৪৯তম বিসিএসের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান (১-৫০) - ZerO to Infinity

Header Ads

৪৯তম বিসিএসের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান (১-৫০)


 

1. Choose the synonym for 'fright'.

ক) placidity   খ) composure   গ) apprehension   ঘ) equanimity

2. 'কম-দামে কেনা বেশী দামে বেচা আমাদের স্বাধীনতা'- বইটির লেখক কে?

ক) আবুল কালাম শামসুদ্দীন   খ) আবুল মনসুর আহমদ   গ) শামসুদ্দিন আবুল কালাম   ঘ) এস ওয়াজেদ আলী

3. "... I cannot but conclude the Bulk of your Natives, to be the most pernicious race of little odious vermin that Nature ever suffered to crawl upon the surface of the Earth" - the statement occurs in

ক) Robinson Crusoe   খ) A Doll's House   গ) Vanity Fair   ঘ) Gulliver's Travels

4. বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?

ক) ঢাকা বিশ্ববিদ্যালয়   খ) রংপুর বিশ্ববিদ্যালয়   গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়   ঘ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

5. ODS (Ozone Depleting Substances) এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি সাক্ষরিত হয়?

ক) কিয়োটো প্রোটোকল   খ) মন্ট্রিল প্রোটোকল   গ) প্যারিস চুক্তি   ঘ) রামসার কনভেনশন

6. "Rubiyat of Khayyam" is attributed to

ক) Edward FitzGerald   খ) Scott Fitzgerald   গ) Thomas Fitzgerald   ঘ) William Fitzgerald

7. আশিষ নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বি-জাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন্ সংগঠনটি?

ক) মুসলিম লীগ   খ) সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেস   গ) আর.এস.এস   ঘ) জমিয়তে-ই-হিন্দ

8. ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি?

ক) অক্ষর   খ) রূপমূল   গ) শব্দ   ঘ) বর্গ

9. গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত?

ক) সুইডেন   খ) ডেনমার্ক   গ) নরওয়ে   ঘ) ফিনল্যান্ড

10. ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়?

ক) লেখার ধরনে   খ) উচ্চারণের বিশিষ্টতায়   গ) সংখ্যাগত পরিমানে   ঘ) ইন্দ্রিয় গ্রাহ্যে

11. PQR ত্রিভুজের ∠Q=90° এবং ∠P=2∠R হলে নিচের কোনটি সঠিক?

ক) PR=2QR   খ) PQ=2R   গ) PR=2PQ   ঘ) QR=2PQ

12. 'সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরই বায়না'- এখানে ভুল ঘটেছে -

ক) বানান ও প্রচারের   খ) অর্থ ও প্রচারের   গ) অর্থ ও গঠনের   ঘ) বানান ও বচনের

13. 'পুণ্যয়' শব্দের রূপ বলতে কি বোঝানো হয়?

ক) বানর   খ) সিংহ   গ) পাপ   ঘ) বন

14. logₓ4= -2 হলে x= কত?

ক) ১/২   খ) -1/2   গ) 2   ঘ) -2

15. Identify the correct passive form, "People thought that the despot was corrupt".

ক) The despot had been thought to be corrupt   খ) It was thought that the despot was corrupt   গ) The despot was thought to be corrupt   ঘ) The despot is thought to be corrupt

16. একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি ০২ ও অষ্টম পদটি ২৫৬ হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত?

ক) ৮   খ) ১৬   গ) ২   ঘ) ১/২

17. The idiom 'icing on the cake' means -

ক) a slice of the cake   খ) an attractive but unnecessary addition   গ) an attractive service   ঘ) an attractive and essential enhancement

18. 'পরিবার থেকে শিশুরা দূর'- এখানে 'থেকে' শব্দের সাথে যুক্ত 'য়'-এর ব্যাকরণিক পরিচয় কী?

ক) উপসর্গ   খ) প্রত্যয়   গ) ধাতু   ঘ) বলক

19. 'We work every day except Friday'. In this sentence 'except' is a/an

ক) adjective   খ) noun   গ) preposition   ঘ) pronoun

20. ১ জন লোক ১ টা কলা ১ মিনিটে খেতে পারে। তাহলে ৫ জন লোকের ৫ টা কলা খেতে কত মিনিট সময় লাগবে?

ক) ৫   খ) ২৫   গ) ১   ঘ) ১০

21. Identify the word that can be used as both singular and plural

ক) light   খ) shot   গ) criterion   ঘ) cannon

22. প্রাচীন কালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারনা প্রথম উদ্ভূত হয়?

ক) মিশর   খ) গ্রীস   গ) চীন   ঘ) রোম

23. The novel 'Wuthering Heights' was penned by the author under the penname

ক) Ellise Bellet   খ) Ellis Belle   গ) Ellis Bell   ঘ) Una Ellis

24. মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর   খ) কায়কোবাদ   গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত   ঘ) ইসমাইল হোসেন সিরাজী

25. লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ায় পূর্বে কোন ভূমিকায় ছিলেন?

ক) ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী   খ) ফ্রান্সে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত   গ) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান   ঘ) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

26. প্রথম বিশ্বযুদ্ধে কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়?

ক) প্যারিস চুক্তি   খ) ভার্সাই চুক্তি   গ) জেনেভা চুক্তি   ঘ) রোম চুক্তি

27. সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজী নাম কী?

ক) Parliament   খ) National Parliament   গ) Legislature   ঘ) The House of the Nation

28. কাজী নজরুল ইসলামের কোন্ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর?

ক) বাঁধন-হারা   খ) মৃত্যুক্ষুধা   গ) কুহেলিকা   ঘ) শিউলিমালা

29. 'স্বাধীন' শব্দের ব্যাসবাক্য কোনটি?

ক) স্বীয়-এর অধীন   খ) স্বত্তার অধীন   গ) স্ব-এর অধীন   ঘ) স্বত্তের-অধীন

30. একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হইল। বিক্রয়মূল্য 60 টাকা বেশী হলে 5% লাভ হত। বইটির ক্রয়মূল্য কত টাকা?

ক) 200   খ) 300   গ) 400   ঘ) 500

31. একটা বাক্সে ৪টা লাল, ৩টা নীল, ২টা হলুদ ও ১টা সবুজ বল আছে। কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবেই?

ক) ৫   খ) ৬   গ) ৭   ঘ) ৮

32. বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়?

ক) সিলেট   খ) চট্টগ্রাম   গ) মৌলভীবাজার   ঘ) পঞ্চগড়

33. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমানবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন?

ক) হ্যারি এস. ট্রুম্যান   খ) ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট   গ) রিচার্ড নিক্সন   ঘ) জর্জ ডাব্লিও বুশ

34. Pick the correctly spelt word

ক) Conscintious   খ) Consientious   গ) Concientious   ঘ) Conscientious

35. নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের (EU) সদস্য নয়?

ক) বুলগেরিয়া   খ) হাঙ্গেরি   গ) পোল্যান্ড   ঘ) সুইজারল্যান্ড

36. Demographic Dividend বলতে কী বুঝায়?

ক) শিশু মৃত্যুরহার হ্রাস   খ) জন্মহার শূন্যের কোটায় আনা   গ) জনসংখ্যার অধিকাংশ বেকার   ঘ) কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি

37. 'এ কাজ করতে আমি বদ্ধ পরিকর'- এখানে 'পরিকর' শব্দের অর্থ কী?

ক) দাস   খ) প্রতিজ্ঞা   গ) কোমর   ঘ) প্রতিশ্রুত

38. হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?

ক) ব্রুনেই   খ) মালয়েশিয়া   গ) সিংগাপুর   ঘ) তানজানিয়া

39. ভাষা-পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার ভুক্ত?

ক) ইন্দো-আর্য   খ) দ্রাবিড়   গ) অস্ট্রিক-অস্ট্রো এসিয়াটিক (মুন্ডা)   ঘ) তিব্বত-বর্মী

40. কোন শব্দটি বিসর্গসন্ধির মাধ্যমে গঠিত?

ক) নীরব   খ) উজ্জ্বল   গ) মানোত্তীর্ণ   ঘ) সংগ্রাম

41. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন 'তমদ্দুন মজলিস'। তমদ্দুন মজলিস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন্ বিভাগের শিক্ষক ছিলেন?

ক) রসায়ন   খ) পদার্থ বিজ্ঞান   গ) অর্থনীতি   ঘ) ইসলামী শিক্ষা

42. নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোন ভূমি সীমানা নাই?

ক) নাগাল্যান্ড   খ) মিজোরাম   গ) মেঘালয়   ঘ) আসাম

43. কেপ ভার্দে (Cape Verde) দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত?

ক) গালফ অফ গিনি   খ) ফ্রেঞ্ছ পলিনেশিয়া   গ) দক্ষিণ আফ্রিকা   ঘ) পশ্চিম আফ্রিকা

44. একটা লোহার গোলক গলিয়ে একটি সমান আয়তনের গোলক তৈরী সম্ভব যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকটির অর্ধেক।

ক) ৪   খ) ৮   গ) ১৬   ঘ) ২

45. Who wrote "A Vindication of the Rights of Women"?

ক) Claire Clairmont   খ) Marry Wollstonecraft   গ) Mary Wollstonecraft Godwin   ঘ) Mary Shelley

46. যদি M={a,b,1,2} এবং N={1,2} হয়, তবে N - M এর মান কত?

ক) { }   খ) {a,b}   গ) {0}   ঘ) {-a, -b}

47. Fill in the blanks with appropriate words. 'Selina knocked it ______ the park with her performance in culinary art'.

ক) outside   খ) out of   গ) inside   ঘ) off

48. ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি (IWT) কোন সালে স্বাক্ষরিত হয়?

ক) ১৯৪৮   খ) ১৯৭৪   গ) ১৯৬৫   ঘ) ১৯৮০

49. দুইটি সংখ্যার ল.সা.গু 4x² + 12x² - 16x - 48, গ.সা.গু 2x + 4। একটি সংখ্যা 4x²+20x+24 হলে অপরটি -

ক) x²-4   খ) 2(x²-4)   গ) 4(x²-4)   ঘ) x+2

50. বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন; 'বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারনা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়' এই ঐতিহাসিকের নাম কি?

ক) এন্থনি মাসকারেনহাস   খ) লরেন্স জিরিং   গ) লরেঞ্জ লিফশুজ্   ঘ) হেনরি কিসিঞ্জার

কোন মন্তব্য নেই

Thank You

New Posts

100 Authors and Books Name of English Literature

  ইংরেজি সাহিত্যের ১০০টি গুরুত্বপূর্ণ গ্রন্থ ইংরেজি সাহিত্যের ১০০টি গুরুত্বপূর্ণ গ্রন্থ ও লেখকের নাম David Copperfiel...

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.