খাদ্য অধিদপ্তরের নিয়োগের MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান - ZerO to Infinity

Header Ads

খাদ্য অধিদপ্তরের নিয়োগের MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান

 


উপ-খাদ্য পরিদর্শক — MCQ সমাধান

খাদ্য অধিদপ্তর — উপ-খাদ্য পরিদর্শক
পরীক্ষার তারিখ: ২৫-১০-২০২৫ — সম্পূর্ণ সমাধান (MCQ)

১. রমিজ সাহেব ব্যাংকে ৫০০০ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা ১০% হলে, ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন?
(ক) ২৫০০ টাকা   (খ) ৬০০০ টাকা   (গ) ৩০০০ টাকা   (ঘ) ৪০০০ টাকা
সঠিক উত্তর: (গ) ৩০০০ টাকা
২. উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী?
(ক) বসফরাস প্রণালী   (খ) পক প্রণালী   (গ) জিব্রাল্টার প্রণালী   (ঘ) বেরিং প্রণালী
সঠিক উত্তর: (ঘ) বেরিং প্রণালী
৩. a:b=3:5 এবং a:c = 5:7 হলে b:c এর মান কত?
(ক) 15:25   (খ) 3:7   (গ) 25:21   (ঘ) 21:35
সঠিক উত্তর: (গ) 25:21
৪. They returned home earlier. Here underlined word is a/an
(ক) Adjective   (খ) Pronoun   (গ) Adverb   (ঘ) Noun
সঠিক উত্তর: (গ) Adverb
৫. If I ___ a millionaire, I ___ helped every worthy cause. Fill in the blank with correct right form of verbs.
(ক) were, would   (খ) were, would have   (গ) had been, would have   (ঘ) have been, would have
সঠিক উত্তর:(ক) were, would
৬. 'হাত ধুয়ে বসা'- বাগধারার অর্থ কি?
(ক) দায়িত্ব না রাখা   (খ) শুরু করা   (গ) ভন্ডামী করা   (ঘ) অপেক্ষা করা
সঠিক উত্তর: (ক) দায়িত্ব না রাখা
৭. বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি?
(ক) ময়নামতি   (খ) পাহাড়পুর   (গ) সোনারগাঁও   (ঘ) মহাস্থানগড়
সঠিক উত্তর: (ঘ) মহাস্থানগড়
৮. "___ Sandwip is a beautiful island." Fill in the blank with correct article.
(ক) The   (খ) A   (গ) An   (ঘ) No article
সঠিক উত্তর: (ঘ) No article
৯. "Rarely ___ seen from water." Fill in the blank with correct words.
(ক) spotted frogs have   (খ) are spotted frogs   (গ) spotted frogs are   (ঘ) spotted frogs
সঠিক উত্তর: (খ) are spotted frogs
১০. The Synonym of "Bizarre"-
(ক) Naive   (খ) Powerful   (গ) Strange   (ঘ) Fatal
সঠিক উত্তর: (গ) Strange
১১. 'বর্ণচোরা' শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত?
(ক) বহুব্রীহি   (খ) রূপক কর্মধারয়   (গ) উপপদ তৎপুরুষ   (ঘ) উপমান কর্মধারয়
সঠিক উত্তর:(গ) উপপদ তৎপুরুষ
১২. ণ-ত্ব-বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) তৎসম   (খ) তৎভব   (গ) দেশী শব্দ   (ঘ) বিদেশী শব্দ
সঠিক উত্তর: (ক) তৎসম
১৩. What is the meaning of "Soft Soap"?
(ক) To speak ill of others   (খ) To speak high of others   (গ) To recognise good deeds of others   (ঘ) To flatter for self interests
সঠিক উত্তর: (ঘ) To flatter for self interests
১৪. দুইটি সংখ্যার অনুপাত ৫:৭ এবং তাদের গ.সা.গু ৪ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?
(ক) ১৪৪   (খ) ১৪২   (গ) ১২০   (ঘ) ১৪০
সঠিক উত্তর: (ঘ) ১৪০
১৫. If you count 1 to 100, how many 5's will you pass on the way?
(ক) 20   (খ) 42   (গ) 11   (ঘ) 13
সঠিক উত্তর: (ক) 20
১৬. He said to me, "How happy you are!" Find out the indirect narration-
(ক) He told me that I was very happy.   (খ) He told me I were happy.   (গ) He told me that he was happy.   (ঘ) He told me how I was happy.
সঠিক উত্তর: (ক) He told me that I was very happy.
১৭. বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?
(ক) ABACUS   (খ) ENIAC   (গ) IBM   (ঘ) UNIVAC
সঠিক উত্তর: (খ) ENIAC
১৮. Which one is singular?
(ক) Hypothesis   (খ) Agenda   (গ) Media   (ঘ) Syllabi
সঠিক উত্তর: (ক) Hypothesis
১৯. 'নদী সিকস্তি' কারা?
(ক) নদী ভাঙ্গনে সর্বস্বান্ত জনগণ   (খ) নদীর চর জাগলে যারা দখল করতে চায়   (গ) নদীতে যারা সারা বছর মাছ ধরে   (ঘ) নদীর পাড়ে যারা বসবাস করে
সঠিক উত্তর: (ক) নদী ভাঙ্গনে সর্বস্বান্ত জনগণ
২০. নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
(ক) ২/৫   (খ) ০.৩   (গ) √০.৩   (ঘ) ১/৩
সঠিক উত্তর: (খ) ০.৩
২১. "Run or die"- Make it simple
(ক) Don't run, you will die.   (খ) In case of your failure to run, you will die.   (গ) You run, you will die.   (ঘ) If you run, you will die.
সঠিক উত্তর: (খ) In case of your failure to run, you will die.
২২. ইনসুলিন কি?
(ক) এক ধরনের কৃত্রিম অঙ্গ   (খ) এক ধরনের প্রোটিন   (গ) এক ধরনের এনজাইম   (ঘ) এক ধরনের হরমোন
সঠিক উত্তর: (ঘ) এক ধরনের হরমোন
২৩. 'বাহুতে ভর করে চলে যে'
(ক) বুভুक्षा   (খ) বাহুজ   (গ) ভূজঙ্গ   (ঘ) সব্যসাচী
সঠিক উত্তর: (গ) ভূজঙ্গ
২৪. অর্ধবৃত্তস্থ কোণের মান কত?
(ক) ৯০ ডিগ্রি   (খ) ৪৫ ডিগ্রি   (গ) ৬০ ডিগ্রি   (ঘ) ৩০ ডিগ্রি
সঠিক উত্তর: (ক) ৯০ ডিগ্রি
২৫. (০.০১)² এর মান কোন ভগ্নাংশটির সমান?
(ক) ১/১০০০০   (খ) ১/১০   (গ) ১/১০০   (ঘ) ১/১০০০
সঠিক উত্তর: (ক) ১/১০০০০
২৬. সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?
(ক) ১২৫ নং অনুচ্ছেদ   (খ) ১১৮ নং অনুচ্ছেদ   (গ) ১১০ নং অনুচ্ছেদ   (ঘ) ১১৫ নং অনুচ্ছেদ
সঠিক উত্তর: (খ) ১১৮ নং অনুচ্ছেদ
২৭. 'জঙ্গল' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) ফারসী   (খ) উর্দু   (গ) তুর্কী   (ঘ) গুজরাটি
সঠিক উত্তর: (ক) ফারসী
২৮. Which one is correctly spelled?
(ক) Acquisence   (খ) Acquissence   (গ) Acquicence   (ঘ) Acquiescence
সঠিক উত্তর: (ঘ) Acquiescence
২৯. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
(ক) ১২   (খ) ৯   (গ) ৪   (ঘ) ৩
সঠিক উত্তর: (খ) ৯
৩০. সুষম খাদ্যে শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত হলো-
(ক) ৪:২:১   (খ) ৫:১:১   (গ) ৫:২:1   (ঘ) ৪:১:১
সঠিক উত্তর: (ঘ) ৪:১:১
৩১. চালের দাম ২৫% বৃদ্ধি পেলে, চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
(ক) ৩১%   (খ) ২০%   (গ) ২১%   (ঘ) ৩০%
সঠিক উত্তর: (খ) ২০%
৩২. ‘তিনি ব্যাকরণে পন্ডিত’- কোন কারকে কোন বিভক্তি?
(ক) করণে ৭মী   (খ) অপাদানে ৭মী   (গ) অধিকরণে ৭মী   (ঘ) কর্মে ৭মী
সঠিক উত্তর: (গ) অধিকরণে ৭মী
৩৩. ওজোন লেয়ার বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত?
(ক) হেমিস্ফিয়ার   (খ) স্ট্র্যাটোস্ফিয়ার   (গ) আয়নোস্ফিয়ার   (ঘ) ট্রপোস্ফিয়ার
সঠিক উত্তর: (খ) স্ট্র্যাটোস্ফিয়ার
৩৪. ‘Constitution is the way of life the state has chosen for itself’- কার উক্তি?
(ক) ম্যাকিয়াভেলি   (খ) সক্রেটিস   (গ) এরিস্টটল   (ঘ) প্লেটো
সঠিক উত্তর: (গ) এরিস্টটল
৩৫. 4x²-12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
(ক) 4   (খ) 9   (গ) 25   (ঘ) 16
সঠিক উত্তর: (খ) 9
৩৬. “আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?” রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি-
(ক) কর্মে ২য়া   (খ) করণে ৭মী   (গ) অপাদানে ৫মী   (ঘ) অপাদানে ৭মী
সঠিক উত্তর: (ঘ) অপাদানে ৭মী
৩৭. সনেট পঞ্চাশৎ কার রচনা?
(ক) মহাকবি আলাউল   (খ) আব্দুল কাদির   (গ) প্রমথ চৌধুরী   (ঘ) মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর: (গ) প্রমথ চৌধুরী
৩৮. বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ?
(ক) ৩৭   (খ) ২০   (গ) ৩৫   (ঘ) ২৫
সঠিক উত্তর: (খ) ২০
৩৯. সাইপ্রাসের মুদ্রা কোনটি?
(ক) সেডি   (খ) ইউরো   (গ) ডলার   (ঘ) পেসো
সঠিক উত্তর: (খ) ইউরো
৪০. ‘প্রচ্ছন্ন’ শব্দটির অর্থ কি?
(ক) ফর্সা   (খ) কুৎসিত   (গ) গোপন   (ঘ) অন্ধকার
সঠিক উত্তর: (গ) গোপন
৪১. ‘তন্ডুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) পান-সুপারী   (খ) দোকান   (গ) বাজার   (ঘ) চাল
সঠিক উত্তর: (ঘ) চাল
৪২. ‘He is out for your blood’- এর সঠিক অনুবাদ কোনটি?
(ক) সে তোমার রক্ত খুঁজছে   (খ) সে তোমার রক্তের জন্য বেরিয়েছে   (গ) সে তোমার আভিজাত্যের বাইরে   (ঘ) সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ
সঠিক উত্তর: (ঘ) সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ
৪৩. “এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়”- উক্তিটি কার?
(ক) কাজী নজরুল ইসলাম   (খ) শামসুর রাহমান   (গ) ইসমাইল হোসেন সিরাজী   (ঘ) হেলাল হাফিজ
সঠিক উত্তর: (ঘ) হেলাল হাফিজ
৪৪. শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষণ?
(ক) জনতা   (খ) ভোজন   (গ) চিনি   (ঘ) সৌরভ
সঠিক উত্তর: (খ) ভোজন
৪৫. ‘অপ’- উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?
(ক) সংকীর্ণতা   (খ) নিকৃষ্ট   (গ) অপরাগতা   (ঘ) হীনতা
সঠিক উত্তর: (খ) নিকৃষ্ট
৪৬. উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোন কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তা-কে বলে-
(ক) Prothesis   (খ) Apothesis   (গ) Apenthesis   (ঘ) Progressive
সঠিক উত্তর: (ক) Prothesis
৪৭. ক্রীড়া ক্যাটাগরিতে “একুশে পদক- ২০২৫” প্রাপ্ত হয়-
(ক) বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল   (খ) বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল   (গ) বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দল   (ঘ) বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-১৯ নারী ভলিবল দল
সঠিক উত্তর: (গ) বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দল আলোচনায় ছিল।
৪৮. ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে?
(ক) মারিয়া করিনা মাচাদো   (খ) নার্গেস মোহাম্মদী   (গ) বিশ্ব খাদ্য কর্মসূচী   (ঘ) সুয়ুমু কিতাগাওয়া
সঠিক উত্তর: (ক) মারিয়া করিনা মাচাদো
৪৯. Which period is known as "Romantic Period" of English literature?
(ক) 1798-1832   (খ) 1550-1558   (গ) 1649-1660   (ঘ) 1910-1936
সঠিক উত্তর: (ক) 1798-1832
৫০. "সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে।" Which one is correctly translated into English?
(ক) He talks like he knew everything.   (খ) He talks as if he knew everything.   (গ) He talks after knowing everything.   (ঘ) He talks like he knows everything.
সঠিক উত্তর: (খ) He talks as if he knew everything.
বিকল্পভাবে আপনি ব্রাউজারের Print → Save as PDF ব্যবহার করে PDF নিতে পারেন।

কোন মন্তব্য নেই

Thank You

New Posts

100 Authors and Books Name of English Literature

  ইংরেজি সাহিত্যের ১০০টি গুরুত্বপূর্ণ গ্রন্থ ইংরেজি সাহিত্যের ১০০টি গুরুত্বপূর্ণ গ্রন্থ ও লেখকের নাম David Copperfiel...

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.