History & Civilization Note
এই ইবুকটি ফ্রি এবং প্রিমিয়াম দুটি সংস্করণ প্রকাশ করা হয়েছে। ফ্রি সঙ্গস্করণে ৩০০০ শর্ট নোট রেখেছি। আর প্রিমিয়াম সংস্করণে বিস্তারিত তথ্যসহ ৪০০০+ শর্ট নোট। যারা আমার আগের নোট গুলো পড়েননি বা আমার সম্পর্কে জানেন না তারা এই পোস্টটি এড়িয়ে যান। প্রিমিয়াম ভার্সন জুলাই মাসে দেওয়া হবে। মূল্য ১৮০/- মাত্র। এই নোট থেকে প্রাপ্ত অর্থের অংশ অসহায় পথশিশুদের খাবারের জন্য ব্যয় করা হবে,ইনশাআল্লাহ। লাইফটাইম প্রিমিয়াম মেম্বারশীপ ১৮৯৯/-।
🎯‘ইতিহাস’ শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
⇒ ইতিহ
🎯History শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
⇒ ইতিহাস
🎯ইতিহাসের মূল বিষয়বস্তু কী?
⇒ মানুষ
ও তার পারিপার্শ্বিক অবস্থা
🎯ইতিহাস কোনমুখী?
⇒ অতীতমুখী
🎯ফা-হিয়েন কে ছিলেন?
⇒ চৈনিক
পরিব্রাজক
🎯বিষয়বস্তুর ইতিহাস কিভাবে রচিত হয়?
⇒ কোনো
বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে
🎯সঠিক ইতিহাস কিসের ওপর নির্ভর করে রচিত?
⇒ সত্যকে
🎯ভিকো কোন যুগের ঐতিহাসিক?
⇒ আধুনিক
যুগের
🎯ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। উক্তিটিতে কোন বিষয়টি
প্রকাশ পেয়েছে?
⇒ বর্তমানের
সাথে অতীতের বন্ধন
🎯ঐতিহাসিক হেরোডোটাস তাঁর গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের
বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করেছেন,কারণ-
⇒ যাতে
পরবর্তী প্রজন্ম এ ঘটনা ভুলে না যায়
🎯কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বলা হয়-
⇒ বিষয়বস্তুগত
ইতিহাস
🎯যে উপাদানের ভিত্তিতে জাতীয়তাবোধ গড়ে ওঠে-
⇒ জাতীয়
পরিচয়, ইতিহাস ও ঐতিহ্য
🎯যদি কেউ একটি ঐতিহাসিক স্থান ঘুরতে গিয়ে বেশ কিছু তাম্রলিপি, শিলালিপি ও
মুদ্রা দেখতে পায়। এগুলো ইতিহাসের কোন বিষয়টিকে নির্দেশ করে?
⇒ অলিখিত
উপাদান
🎯নতুন নতুন প্রত্নতাত্ত্বিক আবিস্কার একটি জাতির ইতিহাস বদলে দিতে পারে।
এর যৌক্তিক কারণ হলো-
⇒ সভ্যতা
সম্পর্কে ধারণা পাওয়া
🎯ভিকো (Vico) কে ছিলেন?
⇒ ঐতিহাসিক
🎯ভৌগোলিক ইতিহাস সম্পর্কে কোনটি প্রযোজ্য?
⇒ আন্তজার্তিক
ইতিহাস জানা যায়
🎯সিলেট জেলার ইতিহাস সম্পর্কে জানতে চাইলে কোন ধরনের ইতিহাস সম্পর্কে জানতে
হবে?
⇒ আঞ্চলিক
ইতিহাস
🎯কোনটি ইতিহাসের অলিখিত উপাদান?
⇒ শিলালিপি
🎯বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্ত উন্মেচিত হতে যাচ্ছে কীভাবে?
⇒ মহাস্থানগড়ে
প্রত্নতাত্ত্বিক আবিস্কারে
🎯Historia বা History শব্দের সরল ও সাধারণ অর্থ-
⇒ অতীত
কাহিনী ও অনুসন্ধান বা গবেষণা
🎯সঠিক ইতিহাস রচনার ক্ষেত্রে ইতিহাসের উপাদান গুরুাত্বপূর্ণ। এর যথার্থ কারণ
হলো-
⇒ তৎকালীন
সমাজচিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায় ও অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়
🎯ইতিহাস যে কারণে কাল বিভাজনের কোন পদ সন তারিখ ব্যবহার করা কঠিন-
⇒ ইতিহাস
থেমে থাকে না বলে
🎯রাজনৈতিক,সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ইতিহাসের কোন দিকের নির্দেশ
প্রদান করে?
⇒ বিষয়বস্তুগত
🎯পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে কার বর্ণনায় পাওয়া
যায়?
⇒ লামা
তারনাথের
🎯কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথম ঐতিহাসিক গ্রন্থ রচিত হয়?
⇒ গ্রিক
ও পারসিকদের মধ্যে সামরিক দ্বন্দ্ব
🎯সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি ইতিহাসের কোন ধরনের উপাদান?
⇒ লিখিত
🎯প্রতিটি মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা কেমন?
⇒ ভিন্ন
ভিন্ন
🎯আলোচনা ও গবেষণাকর্মের সুবিধার্থে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
⇒ ২ ভাগে
🎯কীভাবে একটি জাতির ইতিহাস পাল্টে যেতে পারে?
⇒ নতুন
প্রত্নতাত্ত্বিক আবিস্কারে
🎯বাস্তব জীবনে চলার জন্য উৎকৃষ্টতম শিক্ষা হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
⇒ সত্যনিষ্ঠ
ইতিহাস পাঠ
🎯ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে কোন নামটি পৃথক হিসেবে নির্বাচন করা
যায়?
⇒ ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগর
🎯পঠন-পাঠন, আলোচনা ও গবেষণাকর্মের সুবিধার্থে ইতিহাসের কয় ভাগে ভাগ করা যায়?
⇒ দুই
🎯অতীত সত্যনিষ্ঠ বর্ণনা কিসের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে?
⇒ জ্ঞানের
🎯ইতিহাস কিভাবে অতীতকে পুনর্গঠন করে?
⇒ সত্যনিষ্ঠ
তথ্য দিয়ে
🎯ইতিহাসের লিখিত উপাদানের অন্তভূক্ত-
⇒ সরকারি
নথিপত্র ও চিঠিপত্র
🎯প্রথম ঐতিহাসিক রচনার স্থান পেয়েছে-
⇒ গ্রিক-পারস্য
যুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনা
🎯যে সকল সুবিধার্থে ইতিহাসকে দুভাগে ভাগ করা হয়েছে তা হলো-
⇒ গবেষণার
সুবিধার্থে ও আলোচনার সুবিধার্থে
🎯ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
⇒ তিন
ভাগে
🎯চৈনিক পরিব্রাজক হিসেবে কার নামটি সমর্থনযোগ্য?
⇒ হিউয়েন
সাং
🎯ইতিহাসের মূল বিষয়বস্তু কী?
⇒ মানুষ
ও তার পারিপার্শ্বিক অবস্থা
🎯কেন ইতিহাসচর্চা ও ইতিহাস রচনা নিয়ে মতবিরোধ বিরাজ করে?
⇒ ঐতিহাসিক
উপাদানের অপর্যাপ্ততার কারণে
🎯উনিশ শতকে ইতিহাসের মূল বিষয় ছিল কোনটি?
⇒ রাজনীতি
🎯লামা তারনাথ কোন দেশীয় লেখক?
⇒ তিব্বতীয়
🎯ইতিহাসের প্রকৃত উদ্দেশ্য ঘটনার-
⇒ সত্যানুসন্ধান
করা, জ্ঞানানুসন্ধান করা ও গবেষণা করা
🎯ইতিহাসের সাহিত্যিক উপাদানের মধ্যে রয়েছে-
⇒ রুপকথা,কিংবদন্তী
ও গল্পকাহিনী
🎯ইতিহাসের অলিখিত উপাদান বৈশিষ্ট্য হলো-
⇒ কিছুটা
ধারণা দিতে সক্ষম
🎯ইবনে বতুতা কোন দেশীয় পরিব্রাজক?
⇒ আফ্রিকান
🎯সমাজ সভ্যতা বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে-
⇒ যুদ্ধ
ও আইন
🎯‘ময়মনসিংহ গীতিকা’ ইতিহাসের কোন ধরনের উপাদান?
⇒ লিখিত
🎯ফা-হিয়েন, হিউয়েন সাং এবং ইৎসিং কোন দেশের পরিব্রাজক ছিলেন?
⇒ চীনের
🎯কে প্রথম ইতিহাস এবং অনুসন্ধান-এ দুটি ধারণাকে সংযুক্ত করেন?
⇒ হেরোডটাস
🎯বিষয়বস্তুগত ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
⇒ পাঁচ
ভাগে
🎯দেশ ও সমাজের উন্নতি তথা দেশপ্রেমের জন্য অপরিহার্য-
⇒ ইতিহাস,
অতীত ঐতিহ্য ও জাতীয়তাবোধ
🎯প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে ধারণা করা সম্ভব প্রাচীন অধিবাসীদের-
⇒ ধর্ম
সম্পর্কে, সভ্যতা সম্পর্কে ও নিত্যব্যবহার্য জিনিসপত্র সম্পর্কে
🎯ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে প্রয়োজন- ⇒
ইতিহাসের উপাদান ও ইতিহাসের প্রকারভেদ জানা
🎯‘সমাজের জীবনই ইতিহাস।’ -উক্তিটি কার?
⇒ টয়েনবির
🎯কিসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম?
⇒ ইতিহাসের
🎯ইতিহাসের বিষয়বস্তু হিসেবে বিবেচিত হয়-
⇒ মানুষ
ও তার পরিবেশ, সমাজ ও সংস্কৃতি এবং সভ্যতার বিকাশ ও পরিবর্তন
🎯ইতিহাসের জনক কে?
⇒ হেরোডটাস
🎯কার মতে ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা?
⇒ র্যাপসন
🎯‘সমাজের জীবনই ইতিহাস’-এ উক্তিটি কার?
⇒ টয়েনবির
🎯নরসিংদীর উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কত বছর পূর্বের নগর সভ্যতার
অস্তিত্ব প্রমাণ করে?
⇒ আড়াই
হাজার বছর
🎯ইতিহাসের পরিসর নির্ভর করে মানুষের-
⇒ চিন্তা-ভাবনার
বিস্তৃতির ওপর ও পরিকল্পনা,কার্যক্রমের ওপর
🎯গ্রিক ও পারসিক যুদ্ধ নিয়ে ইতিহাস রচনা করেন কে?
⇒ হেরোডটাস
🎯বর্তমানে ঐতিহাসিক ঘটনার সঠিক আলোচনার ফলে ইতিহাস হয়ে উঠেছে-
⇒ সংকীর্ণতার
উর্ধ্বে, বন্ধনমুক্ত
🎯দেশপ্রেম গড়ে ওঠে কীভাবে?
⇒ জাতীয়তাবোধের
মাধ্যমে
🎯ইতিহাসের বিবর্তন বোঝা যায়?
⇒ ইতিহাসের
চিন্তাচেতনা, দৃষ্টিভঙ্গি, ক্ষেত্র, উপাদান প্রসারিত ও পরিবর্তিত
🎯জ্ঞানচর্চার আগ্রহ বাড়ার জন্য তুমি কী পাঠ করবে?
⇒ ইতিহাস
পাঠ
🎯কোন ধরনের বিবরণ সব সময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়?
⇒ বিদেশি
পর্যটকদের বিবরণ
🎯আদিকাল থেকে মানব সমাজের যাবতীয় কর্মকাণ্ড, চিন্তা-চেতনা ও জীবনযাত্রার
অগ্রগতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কীভাবে?
⇒ ইতিহাস
অধ্যয়নে
🎯ইতিহাস পাঠে মানুষ কোনটির পার্থক্য বুঝতে পারে?
⇒ ভালো
ও মন্দেরক
🎯মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলির দৃষ্টান্ত থেকে কী নিতে পারে?
⇒ শিক্ষা
🎯মুক্তিযুদ্ধ আমাদের কাহিনী-
⇒ গর্বের
ও গৌরবের
🎯ইতিহাসের কাল বিভাজনে কোনো সন-তারিখ ব্যবহার করা কঠিন কেন?
⇒ ইতিহাস
নিরন্তর প্রবহমান বলে
🎯আমাদের ভাষা আন্দোলনের প্রতীক হলো আমাদের জাতীয় শহীদ মিনার। জাতীয় শহিদ
মিনার ঐতিহাসের কোন ধরনের উপাদান?
⇒ প্রত্নতাত্বিক
উপাদান
🎯সমাজ জীবনকে গুরুত্ব দিয়ে কোন ঐতিহাসিক ইতিহাসের ধারণা দিয়েছেন?
⇒ টয়েনবি
🎯বর্তমান প্রজন্মের একজন তরুণ যদি ১৯৬০-এর দশকের বাঙালির ইতিহাস সম্পর্কে
অধ্যায়ন করে তবে সে জানতে পারবে সে সময়কার-
⇒ শিল্প
ব্যবস্থা ও সমাজজীবন সম্পর্কে
🎯‘ইতিহাস’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
⇒ ইতিহ
+ আস
🎯ভৌগোলিক অবস্থানগত ইতিহাস হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
⇒ জাতীয়
ইতিহাস
🎯প্রাচীন ভারতের সঠিক ইতিহাস জানা সম্ভব হয়নি। কারণ-
⇒ পর্যাপ্ত
উৎসের অভাব এবং ধারাবাহিকভাবে লিখিত নয়
🎯কোনটির মধ্যে সমাজ, সভ্যতা মানুষের ও জীবনযাত্রা পরস্পর সন্নিহিত থাকে?
⇒ ইতিহাসের
বিষয়বস্তুতে
🎯উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত?
⇒ নরসিংদী
🎯ইতিহাস পাঠ মানুষকে সাহায্য করে-
⇒ বর্তমান
অবস্থাকে বুঝতে ও ভবিৎষ্যত অনুধাবন করতে
🎯ইতিহাস খুবই মূল্যবান বিষয়-
⇒ বুদ্ধিজীবী,
রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদদের নিকট
🎯ইতিহাসের স্বরূপ সম্পর্কে তুমি যে বিষয়/বক্তব্য সমর্থন কর-
⇒ ইতিহাস
থেমে যায় ও ইতিহাসে আবেগ নেই
🎯জাতীয়তাবোধ ও জাতীয় সংহতি, সুদৃঢ়করণে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত?
⇒ ইতিহাস
পাঠ
🎯‘ইৎসিং’- কে?
⇒ ভ্রমণকারী
🎯ইতিহাস কোন ধরনের?
⇒ প্রবহমান
🎯হেরোডোটাস কোন দেশীয় ঐতিহাসিক?
⇒ গ্রিক
🎯ইতিহাস পঠন-পাঠন প্রয়োজন কেন?
⇒ ঐতিহ্য
অনুসন্ধানের জন্য
🎯প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ন, নিত্যব্যবহার্য জিনিসপত্র
এবং কৃষি উপকরণ সম্পর্কে ধারণা পাওয়া যায় কীভাবে?
⇒ প্রত্নতাত্ত্বিক
নিদর্শন থেকে
🎯‘ইতিহ’ শব্দের অর্থ কী?
⇒ ঐতিহ্য
🎯অতীত মানুষের সামনে তুলে ধরা সম্ভব কীভাবে?
⇒ ইতিহাসের
লিখিত ও অলিখিত উপাদানের মাধ্যম
🎯আফ্রিকান পরিব্রাজক ছিলেন?
⇒ ইবনে
বতুতা
🎯ইতিহাসের লিখিত উপাদান কীভাবে জীবনযাত্রার সঠিক চিত্র তুলে ধরতে পারে?
⇒ পূর্ণাঙ্গ
ঐতিহাসিক তথ্য প্রদান করার মাধ্যমে
🎯Hisroria/History শব্দের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে-
⇒ হেরোডটাসের
🎯ইতিহাসে কোনটির কোনো ঠাঁই নেই?
⇒ আবেগ
🎯বাঙালি জাতির গৌরবের ইতিহাস কীভাবে জানা যায়?
⇒ ইতিহাস
পাঠে
🎯ইতিহাসের দ্বারা ভবিষ্যৎ প্রভাবিত হওয়ার কারণ কী?
⇒ ইতিহাস
ভবিষ্যৎতের পথ নির্দেশ করে বলে
🎯কোনটি ইতিহাসের লিখিত উপাদান?
⇒ দলিলপত্র
🎯ইতিহাস মানেই হলো নগ্নসত্য, কোন ঐতিহাসিক এ মত পোষণ করতেন?
⇒ লিওপোল্ড
ফন্ র্যাংকে
🎯যেসব উপাদান থেকে আমরা কোনো সময়ের, স্থানে বা ব্যাক্তির সম্পর্কে যে তথ্য
পাই তাকে বলে-
⇒ প্রত্নতাত্ত্বিক
নিদর্শন
🎯একই ইতিহাস বর্ণনা,ব্যাখ্যা এক এক ঐতিহাসিক এক এক রকম দিয়ে থাকেন কেন?
⇒ মানুষের
পর্যবেক্ষণ ক্ষমতা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন বলে
🎯‘ইতিহাস’ শব্দটির আভিধানিক অর্থ-
⇒ সত্যানুসন্ধান
ও গবেষনা
🎯ইতিহাসের লিখিত উপাদানের অন্তর্ভুক্ত কোনটি?
⇒ অতীতকে
জানার জন্য
🎯ইতিহাস পাঠের মাধ্যমে আমরা জানতে পারি-
⇒ মানব
সমাজের জীবনযাত্রার অগ্রগতি
🎯হেরোডটাস ও লিওপোল্ড ফন্ র্যাংকে-এ দুই ব্যাক্তির মাঝে কোন বিষয়ে মিল আছে?
⇒ দুজনেই
ঐতিহাসিক
🎯জীবনের ভূলগুলোর পাশ কাটিয়ে সুন্দরভাবে চলার জন্য কোন জ্ঞানকে অনূসরণ করতে
বলা হয়েছে?
⇒ ইতিহাসের
🎯ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে বোঝার সুবিরধার্থে কয় ভাগে ভাগ করা যায়?
⇒ ৩
ভাগে
🎯সামগ্রিকভাবে যা কিছু সমাজ সভ্যতার বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত
করছে তাই?
⇒ ইতিহাসের
বিষয়বস্তু
🎯বর্তমানের সকল বিষয়ই অতীতের ক্রমবিবর্তনের ফল। কথাটি দ্বারা কোনটি ওপর গুরুত্বরোপ
করা হয়েছে?
⇒ অতীতের
🎯পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
⇒ গোপাল
🎯সমাজের সর্বস্তরে মানুষেরই ইতিহাস জানা প্রয়োজন কেন?
⇒ জাতীয়
পরিচয় ও ঐতিহ্য রক্ষার জন্য
🎯পঠন-পাঠন, আলোচনা ও গবেষনাকর্মের সুবিধার্থে ইতিহাসের প্রকারভেদ হলো-
⇒ ভৌগোলিক
অবস্থানগত ইতিহাস ও বিষয়বস্তুগত
🎯ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে কত ভাগ করা যায়?
⇒ তিন
ভাগে। স্থানীয়, জাতীয় ও আন্তজার্তিক
🎯বাংলাদেশে শত্রুমুক্ত হয় কত তারিখে?
⇒ ১৬
ডিসেম্বর ১৯৭১
🎯মানুষের সাফল্য ও ব্যর্থতার বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান-উক্তিটি ইতিহাসের
কোন অংশের সাথে সম্পর্কিত?
⇒ ঐতিহ্য
অনুসন্ধান করতে সাহয্য করে
🎯ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি-
⇒ দেশের
স্বার্থে, জাতির স্বার্থে ও ব্যাক্তির স্বার্থে
🎯কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়?
⇒ টয়েনবি
🎯রুপকথা, গল্পকাহিনী ও কিংবদন্তি ইতিহাসের উপাদান হিসেবে কীভাবে কাজ করে?
⇒ অতীত
জীবনযাত্রার চিত্র তুলে ধরে
🎯মার্কসবাদ প্রচারের পর রচিত হয়-
⇒ শিল্পকলার
ও অর্থনীতির ইতিহাস
🎯হেরোডটাসকে অনুকরণ করে যদি কোনে ঐতিহাসিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস
লিখতে চান তবে তাঁকে লিখতে হবে-
⇒ মুক্তিযুদ্ধের
গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ ও বাঙালির বিজয়গাথা
কোন মন্তব্য নেই
Thank You