জীববিজ্ঞানের বিকাশ
একটি সম্পূর্ণ নোটস | HSC/এডমিশন/মেডিকেল প্রস্তুতি
ফাইল সাইজ: ~8 MB | ফরম্যাট: PDF | তারিখ: ০৭ নভেম্বর, ২০২৫
জীববিজ্ঞান কী?
Biology শব্দটি এসেছে গ্রিক শব্দ Bios (জীবন) এবং Logos (জ্ঞান) থেকে। ফরাসি প্রকৃতিবিদ জাঁ বাতিস্ত লামার্ক প্রথম এই শব্দটি প্রচলন করেন।
জীবের নামকরণ (Nomenclature)
সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তক। তিনি Systema Naturae ও Species Plantarum গ্রন্থ রচনা করেন।
নামকরণের নিয়মাবলী
- বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষায় হবে
- দুটি অংশ: গণ (Genus) + প্রজাতি (Species)
- গণ নামের প্রথম অক্ষর বড় হাতের, প্রজাতি ছোট হাতের
- ইটালিক ফন্টে লিখতে হবে (যেমন: Panthera tigris)
জীববিজ্ঞানের শাখাসমূহ
জীববিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়:
- ভৌত জীববিজ্ঞান: অঙ্গসংস্থান, শ্রেণিবিন্যাস, শারীরবিদ্যা, জেনেটিক্স ইত্যাদি
- ফলিত জীববিজ্ঞান: কৃষি, চিকিৎসা, জীবপ্রযুক্তি, মৎস্যবিজ্ঞান ইত্যাদি
জেনেটিক্স-এর জনক গ্রেগর মেন্ডেল। বংশাণু ডিএনএ-তে অবস্থিত এবং প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে।



Thank You