Railway, NSI, SI Job Ebook
[এখন আর নতুন কোনো ইবুক ডাউনলোড করা যাবেনা। অনেকেই আমাদের বিনামূল্যে দেওয়া ইবুকগুলো বিক্রি করে তাই তাদের ঠেকাতে সব ইবুকের ডাউনলোড অপশন সরিয়ে লাইভ প্রিভিউ চালু করা হয়েছে।]
এই ইবুকটি কিনতে চাইলে আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করুন।
🎯চন্ডীমঙ্গলের উল্লেখ্যযোগ্য
কবির নাম কি?
⇒দ্বিজ রামদেব, মুক্তারাম সেন, হরিরাম,
ভবানীশঙ্কর দাস, অকিঞ্চন চক্রবর্তী প্রমুখ।
🎯ধর্মমঙ্গল কাব্যের কাহিনী কয়টি
এবং কি কি?
⇒দুটি। যথাঃ (ক) রাজা হরিশ্চন্দ্রের
কাহিনী এবং (খ) লাউসেনের কাহিনী।
🎯ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে?
⇒ময়ূর ভট্ট।
🎯হাকন্দপুরান’ কার রচিত কাব্য
গ্রন্থ?
⇒ময়ূর ভট্ট।
🎯শ্যাম পন্ডিত কে ছিলেন?
⇒ধর্মমঙ্গলের অন্যতম কবি।
🎯নিরঞ্জন মঙ্গল কার কাব্য গ্রন্থের
নাম?
⇒শ্যাম পন্ডিত।
🎯সা’ বারিদ খান রচিত মঙ্গল কাব্যর
নাম কি?
⇒বিদ্যাসুন্দর।
🎯কবিরঞ্জন’ কোন কবির উপাধি?
⇒রাম প্রসাদ সেন।
🎯রাম প্রসাদ সেনকে কে কবিরঞ্জন’
উপাধি প্রদান করেন?
⇒নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
🎯রাম প্রসাদ সেনের কাব্য গ্রন্থের
নাম কি?
⇒কবিরঞ্জন।
🎯অষ্টাদশ শতক বা মধ্যযুগের শ্রেষ্ঠ
কবি হিসেবে কোন কবি সুপরিচিত?
⇒ভারতচন্দ্র রায় গুনাকর।
🎯অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা
কে?
⇒ভারত চন্দ্র।
🎯ভারতচন্দ্র কে কে রায় গুণাকর’
উপাধি প্রদান করেন?
⇒নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
🎯ভারতচন্দ্র কার সভাকবি ছিলেন?
⇒নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
🎯ভারত চন্দ্র রায় রচিত মঙ্গল
কাব্যর নাম কি?
⇒অন্নদামঙ্গল কাব্য।
🎯ভারতচন্দ্র রায় গুণাকরের জন্মস্থান
কোথায়?
⇒হাওড়া জেলার পেঁড়ো (পান্তুয়া) গ্রামে।
🎯কোন কবির জীবানাবসানের মাধ্যমে
মধ্যযুগের অবসান হয়েছে?
⇒কবি ভারত চন্দ্র রায় গুনাকর।
🎯শায়ের কারা?
⇒পুঁথি সাহিত্যের রচয়িতার শায়ের বলা
হয়।
🎯পুঁথি সাহিত্যের প্রথম সার্থক
কবির রচয়িতা কে?
⇒ফকির গরীবুল্লাহ।
🎯উল্লেখযোগ্য শায়েরের নাম কি?
⇒ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা, মালে
মুহম্মদ, আয়েজুদ্দিন, মুহম্মদ মুনশী, দানেশ প্রমুখ।
🎯পুঁথি সাহিত্যে কোন কোন ভাষার
সংমিশ্রন ঘটেছে?
⇒আরবী, ফার্সি, বাংলা, হিন্দি, তুর্কি
প্রভৃতি।
🎯কালুগাজী ও চন্দ্রাবতী কোন ধরনের
সাহিত্য?
⇒পুঁতি সাহিত্য।
🎯পুঁথি সাহিত্যের প্রথম সার্থক
ও জনপ্রিয় কবি কে ছিলেন?
⇒ফকির আবদুল্লাহ।
🎯ফকির আবদুল্লাহর শ্রেষ্ঠ কবি
প্রতিভা কোন গ্রন্থে বিধৃত?
⇒ইউসুফ⇒ জুলেখা।
🎯প্রনয়োপখ্যান জাতীয় উল্লেখযোগ্য
পুথি সাহিত্য কি কি?
⇒ইউসুফ⇒ জুলেখা, সয়ফুলমূলক⇒ বদিউজ্জমান, লায়লী⇒মজনু, গুলে⇒বকাওলী।
🎯যুদ্ধ সম্পর্কিত উল্লেখযোগ্য
পুঁথি সাহিত্য কি কি?
⇒জঙ্গনামা, আমীর হামজা, সোনাভান, কারবালার
যুদ্ধ ইত্যাদি।
🎯পীর পাঁচালী বিষয়ক উল্লেখযোগ্য
পুঁথি সাহিত্য কি কি?
⇒গাজী⇒কালু চম্পাবতী, সত্য পীরের পুঁথি ইত্যাদি।
🎯নাথ সাহিত্য কি?
⇒বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক
এক শ্রেণীর যোগী সম্প্রদায়ের নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত কাব্য।
🎯নাথ সাহিত্যের উল্লেখ্যযোগ্য
কবি কে কে?
⇒শেখ ফয়জুল্লাহ, ভীমসেন রায় ও শ্যামাদাস
সেন।
🎯গোরক্ষ বিজয়র রচিয়তা কে?
⇒শেখ ফয়জুল্লাহ।
🎯শেখ ফয়জুল্লাহ গোবক্ষ বিজয়
কার মুখে শুনে পুস্তকাকারে লিপিবদ্ধ করেন?
⇒ভারত পাঁচাল রচয়িতা কবিন্দ্রের মুখে।
🎯ময়নামতি বা গোপীচন্দ্র অবলম্বনে
রচিত গান প্রথম কে সংগ্রহ করেন?
⇒জর্জ গিয়ার্সন। ১৮৭৮ সালে রংপুর থেকে।
🎯ময়নামতি গোপীচন্দ্রের গান কাব্যের
উল্লেখযোগ্য রচিয়তা কে কে?
⇒দুর্লভ মল্লিক, ভবানীদাস ও শুকুর আহমেদ।
🎯গোরক্ষ বিজয় এর উপজীব্য বিষয়
কি?
⇒নাথ বিশ্বাস জাত যুগের মহিমা এবং নারী
ব্যভিচারপ্রধান সমাজচিত্রের বর্ণনা।
🎯শেখ ফয়জুল্লাহ রচিত গ্রন্থের
সংখ্যা কয়টি ও কি কি?
⇒৫টি। যথা⇒ (ক) গোরক্ষ বিজয় বা গোর্খ বিজয়
(খ) গাজী বিজয় (গ) সত্যপরী (ঘ) জয়নালের চৌতিশা (ঙ) রাসানাম।
🎯মীনচেতন কে রচনা করেছেন?
⇒শ্যামাদাস সেন।
🎯মীনচেতন কে সম্পাদনা করেছেন?
⇒ডঃ নলীনিকান্ত ভট্টশালী।
🎯মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলিম
কবিগণের সর্বাপেক্ষা উল্লেখ্যযোগ্য অবদান কি?
⇒রোমান্টিক প্রণয়োপাখ্যান।
🎯মধ্যযুগে ফারসি ভাষা থেকে অনুদিত
প্রণয়োপাখ্যানগুলো কি কি?
⇒ইউসুফ⇒জুলেখা, লাইলী⇒মজনু, গুলে বকাওয়ালী, সয়⇒ফুলমুলুক বদিউজ্জামাল,
🎯মধ্যযুগে হিন্দী ভাষা থেকে অনুদিত
প্রণয়োপাখ্যানগুলো কি কি?
⇒পদ্মাবতী, সতী ময়না লোরচন্দ্রনী, মধুমালতী,
মৃগাবতী ইত্যাদি।
🎯গুলে বকাওয়ালী কে রচনা করেন?
⇒নওয়াজিশ আলী খান।
🎯গুলে বকাওয়ালী অন্য কোন কবি
রচনা করেন?
⇒মুহাম্মদ মুকিম।
🎯সয়ফুলমুলুক বদিউজ্জামাল কাব্যের
কাহিনী কি?
⇒আরবীয় উপন্যাস বা আলীফ লায়লা।
🎯সয়ফুলমুলুক বদিউজ্জামাল কে
রচনা করেন?
⇒আলাওল।
🎯সয়ফুলমুলুক বদিউজ্জামাল অন্য
কোন কোন কবি রচনা করেন?
⇒দেনা গাজী চৌধুরী, ইব্রাহিম ও মালে
মোহম্মদ।
🎯সপ্তপয়কর কে রচনা করেন?
⇒আলাওল।
🎯সপ্তপয়কর কোন কবির রচনার ভাবানুবাদ?
⇒পারস্যর কবি নিজামী গঞ্জভীর সপ্তপয়কর
কাব্যের।
🎯লাইলী মজনু কে রচনা করেন?
⇒বহরাম খান।
🎯ইউসুফ⇒জুলেখা কে রচনা করেন?
⇒শাহ মুহম্মদ সগীর।
🎯ইউসুফ⇒জুলেখা অন্য কোন কোন কবি রচনা করেন?
⇒আব্দুল হাকিম, গরীবুল্লাহ, গোলাম সাফাতউল্লাহ,
সাদেক আলী ও ফকির মুহাম্মদ।
🎯কবিগানের উৎপত্তি ও বিকাশ কোন
শতক পর্যন্ত?
⇒১৮ শতাব্দীর প্রথমার্ধ থেকে ১৯ শতাব্দীর
প্রথমার্ধে।
🎯কবিগানের উল্লেখ্যযোগ্য কবিওয়ালের
নাম কি কি?
⇒গোঁজলাই গুই, ভরানী বেনে, হরু ঠাকুর,
কেষ্টা মুচি, ভোলা ময়রা, এন্টনী ফিরিঙ্গি, নিতাই বৈরাগী প্রমুখ।
🎯কবিগানের আদিগুরু হিসেবে পরিচিত
কে?
⇒গোঁজলা গুঁই।
🎯গোঁজলা গুই এর উল্লেখযোগ্য শিষ্য
কে কে?
⇒লালু নন্দলাল, রঘুনন্দ, রামজীবন দাস
প্রমুখ।
🎯বাংলা টম্পাগানের জনক কে ছিলেন?
⇒নিধু বাবু।
🎯নানা দেশের নানান ভাষা, বিনে
স্বদেশী ভাষা পুরে কি আশা। এটির রচয়িতা কে?
⇒নিধু বাবু।
🎯টম্পা গান থেকে আধুনিক বাংলা
সাহিত্যের কোন ধারার সুত্রপাত?
⇒বাংলা গীতিকবিতা।
🎯কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে
খ্যাতি কে অর্জন করেছিল?
⇒ভবানী বেনে।
🎯কবিগানের কয়টি বিভাগ কি কি?
⇒৪টি। বন্দনা, সখী সংবাদ, বিরহ ও খেউর।
🎯হরু ঠাকুরের প্রকৃত নাম কি?
⇒হরেকৃষ্ণ দিঘাড়ী।
🎯কবিয়াল কেষ্ট মুচির প্রকৃত
নাম কি?
⇒কৃষ্ণচন্দ্র চর্মকার।
🎯কবিগানের বিশেষ গৌরবের যুগ কত
সাল পর্যন্ত বি¯তৃত ছিল?
⇒১৭৩০⇒১৮৩০ সাল পর্যন্ত।
🎯কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে
আধুনিক মানসিকতা লালন করতেন কে?
⇒রাম বসু।
🎯কবিওয়ালদের মধ্যে পর্তুগীজ
খ্রিষ্টান কে ছিলেন?
⇒এন্টনি ফিরিঙ্গি।
🎯অনন্ত বড়ু এর ছদ্দ নাম কি?
⇒বড়ু চন্ডিদাস |
🎯অচিন্তকুমার সেনগুপ্ত এর ছদ্দ
নাম কি?
⇒নীহারিকা দেবী |
🎯আব্দুল কাদির এর উপাধি কি?
⇒ছান্দসিক কবি |
🎯আলাওল এর উপাধি কি?
⇒মহাকবি |
🎯আব্দুল করিম এর উপাধি কি?
⇒সাহিত্য বিশারদ |
🎯ঈশ্বর গুপ্ত এর উপাধি কি?
⇒যুগসন্ধিক্ষণের কবি |
🎯ঈশ্বরচন্দ্র এর উপাধি কি?
⇒বিদ্যাসাগর |
🎯কাজেম আল কোরায়েশী এর উপাধি
কি?
⇒কায়কোবাদ |
🎯কাজী নজরুল ইসলাম এর উপাধি কি?
⇒বিদ্রোহী কবি |
🎯কালি প্রসন্ন সিংহ এর ছদ্দনাম
কি?
⇒হুতোম পেঁচা |
🎯গোবিন্দ্র দাস এর উপাধি কি?
⇒স্বভাব কবি |
🎯গোলাম মোস্তফা এর উপাধি কি?
⇒কাব্য সুধাকর |
🎯চারুচন্দ্র মুখোপাধ্যায় এর
ছদ্দনাম কি?
⇒জরাসন্ধ |
🎯জসীম উদ্দিন এর উপাধি কি?
⇒পল্লী কবি |
🎯জীবনানন্দ দাশ এর উপাধি কি?
⇒রূপসী বাংলার কবি, তিমির হননের কবি,
ধুসর পান্ডুলিপির কবি |
🎯ডঃ মনিরুজ্জামান এর ছদ্দনাম
কি?
⇒হায়াৎ মামুদ |
🎯ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ এর উপাধি
কি?
⇒ভাষা বিজ্ঞানী |
🎯নারায়ণ গঙ্গোপাধ্যায় এর ছদ্দনাম
কি?
⇒সুনন্দ |
🎯নজিবর রহমান এর উপাধি কি?
⇒সাহিত্যরত্ন |
🎯নীহাররঞ্জন গুপ্ত এর ছদ্দনাম
কি?
⇒বানভট্ট |
🎯নূরন্নেসা খাতুন এর উপাধি কি?
⇒সাহিত্য স্বরসতী, বিদ্যাবিনোদিনী |
🎯প্যারীচাঁদ মিত্র এর ছদ্দনাম
কি?
⇒টেকচাঁদ ঠাকুর |
🎯ফররুখ আহমদ এর উপাধি কি?
⇒মুসলিম রেনেসাঁর কবি |
🎯বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্দনাম
কি?
⇒বনফুল |
🎯বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় এর
উপাধি কি?
⇒সাহিত্য সম্রাট |
🎯বাহরাম খান এর উপাধি কি?
⇒দৌলত উজীর |
🎯বিমল ঘোষ এর ছদ্দনাম কি?
⇒মৌমাছি |
🎯বিহারীলাল চক্রবর্তী এর উপাধি
কি?
⇒ভোরের পাখি |
🎯বিদ্যাপতি এর উপাধি কি?
⇒পদাবলীর কবি |
🎯বিষ্ণু দে এর উপাধি কি?
⇒মার্কসবাদী কবি |
🎯প্রমথ চৌধুরী এর ছদ্দনাম কি?
⇒বীরবল |
🎯ভারতচন্দ্র এর উপাধি কি?
⇒রায় গুনাকর |
🎯মধুসূদন দত্ত এর উপাধি কি?
⇒মাইকেল |
কোন মন্তব্য নেই
Thank You