গুরুত্বপূর্ণ বাগধারা

Raisul Islam Hridoy 0
গুরুত্বপূর্ণ বাগধারা - বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন

গুরুত্বপূর্ণ বাগধারা সমূহ

বাগধারা কাকে বলে?
কোনো শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগ্‌ধারা বলে।

বিসিএস, ব্যাংক, নিবন্ধন, প্রাথমিক শিক্ষক নিয়োগ, ব্যাংক নিয়োগ এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি বার আসা বাগধারা। আশাকরি যে কোন প্রতিযোগীতামূল পরীক্ষায় কমন আসবে

গুরুত্বপূর্ণ বাগধারা সমূহ

ক্রমিক নং বাগধারা অর্থ
অক্কা পাওয়া মারা যাওয়া
কড়ায় গণ্ডায় পুরোপুরি
কপাল ফেরা সৌভাগ্য লাভ
কাঁঠালের আমসত্ত্ব অসম্ভব বস্তু
কলুর বলদ এক টানা খাটুনি
কচ্ছপের কামড় যা সহজে ছাড়ে না
কচুকাটা করা নির্মমভাবে ধ্বংস করা
ওজন বুঝে চলা অবস্থা বুঝে চলা
এক ক্ষুরে মাথা মুড়ানো একই দলভুক্ত
১০ একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয়
১১ হাড় হাভাতে হতভাগ্য
১২ হিতে বিপরীত উল্টো ফল
১৩ হীরার ধার অতি তীক্ষ্ণবুদ্ধি
১৪ হাতুড়ে বদ্যি আনাড়ি চিকিৎসক
১৫ হস্তীমূর্খ বুদ্ধিতে স্থূল
১৬ এক মাঘে শীত যায় না বিপদ এক বারই আসে না, বার বার আসে
১৭ এক ক্ষুরে মাথা মুড়ানো একই স্বভাবের
১৮ ঊনপাঁজুড়ে অপদার্থ
১৯ উজানে কৈ সহজলভ্য
২০ উড়ো চিঠি বেনামি পত্র
২১ উভয় সংকট দুই দিকেই বিপদ
২২ উত্তম মধ্যম প্রহার
২৩ ইলশে গুঁড়ি গুড়ি গুড়ি বৃষ্টি
২৪ ইঁদুর কপালে নিতান্ত মন্দভাগ্য
২৫ আকাশে তোলা অতিরিক্ত প্রশংসা করা
২৬ আঠার মাসের বছর দীর্ঘসূত্রিতা
২৭ আমতা আমতা করা ইতস্তত করা, দ্বিধা করা
২৮ আমড়া কাঠের ঢেঁকি অপদার্থ
২৯ আদা জল খেয়ে লাগা প্রাণপণ চেষ্টা করা
৩০ আকাশের চাঁদ হাতে পাওয়া দুর্লভ বস্তু প্রাপ্তি

সম্পূর্ণ নোট একসাথে ডাউনলোড করুন (পিডিএফ)

📥 ডাউনলোড করুন (Google Drive)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

সাধারণ বিজ্ঞান সাজেশন

সাধারণ বিজ্ঞান সাজেশন (পর্ব-০২) – প্রাথমিক শিক্ষক নিয়োগ সাধারণ বিজ্ঞান সাজেশন (পর্ব-০২) ...