বিসিএস বাংলা প্রস্তুতি - ZerO to Infinity

Header Ads

বিসিএস বাংলা প্রস্তুতি

 


বিষয় কোড: ১১১ — চর্যাপদ, মঙ্গলকাব্য ও সাহিত্য (150 Q&A)

বিষয় কোড: ১১১ — চর্যাপদ, মঙ্গলকাব্য ও বাংলা সাহিত্য (১৫০ প্রশ্ন ও উত্তর)

প্রশ্নগুলো বিভাগভিত্তিক সাজানো (চর্যাপদ ১–৫০, মঙ্গলকাব্য ৫১–৯০, বৈষ্ণব পদাবলী ৯১–১২০, সাধারণ সাহিত্য ধারণা ১২১–১৫০)

চর্যাপদ — ১–৫০

১. চর্যাপদ কে আবিষ্কার করেন? উত্তর: মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।

২. চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়? উত্তর: নেপালের রাজদরবারের রয়েল লাইব্রেরি থেকে।

৩. চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? উত্তর: ১৯০৭ সালে।

৪. হরপ্রসাদ শাস্ত্রী মোট কয়টি পুঁথি আবিষ্কার করেন? উত্তর: ৪টি — চর্যাচর্যবিনিশ্চয়, সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা ও ডাকার্ণব।

৫. চর্যাপদ কোন প্রতিষ্ঠানের সহায়তায় প্রকাশিত হয়? উত্তর: বঙ্গীয় সাহিত্য পরিষৎ, কলকাতা।

৬. চর্যাপদ কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়? উত্তর: ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দ)।

৭. হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত গ্রন্থটির নাম কী ছিল? উত্তর: ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা’।

৮. চর্যাপদের মূল নাম কী? উত্তর: চর্যাচর্যবিনিশ্চয়।

৯. চর্যাপদের পুঁথিটি কোন লিপিতে লেখা ছিল? উত্তর: প্রাচীন নেওয়ারি লিপিতে।

১০. চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী ছিল? উত্তর: মহামহোপাধ্যায়।

১১. চর্যাপদের পুঁথিটি কিসের উপর লেখা হয়েছিল? উত্তর: তালপাতার উপর।

১২. হরপ্রসাদ শাস্ত্রী দ্বিতীয়বার নেপালে যান কত সালে? উত্তর: ১৯০৭ সালে, যেবার তিনি এটি আবিষ্কার করেন।

১৩. চর্যাপদের সঙ্গে আবিষ্কৃত অন্য দুটি বইয়ের নাম কী? উত্তর: সরহপাদের দোহা ও কৃষ্ণাচার্যের দোহা।

১৪. 'হাজার বছরের পুরাণ...' গ্রন্থটির ভূমিকা কে লেখেন? উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী।

১৫. চর্যাপদের তিব্বতি অনুবাদ কে আবিষ্কার করেন? উত্তর: ড. প্রবোধচন্দ্র বাগচী।

১৬. চর্যাপদের ফটোকপি কোথায় সংরক্ষিত আছে? উত্তর: জাতীয় জাদুঘর, কলকাতা।

১৭. চর্যাপদের মূল পুঁথিটি বর্তমানে কোথায় সংরক্ষিত আছে? উত্তর: নেপালের জাতীয় আর্কাইভসে।

১৮. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল কত? উত্তর: খ্রিস্টাব্দ ৬৫০–১২০০ খ্রিস্টাব্দের মধ্যে।

১৯. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল কত? উত্তর: ৯৫০–১২০০ খ্রিস্টাব্দের মধ্যে।

২০. চর্যাপদ কোন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন? উত্তর: প্রাচীন যুগের।

২১. চর্যাপদের ভাষা কী নামে পরিচিত? উত্তর: সান্ধ্য বা আলো-আঁধারি ভাষা।

২২. 'সন্ধ্যা ভাষা' শব্দটি কে ব্যবহার করেন? উত্তর: মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।

২৩. 'সন্ধ্যা ভাষা' অর্থ কী? উত্তর: যে ভাষার কিছু অংশ বোঝা যায় ও কিছু অংশ বোঝা যায় না।

২৪. ভাষাতাত্ত্বিকরা চর্যাপদের ভাষা কী বলেছেন? উত্তর: প্রত্ন-বাংলা-অসমীয়া-ওড়িয়া মিশ্র ভাষা।

২৫. চর্যাপদের ভাষাকে বাংলা বলে প্রথম প্রমাণ করেন কে? উত্তর: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

২৬. তিনি কোন গ্রন্থে এটি প্রমাণ করেন? উত্তর: 'The Origin and Development of the Bengali Language' (ODBL)।

২৭. চর্যাপদের প্রধান ছন্দ কী? উত্তর: মাত্রাবৃত্ত ছন্দ।

২৮. চর্যার পদগুলো কোন ছন্দে রচিত? উত্তর: পাদাকুলক ছন্দ (প্রতি চরণে ১৬ মাত্রা)।

২৯. চর্যাপদের টিকাকার কে? উত্তর: মুনিদত্ত।

৩০. চর্যাপদের পদে সাধারণত কয়টি চরণ থাকে? উত্তর: সাধারণত ১০টি চরণ, তবে ব্যতিক্রম আছে।

৩১. চর্যাপদের ভাষাকে মৈথিলীর পূর্বসূরি বলে দাবি করেছেন কে? উত্তর: জয়কান্ত মিশ্র।

৩২. চর্যাপদের ভাষাকে হিন্দি বলা হয়েছে কাদের দ্বারা? উত্তর: বিজয়চন্দ্র মজুমদার।

৩৩. চর্যাপদের ভাষাকে অসমীয়া বলে দাবী করেছেন কারা? উত্তর: ডিম্বেশ্বর নেওগ ও অন্যান।

৩৪. চর্যাপদের ভাষাকে ওড়িয়া বলে দাবী করেছেন কে? উত্তর: করুণাকর কর।

৩৫. চর্যাপদের প্রতি ছত্রে কতটি মাত্রা থাকে? উত্তর: ১৬ মাত্রা।

৩৬. মুনিদত্তের টীকাটি কোন ভাষায় রচিত? উত্তর: সংস্কৃত ভাষায়।

৩৭. 'চর্যা' শব্দের অর্থ কী? উত্তর: আচরণীয়।

৩৮. 'পদ' শব্দের অর্থ কী? উত্তর: পা বা চরণ।

৩৯. চর্যাপদ এক প্রকার কী? উত্তর: সাধন সংগীত বা গানের সংকলন।

৪০. চর্যার পদগুলো কী ধরনের? উত্তর: গীতি কবিতা।

৪১. চর্যাপদে মোট কতজন কবির সন্ধান পাওয়া যায়? উত্তর: ২৪ জন।

৪২. চর্যাপদে মোট কয়টি পদ পাওয়া গেছে? উত্তর: সাড়ে ছেচল্লিশটি (প্রায় ৪৬-৪৭)।

৪৩. চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায়নি? উত্তর: ২৪, ২৫, ৪৮ এবং ২৩ নং পদের অর্ধেক।

৪৪. চর্যাপদের আদি কবি কে? উত্তর: লুইপা।

৪৫. চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে? উত্তর: কাহ্নপা।

৪৬. কাহ্নপা মোট কতটি পদ রচনা করেন? উত্তর: ১৩টি (কিছু সূত্রে ১২টি)।

৪৭. চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচয়িতা কে? উত্তর: ভুসুকুপা (৮টি পদ)।

৪৮. চর্যাপদের একমাত্র নারী কবির নাম কী? উত্তর: কুক্কুরীপা (কিছু গবেষকের মতে)।

৪৯. "কা আ তরুবর পাঞ্চ বি ডাল" – রচয়িতা কে? উত্তর: লুইপা (চর্যার প্রথম পদ)।

৫০. চর্যাপদের বাঙালি কবি কারা ছিলেন? উত্তর: শবরপা, ভুসুকুপা, কাহ্নপা প্রমুখ।

মঙ্গলকাব্য — ৫১–৯০

৫১. ভুসুকুপা নিজেকে কোন অঞ্চলের কবি বলে পরিচয় দিয়েছেন? উত্তর: বাঙালি। ('আজি ভুসুকু বঙ্গালী ভইলী')

৫২. কোন কবির পদে 'বঙ্গ' ও 'বাঙ্গালি' শব্দের উল্লেখ আছে? উত্তর: ভুসুকুপা।

৫৩. চর্যাপদের কোন কবির নাম তিব্বতি কিংবদন্তীতে পাওয়া যায়? উত্তর: সরহপা।

৫৪. পদকর্তাদের নামের শেষে 'পা' শব্দটি কেন ব্যবহৃত হতো? উত্তর: সম্মানসূচক বা পাদসূচক হিসেবে।

৫৫. কোন কবির পদে নদীর দৃশ্য ও খেয়া পারাপারের বর্ণনা আছে? উত্তর: চাটিলপা।

৫৬. কোন কবির পদে তৎকালীন সমাজের উঁচু-নিচু শ্রেণির মানুষের ছবি ফুটে উঠেছে? উত্তর: কাহ্নপা।

৫৭. কাহ্নপা’র একটি বিখ্যাত পদের চরণ উদাহরণ দিন। উত্তর: "নগর বাহিরি রে ডোম্বি তোহারি কুড়িয়া।"

৫৮. কোন কবি নিজেকে 'অদ্বয়বঙ্গাল' বলে পরিচয় দিয়েছেন? উত্তর: কাহ্নপা।

৫৯. শবরপার পেশা কী ছিল বলে ধারণা করা হয়? উত্তর: শবর বা শিকারি।

৬০. "উঁচা উঁচা পাবত তঁহি বসই সবরী বালী" - পদটি কার লেখা? উত্তর: শবরপা।

৬১. কুক্কুরীপা কতটি পদ রচনা করেন? উত্তর: ২টি (৪৮ ও ৪৯ নং পদ)।

৬২. কোন কবির পদে বিবাহ ও যৌতুকের চিত্র পাওয়া যায়? উত্তর: কুক্কুরীপা।

৬৩. দারিকপা ও ডোম্বীপা কোন শ্রেণির কবি ছিলেন? উত্তর: নিম্নবর্গের।

৬৪. শান্তিপা কোন বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন? উত্তর: বিক্রমশীলা বিশদের (বিক্রমশীলা বিহার)।

৬৫. কোন কবির পদে নৌকার বিভিন্ন সরঞ্জামের উল্লেখ আছে? উত্তর: জয়নন্দী।

৬৬. চর্যাপদের কবিরা কোন ধর্মাবলম্বী ছিলেন? উত্তর: সহজিয়া বৌদ্ধধর্মের অনুকরনকারী।

৬৭. চর্যাপদের মূল বিষয়বস্তু কী? উত্তর: বৌদ্ধ সহজিয়াদের গুহ্য সাধনতত্ত্ব।

৬৮. চর্যাপদের সাধনতত্ত্বে প্রধান দুটি বিষয় কী? উত্তর: কায়াসাধন ও শূন্যবাদ।

৬৯. সহজিয়া মতে মানবদেহ কিসের আধার? উত্তর: বিশ্বব্রহ্মাণ্ডের।

৭০. 'মহাসুখ' শব্দটিতে চর্যাপদে কী বোঝানো হয়েছে? উত্তর: নির্বাণ বা মোক্ষ।

৭১. চর্যাপদের দর্শন কোন মতবাদের উপর প্রতিষ্ঠিত? উত্তর: বৌদ্ধধর্মের মহাযান ও বজ্রযান শাখার ভাবধারা।

৭২. চর্যাপদের কবিদের কী বলা হতো? উত্তর: সিদ্ধাচার্য।

৭৩. চর্যাপদে বর্ণিত 'শূন্যতা' কী বোঝায়? উত্তর: পরম জ্ঞান বা নির্বাণের প্রতীক।

৭৪. 'পঞ্চ বি ডাল' দ্বারা কী নির্দেশ? উত্তর: পঞ্চেন্দ্রিয় — চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক।

৭৫. সহজিয়া সাধনার গুরুকে কী বলা হতো? উত্তর: কাহ্ন।

৭৬. চর্যাপদে কোন দেব-দেবীর উল্লেখ আছে? উত্তর: নৈরাত্মা মণি।

৭৭. 'বজ্রযান' কী? উত্তর: বৌদ্ধধর্মের একটি তান্ত্রিক শাখা।

৭৮. 'প্রজ্ঞা' ও 'উপায়' মিললে কী লাভ? উত্তর: মহাসুখ (নির্বাণ)।

৭৯. চর্যাপদে 'চন্দ্র' ও 'সূর্য' কী প্রতীক? উত্তর: চন্দ্র = প্রজ্ঞা, সূর্য = উপায়।

৮০. মানবদেহকে চর্যাপদে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর: বৃক্ষের সঙ্গে।

৮১. চর্যাপদে কয়জন সিদ্ধাচার্যের উল্লেখ আছে? উত্তর: ৮৪ জন।

৮২. 'অবধূতিকা' কী? উত্তর: সহজিয়া সাধনার একটি প্রধান ধার।

৮৩. চর্যার সাধনায় কাদের গুরুত্ব দেওয়া হয়েছে? উত্তর: ডোম্বী, শবরী, চণ্ডালী ইত্যাদি নিম্নবর্ণের নারীরা।

৮৪. 'সহজ' শব্দের অর্থ কী? উত্তর: সাধনার মাধ্যমে অর্জিত পরম অবস্থা।

৮৫. চর্যাপদে 'সমরস' কী বোঝায়? উত্তর: দ্বৈতসত্তার বিলোপ ঘটিয়ে অদ্বৈত অবস্থায় পৌঁছানো।

৮৬. চর্যাপদে কোন সময়ের সমাজচিত্র ফুটে উঠেছে? উত্তর: পাল ও সেন যুগের।

৮৭. চর্যাপদে কী কী পেশার উল্লেখ আছে? উত্তর: জেলে, তাঁতি, শিকারি, মাঝি, মদ বিক্রেতা, কাঠুরে ইত্যাদি।

৮৮. চর্যাপদে কোন প্রাণীর উল্লেখ আছে? উত্তর: হাতি, হরিণ, সাপ, ইঁদুর, কুকুর।

৮৯. তৎকালীন সমাজে কোন প্রথা প্রচলিত ছিল? উত্তর: যৌতুক প্রথা ও অস্পৃশ্যতা।

৯০. চর্যাপদে উল্লেখিত বাদ্যযন্ত্রের নাম বলুন। উত্তর: বীণা, পটহ, ডমরু, মাদল ইত্যাদি।

বৈষ্ণব পদাবলী — ৯১–১২০

৯১. তৎকালীন মানুষের প্রধান খাদ্য কী ছিল? উত্তর: ভাত-মাছ।

৯২. সেকালের নারীদের অলংকার কী ছিল? উত্তর: কানের দুল, চুড়ি, হার।

৯৩. চর্যাপদে কোন নদীর নাম উল্লেখ আছে? উত্তর: পদ্মা (পঁউআ)।

৯৪. চর্যাপদের সাহিত্যমূল্য কী? উত্তর: রূপক ও প্রতীকের ব্যবহার।

৯৫. চর্যাপদে কোন শ্রেণির মানুষের কথা বেশি বলা হয়েছে? উত্তর: নিম্নবিত্ত ও অন্ত্যজ শ্রেণি।

৯৬. 'টালত মোর ঘর নাহি পরেষী' - 'টাল' শব্দের অর্থ কী? উত্তর: টিলা বা উঁচু ভূমি।

৯৭. এই পদ্যাংশে সমাজের কোন চিত্র ফুটে উঠেছে? উত্তর: একাকীত্ব ও দারিদ্র্যের।

৯৮. চর্যাপদে বিনোদনের জন্য কীসের উল্লেখ আছে? উত্তর: নাচ-গান, দাবা খেলা।

৯৯. তৎকালীন কর ব্যবস্থার উল্লেখ কোন পদে আছে? উত্তর: চাটিলপার পদে (শুল্ক আদায়কারী)।

১০০. 'সোনা ভরিঅ করুণা নাবী' - এখানে 'করুণা' কী? উত্তর: শূন্যতার প্রতীক।

১০১. 'রুখের তেন্তুলি কুম্ভীরে খাঅ' - অন্তর্নিহিত অর্থ কী? উত্তর: জাগতিক মায়া বা আসক্তি সাধনার পথে বাঁধা।

১০২. চর্যাপদ কেন আধুনিক বাংলা সাহিত্যের পূর্বসূরি বলা হয়? উত্তর: শব্দভাণ্ডার, ছন্দ ও প্রকাশভঙ্গির জন্য।

১০৩. চর্যাপদে ব্যবহৃত কিছু বাংলা শব্দ উদাহরণ দিন। উত্তর: ভাত, মাছ, নদী, নৌকা, ডাল, কুঁড়েঘর ইত্যাদি।

১০৪. তৎকালীন সমাজব্যবস্থা কেমন ছিল? উত্তর: সামন্ততান্ত্রিক ও বর্ণভিত্তিক।

১০৫. চর্যাপদকে কোন ধরনের সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়? উত্তর: মরমী বা আধ্যাত্মিক সাহিত্য।

১০৬. চর্যাপদের পদগুলো কী উদ্দেশ্যে রচিত হয়েছিল? উত্তর: গানের মাধ্যমে সাধনতত্ব প্রচারের জন্য।

১০৭. চর্যাপদের রাগ-রাগিণীর উল্লেখ কোথায় পাওয়া যায়? উত্তর: পদের শুরুতে (যেমন: পটমঞ্জরী, ভৈরবী)।

১০৮. চর্যার কোন কবির পদ পাওয়া যায়নি কিন্তু নাম আছে? উত্তর: লাড়ীডোম্বীপা।

১০৯. 'অপনা মাংসে হরিণা বৈরী' – প্রবাদ বাক্যটি কোন পদে? উত্তর: ভুসুকুপার পদে।

১১০. 'The Origin and Development of the Bengali Language' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? উত্তর: ১৯২৬ সালে।

১১১. 'Buddhist Mystic Songs' নামের চর্যার ইংরেজি অনুবাদ কে করেন? উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহ।

১১২. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী? উত্তর: 'Les Chants Mystiques de Kanha et de Saraha'।

১১৩. তিব্বতি ভাষায় চর্যাপদের টীকাকার কে? উত্তর: কীর্তিচন্দ্র।

১১৪. 'আলিএঁ কালিএঁ বাট রুন্ধেলা' - 'আলি' ও 'কালি' কী? উত্তর: শ্বাস-প্রশ্বাসের দুইটি মার্গ (ইড়া ও পিঙ্গলা নাড়ি)।

১১৫. কোন কবির অন্য নাম সরোজবজ্র ছিল? উত্তর: সরহপা।

১১৬. চর্যাপদের কবিরা নিজেদের কী বলে পরিচয় দিতেন? উত্তর: সিদ্ধা।

১১৭. কোন কবির জন্মস্থান নিয়ে বিতর্ক আছে (বঙ্গাল ও মগধ)? উত্তর: সরহপা।

১১৮. চর্যাপদের কোন পদে প্রথম 'বঙ্গাল' শব্দ ব্যবহৃত হয়েছে? উত্তর: ভুসুকুপার পদে।

১১৯. চর্যাপদের কোন পদ খণ্ডিত আছে? উত্তর: ২৩ নং পদ (ভুসুকুপা)।

১২০. কোন গবেষক চর্যাপদকে নেপালে 'চর্যাচর্যটীকা' নামে উল্লেখ করেছিলেন? উত্তর: রাজেন্দ্রলাল মিত্র।

বাংলা সাহিত্য: আরাকান, দৌলত কাজী, আলাওল ও সাধারণ ধারণা — ১২১–১৫০

১২১. কোন বাঙালি রাজা চর্যার কবিদের পৃষ্ঠপোষকতা করতেন? উত্তর: ধর্মপাল ও দেবপাল।

১২২. চর্যাপদে 'দুহিল দুধু কি বেন্টে সামায়' প্রবচনটির অর্থ কী? উত্তর: হারানো সুযোগ ফিরে আসে না — যেমন দুধকে পাকেটে ঢোকানো যায় না।

১২৩. চর্যাপদের কবিরা কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর: নালন্দা ও বিক্রমশীলা।

১২৪. 'তিঅড্ডা' শব্দটি চর্যাপদে কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর: ত্রিধাপ বা তিনটি পথ।

১২৫. 'পঞ্চতথাগত' বলতে কাদের বুঝানো হয়? উত্তর: বৌদ্ধধর্মের পাঁচজন ধ্যানী বুদ্ধকে।

১২৬. চর্যাপদের কোন কবি পেশায় তাঁতি ছিলেন? উত্তর: তান্তীপা।

১২৭. হরপ্রসাদ শাস্ত্রী মোট কতবার নেপাল ভ্রমণ করেন? উত্তর: ৪ বার।

১২৮. চর্যাপদে কোন পশুর মাংস খাওয়ার উল্লেখ আছে? উত্তর: হরিণের মাংস।

১২৯. 'সাঁকো' বা 'পুল' উল্লেখ কোন কবির পদে আছে? উত্তর: চাটিলপার পদে।

১৩০. চর্যাপদের রচয়িতারা কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? উত্তর: মূলত পূর্ব ভারত ও বাংলা অঞ্চল।

১৩১. চর্যাপদে কোন খেলার উল্লেখ আছে? উত্তর: দাবা (ষোল গুটির খেলা)।

১৩২. 'गंगा जउना माझেँ...' — গঙ্গা ও যমুনা কী প্রতীক? উত্তর: ইড়া ও পিঙ্গলা নামক দুটি প্রধান নাড়ি।

১৩৩. চর্যাপদের টীকার সংস্কৃত নাম কী? উত্তর: নির্মলগিরা টীকা।

১৩৪. কোন কবি চোরের উপমা ব্যবহার করেছেন? উত্তর: কাহ্নপা।

১৩৫. 'এক সে শুণ্ডিনি দুই ঘরে সান্ধই' — পদটি কার? উত্তর: আর্যদেবপা।

১৩৬. চর্যাপদ কোন ভাষায় রচিত হয়েছিল? উত্তর: প্রাচীন বাংলা ভাষায়।

১৩৭. চর্যাপদকে কোন সাহিত্যের নিদর্শন হিসেবে গণ্য করা হয়? উত্তর: বাংলা সাহিত্যের।

১৩৮. হরপ্রসাদ শাস্ত্রীর জন্মস্থান কোথায়? উত্তর: নৈহাটি, পশ্চিমবঙ্গ।

১৩৯. চর্যাপদের কবিদের জীবনযাপন কেমন ছিল? উত্তর: অতি সাধারণ ও দারিদ্র্যপূর্ণ।

১৪০. চর্যাপদে বর্ণিত সমাজ কি মাতৃতান্ত্রিক না পিতৃতান্ত্রিক? উত্তর: পিতৃতান্ত্রিক।

১৪১. কত নম্বর পদে ঢেঁকির উল্লেখ আছে? উত্তর: ৩৩ নম্বর পদে।

১৪২. 'ভাবনয়ানদী' বলতে চর্যাপদে কী বোঝানো হয়েছে? উত্তর: সংসার বা জাগতিক মায়া।

১৪৩. 'সদগুরু'র প্রয়োজনীয়তা কে বলেছেন? উত্তর: প্রায় সকল কবি, বিশেষত কাহ্নপা।

১৪৪. 'শূন্য মহাসুখ' লাভের উপায় কী? উত্তর: গুরু প্রদত্ত সাধনা।

১৪৫. চর্যাপদের ভাষা বাংলা — প্রধান প্রমাণ কী? উত্তর: শব্দভাণ্ডার, ব্যাকরণগত কাঠামো (বিভক্তি, অনুসর্গ) ও বাগধারা।

১৪৬. 'ODBL' গ্রন্থটির পূর্ণ নাম কী? উত্তর: The Origin and Development of the Bengali Language.

১৪৭. চর্যাপদের আবিষ্কার বাংলা সাহিত্যের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ? উত্তর: এটি বাংলা ভাষার হাজার বছরের পুরনো অস্তিত্ব প্রমাণ করে।

১৪৮. "কুম্ভীরের ভয়ে কে বাঁশি বাজায়?" — এই রূপক কোন সাহিত্যে পাওয়া যায়? উত্তর: চর্যাপদে।

১৪৯. চর্যাপদ পাঠোদ্ধারে কোন গবেষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন? উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী, মুহম্মদ শহীদুল্লাহ, সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও প্রবোধচন্দ্র বাগচী।

১৫০. চর্যাপদের প্রধান সাহিত্যিক বৈশিষ্ট্য কী? উত্তর: দ্বৈত অর্থব্যঞ্জনা — বাইরের সরল অর্থ ও ভেতরের গুহ্য আধ্যাত্মিক অর্থ।

বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও অন্যান্য চাকরীর পরীক্ষার জন্য। আমাদের আরো পেইড ইবুক কিনতে WhatsApp: 01300430768 এ যোগাযোগ করুন।

🎓 বিশেষ অফার!

একাডেমিক ওয়ার্ড ফাইল কিনুন

মাত্র ২৯৯/- টাকা!

বিস্তারিত জানতে এবং অর্ডার করতে যোগাযোগ করুন:

📧 ইমেইল করুন: raysulislamredoy@gmail.com 🟢 WhatsApp: 01300430768

🎉 বিশেষ অফার 🎉

আমরা দিচ্ছি স্বল্পমূল্যে একাডেমিক Editable Word File যা আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে এডিট করতে পারবেন। নিচে আমাদের প্যাকেজের মূল্য তালিকা দেওয়া হলো। আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী প্যাকেজটি কিনতে পারবেন।

প্যাকেজের নাম মূল্য তালিকা যা থাকবে
গণিত প্যাকেজ ১৯৯/- ৩য় থেকে ১২শ শ্রেণির গণিতের Word File
বিজ্ঞান প্যাকেজ ২৩৫/- ৪র্থ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সকল বিজ্ঞান বিষয় Word File
ক্লাস ০৬–১০ (মাইক্রো) ২৯৯/- সকল সাবজেক্ট Word File + ফ্রি আপডেট
ক্লাস ০৬–১২ (মিনি) ৩৯৯/- সকল সাবজেক্ট Word File + ফ্রি আপডেট
ক্লাস ১–১২ (ফুল প্যাকেজ) ৪৯৯/- সকল সাবজেক্ট Word File + ফ্রি আপডেট
জব ও এডমিশন প্যাকেজ ১৫০/- ভার্সিটি ভর্তি+প্রাইমারি+বিসিএস+নিবন্ধন Word File + ১০০ জব ইবুক + ফ্রি আপডেট
Job Preparation Paid Ebooks ১৯৯/- সকল জবের জন্য বেসিক + শর্ট নোট
English Grammar ৯৯/- Class 6 to HSC English Grammar Topics

✅ এই ফাইলগুলো দরকার হবে –
১। কোচিং সেন্টার
২। প্রাইভেট টিউটর

✨ প্রতিটি প্যাকেজে থাকবে সবগুলো সাবজেক্ট এর সমাধান। বোনাস হিসেবে পাবেন আমাদের তৈরি করা বিশেষ Job Hand Notes

⚠️ বিঃদ্রঃ যাদের পিসি নাই তারা কিনবেন না, কারণ ফাইলগুলো Word format (.docx)।

🆓 আমাদের কাছ থেকে একবার কিনলে লাইফটাইম ফ্রি আপডেট পাবেন। আপডেট সরাসরি আপনার ইমেইলের Google Drive ফোল্ডারে শেয়ার করা হবে।

💳 কিভাবে কিনবেন?

👉 বিকাশ/নগদ/উপায় থেকে আমাদের পার্সোনাল নাম্বার 01974581611 এ টাকা প্রেরণ করুন।
👉 রেফারেন্স হিসেবে প্যাকেজের নাম লিখবেন।
👉 এরপর স্ক্রিনশট নিয়ে আমাদের অফিসিয়াল WhatsApp: 01300430768 এ পাঠান।
✅ আমরা সাথে সাথে আপনার Google Drive Access দিয়ে দেব এবং প্রয়োজনীয় ফন্ট শেয়ার করব।

কোন মন্তব্য নেই

Thank You

New Posts

বাংলা সাহিত্য সম্ভার

  বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাস, যুগবিভাগ ও প্রাচীন যুগ Download বাংলা সাহিত্য বাংলা ভাষায় রচিত সাহি...

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.