বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - অধ্যায় ১
🇧🇩 বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
📚 অধ্যায় - ১: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০)
১
কোন রাজনৈতিক দল পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতি অন্ধ আনুগত্য পোষণ করে?
ক) মুসলিম আওয়ামী লীগ
খ) কৃষক প্রজা পার্টি
গ) গণতান্ত্রিক দল
ঘ) মুসলিম লীগ
সঠিক উত্তর: (ঘ) মুসলিম লীগ
২
পূর্ব বাংলার সাধারণ মানুষ বঞ্চিত হয় কোন ক্ষেত্রে?
ক) অর্থনৈতিক ক্ষেত্রে
খ) প্রশাসনিক ক্ষেত্রে
গ) সামাজিক ক্ষেত্রে
ঘ) সর্বক্ষেত্রে
সঠিক উত্তর: (ঘ) সর্বক্ষেত্রে
৩
ব্রিটিশরা ভারতবর্ষকে বিভক্ত করে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয়। এ বিভক্তির ক্ষেত্রে ব্যাপক প্রভাব ছিল কোন তত্ত্বের?
ক) বিকেন্দ্রীকরণ তত্ত্ব
খ) কেন্দ্রীকরণ তত্ত্ব
গ) দ্বিজাতি তত্ত্ব
ঘ) বহুজাতিক তত্ত্ব
সঠিক উত্তর: (গ) দ্বিজাতি তত্ত্ব
৪
ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী কী পালিত হয়?
ক) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
খ) আন্তর্জাতিক জন্মভূমি দিবস
গ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ঘ) বিশ্ব ভাষা ও সংস্কৃতি দিবস
সঠিক উত্তর: (গ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
৫
বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে কী করে বলে তুমি মনে কর?
ক) জাগ্রত
খ) ঐক্যবদ্ধ
গ) চেতনাহীন
ঘ) উগ্র
সঠিক উত্তর: (খ) ঐক্যবদ্ধ
৬
‘আরেক ফাল্গুন’ কী?
ক) নাটক
খ) প্রবন্ধ
গ) উপন্যাস
ঘ) ছোটগল্প
সঠিক উত্তর: (গ) উপন্যাস
৭
ভাষা আন্দোলন থেকে শিক্ষালাভ করা যায়-
i. অধিকার আদায়ের
ii. জাতীয়তাবোধ সৃষ্টির
iii. দেশপ্রেমের
ক) i
খ) i ও ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
৮
কে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হিসেবে উর্দুকে গ্রহণের প্রস্তাব করেছিলেন?
ক) ইয়াহিয়া খান
খ) স্যার সলিমুল্লাহ
গ) মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ) শহীদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তর: (গ) মোহাম্মদ আলী জিন্নাহ
৯
১৯৪৭ সালের ১৪ আগস্ট রাতে কী ঘটেছিল?
ক) উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করা হয়
খ) ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান
গ) ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি
ঘ) ব্রিটিশ ভাইসরয়ের পদত্যাগ
সঠিক উত্তর: (খ) ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান
১০
কত সাল থেকে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হচ্ছে?
ক) ১৯৫২
খ) ১৯৫৩
গ) ১৯৫৪
ঘ) ১৯৫৫
সঠিক উত্তর: (খ) ১৯৫৩
১১
ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের উদ্দেশ্য কী?
ক) ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন
খ) মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন
গ) রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন
ঘ) মাতৃভাষার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন
সঠিক উত্তর: (ক) ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন
১২
‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ কবে?
ক) ২১ ফেব্রুয়ারি
খ) ২৬ মার্চ
গ) ১৯ জুন
ঘ) ২১ আগস্ট
সঠিক উত্তর: (ক) ২১ ফেব্রুয়ারি
১৩
কাকে আহবায়ক করে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয়?
ক) শেখ মুজিব
খ) শামসুল হক
গ) আব্দুল মতিন
ঘ) মহিউদ্দিন আহমেদ
সঠিক উত্তর: (গ) আব্দুল মতিন
১৪
২১ দফার ভিত্তিতে যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়েছিল-
ক) আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দলের সমন্বয়ে
খ) কৃষক-শ্রমিক পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ও ন্যাপের সমন্বয়ে
গ) নজামে ইসলাম, গণতন্ত্রীদল ও আওয়ামী মুসলিম লীগের সমন্বয়ে
সঠিক উত্তর: (ক)
১৫
পূর্ব বাংলার জনগণ জাতীয়ভাবে নিজেদের বিকাশের জন্য কী পদক্ষেপ গ্রহণ করেছিল?
ক) শাসকদের সঙ্গে আঁতাত
খ) মাতৃভাষা বাংলাকে রক্ষা
গ) সামরিক শক্তি অর্জন
ঘ) বুদ্ধিবৃত্তিক আন্দোলন
সঠিক উত্তর: (খ) মাতৃভাষা বাংলাকে রক্ষা
১৬
‘ভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয়েছিল কী নামে?
ক) রাষ্ট্রভাষা আন্দোলন সংগ্রাম পরিষদ
খ) বাংলা সংগ্রাম পরিষদ
গ) বাংলা ভাষা বাস্তবায়ন পরিষদ
ঘ) পূর্ব বাংলা সংগ্রাম পরিষদ
সঠিক উত্তর: (ক) রাষ্ট্রভাষা আন্দোলন সংগ্রাম পরিষদ
১৭
পাকিস্তানের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ ছিল পূর্ব পাকিস্তানের জনসংখ্যা?
ক) ৫২%
খ) ৫৫%
গ) ৫৬%
ঘ) ৪৫%
সঠিক উত্তর: (গ) ৫৬%
১৮
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস ‘আরেক ফাল্গুনের’ রচয়িতা কে?
ক) জহির রায়হান
খ) হুমায়ুন আহমেদ
গ) আখতারুজ্জামান ইলিয়াস
ঘ) শহীদুল্লাহ কায়সার
সঠিক উত্তর: (ক) জহির রায়হান
১৯
পাকিস্তান সৃষ্টির কয়েক বছর আগে থেকেই রাষ্ট্রভাষা ‘বাংলা’ নাকি ‘উর্দু’ হবে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার কারণ কী ছিল?
ক) এ অঞ্চলে কেবল বাঙালিদের বসবাস তাই
খ) পাকিস্তানের অর্ধেকের বেশি জনসংখ্যা বাঙালি
গ) বাঙলা একটি অতি পুরাতন ভাষা তাই
ঘ) বাংলা তুলনামুলক সহজ ভাষা তাই
সঠিক উত্তর: (খ) পাকিস্তানের অর্ধেকের বেশি জনসংখ্যা বাঙালি
২০
পাকিস্তানের স্বধীনতার পূর্বে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেছিলেন-
ক) i
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) ii ও iii
২১
১৯৪৮ সালের মার্চ মাসে কে পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন?
ক) নাজিমুদ্দিন খান
খ) লিয়াকত আলী খান
গ) মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ) ইস্কান্দার মীর্জা
সঠিক উত্তর: (গ) মোহাম্মদ আলী জিন্নাহ
২২
কত সালে ‘গণ আজাদী লীগ’ গঠিত হয়েছিল?
ক) ১৯৪৭ সালে
খ) ১৯৪৮ সালে
গ) ১৯৪৯ সালে
ঘ) ১৯৫০ সালে
সঠিক উত্তর: (ক) ১৯৪৭ সালে
২৩
পাকিস্তান সরকার কোন অক্ষরে বাংলা লেখার প্রচলন করতে চেয়েছিল?
ক) ইংরেজি
খ) উর্দু
গ) ফারসি
ঘ) আরবি
সঠিক উত্তর: (ঘ) আরবি
২৪
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রত্যক্ষ বা চূড়ান্ত ফলাফল হলো-
ক) i
খ) i ও ii
গ) iii
ঘ) i,ii ও iii
সঠিক উত্তর: (গ) iii
২৫
পাকিস্তান সরকার ১৯৫২ সালের ১২ ফেব্রুয়ারি নিষিদ্ধ করে কোন পত্রিকাটি?
ক) ইত্তেফাক
খ) অবজারভার
গ) আজাদী
ঘ) সমকাল
সঠিক উত্তর: (খ) অবজারভার
🌟 অফার!: ওয়ার্ড ফাইল প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন!
📥 ডাউনলোড করুন
Full MCQ
Thank You