Poribar Porikolpona
ইবুক থেকে প্রাপ্ত লভ্যাংশ অসহায় শিশুদের শিক্ষা ও খাবারের জন্য ব্যয় করা হবে।
🎯উপমহাদেশে প্রথম ছাপাখানা স্থাপন করা হয়
⇒
1498 সালে
🎯বাংলাদেশে প্রথম ছাপাখানা স্থাপন হয়
⇒ রংপুরে।
🎯রচয়িতার মূল গ্রন্থ থেকে যারা প্রাচীন পান্ডুলিপি লিপিবদ্ধ করতেন তাদের
বলা হতো
⇒ অনুবাদক।
🎯চর্যাপদের কোন পদটি খন্ডাকারে পাওয়া গেছে
⇒
23 নং পদ।
🎯চর্যাপদ আবিষ্কার হওয়ার স্থান
⇒ নেপালের
রাজদরবারের গ্রন্থাগার।
🎯বাংলা সাহিত্যের প্রাচীনতম লেখক
⇒ লুই
পা।
🎯বাংলা ও মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম
⇒ ব্রজবুলি।
🎯দোভাষী পুঁথির উল্লেখ যোগ্য কবি
⇒ সৈয়দ
হামজা।
🎯অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি বলে
⇒ দেশী।
🎯কোন সময়কাল কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে
⇒
1201 - 1350 খ্রি।
🎯মহাকবি আলাওল কোন যুগের কবি
⇒ মধ্য
যুগের।
🎯মধ্যযুগের প্রথম কাব্য
⇒ শ্রীকৃষ্ণকীর্তন।
🎯বাংলা ভাষায় মধ্যযুগের বিস্তৃতিকাল কত
⇒
1201 - 1800 খ্রিস্টাব্দ।
🎯মধ্যযুগের উল্লেখ যোগ্য মুসলমান কবি কে
⇒ আলাউল।
🎯মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে
⇒ ভারতচন্দ্র।
🎯ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন
⇒ রামরাম
বসু।
🎯"বিবি কুলসুম" কার রচনা
⇒ মীর
মোশাররফ হোসেন।
🎯"পঞ্চরত্ন" এর রচয়িতা কে
⇒ সৈয়দ
মুজতবা আলী।
🎯বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার
⇒ মীর
মোশাররফ হোসেন।
🎯Origin & Development of Bengali language এই গ্রন্থটির রচয়িতা
⇒ ডঃ
সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
🎯বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে
⇒ মধ্যযুগে।
🎯বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রযাত্রীর ভূমিকা পালন করেন
⇒ দীনেশচন্দ্র
সেন।
🎯যুগ সন্ধিক্ষণের কবি
⇒ ঈশ্বরচন্দ্র
গুপ্ত।
🎯মধ্যযুগের প্রথম কবি
⇒ বড়ু
চণ্ডীদাস।
🎯বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ কয়টি
⇒ 3
টি।
🎯বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নির্দশন কোনটি
⇒ চর্যাপদ।
🎯বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেন
⇒ মহামহোপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী।
🎯শ্রীকৃষ্ণকীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়
⇒ গোয়ালঘরে।
🎯চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি
⇒ মকুন্দরাম
চক্রবর্তী।
🎯" সই কি শুনাইল শ্যাম নাম" পদটির রচয়িতা কে
⇒ চণ্ডীদাস।
🎯বাংলা ভাষায় বৈষ্ণবপদাবলীর আদি রচয়িতা কে
⇒ চণ্ডীদাস।
🎯বৈষ্ণবপদাবলীর আদি কবি কে
⇒ বিদ্যাপতি।
🎯"সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু অনেক পুড়িয়া গেল" এই পদটির রচয়িতা
কে
⇒ চণ্ডীদাস।
🎯চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন
⇒ বৃন্দাবন
দাস।
🎯কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে
⇒ সংস্কৃত।
🎯বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে
⇒ মাগধী
প্রকৃত।
🎯ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্টীর অন্তর্গত ভাষা কোনটি
⇒ বাংলা।
🎯বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময়কাল থেকে
⇒ দশম
শতকের কাছাকাছি সময়ে।
🎯বাংলা ভাষার উদ্ভব হয়
⇒ সপ্তম
খ্রিস্টাব্দে।
🎯বাংলা ভাষার বয়স কত
⇒
100 বছর।
🎯মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম
⇒ শ্রীচৈতন্যদেব।
🎯গীতগোবিন্দ কোন ভাষায় রচিত
⇒ ব্রজবুলি।
🎯আবুল ফজলের "রেখাচিত্র" কোন ধরনের রচনা
⇒ আত্মজীবনী।
🎯জসিম উদ্দিন এর কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে
⇒ নকশি
কাঁথার মাঠ।
🎯পুঁথি সাহিত্য বলতে বুঝায়
⇒ ইসলামী
চেতনাসম্পৃক্ত।
🎯পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক
⇒ সৈয়দ
হামজা।
🎯দোভাষী পুঁথি বলতে বুঝায়
⇒ মিশ্রিত
ভাষায় রচিত পুঁথি ।
🎯দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও স্বার্থক কবি কে
⇒ ফকির
গরীবুল্লাহ ।
🎯আমীর হামজা কাব্য রচনা করেন কে
⇒ ফকির
গরীবুল্লাহ।
🎯ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি কাব্য রচনা করেন
⇒ মৃত্যুঞ্জয়
বিদ্যালঙ্কার।
🎯কোনটি আধুনিক যুগের কাব্য
⇒ সারদামঙ্গল।
🎯বিধবা বিবাহ নিয়ে রহিতকরণ বিষয়ে কে কমলযুদ্ধ শুরু করেন
⇒ প্যারীচাঁদ
মিত্র।
🎯বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস
⇒ দুর্গেশনন্দিনী।
🎯"নীল দর্পন" কোন ধরনের রচনা
⇒ নাটক।
🎯কোন গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়
⇒ বেতাল
পঞ্চবিংশতি।
🎯"সংবাদ প্রভাকর" পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে
⇒ ঈশ্বরচন্দ্র
গুপ্ত।
🎯মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম কি
⇒ অমিত্রাক্ষর।
🎯ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক ছিলেন না কে
⇒ রামমোহন
রায়।
🎯ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহনযোগ্য
⇒ দুই
যুগের মিলনকারী।
🎯মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান
⇒
সনেটের প্রবর্তন।
🎯"ঠক চাচা" চরিত্র টি কোন উপন্যাসের লেখা
⇒ আলালের
ঘরে দুলাল।
🎯নীল দর্পণ নাটকের রচয়িতা
⇒ দীনবন্ধু
মিত্র।
🎯নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন
⇒ মাইকেল
মধুসূদন দত্ত।
🎯বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী পত্র
⇒ দিগদর্শন।
🎯"শকুন্তলা" কার লেখা গ্রন্থ
⇒ ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগর।
🎯"একে কি বলে সভ্যতা" কে লিখেছেন
⇒ মাইকেল
মধুসূদন দত্ত।
🎯"বিষাদ সিন্ধু" কোন ধরনের রচনা
⇒ উপন্যাস,
মীর মোশাররফ হোসেন।
🎯কোন নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ
⇒ মাইকেল
মধুসূদন দত্ত।
🎯বাংলা গদ্যের জনক বলা হয় কাকে
⇒
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
🎯"বুড় শালিকের ঘাড়ে রোঁ" কোন জাতীয় শিল্পকর্ম
⇒ প্রহসন।
🎯ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন
⇒ ভ্রান্তিবিলাস।
🎯ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কবে
⇒
1801 সালে।
🎯ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন
⇒ রামরাম
বসু।
🎯কাজী নজরুল ইসলাম কে বাংলাদেশের জাতীয় কবি ঘোষনা করা হয় কখন
⇒
1974 সালে।
🎯বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে
⇒ মাইকেল
মধুসূদন দত্ত।
🎯শামসুর রাহমানের আত্মজীবনী কি
⇒ কালের
ধুলোয় লেখা।
🎯রবিন্দ্রনাথ ঠাকুর "নাইট" উপাধি ত্যাগ করেন
⇒
1919 সালে।
🎯কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ
⇒ বিরহবিলাপ।
🎯"ময়নামতির চর" কাব্যগ্রন্থ টি কে লিখেছেন
⇒ বন্দে
আলী মিয়া।
🎯জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ
⇒ ঝরা
পালক।
🎯"The Field of Embroidered Quilt" কাব্যটি কবি জসিমউদ্দিনের
কোন কাব্যের ইংরেজি অনুবাদ
⇒ নকশি
কাঁথার মাঠ।
🎯"শকুন্তলা" কে অনুবাদ করেন
⇒ বিদ্যাসাগর।
🎯অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন
⇒ ভারতচন্দ্র
রায়গুণাকর।
🎯চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের নায়ক
⇒ মনসামঙ্গল।
🎯কোন দেবীর কাহিনী নিয়ে মঙ্গলকাব্য রচিত
⇒
মনসা দেবী।
কোন মন্তব্য নেই
Thank You