Bangla Grammar MCQ
অধ্যায়ঃ
১ ভাষা
১. নিচের কোনটি
ফরাসি শব্দ?
ক)
হরতাল
খ)
পাদ্রি
গ)
তোপ
ঘ)
কুপন
সঠিক
উত্তর: (ঘ)
২.
কোনটি দেশি শব্দের উদাহরণ?
ক)
লুঙ্গি
খ)
খোকা
গ)
সাবেক
ঘ)
সম্রাট
সঠিক
উত্তর: (খ)
৩.
মানুষের কন্ঠ নিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে কী বলে?
ক)
ধ্বনি
খ)
শব্দ
গ)
বাক্য
ঘ)
ভাষা
সঠিক
উত্তর: (ঘ)
৪.
কোনটি আরবি শব্দ?
ক)
গোসল
খ)
রোযা
গ)
বেহেশত
ঘ)
নামায
সঠিক
উত্তর: (ক)
৫. কোনটি প্রশাসনিক শব্দ?
ক)
নালিশ
খ)
নমুনা
গ)
কলেজ
ঘ)
রপ্তানি
সঠিক
উত্তর: (ক)
৬.
কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়?
ক)
পালি
খ)
হিন্দি
গ)
উড়িয়া
ঘ)
বঙ্গকামরূপী
সঠিক
উত্তর: (ঘ)
৭.
বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা?
ক)
আসাম
খ)
পশ্চিমবঙ্গ
গ)
গুজরাট
ঘ)
উত্তর প্রদেশ
সঠিক
উত্তর: (খ)
৮.
গুজরাটি শব্দের উদাহরণ কোনটি?
ক)
হরতাল
খ)
লুঙ্গি
গ)
রিক্সা
ঘ)
চাকু
সঠিক
উত্তর: (ক)
৯.
প্রাতিপাদিক কী?
ক)
সাধিত শব্দ
খ)
বিভক্তিযুক্ত শব্দ
গ)
বিভক্তিহীন নামশব্দ
ঘ)
উপসর্গযুক্ত শব্দ
সঠিক
উত্তর: (গ)
১০.
নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ?
ক)
আলমারি, গুদাম
খ)
চাহিদা, শিখ
গ)
চা, চিনি
ঘ)
কুপন, ডিপো
সঠিক
উত্তর: (ক)
১১.
ভাষা কী?
ক)
উচ্চারণের প্রতীক
খ)
কন্ঠের উচ্চারণ
গ)
ভাব প্রকাশের মাধ্যম
ঘ)
ধ্বনির সমষ্টি
সঠিক
উত্তর: (গ)
১২.
‘পাউরুটি’ শব্দটি কোন ভাষার?
ক)
পর্তুগিজ
খ)
ফরাসি
গ)
গুজরাটি
ঘ)
পাঞ্জাবি
সঠিক
উত্তর: (ক)
১৩.
কোনটি ফারসি শব্দ?
ক)
যাকাত
খ)
উকিল
গ)
পয়গম্বর
ঘ)
চশমা
সঠিক
উত্তর: (ঘ)
১৪.
‘ডাক্তারখানা’ মিশ্র শব্দটি কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
ক)
ইংরেজি-ফারসি
খ)
ইংরেজি-আরবি
গ)
ইংরেজি-সংস্কৃত
ঘ)
বাংলা-আরবি
সঠিক
উত্তর: (খ)
১৫.
নিচের কোনটি তৎসম শব্দ?
ক)
চন্দ্র/ধর্ম
খ)
গিন্নী
গ)
ডিঙ্গা
ঘ)
ঈমান
সঠিক
উত্তর: (ক)
১৬.
সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী?
ক)
তৎসম শব্দ
খ)
তদ্ভব শব্দ
গ)
অর্ধতৎসম শব্দ
ঘ)
দেশি শব্দ
সঠিক
উত্তর: (ক)
১৭.
বক্তৃতায় ভাষার কোন রীতির ব্যবহার করা বাঞ্ছনীয়?
ক)
সাধু
খ)
চলিত
গ)
কথ্য বাংলা
ঘ)
আঞ্চলিক
সঠিক
উত্তর: (খ)
১৮.
কোনটি দেশি শব্দ নয়?
ক)
পেট
খ)
চাঙারী
গ)
ঘর
ঘ)
ঠোঙা
সঠিক
উত্তর: (গ)
১৯.
কোনটি ধর্মসংক্রান্ত ফারসি শব্দ?
ক)
কুরআন
খ)
রোযা/যাকাত
গ)
নালিশ
ঘ)
ঈদ
সঠিক
উত্তর: (খ)
২০.
বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
ক)
মধুমালতী
খ)
সিকান্দারনামা
গ)
শ্রীকৃষ্ণকীর্তন
ঘ)
বৈষ্ণব পদাবলি
সঠিক
উত্তর: (গ)
কোন মন্তব্য নেই
Thank You