Class XI-XII ICT Full MCQ

Raisul Islam Hridoy 0
📋 সূচিপত্র
প্রথম অধ্যায়
দ্বিতীয় অধ্যায়
তৃতীয় অধ্যায়
চতুর্থ অধ্যায়
পঞ্চম অধ্যায়
ষষ্ঠ অধ্যায়

প্রথম অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

১. বিশ্বগ্রাম শব্দটি দ্বারা নিম্নের কোনটি বোঝানো হয়েছে?
ক. ছোট গ্রাম   খ. বড় গ্রাম
গ. তথ্য প্রযুক্তি   ঘ. মাইক্রোসফট ওয়ার্ড
উত্তর: গ. তথ্য প্রযুক্তি
২. সর্বপ্রথম বিশ্বগ্রাম ধারনার অবতারনা করেন কে?
ক. মার্শাল ম্যাকলুহান   খ. দ্যা গুটেনবার্গ গ্যালাক্রি
গ. ইনটারর পল   ঘ. ড. ইউনুস
উত্তর: ক. মার্শাল ম্যাকলুহান
৩. কোন দেশকে স্বল্প সময়ের মধ্যে উন্নত দেশের সারিতে আনতে হলে নিচের কোন উপাদানের উপস্থিত আবশ্যক?
ক. খেলা-ধুলা   খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. ব্যবসায় – বানিজ্য   ঘ. ব্যাংক ব্যাবস্থা
উত্তর: খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৪. যোগাযোগ ব্যবস্থার অবর্ননীয় পরিবর্তনের একটি মাইল ফলক হচ্ছে-
ক. বাস   খ. ট্রেন   গ. বিশ্বগ্রাম   ঘ. ফোন
উত্তর: গ. বিশ্বগ্রাম
৫. বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক?
ক. ইন্টারনেট   খ. কম্পিউটার   গ. মডেম   ঘ. হাব
উত্তর: ক. ইন্টারনেট
৬. বিশ্বগ্রামের ধারনা কত সালে রূপ নেয়?
ক. ১৯৬৯ সালে   খ. ১৯৭০ সালে   গ. ১৮৭১ সালে   ঘ. ১৯৭২ সালে
উত্তর: খ. ১৯৭০ সালে
৭. কোন ব্যবস্থার ফলে কাজের গতি বেড়েছে, সময়ের অপচয় কমেছে, অর্থ ও শ্রমের সাশ্রয় হয়েছে?
ক. ইন্টারনেট   খ. তথ্য প্রযুক্তি   গ. বিশ্বগ্রাম   ঘ. কম্পিউটার
উত্তর: খ. তথ্য প্রযুক্তি
৮. কিসের মাধ্যমে বিশ্বগ্রাম সমগ্র বিশ্বে কর্মসংস্থানের সুযোগ তৈরী করে দিয়েছে?
ক. অনলাইন   খ. DNA   গ. মোবাইল   ঘ. ডাক ব্যবস্থা
উত্তর: গ. মোবাইল
৯. ই- কমার্স নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে?
ক. বাসস্থান   খ. ব্যবসায় -বাণ‌িজ্য   গ. মহাকাশ অভিজান   ঘ. চিকিৎসা
উত্তর: খ. ব্যবসায়-বাণ‌িজ্য
১০. ক্রায়োসার্জারী চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্নয় ব্যবহার করা হয়?
ক. উচ্চ রক্তচাপ   খ. এইডস   গ. চামড়ার ক্যান্সার   ঘ. হার্ট-এটাক
উত্তর: গ. চামড়ার ক্যান্সার
১১. আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে?
ক. জেনেটিক টেকনোলজী   খ. ইনফরমেট্রিক্স
গ. বায়োইনফরমেট্রিক্স   ঘ. বায়োমেট্রিক্স
উত্তর: ঘ. বায়োমেট্রিক্স
১২. বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ঘরে বসে যে কোনো শিক্ষকের ক্লাসে অংশ গ্রহন করতে পারেন?
ক. ইন্টারনেট   খ. শিক্ষকের প্রত্যক্ষ তত্ত্বাবধান
গ. যোগাযোগ   ঘ. ই কমার্স
উত্তর: ক. ইন্টারনেট
১৩. বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী নিচের কোনটিকে বাস্তব মনে করেন?
ক. ত্রি-মাত্রিক ছবি   খ. ভার্চুয়াল রিয়েলিটি
গ. টিভির ছবি   ঘ. রিয়েলিটি শো
উত্তর: খ. ভার্চুয়াল রিয়েলিটি
১৪. ভার্চুয়াল রিয়েলিটি হলো কাল্পনিক মাল্টিমিডিয়া ব্যবহার যা নিচের কোন অবস্থার সৃষ্টি করে?
ক. বাস্তব জগতে থাকা   খ. অবাস্তব জগতে থাকা
গ. অদ্ভূত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া   ঘ. প্রভাবিত হওয়া
উত্তর: গ. অদ্ভূত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া
১৫. ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়?
ক. কম্পিউটার   খ. বিহেভিয়ার   গ. তথ্য ব্যবস্থা   ঘ. এনভায়রনমেন্ট
উত্তর: ঘ. এনভায়রনমেন্ট

সম্পূর্ণ পিডিএফ ফাইলটি পেতে নিচের বাটনে ক্লিক করুন:

📥 Download

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

Class XI-XII ICT Full MCQ

📋 সূচিপত্র প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় ...