Bangladesh Affairs Short Note
🎯অবারিত
স্বাধীনতা স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত-
⇒ রাজেন্দ্রপুর
চৌরাস্তা, গাজীপুর
🎯চিনি
মসজিদ কোথায় অবস্থিত-
⇒ সৈয়দপুর
🎯বাংলাদেশ ব্যাংক NPSB'র মাধ্যমে আন্তঃব্যাংক
ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার এর উদ্বোধন করে?
⇒ ২ নভেম্বর ২০১৭
🎯দেশের প্রথম কাঁকড়া হ্যাচারি কোথায়
অবস্থিত?
⇒ শ্যামনগর, সাতক্ষীরা
🎯দেশের প্রথম স্মার্টফোন কারখানা কোথায়
অবস্থিত?
⇒ চন্দ্রা, গাজীপুর
🎯বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক
পণ্য কোনটি?
⇒ ইলিশ
🎯বাংলাদেশে বর্তমানে নিযুক্ত এশীয় উন্নয়ন
ব্যাংকের আবাসিক পরিচালক (কান্ট্রি ডিরেক্টর) কে?
⇒ মনমোহন পারকাস (ভারত)
🎯বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী
হাইকমিশনার কে?
⇒ অ্যালিশন ব্লেইক
🎯বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী কাজী
জাফর আহমেদ কবে মৃত্যু বরণ করেন?
⇒ ২৭ আগস্ট ২০১৫
🎯১৯৬৯ সালের গণঅভ্যুত্থান দিবস কোনটি?
⇒ ২৪ জানুয়ারি
🎯ছিটমহল বিনিময় কার্যকর হয় কবে?
⇒ ১ আগস্ট ২০১৫
🎯বাংলাদেশের জাতীয় ফুল -
⇒ শাপলা
🎯বাংলাদেশের জাতীয় কবি কে?
⇒ কাজী নজরুল ইসলাম
🎯মাদকদ্রব্য দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক
হিসেবে নিয়োগ পেয়েছিলেন কে?
⇒ ফরিদ আহমেদ ভূঞা
🎯শাপলা বাংলাদেশের জাতীয় ফুল সেহেতু
⇒ বাংলাদেশে প্রচুর শাপলা জন্মে
🎯বাংলাদেশের সংস্কৃতির অন্যতম অংশ বিভিন্ন
জাতীয় দিবস উদযাপন। নিচের কোনটি সর্বজন স্বীকৃত প্রাচীন সংস্কৃতির ধারক?
⇒ বৈশাখী মেলা
🎯বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কোনটি?
⇒ ২১ নভেম্বর
🎯UNESCO কবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭
মার্চের ভাষণকে 'বিশ্ব প্রামাণ্য ঐতিহা' হিসেবে ঘোষণা করে?
⇒ ৩০ অক্টোবর, ২০১৭
🎯বাংলাদেশে ‘কৃষিদিবস’ -
⇒ পহেলা অগ্রহায়ণ
🎯বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটি ডিজাইন
করেন
⇒ এ এন সাহা
🎯মৌর্যযুগে গুপ্তচরকে ডাকা হতো-
⇒ সঞ্চারা
🎯চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন নদী নিয়ে
গবেষণা কেন্দ্র চালু করে?
⇒ হালদা নদী
🎯“আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি”
গানটি রচনার প্রেক্ষাপট কি ছিল?
⇒ বঙ্গভঙ্গজনিত আন্দোলনকালে রচিত
🎯বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস?
⇒ ১৪ ডিসেম্বর
🎯বাংলাদেশে জাতীয় স্মৃতিসৌধে কতটি কৌণিক
স্তর রয়েছে?
⇒ ৭টি
🎯বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?
⇒ ২ মার্চ
🎯ইংরেজি কোন সনের দুর্ভিক্ষ 'পঞ্চাশের
মন্বন্তর' নামে পরিচিত?
⇒ ১৯৪৩
🎯অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী
-
⇒ খাজা নাজিমুদ্দিন
🎯অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে
ছিলেন?
⇒ হোসেন শহীদ সোহরাওয়ার্দী
🎯ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে
উত্থাপিত হয়?
⇒ ২৩ মার্চ ১৯৪০
🎯১৯৪০ সালের লাহোর প্রস্তাবের উত্থাপক
কে ছিলেন?
⇒ এ কে ফজলুল হক
🎯লাহোর প্রস্তাব ছিল -
⇒ ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ
গঠনের প্রস্তাব
🎯ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন
করে?
⇒ রাজনৈতিক
🎯ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল?
⇒ ১৯৪৬ সালে
🎯নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের
প্রতিদ্বন্দ্বী ছিল?
⇒ জাপান
🎯বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন-
⇒ লর্ড হার্ডিঞ্জ
🎯কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন?
⇒ নওয়াব সলিমুল্লাহ
🎯বঙ্গভঙ্গের পরেই ঢাকায় নির্মিত হয়?
⇒ হাইকোর্ট
🎯বঙ্গ প্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশে
বিভক্ত করেন-
⇒ লর্ড কার্জন
🎯জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে
কার সম্পর্ক-
⇒ রবীন্দ্রনাথ ও নাইট উপাধি
🎯স্যার সৈয়দ আহমদ কত তারিখে অল ইন্ডিয়া
মোহামেডান এডুকেশনাল করফারেন্স প্রতিষ্ঠা করেন?
⇒ ২৭ ডিসেম্বর ১৮৮৬
🎯পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
⇒ চৌধুরী খালেকুজ্জামান
🎯ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা
কে?
⇒ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
🎯বাংলাদেশ আওয়ামী লীগ কোন সনে প্রতিষ্ঠিত
হয়?
⇒ ১৯৪৯
🎯উপমহাদেশের ভবিষ্যৎ সংবিধানের খসড়া
তৈরি করে কোন কমিশন?
⇒ সাইমন কমিশন
🎯কে ধর্মকে রাজনীতি থেকে পৃথক করেছেন?
⇒ ম্যাকিয়াভেলী
🎯বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে
ছিলেন?
⇒ তাজউদ্দিন আহমেদ
🎯সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান?
⇒ তৃতীয়
🎯রামু উপজেলা কোন জেলায় অবস্থিত?
⇒ কক্সবাজার
🎯রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান কে পরিচালনা
করেন?
⇒ স্পিকার
🎯বাংলাদেশে কয় প্রকার পৌরসভা আছে?
⇒ ৩
🎯লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোন
মন্ত্রণালয়ের অধীন?
⇒ জনপ্রশাসন
🎯বাগেরহাট হলো-
⇒ জেলা শহর
🎯নিচের কোনটিকে স্থানীয় সরকার বলা হয়?
⇒ জেলা পরিষদ
🎯ইউনিয়ন পরিষদে কয়টি ওয়ার্ড থাকে?
⇒ ৯
🎯নিচের কোন নগরটিতে উন্নয়ন কর্তৃপক্ষ
নেই?
⇒ বরিশাল
🎯বাংলাদেশে প্রজাতন্ত্রের নির্বাহী
ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?
⇒ প্রধানমন্ত্রী
🎯মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
⇒ সচিব
🎯বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য
সংখ্যা কত?
⇒ ১২
🎯মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে?
⇒ মন্ত্রী
🎯শহর এলাকার স্থানীয় স্বায়ত্তশাসিত
সংস্থা কি?
⇒ পৌরসভা
🎯বাংলাদেশে কয়টি নগরে উন্নয়ন কর্তৃপক্ষ
আছে?
⇒ ৪
🎯নিম্নের কোনটিকে স্থানীয় সরকার বলা
হয় না?
⇒ নগর উন্নয়ন কর্তৃপক্ষ
🎯বাংলাদেশের ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিলের
চেয়ারম্যান কে?
⇒ প্রধানমন্ত্রী
🎯২০১০ সালে রাজধানী হিসেবে ঢাকার কততম
বর্ষ উদযাপিত হয়েছে?
⇒ ৪০০
🎯ISPR কোন মন্ত্রণালয়ের অধীন?
⇒ প্রতিরক্ষা
🎯বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে
ঋণী?
⇒ অপভ্রংশ
🎯‘চর্যাপদ ’কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
⇒ সহজিয়া বৌদ্ধ
🎯পুঁথি সাহিত্য বলতে বুঝি-
⇒ ইসলামী চেতনাসম্পৃক্ত
🎯বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির
বিশেষ অবদান রয়েছে?
⇒ ফোর্ট উইলিয়াম কলেজ
🎯ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রতিষ্ঠা
কোন খ্রিষ্টাব্দে?
⇒ ১৯২৬
🎯‘মুসলিম সাহিত্য সমাজ’ এর মুখপত্র
ছিল-
⇒ শিখা
🎯'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে
আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'- এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
⇒ শিখা
🎯‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’-এর প্রধান
লেখক ছিলেন-
⇒ কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
🎯মুক্তযুদ্ধির লেখক হিসাবে বিশেষ উল্লেখযোগ্য-
⇒ কাজী আব্দুল ওদুদ
🎯মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অবস্থিত?
⇒ দক্ষিণপূর্ব
🎯বাংলাদেশের পূর্বে অবস্থিত?
⇒ পশ্চিমবঙ্গ ও কুচবিহার
🎯'হপ্ত পয়কর' কার রচনা?
⇒ সৈয়দ আলাওল
🎯বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য
কয়টি?
⇒ ৫টি
🎯'বলাকা' কাব্যগ্রন্থের প্রতিনিধিত্বকারী
রচনা হল-
⇒ বলাকা
🎯বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু কোথায়
অবস্থিত?
⇒ কক্সবাজার
🎯"মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী
আর এক হাতে রণতূর্য"- কোন কবিতার চরণ?
⇒ বিদ্রোহী
🎯বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল?
⇒ ৫৬,৫০১ বর্গমাইল
🎯বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
⇒ গীতি কবিতা
🎯'বাংলার মুখ' কবিতাটি কোন কাব্যের
অন্তর্গত?
⇒ রূপসী বাংলা
🎯'শুভলং' ঝরণা কোন জেলায় অবস্থিত?
⇒ রাঙামাটি
🎯উনিশ শতকের গীতিকাব্য ধারার অন্যতম
কবি-
⇒ বিহারী লাল
🎯শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত?
⇒ সিলেট
🎯সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য
অবস্থিত?
⇒ মেঘালয়
🎯'অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা
কে?
⇒ হূমায়ুন আজাদ
🎯মঙ্গলকাব্যের কবি নন কে?
⇒ দাশু রায়
🎯দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক-
⇒ গ্যারি জে ব্যাস
🎯বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য
কত?
⇒ ৪৪৫ মাইল
🎯বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের
-
⇒ ২০°৩৮'- ২৬°৩৮'
🎯বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের
Maritime boundary বিদ্যমান রয়েছে?
⇒ মিয়ানমার
🎯বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত?
⇒ ৫১৩৮ কি.মি.
🎯টাঙ্গুয়ার হাওড়ের আয়তন কত?
⇒ ১০০ বর্গ কিমি
কোন মন্তব্য নেই
Thank You