1600 Science Short Note
প্রাথমিক শিক্ষক নিয়োগ, নিবন্ধন ও অন্যান্য চাকরীর পরীক্ষার জন্য
সাধারণ বিজ্ঞান শর্ট
নোট
জিরো টু ইনফিনিটি
পেইড টেলিগ্রাম গ্রুপ
🎯পৃথিবীতে প্রাণের সূচনা
আনুমানিক কত আগে শুরু হয়?
➫ ১০০ কোটি বৎসর আগে।
🎯সূর্য থেকে পৃথিবীতে আলো
আসতে কতক্ষণ সময় লাগে?
➫ ৮.৩২ মিনিট।
🎯আকাশ নীল দেখায় কেন?
➫ নীল সমুদ্রের প্রতিফলনের জন্য।
🎯সিনেমাস্কোপ প্রজেক্টারে
কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
➫ অবতল।
🎯কোন তিনটি মুখ্য বর্ণের
সমন্বয়ে অন্য সকল বর্ণ সৃষ্টি করা হয়?
➫ লাল, নীল, সবুজ।
🎯রংধনু সৃষ্টির বেলায় পানির
কণাগুলো
➫ প্রিজমের কাজ করে।
🎯পানিতে নৌকার বৈঠা বাঁকা
দেখার কারণ?
➫ প্রতিসরণ।
🎯আলোর কণাতত্ত্বের প্রবক্তা?
➫ স্যার আইজ্যাক নিউটন।
🎯আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা?
➫ হাইগেন।
🎯কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা?
➫ ম্যাক্স প্লাঙ্ক।
🎯তাড়িত চৌম্বক তত্ত্বের
প্রবক্তা?
➫ ম্যাক্সওয়েল।
🎯প্রতিফলনের সূত্র মতে প্রতিফলন
কোণ আপতন কোণের?
➫ সমান হয়।
🎯দর্পণ মূলত কত প্রকার?
➫ ২ প্রকার (গোলীয় এবং সমতল)।
🎯প্রতিবিম্ব কত প্রকার?
➫ ২ প্রকার (বাস্তব এবং অবাস্তব)।
🎯আমাদের চেহারা আমরা কোন
দর্পনের ফলে দেখতে পাই?
➫ সমতল দর্পণের ফলে।
🎯পেরিস্কোপ তৈরিতে কোন দর্পণ
ব্যবহৃত হয়?
➫ সমতল দর্পণ।
🎯পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা
এড়াতে কোন দর্পণ ব্যবহৃত হয়?
➫ সমতল দর্পণ।
🎯রূপচর্চা এবং দাঁড়ি কাটার
জন্যে কোন দর্পন ব্যবহার করা হয়?
➫ অবতল দর্পণ।
🎯প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং
লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কে বলা হয়?
➫ বিবর্ধন।
🎯বাসা বাড়িতে সরবরাহকৃত
বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত?
➫ ৫০ হার্জ।
🎯বৈদ্যুতিক মিটারে এক ইউনিট
বিদ্যুৎ খরচ বলতে বুঝায়?
➫ এক কিলোওয়াট–ঘণ্টা।
🎯আকাশে বিদ্যুৎ বা বিজলী
চমকায় কেন?
➫ মেঘের অসংখ্য কল কণা / বরফ কণার মধ্যে
চার্জ সঞ্চিত হলে।
🎯বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে
খরচ কেমন হয়?
➫ একই খরচ।
🎯বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট
কি ধাতু দিয়ে তৈরি?
➫ টাংস্টেন।
🎯কোন ধাতু
স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
➫ পারদ।
🎯সর্বাপেক্ষা হালকা গ্যাস?
➫ হাইড্রোজেন।
🎯যার ভর আছে, যা স্থান দখল করে অবস্থান করে?
➫ তাকে পদার্থ বলে।
🎯পদার্থের প্রধানত কত প্রকারের হয়?
➫ ৩ প্রকার।
🎯পদার্থের প্লাজমা অবস্থার উদাহরণ হল?
➫ বিদ্যুহ চমকানো,
বৈদ্যুতিক স্পার্ক, নিওন বাতি এবং সকল তারাগুলো প্লাজমা অবস্থার উদাহরণ।
🎯বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির?
➫ ঘনত্ব বেশি।
🎯সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী পদার্থ? ➫ রূপা।
🎯পরমাণুর নিউক্লিয়াসে মূলত অবস্থান করে? ➫ প্রোটন ও নিউট্রন।
🎯ভারী পানির রাসায়নিক সংকেত?
➫ D₂O.
🎯আইসোটোপের মূলত সমান থাকে?
➫ প্রোটন।
🎯আইসোটনের মূলত সমান থাকে?
➫ নিউট্রন।
🎯আইসোবারের ক্ষেত্রে একই থাকে?
➫ ভর সংখ্যা।
🎯স্বাভাবিক অবস্থায় পরমানুর চার্জ নিরপেক্ষ
হওয়ার কারণ?
➫ ইলেকট্রন ও প্রোটন
সমান সংখ্যক হওয়ায়।
🎯রেডিও আইসোটোপের ব্যবহার হয়?
➫ গলগল্ড রোগ নির্ণয়ে।
🎯পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস আবিষ্কার করেন?
➫ বিজ্ঞানী রাদারফোর্ড।
🎯নিউট্রন আবিষ্কার করেন?
➫ চ্যাডউইক।
🎯পদার্থের ক্ষুদ্রতম কণার নাম Atomos দিয়েছিলেন?
➫ গ্রিক দার্শনিক
ডেমোক্রিটাস।
🎯আধুনিক রসায়নের ভিত্তি বলা হয়?
➫ ডাল্টনের পরমাণুবাদ
কে।
🎯ডাল্টন পরমাণুবাদ প্রদান করেন?
➫ ১৮০৩ সালে।
🎯আধুনিক রসায়নের জনক বলা হয়?
➫ ডাল্টনকে।
পরমাণু হল?
➫ মৌলিক পদার্থের
ক্ষুদ্রতম কণা।
🎯পরমাণু গঠনের তিনটি মূল উপাদান হল?
➫ ইলেকট্রন, প্রোটন
ও নিউট্রন।
🎯ইলেকট্রন আবিষ্কার করেন?
➫ জে জে থমসন।
🎯প্রোটন আবিষ্কার করেন?
➫ রাদারফোর্ড।
🎯ডাল্টনের পরমাণুবাদে মোট কতটি স্বীকার্য ছিল?
➫ ৫ টি।
🎯থমসন বা কিশমিশ মডেল প্রদান করেন?
➫ জে জে থমসন।
🎯আলফা কণা বিচ্ছুরণ দিয়ে কোন মডেল পরীক্ষা
করা হয়?
➫ রাদারফোর্ডের মডেল।
🎯রাদারফোর্ড মডেলের অপর নাম কি?
➫ সৌর মডেল।
🎯নীলস্ বোর তার পরমাণু মডেল প্রকাশ করেন?
➫ ১৯১৩ সালে।
🎯কার্বন হল মূলত একটি?
➫ অধাতু।
🎯কার্বনের রূপ কতটি ও কি কি?
➫ ২ টি (গ্রাফাইট
ও হীরক)।
🎯অধাতু হলেও বিদ্যুৎ পরিবহণ করে?
➫ গ্রাফাইট।
🎯প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ হল?
➫ হীরক।
🎯কাঁচ কাটতে ব্যবহৃত হয়?
➫ হীরা।
🎯যে মৌলের যৌগের সংখ্যা সবচেয়ে বেশি?
➫ কার্বন।
🎯উড পেন্সিলে সীসরূপে ব্যবহৃত হয়?
➫ গ্রাফাইট।
🎯কার্বন সবচেয়ে বেশি আছে?
➫ অ্যানথ্রাসাইড কয়লায়।
🎯হীরক কেন উজ্জল দেখায়?
➫ পূর্ণ অভ্যন্তরীণ
প্রতিফলনের জন্য।
🎯কয়লার মূল উপাদান হল?
➫ কার্বন।
🎯ক্যাটেনেশন ধর্ম পাওয়া যায়?
➫ কার্বনে।
🎯পীট কয়লার বৈশিষ্ট্যে হল?
➫ নরম ও ভেজা।
🎯সাধারণ ড্রাইসেলে ধনাত্মক পাত হিসেবে ব্যবহৃত
হয়?
➫ কার্বনদন্ড।
🎯শুষ্ক কোষে ইলেকট্রন দান করে?
➫ কার্বনদন্ড।
🎯আসল বা নকল হীরা চেনা যায়?
➫ এক্সরের সাহায্যে।
🎯হীরক চূর্ণ দিয়ে তৈরি করা হয়?
➫ রং।
🎯আইভরি ব্লাক ব্যবহৃত হয়?
➫ কালো রং হিসেবে।
🎯গাড়ির ব্যাটারিতে কোন ধরনের এসিড থাকে?
➫ সালফিউরিক এসিড।
🎯দুধ কোন এসিড থাকে?
➫ ল্যাকটিক এসিড।
🎯স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয়?
➫ নাইট্রিক এসিড।
🎯কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করার কারণ?
➫ মাটির অম্লতা হ্রাসের
জন্য।
🎯স্যালিক এসিড পাওয়া যায়?
➫ টমেটোতে।
🎯“অ্যাকোয়া রেজিয়া” বলতে বুঝায়?
➫ কনসেনট্রেটেড নাইট্রিক
ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ।
🎯Acid শব্দটির উৎপত্তি এসিডাস (Acidus) অর্থ?
➫ টক।
🎯যে এসিড যতো বেশি হাইড্রোজেন আয়ন দান করে
তা ততোবেশি?
➫ শক্তিশালী এসিড।
🎯এসিড যত শক্তিশালী হবে তার PH এর মান?
➫ ততো কম হবে।
🎯এসিড নীল লিটমাস পেপারের বর্ণ?
➫ লাল করে।
🎯লেবুতে কোন এসিড পাওয়া যায়?
➫ সাইট্রিক এসিড।
🎯ভিনেগারে কোন এসিড পাওয়া যায়?
➫ এসিটিক / ইথানয়িক
এসিড।
🎯ভিটামিন সি তে কোন এসিড পাওয়া যায়?
➫ অ্যাসকরবিক এসিড।
🎯চা তে কোন এসিড পাওয়া যায়?
➫ ট্যানিক এসিড।
🎯আমাদের খাদ্য পাকস্থলীতে কোন এসিড পাওয়া যায়?
➫ হাইড্রোক্লোরিক
এসিড।
🎯ক্ষারক কোন আয়ন গ্রহনে সক্ষম? ➫ হাইড্রোজেন আয়ন।
🎯ক্ষারক কোন আয়ন ত্যাগ করে?
➫ হাইড্রোক্সাইড আয়ন।
🎯এসিড এবং ক্ষারকের বিক্রিয়াকে বলা হয়?
➫ প্রশমন বিক্রিয়া।
🎯লবণ উৎপন্ন হয় মূলত?
➫ এসিড ও ক্ষারকের
প্রশমন বিক্রিয়ায়।
🎯টুথপেস্টের প্রধান উপাদান হল?
➫ সাবান ও পাউডার।
🎯সাবান মূলত হল?
➫ একধরনের মিশ্র লবণ।
🎯M.K.S পদ্ধতিতে ভরের একক
কি?
➫ কিলোগ্রাম।
🎯কাজ ও বলের একক যথাক্রমে
➫ জুল ও ডাইন।
🎯এ ভৌত জগতে যা কিছু পরিমাপ
করা যায় তাকে বলা হয়?
➫ রাশি।
🎯মৌলিক রাশির বৈশিষ্ট্য
হল?
➫ স্বাধীন, অন্য রাশির উপর নির্ভর করে
না।
🎯পৃথিবীতে মৌলিক রাশি কতটি?
➫ সাতটি।
🎯মৌলিক রাশিগুলো উল্লেখ
কর?
➫ দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ
প্রবাহ, দীপন তীব্রতা ও পদার্থের পরিমাণ।
🎯যেসকল রাশি মৌলিক রাশি
থেকে পাওয়া যায় তাকে বল?
➫ যৌগিক রাশি।
🎯দিকের বিবেচনায় রাশি কত
প্রকার, কি কি?
➫ ২ প্রকার (স্কেলার ও ভেক্টর রাশি)।
🎯স্কেলার রাশিকে প্রকাশ
করতে প্রয়োজন হয়
➫ মানের।
🎯ভেক্টর রাশিকে প্রকাশ করতে
প্রয়োজন হয় ➫ মান ও দিক উভয়ই।
🎯কোনো কিছু পরিমাপের জন্য
একটি আদর্শ মানদণ্ড লাগে, পরিমাপের এ আদর্শন একককে
➫ পরিমাপের একক বলে।
🎯এককের আন্তর্জাতিক পদ্ধতি
চালু হয় কবে?
➫ ১৯৬০ সালে।
🎯আন্তজার্তিকভাবে পরিমাপের
এ পদ্ধতিকে বলে?
➫ এস আই (S.I.)।
🎯S.I. এককের পূর্ণরূপ হলো?
➫ International Systems of Units.
S.I. পদ্ধতিতে মৌলিক একক গুলোর একক হলঃ
দৈর্ঘ্যের একক ➫ মিটার
ভরের একক ➫ কিলোগ্রাম
সময়ের একক ➫ সেকেন্ড
তাপমাত্রার একক ➫ কেলভিন
তড়িৎ প্রবাহের একক ➫ অ্যাম্পিয়ার
দীপন তীব্রতার একক ➫ ক্যান্ডেলা
পদার্থের
পরিমাপের একক ➫ মোল
🎯গ্রীনিচ মান মন্দির অবস্থিত
কোথায়?
➫ যুক্তরাজ্যে।
🎯অল্টিমিটার (Altimeter)
কি?
➫ উচ্চতা পরিমাপক যন্ত্র।
🎯সূর্য গ্রহণ সম্পর্কিত
ভবিষ্যৎ বাণীর জন্য বিখ্যাত?
➫ থেলিস।
🎯পরমাণু সম্পর্কে প্রথম
ধারণা দেন?
➫ ডেমোক্রিটাস।
🎯লিভারের নীতি ও তরলে নিমজ্জিত
বস্তুর উপর উর্ধ্বমুখী ক্রিয়াশীল বল দিয়ে ধাতুর ভেজাল নির্ণয় করেন?
➫ গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস।
🎯পাখির ওড়া পর্যবেক্ষণ করে
উড়োজাহাজের মডেল তৈরি করেন?
➫ লিওনার্দো দ্যা ভিঞ্চি।
🎯আলোর প্রতিসরণের সূত্র
আবিষ্কার করেন?
➫ জার্মান বিজ্ঞানী স্নেল।
🎯আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন
করেন?
➫ হাইগেন বার্গ।
🎯পদার্থের স্থিতিস্থাপক
ধর্মের অনুসন্ধান করেন?
➫ রবার্ট হুক।
🎯বায়ু পাম্প আবিষ্কার করেছিলেন?
➫ ভন গুয়েরিক।
🎯আলোর বেগ পরিমাপ করেছিলেন?
➫ রোমার।
🎯আলোর বেগ পরিমাপের সাথে
কোন গ্রহ জড়িত?
➫ বৃহস্পতি।
🎯সৌরকেন্দ্রিক তত্ত্বের
ধারণা উপস্থাপন করেন?
➫ কোপার্নিকাস।
🎯সৌরকেন্দ্রিক তত্ত্বের
গাণিতিক ধারনা দেন?
➫ কেপলার।
🎯কেপলারের সৌরকেন্দ্রিক
গানিতিক তত্ত্বের কতটি সূত্র ছিল?
➫ তিনটি।
🎯সৌরকেন্দ্রিক তত্ত্বে কেপলারের
সাফল্যের মূল ভিত্তি কি?
➫ তিনি প্রচলিত বৃত্তাকার কক্ষের পরিবর্তে
উপবৃত্তাকার কক্ষপথ কল্পনা করেন।
🎯আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির
সূচনা ঘটে কার হাতে? ➫ ইতালির বিজ্ঞানী গ্যালিলিও।
🎯বিশ্বজনীন 'মহাকর্ষ' সূত্রের
প্রবক্তা
➫ স্যার আইজ্যাক নিউটন।
🎯বলবিদ্যার বিখ্যাত তিনটি
সূত্রের আবিষ্কারক?
➫ স্যার আইজ্যাক নিউটন।
🎯তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া
আছে প্রমাণ করেন?
➫ হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়েরস্টড।
🎯আলো এক প্রকার তাড়িতচৌম্বক
তরঙ্গ প্রমাণ করেন?
➫ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল।
🎯বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম
তত্ত্বের আবিষ্কারক?
➫ ম্যাক্স প্লাংক।
🎯আপেক্ষিক তত্ত্বের জন্য
বিখ্যাত?
➫ আলবার্ট আইনস্টাইন।
🎯'রমন প্রভাব' আবিষ্কার
করেন?
➫ ভারতীয় বিজ্ঞানী চন্দ্রশেখর রমন।
🎯'বোসন কণা' এর সাথে জড়িয়ে
আছে উপমহাদেশের কোন বিজ্ঞানী?
➫ প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু।
🎯টেপ রেকর্ডার
এবং কম্পিউটারের স্মৃতি ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
➫ স্থায়ী চুম্বক।
🎯ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
➫ চুম্বক ক্ষেত্র
হিসেবে।
🎯যে সকল বস্তুর আকর্ষণ ক্ষমতা ও দিক নিদর্শক
ধর্ম আছে তাদেরকে বলা হয়?
➫ চুম্বক।
🎯চুম্বকের আকর্ষণ ও বিকর্ষণী ধর্মকে বলা হয়?
➫ এর চুম্বকত্ব।
🎯চুম্বক সর্বদা কোন মুখী হয়ে থাকে?
➫ উত্তর-দক্ষিণমুখী।
🎯চুম্বকত্বকে চুম্বকের কোন ধরনের ধর্ম বলা
হয়?
➫ ভৌত ধর্ম।
🎯চৌম্বক পদার্থ কাকে বলে?
➫ যে সকল পদার্থকে
চুম্বক আকর্ষণ করে এবং যাদের চুম্বকে পরিণত করা যায় তারা হল চৌম্বক পদার্থ বলে।
🎯কিছু চৌম্বক পদার্থের উদাহরণ দাও?
➫ লোহা, লোহার যৌগ,
নিকেল, কোবাল্ট।
🎯অচৌম্বক পদার্থ কাকে বলে?
➫ কোন চুম্বক যে সকল
পদার্থকে আকর্ষণ করে না, ঐ সকল পদার্থকে অচৌম্বক পদার্থ বলে।
🎯অচৌম্বক পদার্থের উদাহরণ?
➫ অ্যালুমিনিয়াম,
ষ্টিল, সোনা ইত্যাদি।
🎯প্রাকৃতিক চৌম্বক কাকে বলে?
➫ প্রকৃতিতে বা খনিতে
পাওয়া যায় যে চুম্বক তাকে প্রাকৃতিক চুম্বক বলে।যথা: লোডস্টোন।
🎯চৌম্বক মেরু কি?
➫ কোন চুম্বকের যে
অঞ্চলে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল বেশী সেই অঞ্চলকে ঐ চুম্বকের মেরু বলে।
🎯উপমেরু কাকে বলে?
➫ ভুল পদ্ধতিতে চুম্বকনের
সময় মাঝে মাঝে দুই প্রান্তে বা মাঝখানে অতিরিক্ত মেরু সৃষ্টি হয়।এই অতিরিক্ত মেরুকে
উপমেরু বলে।
🎯ডায়াম্যাগনেটিক পদার্থের উদাহরণ?
➫ পানি, তামা, বিসমাথ,
অ্যান্টিমনি ইত্যাদি।
🎯ফেরোচুম্বক পদার্থের উদাহরণ?
➫ অ্যালুমিনিয়াম,
ম্যাঙ্গানিজ, প্লান্টিনাম ও টিন ইত্যাদি।
🎯কুরী বিন্দু কাকে বলে?
➫ যে তাপমাত্রায় একটি
চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, উক্ত তাপমাত্রা কে ঐ চুম্বকের কুরী
বিন্দু বলে।
🎯হাতুড়ি দিয়ে কোন চুম্বক পেটালে কি হয়?
➫ চুম্বকত্ব হারায়।
🎯তাপমাত্রা বাড়লে পদার্থের চৌম্বকত্ব?
➫ কমে যায়।
🎯নতুন উদ্ভাবিত সবথেকে শক্তিশালী চুম্বক গুলো
হচ্ছে?
➫ বোরন, আয়রন, নিয়োডিমিয়াম।
🎯কোন অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা কেমন হয়?
➫ মেরু অঞ্চলে।
🎯চুম্বকের উত্তর মেরু আসলে পৃথিবীর কোন মেরু?
➫ দক্ষিণ মেরু।
🎯রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা
হয় তার নাম?
➫ মাইক্রোওয়েভ।
🎯প্রাকৃতিক চুম্বককে পূর্বে কি বলা হতো?
➫ লোডস্টোন।
🎯কোন মাধ্যমে
শব্দের গতি সর্বাপেক্ষা কম?
➫ বায়বীয় পদার্থ।
🎯কোন শব্দ সোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর
রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
➫ ০.১ সেকেন্ড।
🎯সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে?
➫ গামা রশ্মি।
🎯বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?
➫ প্রতিধ্বনি শুনে।
🎯শব্দের তীব্রতা নির্ণয়ক যন্ত্রের নাম?
➫ অডিওমিটার।
🎯কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
➫ লোহা।
🎯লেজার রশ্মি কে সালে আবিষ্কার করেন?
➫ মাইম্যান, ১৯৬০
সালে।
🎯লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ
হয়, কারণ?
➫ শূন্য ঘরে শব্দের
শোষণ কম হয়।
🎯চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যায় না, কারণ?
➫ চাঁদে বায়ুমণ্ডল
নেই।
🎯আলট্রাসনোগ্রাফি কি?
➫ ছোট তরঙ্গ দৈর্ঘ্যের
শব্দের দ্বারা ইমেজিং।
🎯রেলওয়ে স্টেশনে আগমনরত ইন্জিনে বাঁশি বাজাতে
থাকলে প্লাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক?
➫ আসলের চেয়ে মান
বেশি হবে।
🎯দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য
কোন রঙের আলোর?
➫ বেগুনি।
🎯কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম হয়?
➫ গ্যাসীয় মাধ্যমে।
🎯কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা
হয়?
➫ প্রতিধ্বনি।
🎯যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির
হতে পারে, তা?
➫ ১০৫ ডিগ্রী।
🎯যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল
শব্দের পুনরাবৃত্তি করে, তখন ঐ প্রতিফলিত শব্দকে বলা হয়?
➫ প্রতিধ্বনি।
🎯কোনো শব্দ শোনার পর তার রেশ আমাদের মস্তিষ্কে
কতক্ষন থাকে?
➫ ০.১ সেকেন্ড।
🎯বায়ুতে শব্দের বেগ কত?
➫ ৩৩১ মি/সে।
🎯একটি বস্তু থেকে শব্দ শুনতে হলে প্রতি সেকেন্ডে
নূন্যতম কতবার বস্তুটিকে কাঁপা লাগবে?
➫ ২০ বার।
🎯একটি বস্তু থেকে শব্দ শুনতে হলে প্রতি সেকেন্ডে
সর্বোচ্চ কতবার বস্তুটিকে কাঁপা যায়?
➫ ২০,০০০ বার।
🎯সমুদ্রের গভীরতা নির্ণয় করতে ব্যবহৃত যন্ত্রের
নাম?
➫ SONAR (Sound
Navigation And Ranging).
🎯আধুনিক ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করা হয়
মূলত?
➫ পানির ভেতর শব্দোত্তর
কম্পনের শব্দ দ্বারা।
🎯দাঁতের স্কেলিং বা পাথর তোলার জন্য ব্যবহৃত
হয়?
➫ শব্দোত্তর তরঙ্গ।
🎯সূর্যের
চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি?
➫ পর্যাবৃত্ত গতি।
🎯পর্যাবৃত্ত গতি হল মূলত?
➫ গতি পথের একটি বিন্দুকে
নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে।
🎯পর্যায়কালের অর্ধেক যে দিকে বাকি অর্ধেক সময়
তার বিপরীত দিকে চললে বলে?
➫ স্পন্দন গতি।
🎯জড় মাধ্যমের একস্থান হতে অন্যস্থানে শক্তি
সঞ্চালিত করে কিন্তু নিজেরা নিশ্চল থাকে তাকে বলে?
➫ তরঙ্গ।
🎯যান্ত্রিক তরঙ্গ কাকে বলে?
➫ পদার্থের তিন মাধ্যমে
(কঠিন, তরল, গ্যাসীয়) যে তরঙ্গের উদ্ভাবন হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে।
🎯পানির তরঙ্গ, শব্দ তরঙ্গ ইত্যাদি কোন তরঙ্গের
উদাহরণ?
➫ যান্ত্রিক তরঙ্গের।
🎯তরঙ্গ মূলত কত প্রকার, কি কি?
➫ ২ প্রকার (অনুদৈর্ঘ্য
ও অনুপ্রস্থ তরঙ্গ)।
🎯কম্পাঙ্ক বলা হয় কাকে?
➫ প্রতি সেকেন্ডে
যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়।
🎯সাম্যবস্থান হতে যেকোনো একদিকে তরঙ্গ কণার
সর্বাধিক সরণকে বলা হয়?
➫ বিস্তার।
🎯তরঙ্গিত কণার যেকোনো মুহূর্তের গতির অবস্থা
প্রকাশকে বলা হয়?
➫ দশা।
🎯এক গ্রাম পানির তাপমাত্রা
২০° হতে ৩০° সেলসিয়াসে বৃদ্ধি করতে
কত তাপের প্রয়োজন?
➫ ১০ ক্যালরি।
🎯ফারেনহাইট ও সেলসিয়াসে
কত ডিগ্রি পার্থক্য? ➫ ৪০°
ডিগ্রি।
🎯মাটির পাত্রে পানি ঠান্ডা
থাকার কারণ কি?
➫ পানির বাষ্পীয়ভবনে মাটির পাত্র সাহায্য
করে।
🎯আকাশ মেঘলা থাকলে গরম বেশি
লাগে কেন?
➫ মেঘ পৃথিবী পৃষ্ঠ হতে বিকীর্ণ তাপকে
ওপরে যেতে বাধা দেয় বলে।
🎯কোন রঙের কাপে চা তাড়াতাড়ি
ঠান্ডা হয়?
➫ কালো।
🎯রান্না করার হাড়ি পাতিল
সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়।এর প্রধান কারণ কি?
➫ দ্রুত তাপ সঞ্চায়িত হয়ে খাদ্য দ্রুত
সিদ্ধ করে।
🎯তাপ হলো মূলত
➫ এক প্রকার শক্তি (ঠান্ডা গরমের অনুভূতি
জানায়)।
🎯তাপমাত্রা হলো মূলত
➫ দুটি বস্তুর তাপীয় অবস্থা (তাপ গ্রহণ/বর্জনের
পরিচয়)।
🎯১ গ্রাম পানির তাপমাত্রা
১° সেলসিয়াস বাড়াতে কত তাপের প্রয়োজন পড়ে?
➫ ১ ক্যালরি।
🎯৭৬০ মিমি চাপ বা ৭৬ সেমি
চাপকে বলা হয়?
➫ প্রমাণ চাপ।
🎯ফারেনহাইট ও কেলভিন স্কেলে
একই পাঠ দেয়?
➫ ৫৭৪.২৫° তাপমাত্রায়।
🎯ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে
একই পাঠ দেয়?
➫ মাইনাস ৪০°
তাপমাত্রায়।
🎯ক্লিনিক্যাল থার্মোমিটারে
দাগ কাটা থাকে মূলত?
➫ (৯৫° – ১১০°)
ফারেনহাইট।
🎯মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা
কত?
➫ ৯৮.৪° F বা ৩৬.৯°
C।
🎯পদার্থের তিন অবস্থার তাপ
প্রয়োগের প্রসারণ ক্রম দেখাও?
➫ বায়বীয় > তরল > কঠিন।
🎯পানির ঘনত্ব সবচেয়ে বেশি
কোন তাপমাত্রায়?
➫ ৪° সেলসিয়াস।
🎯তারকাসমূহের তাপমাত্রা
নির্ণয়ে ব্যবহৃত হয়?
➫ পাইরোমিটার।
🎯বাতাসের তাপমাত্রা কমে
আর্দ্রতা কি হবে?
➫ কমে যায়।
🎯চাপে বরফের গলনাংক কেমন
হয়?
➫ কমে যায়।
🎯চাপ বাড়লে তরলের স্ফুটনাংক
কেমন হবে?
➫ বেড়ে যায়।
🎯পৃথিবী পৃষ্ঠ হতে যত উপরে
উঠা যায় ততো বায়ুর চাপ?
➫ কমতে থাকে।
🎯সাধারণ পাম্পে পানিকে যে
উচ্চতার অধিক উঠানো যায় না?
➫ ৩৪ ফুট।
🎯এভারষ্ট পর্বত শৃঙ্গে পানি
ফুটতে শুরু করে যে তাপমাত্রায়?
➫ ৭০° সেন্টিগ্রেড।
🎯আকস্মিক তাপমাত্রা হ্রাসের
ফলে বাষ্প জমাট বেঁধে তৈরি হয়?
➫ তুষার।
🎯ঠান্ডা ও গরম পানির ভেতর
আগুন নেভাতে দ্রুত সাহায্য করে?
➫ গরম পানি।
🎯কোন বস্তুর অন্তর্নিহিত
তাপশক্তির পরিমাণ নির্ভর করে মূলত?
➫ বস্তুর ভর, উপাদান ও তাপমাত্রার উপর।
🎯পানির আপেক্ষিক তাপ মাটির
আপেক্ষিক তাপের চেয়ে কত বেশি?
➫ ৫ গুণেরও বেশি।
🎯তাপ সঞ্চালনের পদ্ধতি কয়টি?
➫ ৩ টি (পরিবহন, পরিচলন, বিকিরণ) ।
🎯তাপের পরিবাহকত্বের মান
নির্ভর করে?
➫ পরিবাহীর উপাদানের উপর।
🎯তাপরোধী পদার্থ হল?
➫ মেঘ।
🎯তাপ বিকিরণ ও শোষণ করার
ক্ষমতা সবচেয়ে বেশি হয়?
➫ কালো বস্তুর।
🎯তাপ বিকিরণ ও শোষণ করার
ক্ষমতা সবচেয়ে কম হয়?
➫ সাদা রঙের।
🎯পালিশ করা বস্তুর তাপ বিকিরণ
ক্ষমতা কেমন হয়?
➫ কম হয়।
🎯কুপরিবাহী পদার্থের উদাহরণ?
➫ তুলা, কাচ, রেশম।
🎯সুপরিবাহী পদার্থের উদাহরণ?
➫ লোহা, অ্যালুমিনিয়াম, তামা।
🎯পুকুরের উপরের পানি ঠান্ডা
ও নিচে গরম হয় কখন?
➫ শীতকালে।
🎯যে যন্র তাপশক্তিকে যান্ত্রিক
শক্তিতে রূপান্তরিত করে তাকে বলে?
➫ তাপ ইঞ্জিন।
🎯তাপ ইঞ্জিনের উদাহরণ হল?
➫ পেট্রোল, ডিজেল ও গ্যাস ইন্জিন।
🎯তাপীয় ইঞ্জিন কত প্রকার?
➫ ২ প্রকার (অন্তর্দহ ও বহির্দহ)।
🎯অ্যারোপ্লেনের ইন্জিন কোন
তাপীয় ইঞ্জিন?
➫ অন্তর্দহ ইঞ্জিন।
🎯সর্বপ্রথম পেট্রোল ইঞ্জিনের
আবিষ্কার করেন?
➫ ড. অটো, ১৮৮৬ সালে।
🎯চতুর্ঘাত ইঞ্জিনের উদাহরণ?
➫ পেট্রোল ইঞ্জিন।
🎯সর্বাপেক্ষা বেশি দক্ষতাসম্পন্ন
ইঞ্জিন কোনটি?
➫ বৈদ্যুতিক মটর।
অপটিক্যাল ফাইবারে
আলোর কোন ঘটনাটি ঘটে?
➫ অভ্যন্তরীণ প্রতিফলন।
🎯হীরক উজ্জ দেখায় কেন?
➫ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য।
🎯কোন আলোক তরঙ্গ মানব চোখে
দেখতে পাওয়া যায়?
➫ ৪০০-৭০০ নে.মি।
🎯চাঁদ দিগন্তের কাছে অনেক
বড় দেখায় কেন?
➫ বায়ুমন্ডলীয় প্রতিসরণে।
🎯লাল আলোতে নীল রঙের বস্তু
কেমন দেখায়?
➫ কালো।
🎯মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন
ঘটে তাকে কী বলে?
➫ দর্পন।
🎯বিদ্যুৎবাহী তারে পাখি
বসলে সাধারনত বিদ্যুৎপৃষ্ঠ হয় না, কারণ?
➫ মাটির সাথে সংযোগ হয়না বলে।
🎯বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে
ব্যবহৃত ধাতুর নাম?
➫ নাইক্রোম।
🎯আবাসিক বাড়িতে সার্কিট
ব্যবহারের কারণ?
➫ অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহে দুর্ঘটনা
এড়াতে।
🎯সাইকেল এর তাৎপর্য কি?
➫ প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০
বার উঠানামা করে।
🎯তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে
বস্তুতে আধানের কি পরিমাপ করা হয়?
➫ আধানের অস্তিত্ব ও প্রকৃতি।
🎯কোনো পরিবাহকের রোধ কয়টি
বিষয়ের উপর নির্ভর করে?
➫ চারটি বিষয়ের উপর।
🎯কয়েকটি পরিবাহীর উদাহরণ
দাও?
➫ তামা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি।
🎯কয়েকটি অপরিবাহীর উদাহরণ
দাও?
➫ প্লাস্টিক, রাবার, কাঁচ, চিনামাটি
ইত্যাদি।
🎯অর্ধপরিবাহী পদার্থ হলো
কোনগুলো?
➫ জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম,
আর্সেনাইড ইত্যাদি।
🎯রোধের একক কি?
কোন মন্তব্য নেই
Thank You