প্রাথমিক শিক্ষক নিয়োগ হাইলাইটস
🎯বাংলা সাহিত্যের আদি নিদর্শন-
ক. শূণ্য পুরাণ
খ. নিরঞ্জনের রুষ্মা
গ. সেক শুভোদয়া
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ
🎯উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
ক. কাহ্নপাদ
খ. লুইপাদ
গ. শান্তিপাদ
ঘ. রমনীপাদ
উত্তরঃ ঘ
🎯প্রাচীন যুগের সাহিত্যের উপকরণ হিসেবে পাওয়া যায়ঃ
ক. উপকথা
খ. রূপকথা
গ. পুঁথি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
🎯গদ্য-পদ্য মিলিয়ে ‘সেক শুভোদয়া’ গ্রন্থে অধ্যায় আছে–
ক. ১২ টি
খ. ১৪ টি
গ. ১৭ টি
ঘ. ১৫ টি
উত্তরঃ ঘ
🎯কাহ্নপা বিরচিত পদের সংখ্যা কত?
ক. ২টি
খ. ৫টি
গ. ৭টি
ঘ. ১৩টি
উত্তরঃ ঘ
🎯চর্যাপদ প্রথম প্রকাশিত হয়–
ক. নেপাল থেকে
খ. মোহামেডান লিটালারি সোসাইটি থেকে
গ. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ গ
🎯বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?
ক. বেদ
খ. শূন্যপূরাণ
গ. মঙ্গল কাব্য
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ
🎯হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল-
ক. চর্যাপদাবলি
খ. হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
গ. চর্যাচর্যবিনিশ্চয়
ঘ. চর্যাগীতিকা
উত্তরঃ খ
🎯চর্যাপদ আবিস্কৃত হয় কোথা থেকে?
ক. আরকান রাজগ্রন্থাগার থেকে
খ. বাঁকুড়ার এক গ্রহস্থের গোয়াল ঘর থেকে
গ. নেপালের রাজগ্রন্থশালা
ঘ. সুদূর চীন দেশ থেকে
উত্তরঃ গ
🎯চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. সুকুমার সেন
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
উত্তরঃ ঘ
🎯চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের ভাষার নমুনা পরিলক্ষিত হয়?
ক. নেপালের প্রাচীন কথ্য ভাষা
খ. পশ্চিম বাংলার প্রাচীন কথ্য ভাষা
গ. পূর্ব বাংলার প্রাচীন কথ্য ভাষা
ঘ. ত্রিপিটকের ভাষা
উত্তরঃ খ
🎯বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
ক. নিরঞ্জনের রুষ্মা
খ. দোহাকোষ
গ. গুপিচন্দ্রের সন্ন্যাস
ঘ. ময়নামতির গান
উত্তরঃ খ
🎯বৈষ্ণব পদাবলির সাথে কোন ভাষা সম্পর্কৃত
ক. সন্ধ্যাভাষা
খ. অধিভাষা
গ. ব্রজবুলি
ঘ. সংস্কৃত ভাষা
উত্তরঃ গ
🎯প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কয়জন?
ক. ১৯
খ. ২৩
গ. ২৫
ঘ. ২৭
উত্তরঃ খ
🎯বাংলা সাহিত্যে আধুনিক যুগের সুত্রপাত–
ক. ১৩৫১ সাল থেকে
খ. ১৬০১ সাল থেকে
গ. ১৭০১ সাল থেকে
ঘ. ১৮০১ সাল থেকে
উত্তরঃ ঘ
🎯বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি
ক. কাব্য
খ. প্রহসন
গ. ছোটগল্প
ঘ. ছন্দ
উত্তরঃ ক
🎯বাংলা ভাষার প্রাচীন নিদর্শন-
ক. পুঁথি সাহিত্য
খ. খনার বচন
গ. নাথ সাহিত্য
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ
🎯ড. মুহম্মদ এনামূল হক মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ খ
🎯আধুনিক যুগের সূত্রপাত কোন সময় থেকে?
ক. ১৯০১ সাল থেকে
খ. ১৮০১ সাল থেকে
গ. ১২০১ সাল থেকে
ঘ. ১৬০১ সাল থেকে
উত্তরঃ খ
🎯হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন?
ক. ১৯০৭ সালে
খ. ১৯০৯ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২৩ সালে
উত্তরঃ গ
🎯বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি?
ক. শ্রীকৃষ্ণ বিজয়
খ. শ্রীকৃষ্ণ কীর্তন
গ. শূন্যপূরাণ
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ
🎯আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি?
ক. মেঘনাদবধ
খ. পদ্মিনী উপাখ্যান
গ. দিকদর্শন
ঘ. ধূমকেতু
উত্তরঃ ক
🎯নিচের কোনটি কায়কোবাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ?
ক. অশ্রুমালা
খ. রূপচ্ছন্দা
গ. কল্পরেখা
ঘ. আনারকলি
উত্তরঃ ক
🎯বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত কাব্য কোনটি?
ক. দ্বৈরথ
খ. কষ্টিপাথর
গ. তন্বী
ঘ. চতুর্দশী
উত্তরঃ ঘ
🎯সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. তন্বী
খ. উর্বশী
গ. ক্রন্দসী
ঘ. রূপসী
উত্তরঃ ক
🎯নিচের কোনটি বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্য নয়?
ক. সঙ্গীত শতক
খ. সবিতা সুন্দরী
গ. নিসর্গ সন্দর্শন
ঘ. বন্ধুবিয়োগ
উত্তরঃ খ
🎯কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য?
ক. ব্রজাঙ্গনা
খ. বিলাতের পত্র
গ. বীরাঙ্গনা
ঘ. হিমালয়
উত্তরঃ গ
🎯‘মেঘদূত’ কাব্য কার রচনা?
ক. মহাকবি কালিদাস
খ. বিশ্বকবি রবীন্দ্রনাথ
গ. ছন্দের কবি সত্যেন্দ্রনাথ
ঘ. পল্লীকবি জসীমউদ্দীন
উত্তরঃ ক
কোন মন্তব্য নেই
Thank You