জ্ঞান কানন - ZerO to Infinity

Header Ads

জ্ঞান কানন

 


বাংলাদেশ পরিচিতি

সাংবিধানিক নাম - 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ'।
ইংরেজি নাম -
 The People's Republic of Bangladesh.
রাজধানী -
 ঢাকা, এ পর্যন্ত ৫ বার হয়।
বাণিজ্যিক রাজধানী -
 চট্টগ্রাম।
জাতি হিসেবে -
 বাঙালি।
উপনিবেশ -
 ইংল্যান্ডের উপনিবেশ ছিল এবং পাকিস্তান হতে স্বাধীনতা লাভ করে।
স্বাধীনতা ও জাতীয় দিবস -
 ২৬ মার্চ।
বিজয় দিবস -
 ১৬ ডিসেম্বর।
রাষ্ট্রভাষা -
 বাংলা।
মোট সীমানা দৈর্ঘ্য -
 ৫,১৩৮ কি.মি।
সমুদ্র বন্দর -
 ৩টি (চট্টগ্রাম-১৮৮৭, মংলা-১৯৫০, পায়রা-২০১৬)।
স্থল বন্দর -
 ২৩ টি।

বাংলাদেশের ভূ-প্রকৃতি ও প্রশাসনিক পরিচিতি

বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখাটি - কর্কটক্রান্তি রেখা।
সোয়াচ অব নো গ্রাউন্ড কিসের নাম -
 বঙ্গোপসাগরের একটি খাদের নাম।
বাংলাদেশ একমাত্র প্রবাল দ্বীপ -
 সেন্টমার্টিন।
বাংলাদেশের রাজনৈতিক জলসীমা -
 ১২ নটিক্যাল মাইল।


বাংলাদেশের প্রথম

(সরকার ও প্রশাসন)


প্রথম রাষ্ট্রপতি —
 শেখ মুজিবুর রহমান।
প্রথম
 সাংবিধানিক রাষ্ট্রপতি — বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
প্রথম
 অস্থায়ী রাষ্ট্রপতি — সৈয়দ নজরুল ইসলাম।
প্রথম
 গণপরিষদ অধিবেশন — ১০ এপ্রিল ১৯৭২।
প্রথম
 পররাষ্ট্রমন্ত্রী — খন্দকার মোশতাক আহমেদ।
প্রথম
 স্বরাষ্ট্রমন্ত্রী — এ এইচ এম কামরুজ্জামান।
প্রথম
 অর্থমন্ত্রী — ক্যাপ্টেন এম মনসুর আলী।
প্রথম
 সেনাবাহিনী প্রধান — জেনারেল আতাউল গণি ওসমানী।
প্রথম
 বিমান বাহিনী প্রধান — এ.কে খন্দকার।
প্রথম
 প্রধান বিচারপতি — এ এস এম সায়েম।
প্রথম
 নির্বাচন কমিশনার — বিচারপতি মোহাম্মদ ইদ্রিস।
প্রথম
 গণপরিষদ স্পিকার — শাহ আব্দুল হামিদ।
প্রথম
 জাতীয় সংসদ স্পিকার — মোহাম্মদ উল্লাহ।
প্রথম
 আইজিপি — এম এ খালেক।
প্রথম
 স্বীকৃতি দানকারী দেশ — ভুটান।
প্রথম
 ঢাকা বাংলার রাজধানী — ১৬১০ সালে।
প্রথম
 আদমশুমারী — ১৯৭৪ সালে।
প্রথম
 প্রথম বাজেট পেশকারী — তাজউদ্দিন আহমেদ।
প্রথম
 উপজাতীয় রাষ্ট্রদূত — শরবিন্দু শেখর চাকমা।

বাংলাদেশে প্রথম

(নারী ব্যক্তিত্ব)


প্রথম
 এভারেষ্ট জয়ী — নিশাত মজুমদার।
প্রথম
 প্রধানমন্ত্রী — বেগম খালেদা জিয়া।
প্রথম
 বিরোধীদলীয় নেত্রী — শেখ হাসিনা।
প্রথম
 কূটনীতিবিদ — তাহমিনা হক ডলি।
প্রথম
 বিচারপতি — নাজমুল আরা সুলতানা।
প্রথম
 পাইলট — কানিজ ফাতেমা রোকসানা।
প্রথম
 সংসদ স্পিকার — শিরীন শারমিন চৌধুরী।
প্রথম
 অভিনেত্রী — পূর্ণিমা সেনগুপ্ত।
প্রথম
 মুসলিম অভিনেত্রী — বনানী চৌধুরী।
প্রথম
 বীর প্রতীক খেতাব লাভকারী — ক্যাপ্টেন সেতারা বেগম।
প্রথম
 জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি — ইসমাত জাহান।

বাংলাদেশের প্রথম

(স্থাপনা)


প্রথম জাদুঘর —
 বরেন্দ্র, রাজশাহী।
প্রথম
 ভূ-উপগ্রহ কেন্দ্র — বেতবুনিয়া, রাঙামাটি।
প্রথম
 গ্যাসক্ষেত্র — হরিপুর, সিলেট।
প্রথম
 তেলক্ষেত্র — হরিপুর, সিলেট।

বাংলাদেশের প্রথম

(সংস্থা/প্রতিষ্ঠান প্রধান)


প্রথম
 বাংলাদেশ ব্যাংক গভর্নর — এ এন এম হামিদুল্লাহ।
প্রথম
 পি এস এসি চেয়ারম্যান — এ কিউ এম বজলুল করিম।
প্রথম
 ঢা.বি ভিসি — পি.জে হার্টস।
প্রথম
 শিক্ষা কমিশন চেয়ারম্যান — ড. কুদরত-এ-খুদা।
প্রথম
 দুদকের চেয়ারম্যান — বিচারপতি সুলতান হোসেন খান।

বাংলাদেশের প্রথম

(খেলাধুলা সম্পর্কিত)


প্রথম
 বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহন — ১৯৯৯ (সপ্তম বিশ্বকাপে)।
প্রথম
 জাতীয় ফুটবল দলের অধিনায়ক — জাকারিয়া পিন্টু।
প্রথম
 গ্রান্ড মাস্টার — নিয়াজ মোর্শেদ।
প্রথম
 বিশ্বকাপে ক্রিকেট দলের জয় — স্কটল্যান্ডের বিপক্ষে (১৯৯৯)।
প্রথম টেস্ট ক্যাপ্টেন —
 নাঈমুর রহমান দুর্জয়।
প্রথম
 টেস্ট জয় — জিম্বাবুয়ের বিপক্ষে (২০০৫)।
প্রথম
 টেস্ট সিরিজ জয় — জিম্বাবুয়ের বিপক্ষে (২০০৫)।
প্রথম
 ওয়ানডে জয় — কেনিয়ার বিপক্ষে (১৯৯৮)।
প্রথম
 ওয়ানডে সিরিজ জয় — জিম্বাবুয়ের বিপক্ষে (২০০৫)।
বিদেশে প্রথম ওয়ানডে সিরিজ জয় —
 কেনিয়ার বিপক্ষে (২০০৬)।
প্রথম
 আইসিসি ট্রফিতে অংশগ্রহণ— ১৯৭৯ সালের ৩ আগস্ট।
প্রথম
 অলিম্পিকে অংশগ্রহন — ১৯৮৪ (লস এঞ্জেলস অলিম্পিক)।

বাংলাদেশে প্রথম

(চালু হয়)


প্রথম
 তথ্য কমিশন — ১৫ জুলাই ২০০৯।
প্রথম
 ১০০ টাকার নোট চালু হয় — ২৭ অক্টোবর ২০০৮।
প্রথম
 বাংলা একাডেমি পুরষ্কার — ১৯৬০।
প্রথম
 বাংলা একাডেমি বইমেলা — ১৯৭৮।
প্রথম
 নোট চালু — ৪ মার্চ ১৯৭২।
প্রথম
 বিমান চালু — ৪ ফেব্রুয়ারি ১৯৭২।
প্রথম
 স্বাধীন বিচার বিভাগের যাত্রা — ১ নভেম্বর ২০০৭।
প্রথম
 কর ন্যায়পাল কার্যক্রম — ৯ জুলাই ২০০৬।
প্রথম
 জাতীয় জন্ম নিবন্ধন — ৩ জুলাই ২০০৭।
প্রথম
 রঙিন টেলিভিশন — ১ ডিসেম্বর ১৯৮০।
প্রথম
 আয়কর দিবস — ১৫ সেপ্টেম্বর ২০০৮।
প্রথম
 মূল্য সংযোজন কর — ১৯৯১ সালে।
প্রথম
 খাদ্যের বিনিময়ে শিক্ষা — ১৯৯৩ সালে।
প্রথম
 সারাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা — ১৯৯২ সালে।
প্রথম
 ডাকটিকিট — ২৯ জুলাই ১৯৭১।
প্রথম
 নারী ট্রাফিক — ১১ মার্চ ২০১০।


বাংলাদেশে প্রথম

(গবেষণা কেন্দ্র/প্রতিষ্ঠান)


প্রথম
 কুমির গবেষণা কেন্দ্র – ভালুকা।
প্রথম
 চিংড়ির গবেষণা কেন্দ্র – বাগেরহাট।
প্রথম
 নারী কারাগার – কাশিমপুর, গাজীপুর।
প্রথম
 হাইটেক পার্ক – কালিয়াকৈর, গাজীপুর।
প্রথম
 নভোথিয়েটার – বঙ্গবন্ধু নভোথিয়েটার।
প্রথম
 চা গবেষণা কেন্দ্র – শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
প্রথম
 মসলা গবেষণা কেন্দ্র – বগুড়া।
বাংলাদেশের সীমান্তবর্তী দেশ -
 ২ টি।
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা -
 ২০০ নটিক্যাল।
ভারতের কয়টি অঙ্গরাজ্য বাংলাদেশের সাথে -
 ৫ টি।
বাংলাদেশের কতটি জেলা ভারতের সাথে -
 ৩০ টি।
ভারতের কতটি জেলা বাংলাদেশের সাথে -
 ১০ টি।
মায়ানমার থেকে কতটি নদী বাংলাদেশে এসেছে -
 ৩ টি।
বাংলাদেশ ও ভারত বিভক্তকারী নদীর নাম -
 হাড়িয়াভাঙ্গা।
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা -
 ৩২ টি।
কোন জেলাটি বাংলাদেশ, ভারত এবং মায়ানমার তিন দেশের সাথেই আছে -
 রাঙ্গামাটি।
আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা -
 রাঙ্গামাটি।
প্রথম স্থানীয় সরকার গঠিত হয় কতটি জেলায় -
 ৩টি জেলায়।

*বাংলাদেশের বিভাগ কয়টি - ৮ টি।

কোন বিভাগের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নাই - বরিশাল।
*রংপুর বিভাগে জেলা আছে -
 ৮ টি।
শিক্ষার হার বেশি কোন জেলায় -
 বরিশাল।
কোন জেলায় বনভূমি সবচেয়ে বেশি -
 বাগেরহাট।
কোন বিভাগে বনভূমি বেশি -
 চট্টগ্রামে।
কোন বিভাগে বনভূমি কম -
 রাজশাহী।
মধুপুর ও ভাওয়ালের গড় কতটি জেলা নিয়ে গঠিত -
 ৩ টি।
বাংলাদেশের ১ম জাদুঘর কোথায় -
 বরেন্দ্রজাদুঘর।
বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় -
 চট্টগ্রাম।
উত্তরের জেলা কোনটি -
 পঞ্চগড়।
পশ্চিমের জেলা কোনটি -
 চাঁপাইনবাবগঞ্জ।
দক্ষিণের জেলা কোনটি -
 কক্সবাজার।
পূর্বের জেলা -
 বান্দরবান।
উত্তরের থানা -
 তেতুলিয়া।
পশ্চিমের থানা -
 শিবগঞ্জ।
দক্ষিণের থানা -
 টেকনাফ।
পূর্বের থানা -
 থানচি।
উত্তরের শেষবিন্দু -
 বাংলাবান্ধা।
পশ্চিমের শেষবিন্দু -
 মনকষা।
দক্ষিণের শেষবিন্দু -
 ছেড়াদ্বীপ।
পূর্বের শেষবিন্দু -
 আখাইন ঠং।
সাংস্কৃতিক রাজধানী -
 কুষ্টিয়া।
শিক্ষার রাজধানী -
 রাজশাহী।
উপজাতীদের জেলা -
 ৩ টি।
বাংলাদেশের জাতীয় সংসদের ১নং আসন -
 পঞ্চগড়।
বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন -
 বান্দরবান।
টেলিভিশন কেন্দ্র -
 ২ টি।
*ভূ-উপগ্রহকেন্দ্র অফিস -
 ৩৫ টি।
*মোবাইল কোম্পানি -
 ৫ টি।
বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান উৎস -
 কৃষি।
বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে -
 তেল।
বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত -
 কক্সবাজার।
*স্টক একচেঞ্জ -
 ২ টি।
গ্রীনিচমান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য -
 ৬ ঘন্টা।
ভারতের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য -
 ৩০ মিনিট।
পাকিস্তানের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য -
 ১ ঘন্টা।
বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী -
 বি.জি.বি।
ভারতের সীমান্ত রক্ষা বাহিনী -
 বি.এস.এফ।
(নোটঃ- * চিহ্নিত অংশগুলো সময়ের সাথে অনেকসময় পরিবর্তন হয়ে থাকে।)

কোন মন্তব্য নেই

Thank You

New Posts

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

  🎯 ‘ইতিহাস’ শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? ➙ ইতিহ 🎯 History শব্দটির বাংলা প্রতিশব্দ কী? ➙ ইতিহাস 🎯 ইতিহাসের মূল বিষয়বস্তু...

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.