৪৭তম বিসিএস হাইলাইটস - ZerO to Infinity

Header Ads

৪৭তম বিসিএস হাইলাইটস


 


সাহিত্য অংশ

১. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?

উত্তর: চর্যাপদ

২. 'চর্যাপদ' কে আবিষ্কার করেন?

উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী

৩. 'চর্যাপদ' কোথা থেকে আবিষ্কৃত হয়?

উত্তর: নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে

৪. 'চর্যাপদ' কোন ভাষায় লেখা?

উত্তর: প্রাচীন বাংলা বা সন্ধ্যা ভাষায়

৫. 'চর্যাপদ' এর পদ সংখ্যা কত?

উত্তর: ৫১টি (আবিষ্কৃত হয়েছে সাড়ে ৪৬টি)

৬. 'চর্যাগীতি' বা 'চর্য্যাপদ' এর বিষয়বস্তু কী?

উত্তর: বৌদ্ধ ধর্ম এবং আধ্যাত্মিক সাধনার তত্ত্ব

৭. 'চর্যাপদ' এ কোন ছন্দ ব্যবহার করা হয়েছে?

উত্তর: মাত্রাবৃত্ত ছন্দ

৮. 'চর্যাপদ' এর প্রধান কবি কে?

উত্তর: লুইপা

৯. 'চর্যাপদ' এর সর্বাধিক পদ রচয়িতা কে?

উত্তর: কাহ্নপা (১৩টি)

১০. 'চর্যাপদ' এর টীকাকার কে?

উত্তর: মুনিদত্ত

মধ্যযুগ (১২০০-১৮০০ খ্রি.)

১১. বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' কোনটি?

উত্তর: ১২০১-১৩৫০ খ্রি.

১২. বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান কাব্য কোনটি?

উত্তর: ইউসুফ-জুলেখা

১৩. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য কে রচনা করেন?

উত্তর: বড়ু চণ্ডীদাস

১৪. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য কোথা থেকে আবিষ্কৃত হয়?

উত্তর: ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ এটি আবিষ্কার করেন।

১৫. বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন 'শ্রীকৃষ্ণকীর্তন' এর বিষয়বস্তু কী?

উত্তর: রাধা-কৃষ্ণের প্রেমলীলা

১৬. মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?

উত্তর: শাহ মুহম্মদ সগীর

১৭. 'ইউসুফ-জুলেখা' কাব্য কে রচনা করেন?

উত্তর: শাহ মুহম্মদ সগীর

১৮. 'লাইলি-মজনু' কাব্য কে রচনা করেন?

উত্তর: দৌলত উজির বাহরাম খান

১৯. 'পদ্মাবতী' কাব্য কে রচনা করেন?

উত্তর: আলাওল

২০. 'কাব্য সুধাকর' কার উপাধি?

উত্তর: আলাওল

২১. মঙ্গল কাব্যের প্রধান শাখা কয়টি?

উত্তর: তিনটি (মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল)

২২. 'মনসামঙ্গল' কাব্যের প্রধান কবি কে?

উত্তর: কানাহরি দত্ত

২৩. 'চণ্ডীমঙ্গল' কাব্যের প্রধান কবি কে?

উত্তর: মুকুন্দরাম চক্রবর্তী

২৪. 'কবিকঙ্কন' কার উপাধি?

উত্তর: মুকুন্দরাম চক্রবর্তী

২৫. 'অন্নদামঙ্গল' কাব্যের প্রধান কবি কে?

উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর

২৬. 'রায়গুণাকর' কার উপাধি?

উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর

২৭. মধ্যযুগের বাংলা সাহিত্যের শেষ কবি কে?

উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর

২৮. 'বিদ্যাপতি' কোন অঞ্চলের কবি ছিলেন?

উত্তর: মিথিলা (বিহার)

২৯. 'চৈতন্যজীবনী কাব্য' কে রচনা করেন?

উত্তর: বৃন্দাবন দাস ('চৈতন্যভাগবত')

৩০. 'পদাবলী' সাহিত্যের প্রধান কবি কে?

উত্তর: বিদ্যাপতি ও চণ্ডীদাস

৩১. বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূত্রপাত ঘটে কখন?

উত্তর: ১৮০১ সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে।

৩২. বাংলা গদ্যের জনক কে?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩৩. 'শকুন্তলা' কে রচনা করেন?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩৪. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

উত্তর: দুর্গেশনন্দিনী (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)

৩৫. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি?

উত্তর: কৃষ্ণকুমারী (মাইকেল মধুসূদন দত্ত)

৩৬. বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি?

উত্তর: মেঘনাদবধ কাব্য (মাইকেল মধুসূদন দত্ত)

৩৭. বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক কে?

উত্তর: স্বর্ণকুমারী দেবী

৩৮. 'কপালকুণ্ডলা' উপন্যাসের লেখক কে?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৩৯. 'বিষবৃক্ষ' উপন্যাসের লেখক কে?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৪০. 'বঙ্কিম' উপাধি কে পেয়েছিলেন?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৪১. 'আমিষ' 'নিরামিষ' প্রবন্ধের লেখক কে?

উত্তর: প্রমথ চৌধুরী

৪২. 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: প্রমথ চৌধুরী

৪৩. 'বীরবল' ছদ্মনামে কে লিখতেন?

উত্তর: প্রমথ চৌধুরী

৪৪. 'পথের পাঁচালী' উপন্যাসের লেখক কে?

উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৪৫. 'হাজার বছর ধরে' উপন্যাসের লেখক কে?

উত্তর: জহির রায়হান

৪৬. 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের লেখক কে?

উত্তর: অদ্বৈত মল্লবর্মণ

৪৭. 'আর্টের জন্য আর্ট' এই তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর: অস্কার ওয়াইল্ড

৪৮. 'পথের পাঁচালী' উপন্যাসের প্রধান চরিত্র কোনটি?

উত্তর: অপু ও দুর্গা

৪৯. বাংলা সাহিত্যের 'সনেট' এর প্রবর্তক কে?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

৫০. 'কবর' নাটকটি কে রচনা করেন?

উত্তর: মুনীর চৌধুরী

রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)

৫১. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর: বনফুল

৫২. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি?

উত্তর: বউ-ঠাকুরাণীর হাট

৫৩. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক কোনটি?

উত্তর: বাল্মীকি-প্রতিভা

৫৪. রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' কী ধরনের রচনা?

উত্তর: উপন্যাস

৫৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তর: ১৯১৩ সালে

৫৬. কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান?

উত্তর: গীতাঞ্জলি

৫৭. 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ কে করেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই (Song Offerings)

৫৮. 'গীতাঞ্জলি' এর ইংরেজি সংস্করণের ভূমিকা কে লেখেন?

উত্তর: W.B. Yeats

৫৯. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী ছিল?

উত্তর: ভানুসিংহ

৬০. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?

উত্তর: বসন্ত

কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)

৬১. কাজী নজরুল ইসলাম কোন কাব্যের জন্য 'বিদ্রোহী কবি' নামে পরিচিত?

উত্তর: অগ্নিবীণা

৬২. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর: অগ্নিবীণা

৬৩. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?

উত্তর: বাঁধনহারা

৬৪. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটক কোনটি?

উত্তর: ঝিলিমিলি

৬৫. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কী?

উত্তর: ধূমকেতু, লাঙল

৬৬. 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?

উত্তর: প্রলয়োল্লাস

৬৭. 'বিদ্রোহী' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: বিজলী পত্রিকা

৬৮. 'সাম্যবাদী' কাব্যের রচয়িতা কে?

উত্তর: কাজী নজরুল ইসলাম

৬৯. 'যুগলবন্দী' উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: কাজী নজরুল ইসলাম

৭০. 'মৃত্যুক্ষুধা' উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: কাজী নজরুল ইসলাম

অন্যান্য গুরুত্বপূর্ণ সাহিত্যিক ও তাঁদের সৃষ্টি

৭১. 'হিমু' 'মিসির আলী' চরিত্রের স্রষ্টা কে?

উত্তর: হুমায়ূন আহমেদ

৭২. 'শ্রীকান্ত' উপন্যাসের লেখক কে?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৭৩. 'দেবদাস' উপন্যাসের লেখক কে?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৭৪. 'কল্লোল' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: দীনেশরঞ্জন দাশ

৭৫. 'লালসালু' উপন্যাসের লেখক কে?

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ

৭৬. 'চিলেকোঠার সেপাই' উপন্যাসের লেখক কে?

উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস

৭৭. 'সংশপ্তক' উপন্যাসের লেখক কে?

উত্তর: শহীদুল্লাহ কায়সার

৭৮. 'পদ্মানদীর মাঝি' উপন্যাসের লেখক কে?

উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়

৭৯. 'কিশোরগঞ্জ' এর পটভূমিতে লেখা 'পদ্মানদীর মাঝি' উপন্যাসের প্রধান চরিত্র কোনটি?

উত্তর: কুবের

৮০. 'পথিক তুমি পথ হারাইয়াছ'--এটি কার উক্তি?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ('কপালকুণ্ডলা')

৮১. 'জননী' উপন্যাসের লেখক কে?

উত্তর: শওকত ওসমান

৮২. 'অচলায়তন' নাটকটি কে রচনা করেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

৮৩. 'গোরা' উপন্যাসের লেখক কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

৮৪. 'চাঁদের পাহাড়' উপন্যাসের লেখক কে?

উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৮৫. 'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের লেখক কে?

উত্তর: আনোয়ার পাশা

৮৬. 'হাজার চুরাশির মা' উপন্যাসের লেখক কে?

উত্তর: মহাশ্বেতা দেবী

৮৭. 'সূর্যদীঘল বাড়ি' উপন্যাসের লেখক কে?

উত্তর: আবু ইসহাক

৮৮. 'একাত্তরের দিনগুলি' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: জাহানারা ইমাম

৮৯. 'বরফ গলা নদী' উপন্যাসের লেখক কে?

উত্তর: জহির রায়হান

৯০. 'লালন ফকির' এর প্রধান গানের সংকলন কে করেন?

উত্তর: কাঙাল হরিনাথ মজুমদার

৯১. 'সওগাত' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: মোহাম্মদ নাসিরউদ্দিন

৯২. 'ঢাকা প্রকাশ' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার

৯৩. 'বেগম' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: নূরজাহান বেগম

৯৪. 'আত্মজীবনী' গ্রন্থের লেখক কে?

উত্তর: কাজী নজরুল ইসলাম (এই নামে কোনো গ্রন্থ নেই, তবে 'আত্ম-স্মৃতি' নামে তাঁর কিছু লেখা আছে)

৯৫. 'কাকতাড়ুয়া' উপন্যাসের লেখক কে?

উত্তর: সেলিনা হোসেন

৯৬. 'সারেং বউ' উপন্যাসের লেখক কে?

উত্তর: শহীদুল্লাহ কায়সার

৯৭. 'একাত্তরের যীশু' গল্পগ্রন্থের লেখক কে?

উত্তর: শাহরিয়ার কবির

৯৮. 'রাইফেল রোটি আওরাত' গ্রন্থটির পটভূমি কী?

উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধ

৯৯. 'বউ কথা কও' কবিতাটি কে রচনা করেন?

উত্তর: কাজী নজরুল ইসলাম

১০০. 'দুধে ভাতে বাঙালি' প্রবাদটি কোন সাহিত্যিকের লেখায় প্রথম দেখা যায়?

উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ('পথের পাঁচালী')

গুরুত্বপূর্ণ উক্তি ও চরিত্র

১০১. 'মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ' - উক্তিটি কার?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ('সভ্যতার সংকট' প্রবন্ধে)

১০২. 'যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে' - উক্তিটি কার?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

১০৩. 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?' - উক্তিটি কার?

উত্তর: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

১০৪. 'এ দেশেতে জন্ম নিয়ে কত শত জন, কী কী কষ্ট করে, বাঁচায় জীবন' - উক্তিটি কার?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

১০৫. 'একি শুধু কবিতার বাণী, না জীবনের সত্য?' - উক্তিটি কার?

উত্তর: কাজী নজরুল ইসলাম

১০৬. 'নূরুলদীন' চরিত্রটি কোন উপন্যাসের?

উত্তর: নূরুলদীনের সারাজীবন (সৈয়দ শামসুল হক)

১০৭. 'কালপুরুষ' চরিত্রটি কোন উপন্যাসের?

উত্তর: হাজার বছর ধরে (জহির রায়হান)

১০৮. 'নন্দিত নরকে' উপন্যাসের চরিত্র কী?

উত্তর: এই উপন্যাসে নির্দিষ্ট কোনো প্রধান চরিত্র নেই, তবে মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা ফুটে উঠেছে।

১০৯. 'দুর্গেশনন্দিনী' উপন্যাসের প্রধান চরিত্র কে?

উত্তর: জগৎসিংহ, আয়েশা, তিলোত্তমা

১১০. 'পদ্মানদীর মাঝি' উপন্যাসের প্রধান চরিত্র কে?

উত্তর: কুবের মাঝি

আধুনিক সাহিত্যিকদের অন্যান্য সৃষ্টি

১১১. 'নূরুলদীনের সারাজীবন' কাব্যনাটকের লেখক কে?

উত্তর: সৈয়দ শামসুল হক

১১২. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাটকের লেখক কে?

উত্তর: সৈয়দ শামসুল হক

১১৩. 'নীললোহিত' ছদ্মনামে কে লিখতেন?

উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়

১১৪. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' - উক্তিটি কার?

উত্তর: চণ্ডীদাস

১১৫. 'সবকিছু নষ্টদের দখলে চলে গেছে' - উক্তিটি কার?

উত্তর: হুমায়ুন আজাদ

১১৬. 'আমার জীবন' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তর: রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

১১৭. 'বিন্দুর ছেলে' গল্পের লেখক কে?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১১৮. 'পায়ের তলায় সরিষা' প্রবন্ধের লেখক কে?

উত্তর: সৈয়দ মুজতবা আলী

১১৯. 'পথের পাঁচালী' উপন্যাসের ইংরেজি অনুবাদ কে করেন?

উত্তর: T.W. Clark

১২০. 'কপালকুণ্ডলা' উপন্যাসের ইংরেজি অনুবাদ কে করেন?

উত্তর: C.B. Haden

১২১. 'গল্পগুচ্ছ' কার রচিত গ্রন্থ?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

১২২. 'রাজা' নাটকের লেখক কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

১২৩. 'সাতটি তারার তিমির' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তর: জীবনানন্দ দাশ

১২৪. 'বনলতা সেন' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

উত্তর: রূপসী বাংলা

১২৫. 'কঙ্কাবতী' উপন্যাসের লেখক কে?

উত্তর: ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়

১২৬. 'চণ্ডীচরণ' চরিত্রটি কোন উপন্যাসের?

উত্তর: শ্রীকান্ত (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)

১২৭. 'আরণ্যক' উপন্যাসের লেখক কে?

উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১২৮. 'কলকাতার কাছেই' উপন্যাসের লেখক কে?

উত্তর: শীর্ষেন্দু মুখোপাধ্যায়

১২৯. 'ছায়াবাজ' উপন্যাসের লেখক কে?

উত্তর: সমরেশ মজুমদার

১৩০. 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের প্রধান চরিত্র কে?

উত্তর: কিশোর

১৩১. 'সাঁঝের বাতি' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তর: কাজী নজরুল ইসলাম

১৩২. 'কাদম্বরী' উপন্যাসটি কে রচনা করেন?

উত্তর: বাণভট্ট (সংস্কৃত)

১৩৩. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?

উত্তর: আলালের ঘরের দুলাল (১৮৫৮)

১৩৪. 'আলালের ঘরের দুলাল' কে রচনা করেন?

উত্তর: প্যারীচাঁদ মিত্র

১৩৫. 'হুতোম প্যাঁচার নক্শা' কে রচনা করেন?

উত্তর: কালীপ্রসন্ন সিংহ

১৩৬. 'কলকাতায় বাবু'দের নিয়ে লেখা প্রথম উপন্যাস কোনটি?

উত্তর: আলালের ঘরের দুলাল

১৩৭. 'নীলদর্পণ' নাটকটি কে রচনা করেন?

উত্তর: দীনবন্ধু মিত্র

১৩৮. 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ কে করেন?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

১৩৯. 'ছিন্নপত্র' কার রচিত?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

১৪০. 'কবর' নাটকটি কোন প্রেক্ষাপটে লেখা?

উত্তর: ১৯৫২ সালের ভাষা আন্দোলন


কোন মন্তব্য নেই

Thank You

New Posts

৪৭তম বিসিএস হাইলাইটস

  সাহিত্য অংশ ১. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি ? উত্তর: চর্যাপদ ​ ২. ' চর্যাপদ ' কে আবিষ্কার করেন ? উত্তর: হরপ্রসা...

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.