১পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?এশিয়া
২পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?অস্ট্রেলিয়া
৩বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি?প্রশান্ত মহাসাগর
৪বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?নীল নদ
৫জাতিসংঘের সদর দপ্তর কোথায়?নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
৬জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?আন্তোনিও গুতেরেস
৭প্যারিস জলবায়ু চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়?২০১৫ সাল
৮ভারতের রাজধানী ও মুদ্রার নাম কী?নয়াদিল্লি, ভারতীয় টাকা
৯চীনের মুদ্রার নাম কী?ইউয়ান (Yuan)
১০রাশিয়ার রাজধানী কী?মস্কো
১১বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি (ঠান্ডা)?অ্যান্টার্কটিকা
১২গরম মরুভূমির মধ্যে বৃহত্তম কোনটি?সাহারা মরুভূমি
১৩ভারত-পাকিস্তান সীমারেখার নাম কী?র্যাডক্লিফ লাইন
১৪ভারত-চীন সীমারেখার নাম কী?ম্যাকমোহন লাইন
১৫বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সদর দপ্তর কোথায়?জেনেভা, সুইজারল্যান্ড
১৬SAARC-এর সদর দপ্তর কোথায়?কাঠমান্ডু, নেপাল
১৭নোবেল শান্তি পুরস্কার কোন দেশ প্রদান করে?নরওয়ে
১৮নোবেল পুরস্কারের অন্যান্য শাখা কোন দেশ দেয়?সুইডেন
১৯২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হয়েছে?প্যারিস, ফ্রান্স
২০২০২৬ ফিফা বিশ্বকাপ কোথায় হবে?যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো (যৌথ)
২১গ্রিনহাউস প্রভাবের জন্য সবচেয়ে দায়ী গ্যাস কোনটি?কার্বন ডাই অক্সাইড (CO₂)
২২ওজোন স্তর রক্ষার জন্য মন্ট্রিয়ল প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়?১৯৮৭ সাল
২৩ব্রিকস-এর পূর্ণরূপ কী?Brazil, Russia, India, China, South Africa
২৪G-20-এর সদর দপ্তর কোথায়?কোনো স্থায়ী সদর দপ্তর নেই (প্রতি বছর পরিবর্তন হয়)
২৫ইউরোপীয় ইউনিয়ন (EU)-এর মুদ্রার নাম কী?ইউরো
২৬ইংল্যান্ডের মুদ্রা এখনো কী?পাউন্ড স্টার্লিং (GBP)
২৭পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮ মিটার)
২৮মৃত সাগর কোন দুটি দেশের মাঝে অবস্থিত?ইসরায়েল ও জর্ডান
২৯পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে?আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
৩০সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে?ভূমধ্যসাগর ও লোহিত সাগর
৩১আমাজন নদী কোন মহাদেশে?দক্ষিণ আমেরিকা
৩২বিশ্বের বৃহত্তম, দ্বীপ কোনটি?গ্রিনল্যান্ড
৩৩আন্তর্জাতিক আদালত (ICJ) কোথায় অবস্থিত?দ্য হেগ, নেদারল্যান্ডস
৩৪UNICEF-এর পূর্ণরূপ কী?United Nations International Children's Emergency Fund
৩৫ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কী?ভারতরত্ন
৩৬মানবাধিকার ঘোষণাপত্র কবে গৃহীত হয়?১০ ডিসেম্বর ১৯৪৮
৩৭বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?৫ জুন
৩৮আন্তর্জাতিক যোগ দিবস কবে?২১ জুন
৩৯ন্যাটো (NATO)-র সদর দপ্তর কোথায়?ব্রাসেলস, বেলজিয়াম
৪০ওপেক (OPEC)-এর সদর দপ্তর কোথায়?ভিয়েনা, অস্ট্রিয়া
৪১জি-৭ এর সদস্য সংখ্যা কত?৭টি
৪২বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?১৯৭৪ সাল
৪৩বিশ্বের বৃহত্তম ডেল্টা কোনটি?সুন্দরবন ডেল্টা (গঙ্গা-ব্রহ্মপুত্র)
৪৪কোন দেশকে ‘Land of Rising Sun’ বলা হয়?জাপান
৪৫মালদ্বীপের রাজধানী কী?মালে
৪৬সিঙ্গাপুরের মুদ্রার নাম কী?সিঙ্গাপুর ডলার
৪৭কিয়োটো প্রোটোকল কোন বিষয়ে?গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস
৪৮কোন গ্যাসকে ‘হাসির গ্যাস’ বলা হয়?নাইট্রাস অক্সাইড (N₂O)
৪৯আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র সদর দপ্তর কোথায়?ভিয়েনা, অস্ট্রিয়া
৫০পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোনটি?মারিয়ানা ট্রেঞ্চ (প্রশান্ত মহাসাগরে)
৫১বিশ্বের সর্বনিম্ন পর্বতশৃঙ্গ কোনটি?ডেড সি (সাগরের স্তর থেকে ৪৩০ মিটার নিচে)
৫২আমাজন রেইনফরেস্ট কোন মহাদেশে অবস্থিত?দক্ষিণ আমেরিকা
৫৩বাংলাদেশের রাজধানী ঢাকা কোন নদীর তীরে অবস্থিত?বুড়িগঙ্গা নদী
৫৪বিশ্বের বৃহত্তম হিমবাহ কোনটি?ল্যাম্বার্ট গ্লেসিয়ার (আন্টার্কটিকায়)
৫৫ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কোন সালে শুরু হয়?২০২২ সাল
৫৬জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো কতটি?৫টি (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য)
৫৭বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?৫ জুন
৫৮নবায়নযোগ্য শক্তির মধ্যে সবচেয়ে সাধারণ উদাহরণ কী?সৌরশক্তি ও বায়ু শক্তি
৫৯অস্ট্রেলিয়ার রাজধানী কী?ক্যানবেরা
৬০ব্রাজিলের মুদ্রার নাম কী?রিয়েল (BRL)
৬১জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীকে কী বলা হয়?ব্লু হেলমেট
৬২ক্লাইমেট চেঞ্জের ফলে বাংলাদেশে কোন সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়?সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বন্যা
৬৩নোবেল অর্থনীতি পুরস্কার কোন ব্যাঙ্ক প্রদান করে?সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক (Sveriges Riksbank)
৬৪২০২৫ নোবেল শান্তি পুরস্কার কাকে দেওয়া হয়েছে?ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো।
৬৫ইউনিসেফের পূর্ণরূপ কী?ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড
৬৬বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে?যুক্তরাষ্ট্র ও কানাডা
৬৭পরিবেশ রক্ষায় মন্ট্রিয়ল প্রোটোকল কোন সমস্যা সমাধান করে?ওজোন স্তরের ক্ষয়
৬৮আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায়?অ্যাডিস আবাবা, ইথিওপিয়া
৬৯২০২৫ সালের বিশ্ব অর্থনৈতিক ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়েছে?ডাভোস, সুইজারল্যান্ড
৭০জার্মানির রাজধানী কী?বার্লিন
৭১ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশনের জন্য বাংলাদেশের প্রথম ন্যাশনাল ওয়ার্কশপ কবে হয়েছে?২০২৫ সালে (শিক্ষা সেক্টরের জন্য)
৭২ইন্ডিয়ান ওশান ডিপমেন্টের মহাদূত কোনটি?চ্যালেঞ্জার ডিপ
৭৩বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায়?জেনেভা, সুইজারল্যান্ড
৭৪গ্লোবাল অ্যালায়েন্স অন গ্রিন ইকোনমি (GAGING) কোন সালের ইনিশিয়েটিভ চালু করেছে?২০২৪-২০২৫
৭৫কানাডার মুদ্রার নাম কী?কানাডিয়ান ডলার (CAD)
৭৬অ্যান্ডিজ পর্বতশ্রেণী কোন দেশ দিয়ে যায় না?প্যারাগুয়ে
৭৭বিশ্বের প্রথম ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেম ইনিশিয়েটিভ (CSESI) কোন দেশে চালু হয়েছে?বাংলাদেশ (২০২৫)
৭৮পুডুচেরি পুরস্কার কোন দেশের সর্বোচ্চ সম্মান?ভারত
৭৯২০২৫ সালের আরব রিজিওনাল ক্লাইমেট কমিটমেন্ট কে লঞ্চ করেছে?আরব ফাউন্ডেশনস ফোরাম
৮০দক্ষিণ আফ্রিকার রাজধানী কী?প্রিটোরিয়া (অ্যাডমিনিস্ট্রেটিভ)
৮১ইউনেস্কোর সদর দপ্তর কোথায়?প্যারিস, ফ্রান্স
৮২গ্রিনহাউস গ্যাসের মধ্যে দ্বিতীয় সবচেয়ে প্রভাবশালী কোনটি?মিথেন (CH₄)
৮৩২০২৪ সালের বিশ্ব অলিম্পিকে সবচেয়ে বেশি সোনা জিতেছে কোন দেশ?যুক্তরাষ্ট্র
৮৪অ্যামনেস্টি স্ন্যাশনালের সদর দপ্তর কোথায়?লন্ডন, যুক্তরাজ্য
৮৫বিশ্বের বৃহত্তম জপতন কোনটি?অ্যাঞ্জেল ফলস (ভেনেজুয়েলা)
৮৬কপেনহেগেন চুক্তি কোন সালে হয়?২০০৯ সাল
৮৭ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কী?রুপিয়া (IDR)
৮৮বিশ্বের প্রথম স্যাটেলাইট কোন দেশ লঞ্চ করেছে?সোভিয়েত ইউনিয়ন (স্পুটনিক-১, ১৯৫৭)
৮৯২০২৫ সালের কোপ৩০ ক্লাইমেট কনফারেন্স কোথায় হবে?ব্রাজিল (বেলেম)
৯০মিশরের রাজধানী কী?কায়রো
৯১ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (IAEA)-র সদর দপ্তর কোথায়?ভিয়েনা, অস্ট্রিয়া
৯২বাংলাদেশে ক্লাইমেট রিস্ক অ্যানালাইসিস ওয়ার্কশপ কোন সেক্টরের জন্য প্রথমবার হয়েছে?শিক্ষা সেক্টর
৯৩রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে?বিজ্ঞান ও টেকনোলজি (ভারত)
৯৪বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি ২০২৫ সালে কোনটি?ভারত
৯৫তুরস্কের রাজধানী কী?অ্যাঙ্কারা
৯৬সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (SDGs) কতটি?১৭টি
৯৭২০২৫ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার কে পেয়েছে?মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি
৯৮হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?মাউন্ট এভারেস্ট
৯৯আন্তর্জাতিক মহিলা দিবস কবে?৮ মার্চ
১০০বাংলাদেশের প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে কত পার্সেন্ট কোটা মুক্তিযোদ্ধার জন্য?৫%
Thank You