিটার সমান ১ একর?

ক. ১০০০০

খ. ১০০০

গ. ১০০

ঘ. ১০

উত্তরঃ- গ

33. এক লিটার পানির ওজন হবে-

ক. ১০০ গ্রাম

খ. ৫০০ গ্রাম

গ. ১০০০০ গ্রাম

ঘ. ১০০০ গ্রাম

উত্তরঃ- ঘ

34. কত কিউবিক সেন্টিমিটার (সি.সি.)-এ এক লিটার হয়?

ক. ১০

খ. ১০০

গ. ১০০০

ঘ. ১০০০০

উত্তরঃ- গ

35. ১ কিলোগ্রাম কত পাউন্ডের সমান?

ক. ২

খ. ২.৩২

গ. ২.২০

ঘ. ১.৯৮

উত্তরঃ- গ

36. 1 হন্দর সমান কত কিলোগ্রাম?

ক. 48.2 কিলোগ্রাম (প্রায়)

খ. 50.8 কিলোগ্রাম (প্রায়)

গ. 42.4 কিলোগ্রাম (প্রায়)

ঘ. 54.4 কিলোগ্রাম (প্রায়)

উত্তরঃ- খ

37. এক কুইন্টাল সমান কত কিলোগ্রাম?

ক. ১

খ. ১০

গ. ১০০

ঘ. ১০০০

উত্তরঃ- গ

38. এক সের সমান কত কিলোগ্রাম?

ক. ০.৯৭ কিলোগ্রাম (প্রায়)

খ. ০.৯৩ কিলোগ্রাম (প্রায়)

গ. ১.০৭ কিলোগ্রাম (প্রায়)

ঘ. ১.০৯ কিলোগ্রাম (প্রায়)

উত্তরঃ- খ

39. ১ টন কত কেজির সমান?

ক. ১০০০ কেজি

খ. ১০০৫ কেজি

গ. ১০১০ কেজি

ঘ. ১০১৬ কেজি

উত্তরঃ- ক

40. ১০ কিলোগ্রামে কত কুইন্টাল?

ক. ০.০১

খ. ০.১

গ. ১

ঘ. ১০

উত্তরঃ- খ

41. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?

ক. ২.০৫৭৩৪

খ. ০.২০৫৭৩৪

গ. ০.০২০৫৭৩৪

ঘ. ২০.৫৭৩৪০

উত্তরঃ- গ

42. এক বিলিয়ন সমান কত কোটি?

ক. ১০ কোটি

খ. ১০০০ কোটি

গ. ১০০ কোটি

ঘ. ১০০০০ কোটি

উত্তরঃ- গ

43. এক ট্রিলিয়ন সমান-

ক. একশত কোটি

খ. এক হাজার কোটি

গ. এক লক্ষ কোটি

ঘ. দশলক্ষ কোটি

উত্তরঃ- গ

44. ১ কোটিতে কত মিলিয়ন?

ক. ২০ মিলিয়ন

খ. ১০ মিলিয়ন

গ. ১০০ মিলিয়ন

ঘ. ১০০০ মিলিয়ন

উত্তরঃ- খ

45. এক টন=কত পাউন্ড?

ক. ১০০০

খ. ১১৬.৮

গ. ২২৪০

ঘ. ১৪০০

উত্তরঃ- গ

46. এক গ্যালনে কত পাইন্ট?

ক. ২০

খ. ১৬

গ. ৮

ঘ. ৪

উত্তরঃ- গ

47. একটি জমির পরিমাপ ৫ কাঠা হলে, তা বর্গফুটে হবে-

ক. ৩০০০ বর্গফুট

খ. ৩২ বর্গফুট

গ. ৩৬০০ বর্গফুট

ঘ. ৪০০০ বর্গফুট

উত্তরঃ- গ

48. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

ক. ১৮০ ডিগ্রি

খ. ২৭০ ডিগ্রি

গ. ৩৬০ ডিগ্রি

ঘ. ৫৪০ ডিগ্রি

উত্তরঃ- ঘ

49. যদি কাচ পানি অপেক্ষা ২.৫ গুণ বেশি ভারী হয় তবে ৪০ ঘন সেন্টিমিটার কাচের ওজন কত?

ক. ১০০ গ্রাম

খ. ২৫০ গ্রাম

গ. ৬০০ গ্রাম

ঘ. ১০০০ গ্রাম

উত্তরঃ- ক

50. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

ক. ১২৮ মিটার

খ. ১৪৪ মিটার

গ. ৬৪ মিটার

ঘ. ৯৬ মিটার

উত্তরঃ- ক

গণিত, বীজগণিত, বীজগণিতীয় রাশিমালার ল.সা.গু ও গ. সা.গু:

🎯x3 – 1, x3 + 1, x4 + x2 + 1 এর ল.সা.গু কত?
ক. x8 – 1
খ. x7 – 1
গ. x6 – 1
ঘ. x5 – 1
উত্তরঃ গ

🎯3×2 + 9, x4 – 9 এবং x4 + 6×2 + 9 এর ল.সা.গু নির্নয় করুনঃ
ক. (x2 + 3)2
খ. (x + 3)2
গ. x + 9
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

🎯(4×2 – 16) এবং (6×2 + 24x + 24) এর
গ. সা.গু–
ক. x + 2
খ. x + 4
গ. x + 2
ঘ. 2(x + 2)
উত্তরঃ ঘ

🎯x3y – xy3 এবং x2 – y2 এর ল.সা.গু কত?
ক. (x – y)
খ. xy(x + y)
গ. xy(x – y)
ঘ. xy(x – y)(x + y)
উত্তরঃ ঘ

🎯x3 – x – 24 এবং x3 – 6×2 + 18x – 27 -এর
গ. সা.গু. নির্নয় করুন?
ক. (x – 6)
খ. (x – 5)
গ. (x – 8)
ঘ. (x – 3)
উত্তরঃ ঘ

🎯a(a+b), a2(a-b) ল.সা.গু কত?
ক. a2
খ. a
গ. a2 – b2
ঘ. a2(a2 – b2)
উত্তরঃ ঘ

🎯দুইটি সংখ্যার গ সা গু 11 এবং ল সা গু 7700 ।একটি সংখ্যা 275 হলে , অপর সংখ্যাটি —
ক. 318
খ. 308
গ. 283
ঘ. 279
উত্তরঃ খ

🎯a2b(a3 – b3), a2b2(a4 + a2b2 + b4) এবং (a3 + b3) এর ল.সা.গু নির্নয় করুনঃ
ক. a3b(a6 – b6)
খ. a3b3(a6 – b6)
গ. a2b2(a6 – b6)
ঘ. ab(a5 – b5)
উত্তরঃ গ

🎯x2 – 11x + 30 এবং x3 – 4×2 – 2x – 15 এর
গ. সা.গু কত?
ক. x – 5
খ. x – 6
গ. x2 + x + 3
ঘ. x2 – x + 3
উত্তরঃ ক

🎯দুটি সংখ্যার ল.সা.গু a2b(a + b) এবং
গ. সা.গু a(a + b)।একটি সংখ্যা a3 + a2b হলে, অপর সংখ্যাটি কত?
ক. a2b + a2b2
খ. a2b + ab2
গ. ab2 + a2b2
ঘ. a3 – b3
উত্তরঃ খ

গণিত, বীজগণিত, বীজগাণিতিক রাশিমালা:

🎯(√3.√5)4 =?
ক. 15
খ. 225
গ. 60
ঘ. 30
উত্তরঃ খ

🎯{(a+3b)2(a-3b)2}2 কে সরল করলে কয়টি পদ পাওয়া যায়?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তরঃ খ

🎯যদি x = y = 2z এবং x.y.z = 256 হয় তবে y = কত?
ক. 8
খ. 4
গ. 2√2
ঘ. 2
উত্তরঃ ক

🎯4×2 – 12x এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?
ক. 12
খ. 16
গ. 25
ঘ. 9
উত্তরঃ ঘ

🎯a + b + c = 0 হলে a3 + b3 + 3abc এর মান কত?
ক. a3
খ. b3
গ. c3
ঘ. c2
উত্তরঃ গ

গণিত, বীজগণিত, সমীকরণের প্রয়োগ:

🎯একটি দান বাক্সে পঞ্চাশ পয়সার ও পঁচিশ পয়সার মূদ্রায় মোট ১০০ টি মুদ্রা পাওয়া গেল। যদি বাক্সে ৪৫ টাকা জমা থাকে তাহলে কোন প্রকারের মুদ্রা কতটি হবে?
ক. পঞ্চাশ পয়সার মুদ্রা ৮০ টি, পঁচিশ পয়সার মুদ্রা ২০ টি
খ. পঞ্চাশ পয়সার মুদ্রা ৭০ টি, পঁচিশ পয়সার মুদ্রা ৩০ টি
গ. পঞ্চাশ পয়সার মুদ্রা ৭৫ টি, পঁচিশ পয়সার মুদ্রা ২৫ টি
ঘ. পঞ্চাশ পয়সার মুদ্রা ৭৭ টি, পঁচিশ পয়সার মুদ্রা ২৩ টি
উত্তরঃ ক

🎯রাসেলের কাছে ৯টি পেন্সিল কেনার টাকা ছিল। যদি প্রত্যেক পেন্সিলের দাম ২ টাকা কম হত তাহলে সে একটি পেন্সিল বেশি কিনতে পারত। রাসেলের নিকট কত টাকা ছিল?
ক. 150
খ. 180
গ. 200
ঘ. 220
ঙ. None of these
উত্তরঃ খ

🎯ক-এর কাছে খ-এর চারগুণ মার্বেল আছে। ক যদি খ-কে ১৮ টি মার্বেল দিয়ে দেয় তবে উভয়ের নিকট সমানসংখ্যক মার্বেল হবে। ক ও খ এর কাছে কতটি মার্বেল আছে?
ক. ৬০, ১৫
খ. ৪৮, ১২
গ. ৩২, ৮
ঘ. ২৪, ৬
উত্তরঃ খ

🎯১৯৬৬ সালে বাংলাদেশের কোন একটি শহরে রেডিওর সংখ্যা টেলিভিশনের সংখ্যার দ্বিগুণ ছিল। ১৯৭০ সালের মধ্যে ঐ শহরে আরো ২০০টি টেলিভিশন কেনা হল। তবুও রেডিওর সংখ্যা টেলিভিশিনের চেয়ে ৪০ টি বেশি। রেডিওর সংখ্যা কত?
ক. ২৪০
খ. ১২০
গ. ৪৮০
ঘ. ৮০
উত্তরঃ গ

🎯গত মৌসুমে, এলিন এবং জেনিথ মোট ৩২ টি টেনিস ম্যাচে জয়লাভ করেছিল। এলিন জেনিথের চেয়ে ৬ টি বেশি জয় পেয়েছিল। এলিন কতগুলো ম্যাচে জয়লাভ করেছিল?
ক. 13
খ. 16
গ. 19
ঘ. 25
ঙ. None of these
উত্তরঃ গ

🎯বাসে ভ্রমণে দুইজন পূর্ণবয়স্ক মানুষ এবং তিনজন শিশুর ভাড়া একত্রে ২১০ টাকা। যদি একজন শিশুর ভাড়া একজন পূর্ণবয়স্ক মানুষের ভাড়ার অর্ধেক হয়, তবে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ভাড়া কত?
ক. 45
খ. 50
গ. 54
ঘ. 60
ঙ. None of these
উত্তরঃ ঘ

🎯x2 + y2 = 185, x – y = 3 এর একটি সমাধান হলঃ
ক. (7, 4)
খ. (9, 6)
গ. (10, 7)
ঘ. (11, 8)
উত্তরঃ ঘ

🎯২৫ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হল যেন এক অংশ অন্য অংশের ১/৪ হয়। ছোট অংশটির দৈর্ঘ্য হবে–
ক. ৬ ফুট
খ. ৫ ফুট
গ. ৪ ফুট
ঘ. ৭ ফুট
উত্তরঃ খ

🎯[{1 – (1 – 1/p)}-1 ÷ (1 – 1/p)-1] = কত?
ক. 1
খ. – 1
গ. 1/p
ঘ. p – 1
উত্তরঃ ঘ

🎯বনভোজনে যাওয়ার জন্য ২৪০০ টাকা বাস ভাড়া করা হল এবং প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক করা হল। ১০ জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া ৮ টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেককে কত করে ভাড়া দিতে হল?
ক. ৩০ জন যাত্রী ছিল এবং প্রত্যেকে ৮০ টাকা
খ. ৪০ জন যাত্রী ছিল এবং প্রত্যেকে ৬০ টাকা
গ. ৫০ জন যাত্রী ছিল এবং প্রত্যেকে ৪৮ টাকা
ঘ. ৬০ জন যাত্রী ছিল এবং প্রত্যেকে ৪০ টাকা
উত্তরঃ গ

🎯একজন টেলিভিশন নির্মাতা ৬ দিন ব্যাপি একটি বিশেষ অফারে ১৫০ টি টেলিভিশন বিক্রয় করলেন। ঐ সময়ে প্রত্যেকদিন পূর্বদিন অপেক্ষা ৬ টি টেলিভিশন বিক্রি হল। ৬ষ্ঠ দিনে কতটি টেলিভিশন বিক্রয় হল?
ক. 40
খ. 42
গ. 50
ঘ. 60
ঙ. None of these
উত্তরঃ ক

🎯৩ টি আপেল এবং চারটি কমলা লেবুর দাম ৩২ টাকা। ৪ টি আপেল ও তিনটি কমলা লেবুর দাম ৩১ টাকা। ১ টি আপেল, ১ টি কমলা লেবু ও ১ টি পেপের দাম ২৮ টাকা। পেপের মূল্য কত?
ক. ১৯
খ. ১৮
গ. ২০
ঘ. ২১
উত্তরঃ ক

🎯বনভোজনে যাওয়ার জন্য ৫৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হয় এ শর্তে যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। ৫ জন যাত্রী না আসায় ভাড়া মাথাপিছু ৩ টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল?
ক. ৮৫ জন
খ. ৯০ জন
গ. ৯৫ জন
ঘ. ৮৮ জন
উত্তরঃ গ

🎯মাতা ও কন্যার ওজন ২৫০ পাউন্ড, মাতার ওজন কন্যার ওজনের দেড় গুণ। কন্যার ওজন কত?
ক. ৮০ পাউন্ড
খ. ৯০ পাউন্ড
গ. ১০০ পাউন্ড
ঘ. ১১০ পাউন্ড
উত্তরঃ গ

🎯৫০ জন পুরুষ ও মহিলার মধ্যে ১৭০ টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হয় যেন প্রত্যেক পুরুষ ৩.৫০ টাকা এবং প্রত্যেক মহিলা ৩.২৫ টাকা পায়। পুরুষ ও মহিলার সংখ্যা নির্নয় করুন?
ক. M ১৬, W ৩৪
খ. M ১৭, W ৩৩
গ. M ৩০, W ২০
ঘ. M ১৮, W ৩০
উত্তরঃ গ

🎯জামালের কাছে মালেকের অর্ধেক মার্বেল আছে। আরিফের কাছে জামালের তিনগুণ মার্বেল আছে। তাদের নিকট সর্বমোট ৭২ মার্বেল আছে। জামালের নিকট কতটি মার্বেল আছে?
ক. 10
খ. 12
গ. 15
ঘ. 18
ঙ. None of these
উত্তরঃ খ

🎯সমাধান করুনঃ x/5 - 2/7 = 5x/7 - 4/5
ক. 3
খ. 2
গ. 1
ঘ. 0
উত্তরঃ গ

🎯x + y = 6 হলে xy এর বৃহত্তম মান কত?
ক. 9
খ. 7
গ. -8
ঘ. 12
উত্তরঃ ক

গণিত, বীজগণিত, সহজ সূত্রাবলী:

🎯12(1x-1 – 1x+1) – 1×2 + 1 = কত?
ক. 2×4 + 1
খ. 2x2x4 – 1
গ. 2x2x4 + 1
ঘ. 2×4 – 1
উত্তরঃ ঘ

🎯(x – 1)(x2 + x + 1)- এর গুণফল কত হবে?
ক. x3 – 3
খ. (x – 1)3
গ. x3 – 1
ঘ. x3 + 4×2 +1
উত্তরঃ গ

🎯a + a-1 = 3 a4 + a-4 = কত?
ক. 27
খ. 47
গ. 49
ঘ. 51
উত্তরঃ খ

🎯যদি PQ = 14 হয় তবে P + QP – Q এর মান কত?
ক. 5/3
খ. 2/3
গ. 3/5
ঘ. 5/7
উত্তরঃ ক

🎯9c2 + 14c এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?
ক. 49/9
খ. 14/9
গ. 7
ঘ. 7/3
উত্তরঃ ক

🎯যদি (x – y)2 = 12 এবং xy = 1 হয়, তবে x2 + y2 = কত?
ক. 11
খ. 12
গ. 13
ঘ. 14
উত্তরঃ ঘ

🎯x + 1x = 3 হলে x3 + 1×3 এর মান কত?
ক. 2
খ. 4
গ. 0
ঘ. 6
উত্তরঃ গ

🎯(4a2 + 9b2) রাশিটির সাথে কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে?
ক. 6ab
খ. 12ab
গ. 18ab
ঘ. 24ab
উত্তরঃ খ

🎯x – [x – {x – (x + 1)}] এর মান কত?
ক. x + 1
খ. 1
গ. -1
ঘ. x – 1
উত্তরঃ গ

🎯If b + a = x and a – b = y, then a2 – b2 =?
ক. (x2-y2)/2
খ. (x2-y)/2
গ. 2xy
ঘ. xy/2
ঙ. xy
উত্তরঃ ঙ

🎯a + 1a = 3 হলে, a2 + 1a2 =?
ক. 6
খ. 7
গ. 9
ঘ. 11
উত্তরঃ ঘ

🎯a + b + c = 9, a2 + b2 + c2 = 29 হলে ab + bc + ca এর মান কত?
ক. 52
খ. 46
গ. 26
ঘ. 22
উত্তরঃ গ

🎯x + y = 7 এবং xy = 10 হলে (x – y)2 এর মান কত?
ক. 3
খ. 6
গ. 9
ঘ. 12
উত্তরঃ গ

🎯x – y = 1; xy = 56 হলে x+y = কত?
ক. 16
খ. 15
গ. 225
ঘ. -223
উত্তরঃ খ

🎯x পূর্ণ সংখ্যা হলে 16×2 + 16x + 2 এর সাথে নূন্যতম কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ক. 2
খ. 1
গ. 4
ঘ. 3
উত্তরঃ ক

🎯x + y এবং x – y = 8 হলে, xy -এর মান কত?
ক. 20
খ. 40
গ. 60
ঘ. 80
উত্তরঃ ক

🎯x + y = 6 এবং xy = 8 হলে (x – y)2 এর মান কত?
ক. 4
খ. 6
গ. 8
ঘ. 12
উত্তরঃ ক

🎯x = 3 +2 হলে x2+1×2 এর মান কত?
ক. 1
খ. 8√3
গ. 10
ঘ. 18√3
উত্তরঃ গ

গণিত, বীজগণিত, সূচক ও লগারিদম:

🎯2n ÷ 2n – 1 = কত?
ক. 2
খ. 2n + 1
গ. 2n
ঘ. 2n – 1
উত্তরঃ ক

🎯কোন শর্তে log 1/a = 0?
ক. a > 0, a ≠ 1
খ. a ≠ 0, a > 1
গ. a > 0, a = 1
ঘ. a ≠ 1, a < 0
উত্তরঃ ক

🎯logx(1/8) = -2 হলে, x = কত?
ক. 2
খ. √2
গ. 2√2
ঘ. 4
উত্তরঃ গ

🎯If (16)2x + 3 = (4)3x + 6 then x = ?
ক. -3
খ. 1
গ. 0
ঘ. -1
উত্তরঃ গ

🎯(x2)3 কে x3 দ্বারা গুণ করলে কত হবে?
ক. x9
খ. x18
গ. x27
ঘ. x24
উত্তরঃ ক

🎯am × an =?
ক. am + n
খ. a
গ. am/n
ঘ. am – n
উত্তরঃ ক

🎯loga(m/n) = কত?
ক. logam – logan
খ. logam + logan
গ. logam × logan
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

🎯যদি (64)23 + 62512 = 3K হয়, তবে K এর মান কত?
ক. 912
খ. 1113
গ. 1225
ঘ. 1323
উত্তরঃ ঘ

🎯0.0000472 সংখ্যাটিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করুন?
ক. 4.72 × 10-5
খ. 4.72 × 10-6
গ. 4.72 × 10-4
ঘ. 4.72 × 10-7
উত্তরঃ ক

🎯amn = কত?
ক. mnam + 1n
খ. nam
গ. amn
ঘ. anm
উত্তরঃ গ

🎯log2(132) এর মান কত?
ক. ১/২৫
খ. -৫
গ. ১/৫
ঘ. -১/৫
উত্তরঃ খ

🎯log3 (1/9) এর মান —
ক. 2
খ. -2
গ. 3
ঘ. -3
উত্তরঃ খ

🎯স্বাভাবিক কাঠামোতে প্রকাশ করুনঃ 3.47 × 107
ক. 3470000
খ. 34700000
গ. 347000000
ঘ. 347000
উত্তরঃ খ

🎯If (ab)x – 1 =( ba)x – 3, then x is equal to–
ক. 1
খ. 2
গ. 1/2
ঘ. 1/7
উত্তরঃ খ

🎯2x + 21 – x = 3 হলে, x = কত?
ক. (1,2)
খ. (0,2)
গ. (1,3)
ঘ. (0,1)
উত্তরঃ ঘ

🎯log319 হবে–
ক. 4
খ. 9
গ. -2
ঘ. -6
উত্তরঃ গ

🎯ln5125 + ln28 = কত?
ক. 8
খ. 125
গ. 5
ঘ. 6
উত্তরঃ ঘ

🎯a5.a.a-6 = কত?
ক. a
খ. a2
গ. 0
ঘ. 1
উত্তরঃ ঘ

🎯যদি (25)2x + 3 = 53x + 6 হয় তবে x = কত?
ক. 0
খ. 1
গ. – 1
ঘ. 4
উত্তরঃ ক

🎯logx19 =-2 হলে x এর মান কত?
ক. -13
খ. 13
গ. -3
ঘ. +3
উত্তরঃ ঘ

🎯If x = ya , y = zb, and z = xc then the value of abc is–
ক. 4
খ. 3
গ. 2
ঘ. 1
উত্তরঃ ঘ

🎯logx19 =2 হলে x এর মান কত?
ক. -13
খ. 13
গ. -3
ঘ. +3
উত্তরঃ খ

🎯amn = কত?
ক. am + n
খ. amn
গ. amn
ঘ. anm
উত্তরঃ গ

🎯Log√3 81 কত?
ক. 4
খ. 27√3
গ. 8
ঘ. 1/8
উত্তরঃ গ

🎯am × an × a-p
ক. amnp
খ. am + n + p
গ. am – n +p
ঘ. am + n – p
উত্তরঃ ঘ

🎯m(x – y)(x + y) × m(y – z)(y + z) × m(z – x)(z + x) = কত?
ক. 0
খ. 1
গ. 1/2
ঘ. 2
উত্তরঃ খ

🎯am.an = am+n কখন হবে?
ক. m ধনাত্নক হলে
খ. n ধনাত্নক হলে
গ. m ও n ধনাত্নক হলে
ঘ. m ধনাত্নক ও n ঋনাত্নক হলে
উত্তরঃ গ

🎯(১২৫২৭)-২৩ এর সহজ প্রকাশ–
ক. 325
খ. 520
গ. 925
ঘ. 320
উত্তরঃ গ

🎯সমাধান করুনঃ xy = yx ; x = 2y(x≠0, y≠0)
ক. (x, y) = (8, 4)
খ. (x, y) = (6, 3)
গ. (x, y) = (2, 1)
ঘ. (x, y) = (4, 2)
উত্তরঃ ঘ

🎯১৩৩৪% এর সমান–
ক. ১১/৮০
খ. ১১/২০
গ. ১/৯
ঘ. ১/৮
উত্তরঃ ক

🎯logx(3/2) = -1/2 হলে, x-এর মান–
ক. 4/9
খ. 9/4
গ. √(3/2)
ঘ. √(2/3)
উত্তরঃ ক

🎯
(x × x2 × x3 × x4 × x5) ÷ x8 = ?

ক. x6
খ. x7
গ. x3
ঘ. x9
ঙ. None of these
উত্তরঃ খ

🎯x4 = 81 এবং x ধনাত্নক হলে x এর মান কত?
ক. 81/4
খ. 4/81
গ. 7
ঘ. 3
উত্তরঃ ঘ

🎯3.2n – 4.2n-2 = কত?
ক. 2n + 1
খ. 2n – 1
গ. 3
ঘ. 2n
উত্তরঃ ক

🎯x এর মান নির্নয় করুনঃ 3x = 16
ক. x = 3.56
খ. x = 2.59
গ. x = 2.52
ঘ. x = 3.52
উত্তরঃ গ

🎯[2 – 3(2 – 3)-1]-1 এর মান কত?
ক. 5
খ. -5
গ. 1
ঘ. 1/5
উত্তরঃ ঘ

🎯32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
ক. 3
খ. 4
গ. 5
ঘ. 6
উত্তরঃ গ

🎯লগারিদমের প্রবর্তন করেন–
ক. নিউটন
খ. প্রসপার একার্ট
গ. জন মউসলি
ঘ. জন নেপিয়ার
উত্তরঃ ঘ

🎯Log√3 81 কত?
ক. 4
খ. 27√3
গ. 8
ঘ. 1/8
উত্তরঃ গ

🎯(√3 × √5)4 এর মান কত?
ক. 30
খ. 60
গ. 225
ঘ. 15
উত্তরঃ গ

🎯{(am)n}p = ?
ক. amnp
খ. a12mnp
গ. am + n + p
ঘ. a12m12n12p
উত্তরঃ খ

🎯logx 324 = 4 হলে x-এর মান কত?
ক. 2√2
খ. 2√3
গ. 3√2
ঘ. 3√3
উত্তরঃ গ

🎯Log5(53)(5) = কত?
ক. 1
খ. 1/5
গ. 5/6
ঘ. 6/5
উত্তরঃ গ

🎯সমাধান করুনঃ 4x + 1 = 2x – 2
ক. x = 3
খ. x = 6
গ. x = -4
ঘ. x = -2
উত্তরঃ গ

🎯log264 + log28 এর মান কত?
ক. 128
খ. 7
গ. 2
ঘ. 9
উত্তরঃ ঘ

🎯(√3)6 এর মান কত?
ক. 9
খ. 18
গ. 27
ঘ. 81
উত্তরঃ গ

🎯কোন কলোনীতে ব্যক্টেরিয়া সূচকের হারে বৃদ্ধি পাচ্ছে। গতকাল দুপুর ১টায় ব্যাক্টেরিয়ার সংখ্যা ছিল ১০০০ এবং গতকাল বিকাল ৩টায় ব্যাক্টেরিয়ার সংখ্যা ছিল ৪০০০। গতকাল সন্ধ্যা ৬টায় কলোনীতে ব্যাক্টেরিয়ার সংখ্যা কত ছিল?
ক. 32000
খ. 80000
গ. 60072
ঘ. 7683
ঙ. None of these
উত্তরঃ ক

🎯log27 + log8 – log1000log1.2
ক. 45
খ. 57
গ. 32
ঘ. 23
উত্তরঃ গ

🎯log25400 = x হলে x এর মান কত?
ক. 400
খ. 10
গ. 4
ঘ. 2√5
উত্তরঃ গ

🎯নিচের কোনটি ৫.৯৩ × ১০-২ এর সমান?
ক. ০.০৫৯৩
খ. ০.০০৫৯৩
গ. ৫৯৩০০
ঘ. ০.০০০৫৯৩
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ক

🎯Solve for the value of x and y : 3x = 9y, 5x + y + 1 = (25)xy
ক. (0,-1), (12,13)
খ. (2,1), (-12,-14)
গ. (12,13), (-2,-1)
ঘ. (2,1), (-14,12)
উত্তরঃ খ

🎯If (x5 – 32) = 0 and x7 = 128 then:
ক. x<0 খ. x = 2 গ. x>3
ঘ. x = 5
ঙ. x = 8
উত্তরঃ খ

🎯(5x)0 = কত?
ক. 0
খ. 5x
গ. 5
ঘ. 1
উত্তরঃ ঘ

🎯log2 + log4 + log8 + ……………ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?
ক. 45 log2
খ. 55 log2
গ. 65 log2
ঘ. 75 log2
উত্তরঃ খ

🎯If 0.15 × 10m0.3 × 10k = 5 × 107 then m – k =?
ক. 9
খ. 5
গ. 8
ঘ. 7
উত্তরঃ গ

গণিত, বীজগণিত, সেট:

🎯সার্বিক সেট U ={1,2,3,4,5,6}, A = {1,3,5}, B = {3,5,6} হলে A’B’ হবে–
ক. {1,4}
খ. {2,4}
গ. {2,3,5}
ঘ. {2,4,6}
উত্তরঃ খ

🎯একটি জরিপে দেখা গেল, একটি শহরে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৫০টি প্রতিষ্ঠান তার কর্মচারীদের স্বাস্থ্য বীমা, ৬৪০টি প্রতিষ্ঠান তার কর্মচারীদের দন্ত বীমা এবং ২৮০টি প্রতিষ্ঠান তার কর্মচারীদের স্বাস্থ্য ও দন্ত বীমা উভয় সুবিধা প্রদান করে। সর্বমোট কতগুলো প্রতিষ্ঠান তার কর্মচারীদের স্বাস্থ্য বা দন্ত বীমা সুবিধা প্রদান করে?
ক. 920
খ. 1100
গ. 1110
ঘ. 1030
ঙ. 1490
উত্তরঃ গ

🎯A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 5} হলে P(A) এর সদস্য সংখ্যা কত?
ক. 8
খ. 7
গ. 6
ঘ. 3
উত্তরঃ ক

🎯যদি U = {0,1,2,3,4,5,6,7,8,9}, A = {0,1,2,3,4}, B = {2,3,4,5,6,7} তাহলে U(AB)’ এর মান নির্নয় করুন?
ক. {3,7,9}
খ. {2,6,8}
গ. {8,9}
ঘ. {0,1,5,6}
উত্তরঃ গ

🎯A = {2,e} হলে P(A) কোনটি?
ক. { {2}, {e} }
খ. { {2}, {e}, {2,e} }
গ. {}
ঘ. { {2}, {e}, {2,e}, {
} }
উত্তরঃ ঘ

🎯৫৩ জন লোকের মধ্যে ৩৬ জন ফুটবল খেলে এবং ১৮ জন ক্রিকেট খেলে এবং ১০ জন ফূটবল বা ক্রিকেট কোনটিই খেলে না। কতজন ফুটবল এবং ক্রিকেট উভয়ই খেলে?
ক. ১০ জন
খ. ৯ জন
গ. ১১ জন
ঘ. ১২ জন
উত্তরঃ গ

🎯U ={1,2,3,4,5}, A = {1,2,4}, B = {2,4,5} হলে A’B’ হবে–
ক. {1,3,5}
খ. {1,3,4}
গ. {1,2,3}
ঘ. {2,5}
উত্তরঃ ক

🎯কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?
ক. ৩৫,৪৫,৬৩,১০৫,৩১৫
খ. ৩৫,৪০,৬৫,১১০,৩১৫
গ. ৩৫,৪৫,৭০,১০৫,৩১৫
ঘ. ৩৫,৪৫,৬৩,১১০,৩১৫
উত্তরঃ ক

🎯A = {0,2,3,7,9} B = {1,5,6,8,11} C = {2,5,7,8,12,14} হলে (AB)(AC) হবে–
ক. {2,3,5,7}
খ. {4,7,9}
গ. {2,7}
ঘ. {0,2,3,8}
উত্তরঃ গ

🎯সার্বিক সেট U = {1, 2, 3, 4, 5, 6}, A = {1, 3, 5}, B = {3, 5, 6} হলে A’ B’ কত হবে?
ক. {2, 4, 6}
খ. {2, 3, 5}
গ. {2, 4}
ঘ. {1, 2, 4}
উত্তরঃ গ

🎯৫০টি বলের মধ্যে ৩৫টির গায়ে লাল দাগ, ২০টির গায়ে নীল দাগ এবং ১২টির গায়ে লাল ও নীল উভয় দাগ আছে। কতটি বলের মধ্যে লাল বা নীল কোন দাগই নেই?
ক. ৫টি
খ. ৯টি
গ. ৪টি
ঘ. ৭টি
উত্তরঃ ঘ

🎯কোন শ্রেণীর ৩০ জন ছাত্রের মধ্যে ২০ জন ফুটবল এবং ১৫ জন ক্রিকেট খেলা পছন্দ করে। প্রত্যেক ছাত্র দুটি খেলার অন্তত একটি খেলা পছন্দ করে। কতজন ছাত্র দুটি খেলাই পছন্দ করে?
ক. ৭ জন
খ. ৬ জন
গ. ৫ জন
ঘ. ৩ জন
উত্তরঃ গ

🎯যদি n(AB) = 61, n(A) = 30, n(B) = 54 হয় তাহলে n(AB) এর মান কত?
ক. 22
খ. 25
গ. 23
ঘ. 27
উত্তরঃ গ

🎯A = {x | x ধনাত্মক সংখ্যা এবং x2 < 25}, B = {x | x মৌলিক সংখ্যা এবং x2 < 25}, C = {x | x মৌলিক সংখ্যা এবং x2 = 25}, হলে ABC = ?
ক. {1, 2, 3, 4}
খ. {2, 3, 4}
গ. {2, 3, 4, 5}
ঘ.
Φ
উত্তরঃ ঘ

🎯400 জন লোকের একটি দলের 375 জন ইংরেজি ও 200 জন বাংলায় কথা বলতে পারে। কতজন লোক উভয় ভাষায় কথা বলতে পারে?
ক. 175
খ. 25
গ. 200
ঘ. 75
উত্তরঃ ক

🎯একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবনং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এই দলের কতজন কত আউট হলো?
ক. ২ জন
খ. ৩ জন
গ. ৪ জন
ঘ. ৫ জন
উত্তরঃ খ

🎯১২ জনের একটি পার্টিতে অর্ধেক লোক ‘ক’ ক্লাবের, এক-তৃতীয়াংশ ‘খ’ ক্লাবের এবং ১/৪ উভয় ক্লাবের। কতজন কোন ক্লাবের সদস্য নন?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তরঃ গ

🎯সার্বিক সেট U ={1,2,3,4,5}, A = {1,2,4}, B = {1,3,5} হলে A’B’ হবে–
ক. {1,2,3)
খ. {2,3,4}
গ. {3,4,5}
ঘ. {2,3,4,5}
উত্তরঃ ঘ

🎯সেট A = {x: x Fibonacci সংখ্যা এবং x < 64} হলে, P(A) এর উপাদান কয়টি?
ক. 128
খ. 64
গ. 32
ঘ. 256
উত্তরঃ গ

🎯যদি A এবং B যে কোন দুইটি সেট হয়, তবে A(AB) = A(AB) = কত?
ক. A
B
খ. A
B
গ. A
ঘ. B
উত্তরঃ গ

🎯যদি A = {x : x2 = 9, 2x = 4} হয়, তবে A = কত?

ক. {3,2}
খ. {-3,2}
গ.
Φ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

🎯U ={1,2,3,4,5,6}, A = {1,2,3}, B = {2,4,6} হলে A’B’ হবে–
ক. {1,4}
খ. {5,6}
গ. {5}
ঘ. {6}
উত্তরঃ গ

🎯n উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা কত হবে?
ক. n(n + 1)
খ. n2
গ. 2n-1
ঘ. 2n
উত্তরঃ ঘ

🎯সরকারী ল্যাবরেটরী উচ্চবিদ্যালয়ে ১০ সদস্যের একটি দাবার দল এবং ১৪ সদস্যের একটি বিজ্ঞান ক্লাব আছে। স্কুলটির পাঁচজন ছাত্র দাবার দল ও বিজ্ঞান ক্লাব উভয়টির সদস্য। কতজন শুধুমাত্র দাবাদলের সদস্য?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৯
ঙ. None of these
উত্তরঃ ক

🎯যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট নির্নয় করুন?
ক. {45,315}
খ. {45,63}
গ. {35,105}
ঘ. {75,525}
উত্তরঃ গ

গণিত, জ্যামিতি, উচ্চতর জ্যামিতি:

🎯x + y – 1 = 0, x – y + 1 = 0 এবং y = 3 সরলরেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি–
ক. সমবাহু
খ. সমদ্বিবাহু
গ. সমকোণী
ঘ. বিষমবাহু
উত্তরঃ গ

🎯x2 – 4xy + y2 +8x – 2y – 5 = 0 নির্দেশ করে?
ক. প্যারাবোলা
খ. উপবৃত্ত
গ. বৃত্ত
ঘ. হাইপারবোলা
উত্তরঃ ঘ

🎯y = 3x + 2, y = -3x + 2 এবং y = -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি হবে?
ক. একটি সমকোণী ত্রিভুজ
খ. একটি সমবাহু ত্রিভুজ
গ. একটি
ঘ. একটি বিষম ত্রিভুজ
উত্তরঃ গ

🎯(৬,৬) ও (২,৩) বিন্দুদ্বয়ের দূরত্ব কত?
ক. √১৭ একক
খ. ৫ একক
গ. ৭ একক
ঘ. ২৫ একক
উত্তরঃ খ

🎯একটি সরল রেখা (৩, ৫) বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্নবিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। সরল রেখাটির সমীকরণ কি?
ক. x – y + 2 = 0
খ. x – 2y + y = 0
গ. x + 2y – 8 = 0
ঘ. 2x – 2y + 1 = 0
উত্তরঃ ক

🎯x + 3y = 0 সমীকরণের লেখচিত্র কি হবে?
ক. বৃত্ত
খ. পরাবৃত্ত
গ. সরল রেখা
ঘ. মূল বিন্দুগামী সরলরেখা
উত্তরঃ ঘ

🎯(৫, ২), (-৯, -৩) এবং (-৩, -৫) বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত?
ক. ২৭ বর্গ একক
খ. ২৮ বর্গ একক
গ. ২৯ বর্গ একক
ঘ. ৩০ বর্গ একক
উত্তরঃ গ

🎯P বিন্দুর (x,y) স্থানাংক হলে মূল বিন্দুর দূরত্ব কত?
ক. √(x2 +y2)
খ. x2 +y2
গ. √(x + y)2
ঘ. x + y
উত্তরঃ ক

🎯x2 + y2 + 64 = 0 সমীকরণটীর লেখচিত্র কি?
ক. বৃত্ত
খ. উপবৃত্ত
গ. সরল রেখা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

🎯x + y = 0 এবং 2x – y + 3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
ক. (১/৩, ১/৩)
খ. (১, -১)
গ. (-৩, ৩)
ঘ. (-১, ১)
উত্তরঃ ঘ

🎯x2 + y2 + 3 = 0 একটি-
ক. বৃত্ত
খ. প্যারাবোলা
গ. উপবৃত্ত
ঘ. গোলক
উত্তরঃ ক

গণিত, জ্যামিতি, ঘড়ি:

🎯ঘড়িতে যখন ৪টা ৩০ বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
ক. ৪০°
খ. ৪৫°
গ. ৫০°
ঘ. ৬০°
উত্তরঃ খ

🎯ঘড়িতে যখন ৮টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হবে–
ক. ১৫০°
খ. ৬০°
গ. ১২০°
ঘ. ৯০°
উত্তরঃ গ

🎯২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়?
ক. ৪৭/২°
খ. ৪৫/২°
গ. ২০°
ঘ. ২৩°
উত্তরঃ খ

🎯একটি ঘড়ি ৬ তার ঘন্টাধ্বনি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে। ঐ ঘড়িতে ১২ টার ঘন্টাধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? ঘন্টার ধ্বনি সমান সময় ব্যবধানে বাজে?
ক. ১০ সেকেন্ড
খ. ১১ সেকেন্ড
গ. ১২ সেকেন্ড
ঘ. ১০.৫ সেকেন্ড
উত্তরঃ ক

🎯বেলা তিনটায় একটি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?
ক. π°
খ. π°/৮
গ. π°/৩
ঘ. π°/২
উত্তরঃ ঘ

🎯একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌছবে যখন সঠিক সময় নির্দেশ করবে?
ক. 36
খ. 72
গ. 120
ঘ. None of these
উত্তরঃ খ

🎯একটি পিঠা সকাল ৭.২০ -এ ওভেনে দেওয়া হল। ওভেনে পিঠাটি সেকতে এক ঘন্টার তিন চতুর্থাংশ সময় লাগে। কখন পিঠাটি ওভেন থেকে বের করতে হবে?
ক. 8.10 am
খ. 8.05 am
গ. 8.05 am
ঘ. 7.50 am
ঙ. None of these
উত্তরঃ গ

গণিত, জ্যামিতি, ঘন জ্যামিতি:

🎯একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ০.১ মিটার। ঐ চৌবাচ্চায় কত ঘনমিটার পানি ধরবে?
ক. ০.১ ঘঃ মিঃ
খ. ০.০১ ঘঃ মিঃ
গ. ০.০০১ ঘঃ মিঃ
ঘ. ১ ঘঃ মিঃ
উত্তরঃ গ

🎯একটি আয়তিক ঘনবস্তু কয়টি তল দ্বারা সীমাবদ্ধ?
ক. ৩টি
খ. ২টি
গ. ৬টি
ঘ. ৮টি
উত্তরঃ গ

🎯একটি কিউবের সব কটি তলদেশের ক্ষেত্রফলের সমষ্টি ৫ বর্গফুট ৬ বর্গইঞ্চি। উহার দৈর্ঘ্য–
ক. ১১ ইঞ্চি
খ. ১৩ ইঞ্চি
গ. ১৭ ইঞ্চি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

🎯একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটার, প্রস্থ ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার। চৌবাচ্চাটি পানি দ্বারা পূরন করতে কত লিটার পানি প্রয়োজন হবে?
ক. ৬৫০০০ লিটার
খ. ৬০০০০ লিটার
গ. ৭৫০০০ লিটার
ঘ. ৭০০০০ লিটার
উত্তরঃ খ

🎯একটি ফুটবলের ব্যাস ১০ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত?
ক. ৩১.৪১৬ বর্গইঞ্চি
খ. ৭৮.৫৪ ইঞ্চি
গ. ৩১৪.১৬ ঘনইঞ্চি
ঘ. ৫২৩.৬০ ঘনইঞ্চি
উত্তরঃ ঘ

🎯Which is different from rest of the group?/নিচের কোনটি অবশিষ্টগুলো থেকে ভিন্ন?
ক. Circle
খ. Square
গ. Hexagon
ঘ. Cube
উত্তরঃ ঘ

🎯সমান উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিক কোণক, এর অর্ধগোলক ও একটি সিলিন্ডার সমান সমান ভূমির উপর অবস্থিত। তাদের আয়তনের অনুপাত হবে?
ক. ২ : ৪ : ৫
খ. ৩ : ৪ : ৫
গ. ২ : ৩ : ৪
ঘ. ১ : ২ : ৩
উত্তরঃ ঘ

🎯একটি ঘনকের সমকোণের সংখ্যা–
ক. ৪টি
খ. ৮টি
গ. ১৮টি
ঘ. উপরিউক্ত কোনটিই নয়
উত্তরঃ ঘ

🎯একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৫ মিটার এবং গভীরতা ৪০ সেঃমিঃ। চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত লিটার?
ক. ১০০০০
খ. ৩০০০
গ. ২০০০০
ঘ. ২০০০
উত্তরঃ গ

🎯৪ মিটার ব্যাস বিশিষ্ট একটি বলকে একটি ঘনবাক্সে রাখা যায় এমন ঘনবাক্সের আয়তন নির্নয় করুন?
ক. ৭২ ঘনমিটার
খ. ৬৪ ঘনমিটার
গ. ৮৪ ঘনমিটার
ঘ. ৩৬ ঘনমিটার
উত্তরঃ খ

🎯একটি ঘরের দৈর্ঘ্য ৮ মি., প্রস্থ ৬ মি. এবং উচ্চতা ৩ মি. হলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে?
ক. ৮৪ বর্গ মিটার
খ. ৮৬ বর্গ মিটার
গ. ৮৮ বর্গ মিটার
ঘ. ৯০ বর্গ মিটার
উত্তরঃ ক

🎯১৮” উচু একটি বাক্সের দৈর্ঘ্য ৩ ফুট এবং প্রস্থ ২ ফুট। বাক্সটির আয়তন কত?
ক. ৮ ঘনফুট
খ. ৯ ঘনফুট
গ. ১০৮ ঘনফুট
ঘ. ৬ ঘনফুট
উত্তরঃ খ

🎯r ভূমির ব্যাসার্ধ এবং h উচ্চতা হলে ১/৩ πr2h ঘন একক কিসের আয়তন?
ক. বেলনের
খ. কোণকের
গ. ঘনকের
ঘ. গোলকের
উত্তরঃ খ

🎯একটি আয়তকার তাম্রপিন্ডের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ১১ মিটার, ১০ মিটার এবং ৫ মিটার। একে গলিয়ে ৫০ সে.মি. ব্যাসের কতগুলো গোলক প্রস্তুত করা যায়?
ক. ৮৪০১(প্রায়)
খ. ৮৪০৩(প্রায়)
গ. ৮৪০৫(প্রায়)
ঘ. ৮৪০৭(প্রায়)
উত্তরঃ ক

গণিত, জ্যামিতি, চতুর্ভুজ:

🎯একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার হলে, কর্ণের দৈর্ঘ্য কত?
ক. ৯ মিটার
খ. ১২ মিটার
গ. ৩ মিটার
ঘ. ৬ মিটার
উত্তরঃ ঘ

🎯একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। তার ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে, ইহার পরিসীমা কত?
ক. ৬৫ মিটার
খ. ৬০ মিটার
গ. ১৮ মিটার
ঘ. ৫০ মিটার
উত্তরঃ খ

🎯একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১২৫০ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
ক. ৩০ মিটার
খ. ৪০ মিটার
গ. ৫০ মিটার
ঘ. ৬০ মিটার
উত্তরঃ গ

🎯একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারিদিকে বেড়া আছে। বেড়ার দৈর্ঘ্য হবে–
ক. ১৮০ মিটার
খ. ১৬০ মিটার
গ. ১৪০ মিটার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

🎯একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত?
ক. ২০০
খ. ৩০০
গ. ৪০০
ঘ. ৫০০
উত্তরঃ গ

🎯একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের–
ক. দ্বিগুণ হবে
খ. চারগুণ হবে
গ. ছয়গুণ হবে
ঘ. আটগুণ হবে
উত্তরঃ খ

🎯ABCD সামন্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বাড়ানো হল। BAD = ১০০° হলে BCE = কত?
ক. ৬৫°
খ. ৮০°
গ. ৪৫°
ঘ. ৬০°
উত্তরঃ খ

🎯একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মি. এবং প্রস্থ 10 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক. 35√5
খ. 40√5
গ. 45√5
ঘ. 25√5
উত্তরঃ ঘ

🎯একটি বর্গাকৃতি বাগানের পরিসীমা ৪৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
ক. ১৩২ বর্গ মি.
খ. ১২১ বর্গ মি.
গ. ১২০ বর্গ মি.
ঘ. ৮৮ বর্গ মি.
উত্তরঃ খ

🎯একটি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৯০.৭৫ মিটার ও ৪৫.৫০ মিটার। বাগানটিতে গাছের চারা লাগাতে প্রতি ৪.১২৫ বর্গমিটারে ৭.৫৫ টাকা খরচ হয়। বাগানটিতে চারা লাগাতে সর্বমোট কত খরচ হবে?
ক. ৭৫৫৭.৭৫ টাকা
খ. ৭৫৬৭.৬৫ টাকা
গ. ৭৮৭৫.২০ টাকা
ঘ. ৮৬৯৫.৩৫ টাকা
উত্তরঃ ক

🎯20x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4x+3 হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
ক. 4x-3
খ. 5x+3
গ. 5x-3
ঘ. 6x-3
উত্তরঃ ঘ

🎯একটি আয়তকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ, যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসাবে ১৪৪ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত?
ক. ১০ মিটার
খ. ১৪ মিটার
গ. ১২ মিটার
ঘ. ১৬ মিটার
উত্তরঃ গ

🎯কোন বাগানের দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১০ মিটার হলে ঐ বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক. ৩০
খ. ২
গ. ৩০০
ঘ. ২০০
উত্তরঃ ঘ

🎯পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ২০ ফুট। BC = ৬ফুট, CF = ৫ ফুট, DE = কত?
ক. ১৫ ফুট
খ. ১২ ফুট
গ. ২০ ফুট
ঘ. ১৮ ফুট
উত্তরঃ ঘ

🎯একটি রম্বস ক্ষেত্রের কর্ণ যথাক্রমে ৫ সেমি ও ৪.৫ সেমি। উহার ক্ষেত্রফল কত বর্গ সেমি?
ক. ২.২৫ বর্গ সেমি
খ. ২২.৫০ বর্গ সেমি
গ. ১২.৫০ বর্গ সেমি
ঘ. ১১.২৫ বর্গ সেমি
উত্তরঃ ঘ

🎯কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর। এর একবাহুর দৈর্ঘ্য কত গজ?
ক. ২২০
খ. ৩.১৬
গ. ১০০
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

🎯একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৩২ বর্গমিটার হলে তার লম্বা বাহুর দৈর্ঘ্য কত?
ক. ২৬
খ. ৮
গ. ৪
ঘ. ২
উত্তরঃ খ

🎯একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২০০ বর্গমিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত?
ক. 40
খ. 50
গ. 60
ঘ. None of these
উত্তরঃ গ

🎯কোন চতুর্ভুজটির কেবলমাত্র দু’টি বাহু সমান্তরাল?
ক. বর্গক্ষেত্র
খ. আয়তক্ষেত্র
গ. রম্বস
ঘ. ট্রাপিজিয়াম
উত্তরঃ ঘ

🎯একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এর প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত?
ক. ১২৮ মিটার
খ. ৬৪ মিটার
গ. ৩২ মিটার
ঘ. ৪৮ মিটার
উত্তরঃ গ

🎯একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
ক. ৮% বৃদ্ধি
খ. ৮% হ্রাস
গ. ১০৮% বৃদ্ধি
ঘ. ১০৮% হ্রাস
উত্তরঃ ক

🎯একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ৩০ মিটার বেশি। আয়তকার ক্ষেত্রটির পরিসীমা ১৪০ মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্নয় করুন?
ক. ৫০ মিটার ও ২০ মিটার
খ. ৫৫ মিটার ও ২৫ মিটার
গ. ৬০ মিটার ও ৩০ মিটার
ঘ. ৪৫ মিটার ও ১৫ মিটার
উত্তরঃ ক

🎯একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ২০% কমালে ক্ষেত্রফল–
ক. ২০% কমবে
খ. ৪% কমবে
গ. ২৫% কমবে
ঘ. পরিবর্তন হবে না
উত্তরঃ খ

🎯একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪০০ মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ কিঃমিঃ?
ক. ২০০
খ. ১০
গ. ১০০
ঘ. ০.০১
উত্তরঃ ঘ

🎯একটি আয়তকার ঘরের পরিসীমা ৪৪ গজ এবং ঘরের দৈর্ঘ্য ৩৬ ফুট। ঘরের প্রস্থ কত?
ক. 10 yeards
খ. 18 yeards
গ. 28 feet
ঘ. 32 feet
ঙ. None of these
উত্তরঃ ক

🎯যদি কোন আয়তক্ষেত্রের প্রস্থ ৪ মিটার এবং ক্ষেত্রফল ২৪ মিঃ পরিসীমা বিশিষ্ট বর্গের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রের পরিসীমা কত?
ক. ২০ মিটার
খ. ১৬ মিটার
গ. ২৪ মিটার
ঘ. ২৬ মিটার
উত্তরঃ ঘ

🎯AC এবং BD সামন্তরিকের দুটি কর্ণ O বিন্দুতে ছেদ করে। অতএব–
ক. AO = AB
খ. BO = BC
গ. CO = DC
ঘ. BO = DO
উত্তরঃ ঘ

🎯১০ গজ × ৫ গজ = কত?
ক. ৫০ গজ
খ. ৫০ বর্গগজ
গ. ২৫ বর্গগজ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

🎯একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৮ মিটার, প্রস্থ ৬ মিটার। চতুর্ভুজটির পরিসীমা কত?
ক. ১৪ মিটার
খ. ৪৮ মিটার
গ. ২২ মিটার
ঘ. ২৮ মিটার
উত্তরঃ ঘ

🎯একটি আয়তক্ষেত্রের পরিসীমা ২০০ মিটার। প্রস্থ দৈর্ঘ্যের ৩/৭ অংশ হলে, দৈর্ঘ্য কত মিটার?
ক. ৫০
খ. ৬০
গ. ৭০
ঘ. ৯০
উত্তরঃ গ

🎯একটি আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা ১০ মিটার বেশি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৬০০ বর্গমিটার হলে, ইহার দৈর্ঘ্য কত?
ক. ২০ মিটার
খ. ২৫ মিটার
গ. ৩০ মিটার
ঘ. ৩৫ মিটার
উত্তরঃ গ

🎯একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। যদি আয়তক্ষেত্রের প্রস্থ a হয়, তবে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
ক. a√2
খ. a√3
গ. a√5
ঘ. 3a
ঙ. 5a
উত্তরঃ গ

🎯ABCD রম্বস এর A = 60° হলে D = কত?
ক. 60°
খ. 90°
গ. 120°
ঘ. 180°
উত্তরঃ গ

🎯একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?
ক. √২/২
খ. √২
গ. ২√২
ঘ. ২
উত্তরঃ গ

🎯একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ১৬ গজ এবং প্রস্থ ১২ গজ। এর ভিতরে চারদিকে ২ গজ চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
ক. ৮০ বর্গগজ
খ. ৯৫ বর্গগজ
গ. ৯০ বর্গগজ
ঘ. ৯৬ বর্গগজ
উত্তরঃ ঘ

কোন মন্তব্য নেই

Class 9-10 Biology New Note

প্রথম অধ্যায় জীবন পাঠ পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি  জীববিজ্ঞান : জীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা ইরড়ষড়মু। ইরড়ষড়মু শব্দটি দুটি  ল্যাটিন ...

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.