নভেম্বর ০৫, ২০২৫
0
[টাইপিং মিস্টেক বা তথ্যে ভুল থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ]
১. ‘কলম’ শব্দে কোন ধ্বনি পরিবর্তন হয়েছে?
উত্তর: (গ) ম → ং (কলম → কলং)
২. The plural of “mouse” is:
উত্তর: (b) Mice
৩. শুদ্ধ বানান কোনটি?
উত্তর: (ক) অভিজ্ঞতা
৪. He is good ___ mathematics.
উত্তর: (b) At
৫. ‘বিদ্যুৎ + উৎপাদন’ সন্ধিতে কী হয়?
উত্তর: (খ) বিদ্যুৎপাদন
৬. “Run” is a:
উত্তর: (b) Verb
৭. ‘আমি যাই’ বাক্যে ‘আমি’ কোন কারক?
উত্তর: (ক) কর্তা
৮. ___ sun rises in the east.
উত্তর: (c) The
৯. ‘অনু + করণ’ = ?
উত্তর: (ক) অনুকরণ
১০. They ___ (play) football now.
উত্তর: (c) Are playing
১১. ‘বই’ শব্দের প্রত্যয় কী?
উত্তর: (খ) কোনো প্রত্যয় নেই
১২. The word “quickly” is an:
উত্তর: (b) Adverb
১৩. শুদ্ধ বানান:
উত্তর: (ক) স্বাস্থ্য
১৪. I have been living here ___ 2010.
উত্তর: (a) Since
১৫. ‘মহা + ঋষি’ সন্ধিতে কী হয়?
উত্তর: (ক) মহর্ষি
১৬. Plural of “deer” is:
উত্তর: (b) Deer
১৭. ‘রামের দ্বারা লেখা হলো’ – এখানে কারক কী?
উত্তর: (খ) করণ
১৮. ___ honest man is always respected.
উত্তর: (ব) An
১৯. ‘উপ + গত’ = ?
উত্তর: (ক) উপগত
২০. She ___ (not come) yesterday.
উত্তর: (c) Did not come
২১. ‘আলু’ শব্দের উপসর্গ কী?
উত্তর: (গ) কোনো উপসর্গ নেই
২২. “And” is a:
উত্তর: (b) Conjunction
২৩. অশুদ্ধ বানান কোনটি?
উত্তর: (গ) পরিবার
২৪. The book is ___ the table.
উত্তর: (a) On
২৫. ‘সত্য + আগ্রহ’ = ?
উত্তর: (ক) সত্যাগ্রহ
২৬. Plural of “foot” is:
উত্তর: (b) Feet
২৭. ‘তাকে বই দেওয়া হলো’ – ‘তাকে’ কোন কারক?
উত্তর: (ক) সম্প্রদান
২৮. ___ Ganges is a holy river.
উত্তর: (c) The
২৯. ‘নি + গূঢ়’ = ?
উত্তর: (ক) নিগূঢ়
৩০. We ___ (go) to school every day.
উত্তর: (a) Go
৩১. ‘পড়া’ শব্দের ধাতু কী?
উত্তর: (ক) পড়
৩২. “Wow!” is an:
উত্তর: (b) Interjection
৩৩. শুদ্ধ বানান:
উত্তর: (ক) সংস্কৃতি
৩৪. He died ___ cancer.
উত্তর: (a) Of
৩৫. ‘দেব + ইচ্ছা’ = ?
উত্তর: (ক) দেবীচ্ছা
৩৬. Plural of “ox” is:
উত্তর: (c) Oxen
৩৭. ‘বই থেকে পড়া হলো’ – ‘থেকে’ কোন কারক?
উত্তর: (ক) অপাদান
৩৮. ___ moon is bright tonight.
উত্তর: (c) The
৩৯. ‘পরি + ছেদ’ = ?
উত্তর: (ক) পরিচ্ছেদ
৪০. I ___ (see) him yesterday.
উত্তর: (c) Saw
৪১. ‘কল্যাণ’ শব্দে কোন প্রত্যয় আছে?
উত্তর: (ক) য়াণ
৪২. “He” is a:
উত্তর: (a) Personal pronoun
৪৩. অশুদ্ধ বানান:
উত্তর: (গ) প্রতিষ্ঠান
৪৪. The cat jumped ___ the table.
উত্তর: (a) On
৪৫. ‘জল + অঞ্চল’ = ?
উত্তর: (ক) জলাঞ্চল
৪৬. Plural of “tooth” is:
উত্তর: (b) Teeth
৪৭. ‘ঘরে বসে পড়ি’ – ‘ঘরে’ কোন কারক?
উত্তর: (ক) অধিকরণ
৪৮. ___ university is a big institution.
উত্তর: (a) A
৪৯. ‘সম্ + তুল্য’ = ?
উত্তর: (ক) সমতুল্য
৫০. She ___ (sing) very well.
উত্তর: (b) Sings
৫১. ‘বিদ্যা’ শব্দের প্রকৃতি কী?
উত্তর: (ক) বিদ্
৫২. “Beautiful” is an:
উত্তর: (b) Adjective
৫৩. শুদ্ধ বানান:
উত্তর: (ক) সহযোগিতা
৫৪. I am fond ___ music.
উত্তর: (a) Of
৫৫. ‘সুর + ই’ = ?
উত্তর: (গ) সুরি
৫৬. Plural of “man” is:
উত্তর: (b) Men
৫৭. ‘বইটি আমার’ – ‘আমার’ কোন বিভক্তি?
উত্তর: (ক) ষষ্ঠী
৫৮. ___ Taj Mahal is in Agra.
উত্তর: (c) The
৫৯. ‘অনু + গমন’ = ?
উত্তর: (ক) অনুগমন
৬০. He ___ (write) a letter now.
উত্তর: (c) Is writing
৬১. ‘স্নেহ’ শব্দে কোন প্রত্যয়?
উত্তর: (ক) এহ
৬২. “Mine” is a:
উত্তর: (b) Possessive pronoun
৬৩. অশুদ্ধ বানান:
উত্তর: (গ) উন্নয়ন
৬৪. The train is ___ time.
উত্তর: (b) On
৬৫. ‘মহা + উৎসব’ = ?
উত্তর: (ক) মহোৎসব
৬৬. Plural of “goose” is:
উত্তর: (b) Geese
৬৭. ‘তার কাছে যাই’ – ‘তার কাছে’ কোন কারক?
উত্তর: (ক) সম্প্রদান
৬৮. ___ apple is on the table.
উত্তর: (b) An
৬৯. ‘প্রতি + দিন’ = ?
উত্তর: (ক) প্রতিদিন
৭০. They ___ (not play) cricket.
উত্তর: (a) Do not play
৭১. ‘চলা’ শব্দের ধাতু কী?
উত্তর: (ক) চল
৭২. “Slowly” is an:
উত্তর: (a) Adverb
৭৩. শুদ্ধ বানান:
উত্তর: (ক) স্বাধীনতা
৭৪. She is angry ___ me.
উত্তর: (a) With
৭৫. ‘বিশ্ব + অমিত্র’ = ?
উত্তর: (ক) বিশ্বামিত্র
৭৬. Plural of “woman” is:
উত্তর: (b) Women
৭৭. ‘বই পড়লাম’ – ‘বই’ কোন কারক?
উত্তর: (ক) কর্ম
৭৮. ___ Mount Everest is the highest peak.
উত্তর: (d) No article
৭৯. ‘অ + চিন্তা’ = ?
উত্তর: (ক) অচিন্তা
৮০. I ___ (be) a teacher since 2015.
উত্তর: (c) Have been
৮১. ‘শিক্ষক’ শব্দে প্রত্যয় কী?
উত্তর: (ক) ইক
৮২. “This” is a:
উত্তর: (a) Demonstrative pronoun
৮৩. অশুদ্ধ বানান:
উত্তর: (গ) সংগঠন
৮৪. He is interested ___ reading books.
উত্তর: (a) In
৮৫. ‘সু + উচ্চ’ = ?
উত্তর: (ক) সূচ্চ
৮৬. Plural of “fish” is:
উত্তর: (b) Fish
৮৭. ‘তার জন্য কিনলাম’ – ‘তার জন্য’ কোন কারক?
উত্তর: (ক) সম্প্রদান
৮৮. ___ water is essential for life.
উত্তর: (d) No article
৮৯. ‘পরি + কল্পনা’ = ?
উত্তর: (ক) পরিকল্পনা
৯০. We ___ (visit) Cox’s Bazar last year.
উত্তর: (c) Visited
৯১. ‘পাঠক’ শব্দের প্রকৃতি কী?
উত্তর: (ক) পঠ্
৯২. “Happy” is an:
উত্তর: (b) Adjective
৯৩. শুদ্ধ বানান:
উত্তর: (ক) প্রতিবেদন
৯৪. The meeting was held ___ 10 a.m.
উত্তর: (c) At
৯৫. ‘মহা + ইষা’ = ?
উত্তর: (ক) মহেষা
৯৬. Plural of “sheep” is:
উত্তর: (b) Sheep
৯৭. ‘বইয়ের উপর রাখলাম’ – ‘উপর’ কোন কারক?
উত্তর: (ক) অধিকরণ
৯৮. ___ Nile is the longest river.
উত্তর: (c) The
৯৯. ‘অ + ন্ত’ = ?
উত্তর: (ক) অন্ত
১০০. He ___ (read) the book for two hours.
উত্তর: (c) Has been reading
Tags
New Posts
Class IX-X Science Lecture Sheet
৯ম-১০ম শ্রেণির সাধারণ বিজ্ঞান: পূর্ণাঙ্গ গাইডলাইন ৯ম-১০ম শ্রেণির সাধারণ বিজ্ঞান: পূর্ণাঙ্গ গাইডলাইন সাধারণ বিজ্ঞ...



Thank You