English Literature Highlights

Raisul Islam Hridoy 0

 



Basic Terms of English Literature (ইংরেজি সাহিত্যের মৌলিক বিষয়সমূহ)

ইংরেজি সাহিত্যের মৌলিক বিষয় ২ টি। যথা—

*    Literature types 

*    Literary Terms / Figure of Speech 

এগুলোর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল নিম্নে — 

Literature types (সাহিত্যের ধরণ) : — সাহিত্যের লিখার বিভিন্ন রূপ / ধরণ / শাখা হতে পারে, যেমন— Autobiography (আত্মজীবনী), Drama / Play (নাটক), Poem (কবিতা), Song (গান), Story (গল্প), Eassy (প্রবন্ধ), Novel (উপন্যাস) ইত্যাদি। 

Literary Terms / Figure of Speech (সাহিত্যের অঙ্গসজ্জা / গঠন) : — সাহিত্যের মাধ্যমে পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন তুলনা, উপমা, উদাহরণ ইত্যাদি দ্বারা উপস্থাপনের কৌশলগুলোই হচ্ছে Figure of Speech। যেমন— Metaphor (রূপক), Simile (সিমিলি — উপমা), Attitude (দৃষ্টিভঙ্গি), Assonance (স্বরসাদৃশ্য), Allegory (রূপক কাহিনী), Blank verse (অমিত্রাক্ষর ছন্দ), Conceit (আত্মঅহমিকা), Dialogue (সংলাপ) ইত্যাদি। 

নিচে এগুলোর বিস্তারিত আলোচনা করা হল —

Autobiography (আত্মজীবনী)

যে ব্যক্তি তার নিজের জীবন চরিত্র নিজেই লিখে তাকে autobiographer বলা হয়। আর ব্যক্তি নিজের সম্পর্কে যা লিখে তাকে Autobiography বলে। 

Q : When a writer writes the story of his own life is called ____? 

A : An autobiography 

Drama / Play (নাটক)

(১) Drama vs Play : নাটক, before staged, is called  Drama; নাটক After staged is called Play. 

(২) Dramatist (নাট্যকার) : যিনি নাটক লিখেন—Play writer / playwright / dramatist.

(৩) Comedy Play (হাস্যরসাত্মক / মিলনাত্বক নাটক) : যে নাটকের মধ্যে কোনো বিশেষ বিষয়কে আনন্দের মাধ্যমে উপস্থাপন করা হয়, তাকে কমেডি নাটক বলে। এ নাটকের উদ্দেশ্যে হল দর্শককে আনন্দ দান করা। (A play that shows terrible things in a way that is intended to be funny that is called comedy play.)

(৪) Melodrama Play (আবেগপ্রধান নাটক) : যে নাটকে মূল বিষয় থাকে উত্তেজনাকর ও আবেগপ্রধান (Violent and sensational themes) তাকে মেলোড্রামা নাটক বলে। 

(৫) Protagonist (নাটকের মুখ্যচরিত্র) : নাটকের অভিনয়ের প্রধান বা মুখ্য চরিত্রকে প্রোটোগনিস্ট বলে। The leading character in a play. 



(৬) Tragedy Play (বিয়োগান্ত নাটক) : যে নাটকের সমাপ্তি হয় দুঃখের মধ্য দিয়ে তাকে ট্রাজেডি নাটক বলে। (A play that shows a tragic / a sad ending.)

(৭) Climax (সন্ধিক্ষণ) : নাটকের শেষ ধাপ / চরম পরিণতি / চূড়ান্ত পর্যায়কে Climax বলে। (A crisis (সন্ধিক্ষণ) in a drama is called Climax; at the highest point. 

(৮) Catastrophe (চরম বিপর্যয়) : The tragic end of dramatic events. 

উক্ত লেখনীর বিগত বিসিএস / জব প্রশ্ন

Q : The 'Climax' of a plot is what happens —

A : At the height. (ব্যাখ্যাঃ সাধারণত Climax অর্থ চূড়া বা শেষ প্রান্তে। সাহিত্যের ক্ষেত্রে নাটকের/ কোনো ঘটনার সর্বোচ্চ আবেগ প্রবণ বা কৌতুহলী অবস্থাকে বুঝায়। 

Q : 'Comedy' is—

A : A play that shows terrible things in a way that is intended to be funny. 

Q : 'Tragedy' means—

A : A serious play with a sad ending. 

Q : Protagonist refers to the ____ character? 

A : Central

Poem (কবিতা) এবং Song (সঙ্গীত) এর বিভিন্ন মৌলিক বিষয়গুলো ভালোভাবে জেনে রাখি—

Ballad (গাথা / চারণ কাব্য / লোকগাথা কবিতা) : আনন্দদায়ক গান / কবিতাকে Ballad বলে। (Romantic pop song is called ballad.)

Blank Verse (অমিত্রাক্ষর) : যে কবিতার শেষে ছন্দ থাকে না তবে পঞ্চ স্বরভুক্ত চরণ তাকে Blank Verse বলে। (Having no rhyming end; but have iamic pentameter.) 

Dirge (ডাজ —শোক সঙ্গীত) : যে গান দুঃখ, অনুতাপ এবং বেদনা প্রকাশ করে তাকে শোক সঙ্গীত বলে। (A song expressing grief, lamentation and mourning.) 

Elegy (শোকগাথা কবিতা) : যে কবিতায় দুঃখ, শোক, অনুতাপ এবং বেদনা প্রকাশ পায় তাকে Elegy বা শোকগাথা কবিতা বলে। (It is a poem of lamentation and mourning.) 

Epic (মহাকাব্য) : Heroic deeds is called Epic / মহাকাব্য; A long story— dealing with brave deeds. যেমন— Homer এর ইলিয়ড এবং ওডেসি।

Limerick (লিমেরিক — কৌতুকপূর্ণ পঞ্চপদী ছড়া / কবিতা) : A form of light verse (পাঁচ লাইনের হাস্য—রসাত্মক কবিতা / ছড়াকে Limerick বলে। 

Sonnet (সনেট) : A lyrical poem of 14 lines is called Sonnet. (চৌদ্দ লাইনের ভাব / অনুভূতি প্রকাশক কবিতাকে সনেট বলে।) The sonnet often consists of an octave and sestet. 

Parody (মিথ্যা অভিনয়) : To copy the style of someone or something in a humorous way. An absurd imitation of someone/something. 

Lyrical poem / Lyric (গীতি কাব্য) : Expressing personal thoughts and feelings in a beautiful way. 

বিগত বিসিএস / জব প্রশ্ন হতে

Q : What is a funny poem of five lines called?

A : Limerick. 

Q : 'Ballad' means—

A : Romantic pop song.

Q : 'Epic' means—

A : A long story dealing with brave deeds.

Q :  'সনেট' শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?

A : ইতালি থেকে।

Q : 'Ballad' is a kind of ___ poem? 

A : Narrative 

Metaphor Vs Simile

Metaphor (রূপক) : যখন দুটি আলাদা ব্যক্তি / বস্তু / বিষয়ের মধ্যে কাল্পনিকভাবে তুলনা করা হয়, যেখানে তুলনার ব্যাপারটিকে / বাক্যটিকে As, like, alike, the same, similar, the same as, as___ as,  so___as, resemble, as if শব্দগুলো সরাসরি উল্লেখ না থাকে তখন বাক্যটিকে Metaphor বলে। যেমন— Eva is a Rose. (এখানে Eva এবং Rose শব্দ দুটি একই বৈশিষ্ট্যের নয় আবার তুলনাবাচক কোনো শব্দের উল্লেখ নেই বিধায় তুলনাটি Metaphor হবে।)

নোট : একই জাতীয় ব্যক্তি, বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা হলে Metaphor হবে না। যেমন— Nazrul is Shelly. (এখানে নজরুল এবং শেলী দুজনই ব্যক্তি বা একই বৈশিষ্ট্যের তাই Metaphor হবে না।) 

আরো উদাহরণ (Metaphor)

(i) Nazrul is fire.

(ii) Nazrul is bird.

(iii) Your eyes are my sunshine.

(iv) The world is a stage.

(v) He is a pig.

(vi) Life is a dream.

(vii) That man is a mad dog now.

(viii) Youth is old and age is tame. 

Simile (সিমিলি — উপমা) : The comparsion of unlike things using the words like on as is known to be simile. — যখন দুটি আলাদা ব্যক্তি / বস্তু / বিষয়ের মধ্যে সরাসরি তুলনা করা হয়, যেখানে তুলনার ব্যাপারটিকে / বাক্যটিকে As, like, alike, the same, similar, the same as, as ___ as,  so ___ as, resemble, as if শব্দগুলো সরাসরি উল্লেখ থাকে তখন বাক্যটিকে Simile বলে। যেমন— Eva is like a Rose. (এখানে Eva এবং Rose শব্দ দুটি একই বৈশিষ্ট্যের নয় আবার তুলনাবাচক শব্দ like উল্লেখ আছে বিধায় তুলনাটি Simile হবে।)

নোট : একই জাতীয় ব্যক্তি, বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা হলে Simile  হবে না। যেমন— Nazrul is Shelly. (এখানে নজরুল এবং শেলী দুজনই ব্যক্তি বা একই বৈশিষ্ট্যের তাই Simile  হবে না।) 

আরো উদাহরণ (Simile) : 

(i) Nazrul is like fire.

(ii) Your eyes are like sunshine. 

(iii) The world is like a stage. 

(iv) He eats like a pig.

(v) Life is as tedious as an old tale. 

বিগত বিসিএস / জব প্রশ্ন হতে

Q : The comparison of unlike things using the words like on as is known to be—

A : Simile

Q : 'I wandered Lonely as a cloud' is an example of —

A : Simile.

Q : That man is a mad dog now. It is an example of—

A : Metaphor

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০২২

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ - সম্পূর্ণ MCQ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ বহ...