English Literature Full Note
Periods of English Literature
| S. L. No. | Period | Duration | 
|---|---|---|
| 1 | The Old English Period (প্রাচীন যুগ) / Anglo-Saxon Period (অ্যাংলো-স্যাক্সন যুগ) | 450 - 1066 | 
| 2 | The Middle English Period (মধ্যযুগ) | 1066-1500 | 
| 3 | The Renaissance Period (রেনেসাঁর যুগ) | 1500-1660 | 
| 4 | The Neo-classical Period (নিওক্ল্যাসিক্যাল যুগ) | 1660-1798 | 
| 5 | The Romantic Period (রোমান্টিক যুগ) | 1798-1832 | 
| 6 | The Victorian Period (ভিক্টোরীয় যুগ) | 1832-1901 | 
| 7 | The Modern Period (আধুনিক যুগ) | 1901 - 1939 | 
| 8 | The Postmodern Period (আধুনিকোত্তর যুগ) | 1939 - | 
The Old English Period (450-1066 AD)
এই যুগটি ইংরেজি সাহিত্যের ঊষাকাল (The dawn of English Literature) হিসেবে বিবেচিত। Anglo-Saxon Period বলা হয়। অ্যাংলো-স্যাক্সন শব্দটি এসেছে অ্যাঙ্গেল এবং স্যাক্সন জার্মানিক উপজাতি থেকে। এ যুগের শেষ হয় 1066 সালে।
মূল বৈশিষ্ট্যসমূহ:
- Heroic deeds (বীরত্বগাথাঁ)
- Love of sea adventure (সমুদ্র অভিযানের প্রতি ভালোবাসা)
- Savagery (বর্বরতা)
- Intense love of glory (গৌরবের প্রতি প্রচণ্ড ভালোবাসা)
- Strong belief in fate (ভাগ্যের প্রতি অগাধ বিশ্বাস)
প্রধান সাহিত্যিক ও তাদের সাহিত্যকর্ম:
| Writers | Traits & Works | 
|---|---|
| Caedmon (কিডমন) | সপ্তম শতকের কবি। প্রধান সাহিত্যকর্ম: 'Paraphrase', 'Genesis', 'Exodus', 'Judith'. | 
| Cynewulf (কেনেউল্ল্ফ) | Juliana, Elene, The Fates of the Apostles. | 
| Adam Bede (এডাম বেডে) | প্রথম ইতিহাসবিদ। 'The Ecclesiastical History of the English' গ্রন্থের জন্য “Doctor of Church” উপাধি প্রাপ্ত। | 
| King Alfred the Great | ৮৭১-৯০১ খ্রি. ইংল্যান্ডের রাজা। 'Anglo-Saxon Chronicle' রচনা করেছেন। 'Father of English Prose' হিসেবে পরিচিত। | 
| অজ্ঞাত কবি (Anonymous Poet) | Beowulf, The Wife's Complaint, The Seafarer, The Wanderer। | 
William Langland (১৩৩২ - ১৩৮৬ খ্রি.)
উইলিয়াম ল্যাংল্যান্ড ছিলেন তাঁর যুগের বিদ্রোহী কবি। তিনি সহ্য করতে পারেননি ধর্মযাজকদের ভণ্ডামি এবং মানুষের প্রতি তাদের অবজ্ঞা ও অবহেলাকে তিনি কেবলমাত্র কঠোর ভাষায় আক্রমণ করেই ক্ষান্ত হননি, তিনি লেখনীর সাহায্যে রচনা করেছিলেন ‘দি ভিসন অব উইলিয়াম কনসার্নিং পীয়ার্স দি প্লাউম্যান' (The Vision of William Concerning Piers the Plowman) বা আজ পিয়ার্স প্লাউম্যান' (Piers Plowman, a satirical poem) নামে পরিচিত যা ১৩৬২ সালে রচিত হয়েছিল।
Piers Plowman গ্রন্থটি উইলিয়াম ল্যাংল্যান্ডকে চিরস্মরণীয় করে রেখেছে। কবিতাটি ১৩৬২ সালে রচিত হয় এবং কবি এই গ্রন্থের মাধ্যমে সে যুগের সাধারণ মানুষকে স্বাধিকার রক্ষার আন্দোলনে প্রেরণা যুগিয়েছেন। কবিতাটিতে দেখা যায়, কবি মে মাসের কোনো একদিন গেছেন ম্যালভার্ন পর্বত ভ্রমণ করতে। এক সময় কবি ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন এবং তিনি স্বপ্নে দেখলেন উন্মুক্ত প্রান্তরে বসেছে জমিদার, কৃষক, ব্যবসায়ী, পাদ্রী, শ্রমিক এর মেলা। সবাই যাবে তীর্থদর্শনে কিন্তু কে দেবে তাদের নেতৃত্ব? একমাত্র সেই পারে নেতৃত্ব দিতে যে চিরদিন করেছে সত্যরক্ষা। সেই সময় Piers নামে এক চাষী তীর্থযাত্রীদের এক শর্তে সত্যের মন্দিরে নিয়ে যেতে চাইলেন। শর্তটি হলো- প্রত্যেককেই তার দেড় বিঘা জমি চাষ করে দিতে হবে। তাতে বিশেষ কেউ রাজি হলো না, কেউ বা কাজের ভয়ে পালিয়ে গেল। তারপর কবি যারা সৎ কাজ করেন তাদের অন্বেষণে বেরিয়ে পড়লেন। কিন্তু তিনি পুরোহিতকুলের মধ্যে এরকম সৎ লোক একেবারেই পেলেন না। কবিতার শেষের দিকে যিশুখ্রিস্টের অলৌকিক কাহিনির অবতারণা করা হয়েছে। উপসংহারে কবি দেখিয়েছেন যে Piers Plowman ও যিশুখ্রিস্ট একই ব্যক্তি।
মধ্যযুগের আরও কিছু কবি সাহিত্যিক ও তাঁদের সাহিত্যকর্ম
| Writer | Works | 
|---|---|
| John Gower (1330-1408) | Confessio Amantis | 
| Thomas Malory (1415 - 1471) | Morte d' Arthur (the first romance in prose) | 
| John Lydgate (1370-1451) | Troy Book; Siege of Thebes | 
| William Dunber (1460-1530) | The Dance of the Seven Deadly Sins | 
The Barren Age/Dark Age
ইংরেজি সাহিত্যে ১৪০০ থেকে ১৪৮৫ খ্রি. পর্যন্ত সময়কাল অন্ধকার যুগ (The Dark Age / The Barren Age) হিসেবে বিবেচিত। কারণ এ সময় নরম্যানদের শাসনামলে ইংরেজি সাহিত্যের তেমন কোনো বিকাশ হয়নি।
The Renaissance Period (1500 - 1660)
Renaissance (রেনেসাঁস) একটি ফরাসি শব্দ যার অর্থ Rebirth or Revival or Regeneration (পুনর্জন্ম/নবজীবন) of learning। রেনেসাঁস ইউরোপের একটি ঐতিহাসিক যুগ যার ব্যাপ্তিকাল ছিল চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত। রেনেসাঁ হলো শিল্প আন্দোলনের নাম তবে, এটি ছিল জ্ঞান অর্জনের পুনর্জাগরণ (Revival of learning)। এ সময় ইউরোপের শিল্প-সংস্কৃতি-সাহিত্য ও বিজ্ঞানে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়। ইউরোপে রেনেসাঁস শুরু হয়েছিল চতুর্দশ শতাব্দীতে ইতালির ফ্লোরেন্সে (Florence, Italy)। লিওনার্দো দ্য ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলোকে Renaissance man বলা হয়।
এই যুগের প্রধান বৈশিষ্ট্যসমূহ
- Passion for new knowledge and learning (শিক্ষা-দীক্ষার প্রতি প্রবল আগ্রহ)
- Desire for unlimited wealth and power (অপরিসীম সম্পদ ও ক্ষমতা প্রতি মোহ)
- Love of adventures (অভিযানের প্রতি মোহ)
- Love of own country (স্বদেশপ্রেম)
- Love of beauty (সৌন্দর্যের প্রতি মোহ)
- Love of humanism (মানবতাবাদ)
- Love for the past (স্মৃতিকাতরতা)
Preparation for Renaissance
Sir Thomas More (১৪৭৮ - ১৫৩৫ খ্রি.) অক্সফোর্ডে পড়াশুনা করেছেন। তিনি আইনজীবী হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি ল্যাটিন ও ইংরেজি উভয় ভাষায় প্রচুর লেখালেখি করেন। তাঁর বিখ্যাত উপন্যাস Utopia ১৫১৬ সালে রচনা করেন। উপন্যাসটির গ্রিক অর্থ 'কোথাও নয়' (an imaginary place or state in which everything is perfect)।
Sir Thomas Wyatt (১৫০৩ - ১৫৪২ খ্রি.) ইংরেজি সাহিত্যে প্রথম সনেট রচনাকারী। তিনি রাষ্ট্রদূত ও গীতি কবি। তাঁর কবিতা Songes and Sonettes ১৫৫৭ সালে প্রকাশিত হয়।
Nicholas Udall (১৫০৪ - ১৫৫৬ খ্রি.) প্রথম কমেডি লেখক। তাঁর রচনা Ralph Roister Doister ইংরেজি সাহিত্যের প্রথম কমেডি।
Thomas Sackville (১৫৩৬ - ১৬০৮ খ্রি.) রচিত Gorboduc রেনেসাঁস যুগের প্রথম বিয়োগান্তক নাটক।
Some other writers and their works
| Writer | Traits & Works | 
|---|---|
| Sir David Lyndsay (1490-1555) | The Dreme (Poem) | 
| William Stevenson (1530-1575) | Gammer Gurton's Needle (Comedy) | 
| Henry Howard (1517-1547) | অমিত্রাক্ষর ছন্দ (Blank Verse) এর প্রবর্তক। The Earl of Surrey. Tottels Miscaellany | 
| William Tyndale (1494 - 1536) | Tyndale Bible (টিন্ডেল বাইবেল) | 
| Hugh Latimer (1487-1555) | Bishop of Worcester before the Reformation | 
The Elizabethan Period
রানী Elizabeth ১৫৫৮ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন এবং ১৬০৩ খ্রিষ্টাব্দে মারা যান। এই যুগকে ইংরেজি সাহিত্যের ‘স্বর্ণ যুগ' (The Golden Age of English Literature) বলা হয়। Elizabethan tragedy এর মূল বৈশিষ্ট্য ছিল Revenge (প্রতিশোধ)।
Edmund Spenser (১৫৫২ - ১৫৯৯ খ্রি.)
এডমন্ড স্পেন্সার সম্ভবত লন্ডন শহরে জন্মগ্রহণ করেন। তিনি কবিদের কবি হিসেবে পরিচিত। ১৫৭৯ খ্রিস্টাব্দে তাঁর প্রথম কাব্য The Shepheardes Canlender প্রকাশিত হয়।
প্রধান সাহিত্যকর্ম
| Poetry | Work | 
|---|---|
| The Shepheardes Calender | 1579 | 
| Amoretti | 1595 | 
| The Epithalamion | 1595 | 
| Four Hymes | 1596 | 
| Astrophel | 1596 | 
| Epic | The Faerie Queene (1590 -1609) | 
প্রধান চরিত্রসমূহ
| Character | Description | 
|---|---|
| Arthur | Central Character, লর্ড লাইসিস্টারের প্রতীক। | 
| Redcross Knight | Hero of Book I | 
| Faerie Queen / Gloriana | Queen Elizabeth | 
| Una | The true faith of the Protestant Church and would wife of Redcross Knight. | 
| Duessa | Symbol of Roman Church, Una 'র বিপরীত চরিত্র এবং মিথ্যার প্রতীক। | 
মোট পেইজঃ ১৯৪

 


কোন মন্তব্য নেই
Thank You