পৌরনীতি ও নাগরিকতা

Raisul Islam Hridoy 0


পিডিএফ মূল্য-৫০/-
ওয়ার্ড ফাইল-১৫০/-
ztof072@gmail.com
ক্লাস ৩ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শ্রেণির গণিত সমাধান কিনুন স্বল্পমূল্যে। যারা চাকরীর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ইবুকগুলো খুবই গুরুত্বপূর্ণ।
যেহেতু এই ইবুকগুলোর পিছনে আমাদের প্রচুর সময়, শ্রম ও অর্থ ব্যয় করতে হয়েছে  তাই এগুলো পেইড প্যাকেজের মধ্যেই রাখতে হয়েছে। যদি আমাদের ইবুক ভালো লাগে তাহলে কিনতে পারেন।
সম্পূর্ণ প্যাকেজের মূল্য-১৯৯/- টাকা (pdf only)
২০২৫ সালের নতুন সিলেবাস অনুযায়ী এই সমাধানগুলো পুনরায় পাঠ্য হয়েছে। তাই যারা কোচিং ও টিউশনির সাথে জড়িত আছেন তারা নিজের নামে নোটগুলো প্রচার করতে এডিটেবল ফাইল কিনতে পারেন।
২৯৯/- (DocX file)

অনুগ্রহ করে দামাদামি করবেন না। দাম পছন্দ না হলে মেসেজ দিবেন না।
BUY NOW

Bikash-01974581611
Rocket-019745816116
Nagad-01974581611
Upay-01974581611

  অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি
 
পৌরনীতি ও নাগরিকতা : পৌরনীতিকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। বর্তমানে নাগরিকতার সাথে জড়িত সব বিষয় পৌরনীতিতে আলোচনা করা হয়। তাই পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর ব্যাপক ও বিস্তৃত।
পরিবার : সমাজ কর্তৃক স্বীকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রী ও তাদের সন্তানসন্ততি একত্রে বসবাস করাকে পরিবার বলে। মূলত পরিবার হলো স্নেহ, মায়া-মমতা, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গঠিত ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। 
সমাজ : সমাজ বলতে সেই সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায়, যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়। অর্থাৎ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখনই সমাজ গঠিত হয়। 
রাষ্ট্র : রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। আমাদের এই পৃথিবীতে ছোট-বড় মিলিয়ে ২০০টি রাষ্ট্র আছে। প্রতিটি রাষ্ট্রেরই আছে নির্দিষ্ট ভ‚খণ্ড এবং জনসংখ্যা। এছাড়া রাষ্ট্র পরিচালনার জন্য আরও আছে সরকার এবং রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ ক্ষমতা অর্থাৎ সার্বভৌমত্ব। মূলত এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। 


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

How to Apply Student Visa in USA

How to Apply for a US Student Visa (F-1) – Step-by-Step Guide The most common US student visa is the F-1 visa for full-time...