৪৯তম বিসিএসের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান (৫১-১০০)
প্রশ্ন ৫১–১০০ — ব্লগের জন্য HTML (MCQ)
51. একটি থলিতে 3 টি সবুজ এবং 2 টি লাল বল আছে। অপর একটি থলিতে 2 টি সবুজ এবং 5 টি লাল বল আছে। যথাক্রমে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হল। দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত?
      
      সঠিক উত্তরঃ (ক) 5/7
    52. ফররুক আহমদের প্রস্থ কোনটি?
      
      সঠিক উত্তরঃ (ক) হরফের ছড়া
    53. কোন যান্ত্রিক পিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোট চাকাটি কিভাবে ঘুরবে?
      
      সঠিক উত্তরঃ (খ) জোরে
    54. একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক। তৃতীয় কোণ প্রথম দুই কোণের বিয়োগফলের তিনগুণ। দ্বিতীয় কোণটি কত ডিগ্রী?
      
      সঠিক উত্তরঃ (খ) ৬
    55. কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়?
      
      সঠিক উত্তরঃ (গ) সৎগীত > গীতিকা
    56. Which gender is the noun 'neighbour'?
      
      সঠিক উত্তরঃ (ঘ) Common
    57. A person who leaves his/her own country to settle permanently in another is called a/an
      
      সঠিক উত্তরঃ (গ) emigrant
    58. ‘কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দারিদ্রের মূল কারণ’- অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন?
      
      সঠিক উত্তরঃ (ক) Development as Freedom
    59. Which sentence is correct?
      
      সঠিক উত্তরঃ (খ) The picture was hung on the wall
    60. একটি সমান্তর ধারার 4র্থ (চতুর্থ) এবং 12 তম পদের যোগফল 20। ঐ ধারার প্রথম 15 পদের যোগফল কত?
      
      সঠিক উত্তরঃ (খ) 150
    61. নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়?
      
      সঠিক উত্তরঃ (গ) ১৯৪৯
    62. সম্প্রতি বাংলাদেশের সফর করে যাওয়া পাকিস্তানের উপ প্রধান মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী, ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত?
      
      সঠিক উত্তরঃ (গ) পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)
    63. The play "Englishmen for My Money" was written by
      
      সঠিক উত্তরঃ (গ) William Haughton
    64. বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি?
      
      সঠিক উত্তরঃ (খ) প্রেস কাউন্সিল
    65. নীচের ধারার পরবর্তী সংখ্যা কোনটি? ১, ৯, ২৫, ৫, ৪৯, ......;
      
      সঠিক উত্তরঃ (খ) ৯
    66. যদি গতকাল শুক্রবার হতো, তাহলে আজ থেকে ৮১ তম দিন কি বার হবে?
      
      সঠিক উত্তরঃ (খ) বুধবার
    67. 'উৎক্ষেপণ' শব্দের 'উৎ' উপসর্গ কোন অর্থ ধারণ করছে?
      
      সঠিক উত্তরঃ (খ) উর্ধ্ব
    68. Select the sentence in which 'better' is an adverb
      
      সঠিক উত্তরঃ (খ) Sound travels better in water than in air
    69. 'Someone sneezed loudly at the back of the hall'. In this sentence the verb 'sneezed' is
      
      সঠিক উত্তরঃ (খ) intransitive
    70. ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেনদরবার করতে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন?
      
      সঠিক উত্তরঃ (গ) স্যার সলিমুল্লাহ
    71. 'We know that the earth is a planet' The underlined part is a/an
      
      সঠিক উত্তরঃ (ক) noun clause
    72. পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?
      
      সঠিক উত্তরঃ (ক) বিচারপতি সাত্তার
    73. কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত?
      
      সঠিক উত্তরঃ (ঘ) গুণমান
    74. আইনাঘর কী?
      
      সঠিক উত্তরঃ (গ) গোপন কারাগার
    75. আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়?
      
      সঠিক উত্তরঃ (খ) চীন ও ইংল্যান্ড
    76. একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত?
      
      সঠিক উত্তরঃ (ঘ) 2√6 মিটার
    77. নিম্নোক্ত কোন্ দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়?
      
      সঠিক উত্তরঃ 
    78. রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত এ-কার ব্যবহার করতেন কেন?
      
      সঠিক উত্তরঃ (ঘ) 'অ্যা' উচ্চারণ বোঝাতে
    79. একটি ট্রেন প্রতি সেকেন্ডে ১০০ ফুট বেগে চলছে। এক ব্যক্তির বন্দুকের গুলির বেগ সেকেন্ডে ২০০ ফুট। উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের ৩০০ ফুট সামনে একটা স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করবে?
      
      সঠিক উত্তরঃ (গ) ১
    80. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
      
      সঠিক উত্তরঃ (ক) ২৬ মার্চ
    81. ax+by=a², bx-ay=ab; এই সহ-সমীকরণের (x,y) এর সমাধান কোনটি?
      
      সঠিক উত্তরঃ (ঘ) (a,0)
    82. 'After lunch we went for a leisurely stroll'. Here 'leisurely' is a an
      
      সঠিক উত্তরঃ (খ) adjective
    83. বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি?
      
      সঠিক উত্তরঃ (গ) UNTSO
    84. চব্বিশের গণঅভুধানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমতের অন্যতম প্রস্তাব কি?
      
      সঠিক উত্তরঃ (ক) দ্বি-বিশিষ্ট সংসদ
    85. তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল Kurdistan Workers' Party বা PKK এর প্রতিষ্ঠাতা কে?
      
      সঠিক উত্তরঃ (ঘ) আবদুল্লাহ ওচালান
    86. বাংলাদেশের সংবিধানের আলোকে নিচের কোন্ অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়?
      
      সঠিক উত্তরঃ (খ) শিক্ষার অধিকার
    87. ১৫ মিটার লম্বা একটি স্কেলের প্রান্তে ১০ কেজি ওজন বাধা হয়েছে। একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্যের ৩:২ অনুপাতে একটি পেরেক লাগানো আছে। অপর প্রান্তে কত কেজি ওজন দিলে স্কেলের ভারসাম্য থাকবে?
      
      সঠিক উত্তরঃ (গ) ১৫
    88. পারিভাষিক শব্দ বলতে বুঝায়-
      
      সঠিক উত্তরঃ (গ) বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ
    89. জিএসপি (GSP) এর পূর্ণ রূপ কী?
      
      সঠিক উত্তরঃ (ক) Generalized System of Preference
    90. নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অরগানাইজেশন বা SCO এর সদস্য নয়?
      
      সঠিক উত্তরঃ (ক) আজারবাইজান
    91. চর্যাপদের খন্ডিত পদগুলো তিব্বতি থেকে বাংলায় রুপান্তর করেন-
      
      সঠিক উত্তরঃ (খ) হরপ্রসাদ শাস্ত্রী
    92. 'তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না'- বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে?
      
      সঠিক উত্তরঃ (ঘ) তিনি কথা শুনে জেগে রইলেন
    93. আহমদ শরীফের মতে মধ্যযুগে চন্ডীদাস নামে কত জন কবি ছিলেন?
      
      সঠিক উত্তরঃ (খ) ৩
    94. চীন, ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী,চীন বা তীব্বতে কী নামে পরিচিত?
      
      সঠিক উত্তরঃ (ঘ) ইয়ারলাং সাংপো
    95. 'They talked about going on a vacation'. Here 'going' is a/an
      
      সঠিক উত্তরঃ (ঘ) gerund
    96. নিম্নোক্ত কোন দেশটি 'Five Eyes' ভুক্ত নয়?
      
      সঠিক উত্তরঃ (খ) ফ্রান্স
    97. x²+6x-27< 0 অসমতাটির সমাধান সেট নিচের কোনটি?
      
      সঠিক উত্তরঃ (গ) (-9, 3)
    98. 'শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কী হয়'- এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে -
      
      সঠিক উত্তরঃ (খ) বহুবচন বোঝাতে
    99. বাংলাদেশে ICCPR এর স্বাক্ষরকারী একটি দেশ। ICCPR এর পূর্ণরূপ কী?
      
      সঠিক উত্তরঃ (গ) International Covenant on Civil and Political Rights
    100. বাংলাদেশের ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী সর্ব প্রথমে কে অবস্থান করেন?
      
      সঠিক উত্তরः (খ) রাষ্ট্রপতি
    
 


কোন মন্তব্য নেই
Thank You