গুরুত্বপূর্ণ বাগধারা সমূহ
বাগধারা কাকে বলে?
কোনো শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগ্ধারা বলে।
বিসিএস, ব্যাংক, নিবন্ধন, প্রাথমিক শিক্ষক নিয়োগ, ব্যাংক নিয়োগ এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি বার আসা বাগধারা। আশাকরি যে কোন প্রতিযোগীতামূল পরীক্ষায় কমন আসবে।
গুরুত্বপূর্ণ বাগধারা সমূহ
| ক্রমিক নং | বাগধারা | অর্থ |
|---|---|---|
| ১ | অক্কা পাওয়া | মারা যাওয়া |
| ২ | কড়ায় গণ্ডায় | পুরোপুরি |
| ৩ | কপাল ফেরা | সৌভাগ্য লাভ |
| ৪ | কাঁঠালের আমসত্ত্ব | অসম্ভব বস্তু |
| ৫ | কলুর বলদ | এক টানা খাটুনি |
| ৬ | কচ্ছপের কামড় | যা সহজে ছাড়ে না |
| ৭ | কচুকাটা করা | নির্মমভাবে ধ্বংস করা |
| ৮ | ওজন বুঝে চলা | অবস্থা বুঝে চলা |
| ৯ | এক ক্ষুরে মাথা মুড়ানো | একই দলভুক্ত |
| ১০ | একাদশে বৃহস্পতি | সৌভাগ্যের বিষয় |
| ১১ | হাড় হাভাতে | হতভাগ্য |
| ১২ | হিতে বিপরীত | উল্টো ফল |
| ১৩ | হীরার ধার | অতি তীক্ষ্ণবুদ্ধি |
| ১৪ | হাতুড়ে বদ্যি | আনাড়ি চিকিৎসক |
| ১৫ | হস্তীমূর্খ | বুদ্ধিতে স্থূল |
| ১৬ | এক মাঘে শীত যায় না | বিপদ এক বারই আসে না, বার বার আসে |
| ১৭ | এক ক্ষুরে মাথা মুড়ানো | একই স্বভাবের |
| ১৮ | ঊনপাঁজুড়ে | অপদার্থ |
| ১৯ | উজানে কৈ | সহজলভ্য |
| ২০ | উড়ো চিঠি | বেনামি পত্র |
| ২১ | উভয় সংকট | দুই দিকেই বিপদ |
| ২২ | উত্তম মধ্যম | প্রহার |
| ২৩ | ইলশে গুঁড়ি | গুড়ি গুড়ি বৃষ্টি |
| ২৪ | ইঁদুর কপালে | নিতান্ত মন্দভাগ্য |
| ২৫ | আকাশে তোলা | অতিরিক্ত প্রশংসা করা |
| ২৬ | আঠার মাসের বছর | দীর্ঘসূত্রিতা |
| ২৭ | আমতা আমতা করা | ইতস্তত করা, দ্বিধা করা |
| ২৮ | আমড়া কাঠের ঢেঁকি | অপদার্থ |
| ২৯ | আদা জল খেয়ে লাগা | প্রাণপণ চেষ্টা করা |
| ৩০ | আকাশের চাঁদ হাতে পাওয়া | দুর্লভ বস্তু প্রাপ্তি |
সম্পূর্ণ নোট একসাথে ডাউনলোড করুন (পিডিএফ)
📥 ডাউনলোড করুন (Google Drive)


Thank You