৪৭তম বিসিএসের আবেদন শুরু - ZerO to Infinity

Header Ads

৪৭তম বিসিএসের আবেদন শুরু

 

জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া। উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আজ রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে যা চলবে আগামী ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়েছে। এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয়েছে ৫০ টাকা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নতুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন বিজ্ঞপ্তির তথ্য মতে, ২৯ ডিসেম্বর থেকে শুরু হবে এ বিসিএসের আবেদন, চলবে আগামী বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত। এবার প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা থাকছে ৩২ বছর।



আবেদন করতে এখানে ক্লিক করুন

এর আগে গত ৯ ডিসেম্বর পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর অনলাইন আবেদন ১০ ডিসেম্বর সকাল ১০টায় শুরু এবং ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

পরীক্ষার নম্বর বণ্টন

  • সাধারণ ক্যাডারের জন্য

বাংলা ২০০, ইংরেজি ২০০, বাংলাদেশ বিষয়াবলি ২০০, আন্তর্জাতিক বিষয়াবলি ১০০, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০ এবং মৌখিক পরীক্ষা ১০০। মোট নম্বর: ১,০০০।

  • কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য

বাংলা ১০০, ইংরেজি ২০০, বাংলাদেশ বিষয়াবলি ২০০, আন্তর্জাতিক বিষয়াবলি ১০০, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০, সংশ্লিষ্ট বিষয়ে ২০০ এবং মৌখিক পরীক্ষা ১০০। মোট নম্বর: ১,০০০।

এদিকে পিএসসি ৪৭তম বিসিএসের একটি পদের নাম এবং কিছু পদের কোড সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বিসিএস কৃষি ক্যাডারের সহকারী পরিচালক/কৃষি বিপণন কর্মকর্তার নাম পরিবর্তন করে সহকারী পরিচালক/কৃষি বিপণন কর্মকর্তা/উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা করা হয়েছে। পেশাগত/কারিগরি ক্যাডারের কয়েকটি পদের কোড এবং শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের কিছু কোডও সংশোধন করা হয়েছে। সংশোধিত কোড পিএসসির নির্দিষ্ট লিংকে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এতে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। এ বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

কোন মন্তব্য নেই

Class 9-10 Bord Book All

  Download ২০২৫ সালের নতুন বোর্ড বই ডাউনলোড করে নিন এক ক্লিকেই। গুগোল ড্রাইভ ডাউনলোড লিংক   ১ম শ্রেণি থেকে ১২শ শ্রেণি পর্যন্ত সকল বিষয়ের W...

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.