প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০২২

Raisul Islam Hridoy 0
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ - সম্পূর্ণ MCQ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২

বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) — উত্তর ও বিস্তারিত ব্যাখ্যাসহ

১। If the price is low, demand ___

  • (ক) will be increased
  • (খ) Will increase
  • (গ) is increased
  • (ঘ) would be increased

উত্তরঃ Will increase

ব্যাখ্যাঃ শর্ত সাপেক্ষে যে কাজ টি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে তা প্রকাশ করতে First Conditional Sentence ব্যবহৃত হয়। ১. If you come, I will go-তুমি আসলে আমি যাব। যা ভবিষ্যতে বাস্তব রুপ নেয়ার Possibility আছে।
If যুক্ত clause টি present indefinite tense হলে পরবর্তী clause টি future indefinite tense এ ব্যবহৃত হয়। -If + S+ verb1 (present tense) + extension, subject + will/can/may + verb in simple form.

২। 2x = 3y + 5 হলে 4x – 6y = কত?

  • (ক) 10
  • (খ) 15
  • (গ) 20
  • (ঘ) 12

উত্তরঃ 10

ব্যাখ্যাঃ
2x = 3y + 5
বা, 2x - 3y = 5
বা, 2(2x-3y) = 5×2 [উভয় পক্ষকে ২ দ্বারা গুণ করে]
বা, 4x – 6y = 10

৩। ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?

  • (ক) ৭
  • (খ) ৫০
  • (গ) ৫১
  • (ঘ) ৬০

উত্তরঃ ৫১

ব্যাখ্যাঃ
১০০ গজ = (১০০ × ৩) ফুট বা ৩০০ ফুট।
মোট বৃক্ষের চারা প্রয়োজন হবে= (৩০০/৬ +১) টি
= (৫০+১) = ৫১ টি।
সুতরাং সর্বোচ্চ ৫১ টি চারা রোপণ করা যাবে।

৪। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’-পঙতিটি কার?

  • (ক) মদনমোহন তর্কালংকার
  • (খ) কালিপ্রসন্ন সিংহ
  • (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • (ঘ) অক্ষয়কুমার দত্ত

উত্তরঃ মদনমোহন তর্কালংকার

ব্যাখ্যাঃ মদনমোহন তর্কালঙ্কার বাংলা ভাষায় শিক্ষা বিস্তারের জন্য যথেষ্ট শ্রম ব্যয় করেন। তাঁর রচিত শিশুশিক্ষা গ্রন্থটি ঈশ্বরচন্দ্র কর্তৃক রচিত "বর্ণপরিচয়" গ্রন্থটিরও পূর্বে প্রকাশিত। তিনি 'শিশুশিক্ষা' পুস্তকটির 'প্রথম ভাগ' ১৮৪৯ সালে এবং 'দ্বিতীয় ভাগ' ১৮৫০ সালে প্রকাশ করেন। পরবর্তীতে পুস্তকটির 'তৃতীয় ভাগ' এবং 'বোধোদয়' শিরোনামে 'চতুর্থ ভাগ' প্রকাশিত হয়। 'বাসব দত্তা' ও 'রসতরঙ্গিনী' নামে তাঁর দুটি গ্রন্থ ছাত্রাবস্থায় রচিত হয়। তাঁর রচিত 'আমার পণ' কবিতাটি বাংলাদেশে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পাঠ্যবইয়ের অন্যতম একটি পদ্য এবং শিশু মানস গঠনের জন্য চমৎকার দিক-নির্দেশনা হিসেবে বিবেচিত। তাঁর বিখ্যাত কিছু পংক্তির মধ্যে রয়েছে: ‘পাখী সব করে রব, রাতি পোহাইল’; ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’; ‘লেখাপড়া করে যে/ গাড়ি ঘোড়া চড়ে সে’।
তিনি ১৪টি সংস্কৃত বই সম্পাদনা করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে:
Ø রসতরঙ্গিণী (১৮৩৪)
Ø বাসবদত্তা (১৮৩৬)
Ø শিশু শিক্ষা - তিন খণ্ড (১৮৪৯ ও ১৮৫৩)

৫। There is ___ milk in the bottle.

  • (ক) very little
  • (খ) small
  • (গ) very few
  • (ঘ) a little

উত্তরঃ A little

ব্যাখ্যাঃ Uncountable noun - এর পূর্বে determiner হিসেবে little এবং Countable noun - এর পূর্বে few, any, many ব্যবহৃত হয়।

৬। ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?

  • (ক) ১৭ আগস্ট ২০১৭
  • (খ) ২৭ জানুয়ারি ২০১৯
  • (গ) ১৭ জুন ২০২১
  • (ঘ) ১৭ নভেম্বর ২০১৬

উত্তরঃ (ক) ১৭ আগস্ট ২০১৭

ব্যাখ্যাঃ GI-এর অভিব্যক্তি Geographical Indication; যার বাংলা অর্থ ভৌভোলিক নির্দেশক। GI হলো একটি চিহ্ন বা প্রতীক। যেটা নির্দিষ্ট একটি পণ্যের জন্য ব্যবহার করা হয়, যা কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার পণ্যের পরিচিতি বহন করে। বাংলাদেশে প্রথম GI পণ্য হিসেবে ২০১৬ সালে জামদানি, ২০১৭ সালে ইলিশ স্বীকৃতি পায়।

৭। এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?

  • (ক) ৪
  • (খ) ৫
  • (গ) ৬
  • (ঘ) ৭

উত্তরঃ ৪

ব্যাখ্যাঃ SDG ৪: মানসম্মত শিক্ষা। এটি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সহ সকলের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করে।

৮। ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা’- বাক্যটির বাক্য সংকোচন নিচের কোনটি?

  • (ক) অজ্ঞাতকুলশীল
  • (খ) বংশপরিচয়হীয়ন
  • (গ) কুলবংশহীন
  • (ঘ) অজ্ঞাতকুলীন

উত্তরঃ অজ্ঞাতকুলশীল

ব্যাখ্যাঃ যার বংশ পরিচয় ও স্বভাব কেউই জানেনা বা অজানা তাকে অজ্ঞাতকুলশীল বলে। এখানে অজ্ঞাত অর্থ অজানা ও কুল অর্থ বংশ।

৯। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

  • (ক) 6
  • (খ) 3
  • (গ) 4
  • (ঘ) 5

উত্তরঃ 5

ব্যাখ্যাঃ
2⁵ = 32
∴ log₂(32) = 5

১০। what is an epic?

  • (ক) a novel
  • (খ) a long poem
  • (গ) a long prose composition
  • (ঘ) a romance

উত্তরঃ a long poem

ব্যাখ্যাঃ এপিক বলতে বোঝানো হয় মহাকাব্য। মহাকাব্যের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এপিক দুই প্রকার: এপিক অফ গ্রোথ এবং এপিক অফ আর্ট। উদাহরণ: রামায়ণ, মহাভারত।

১১। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?

  • (ক) ৫০
  • (খ) ৬০
  • (গ) ৭০
  • (ঘ) ৮০

উত্তরঃ ৬০

ব্যাখ্যাঃ
0.8x = 48
Or, x = 48 / 0.8 = 60

১২। নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • (ক) সূর্য পূর্বদিকে উদয়মান হয়।
  • (খ) সূর্য পূর্বদিকে উদিয়মান হয।
  • (গ) সূর্য পূর্বদিকে উদয় হয়।
  • (ঘ) সূর্য পূর্বদিকে উদিত হয়।

উত্তরঃ সূর্য পূর্বদিকে উদিত হয়

ব্যাখ্যাঃ অর্থের দিক থেকে (ঘ) বাক্যটি সঠিক। যেমন উদিয়মান - বিশেষণ পদ- উদিত হইতেছে এমন।

১৩। ০.০০০১ এর বর্গমূল কোনটি?

  • (ক) .০১
  • (খ) ১
  • (গ) .২
  • (ঘ) .১

উত্তরঃ (ক) .০১

ব্যাখ্যাঃ
√0.0001 = 0.01

১৪। ‘কার্যে বিরতি’- অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?

  • (ক) হাত করা
  • (খ) হাত গুটান
  • (গ) হাত থাকা
  • (ঘ) হাত আসা

উত্তরঃ (খ) হাত গুটান

ব্যাখ্যাঃ হাত গুটানো হলো কোন কাজ থেকে সাময়িক বিরতি নেওয়া।

১৫। চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?

  • (ক) ৮৮৯৮
  • (খ) ৯৮৯৯
  • (গ) ৯৯৯৯
  • (ঘ) ৯১৯৯

উত্তরঃ (খ) ৯৮৯৯

ব্যাখ্যাঃ
৯৯৯৯ - ১০০ = ৯৮৯৯

১৬। ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?

  • (ক) ১৯৬
  • (খ) ৯৮
  • (গ) ৯৬
  • (ঘ) ১৯২

উত্তরঃ (খ) ৯৮

ব্যাখ্যাঃ
কর্ণ = ব্যাস = ১৪ সেমি
বাহু a = ১৪ / √2 = 7√2
ক্ষেত্রফল = a² = (7√2)² = 98 বর্গসেমি

১৭। পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?

  • (ক) সালফেট ও নাইট্রেট
  • (খ) ফসফেট ও নাইট্রোজেন
  • (গ) পটাশিয়াম ও ক্যালসিয়াম
  • (ঘ) ম্যাগনেশিয়াম ও ফসফরাস

উত্তরঃ ফসফেট ও নাইট্রোজেন

ব্যাখ্যাঃ পানিতে ফসফেট ও নাইট্রোজেন এর রাসায়নিক উপাদানের আধিক্যে পানিতে শ্যাওলা জন্মে।

১৮। ‘আমার ঘরের চাবি পরের হাতে’ – গানটির রচয়িতা কে?

  • (ক) লালন শাহ
  • (খ) হাসন রাজা
  • (গ) পাগলা কানন
  • (ঘ) রাধারমণ দত্ত

উত্তরঃ (ক) লালন শাহ

ব্যাখ্যাঃ বাউলসাধক লালন সাঁই রচিত কয়েকটি জনপ্রিয় গান- 'আমার ঘরের চাবি পরের হাতে' খাঁচার ভিতর অচিন পাখি' 'বাড়ির কাছে আরশী নগর ' 'আমার ঘরখানায় কে বিরাজ করে, সময় গেলে সাধন হবে না।

১৯। একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

  • (ক) ৭২০
  • (খ) ১২০০
  • (গ) ৫০০
  • (ঘ) ৬০০

উত্তরঃ (গ) ৫০০

ব্যাখ্যাঃ
গতি = ৭২ কিমি/ঘণ্টা = ৭২ × ১০০০ / ৬০ = ১২০০ মি/মিনিট
মোট দূরত্ব = ১২০০ মিটার
সেতুর দৈর্ঘ্য = ১২০০ - ৭০০ = ৫০০ মিটার

২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?

  • (ক) ৩১
  • (খ) ৩৯
  • (গ) ৭১
  • (ঘ) ৪১

উত্তরঃ (ক) ৩১

ব্যাখ্যাঃ
লসাগু = ৩ × ৫ × ২ = ৩০
ক্ষুদ্রতম সংখ্যা = ৩০ + ১ = ৩১

২১। ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ-

  • (ক) সুনিশ্চিত
  • (খ) নির্বাচনযোগ্য নয়
  • (গ) বর্ণনাতীত
  • (ঘ) অনিশ্চিত

উত্তরঃ (গ) বর্ণনাতীত

ব্যাখ্যাঃ ‘অনির্বচনীয়’ শব্দটির দ্বারা বর্ণনার অতীত, ভাষায় ব্যক্ত করা যায় না এমন বুঝায়।

২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

  • (ক) গমনের পশ্চাৎ
  • (খ) গমনের অগ্র
  • (গ) অনুরূপ গমন
  • (ঘ) পরস্পর গমন

উত্তরঃ (ক) গমনের পশ্চাৎ

ব্যাখ্যাঃ ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য - পশ্চাৎ গমন যা অব্যয়ীভাব সমাস।

২৩। “To break the ice” means,

  • (ক) to end the hostility
  • (খ) to end up partnership you
  • (গ) to start quarreling
  • (ঘ) to start a conversation

উত্তরঃ (ঘ) to start a conversation

ব্যাখ্যাঃ "To break the ice"--- phrase --টির অর্থ = To start a conversation.

২৪। ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?

  • (ক) মেধা+বিন্
  • (খ) মেধা+বি
  • (গ) মেধা+বী
  • (ঘ) মেধা+ আধী

উত্তরঃ (ক) মেধা+বিন্

ব্যাখ্যাঃ ‘বিন’ (-বী) প্রত্যয়টি ‘আছে’ অর্থে যুক্ত হয়।

২৫। খনার বচনে প্রাধান্য পেয়েছে

  • (ক) শিল্প
  • (খ) কৃষি
  • (গ) সাহিত্য
  • (ঘ) বিজ্ঞান

উত্তরঃ (খ) কৃষি

ব্যাখ্যাঃ খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া।

২৬। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?

  • (ক) ১০ ও ২৪
  • (খ) ১০ ও ১৬
  • (গ) ৭ ও ১১
  • (ঘ) ১২ ও ১৮

উত্তরঃ (খ) ১০ ও ১৬

ব্যাখ্যাঃ
(5x+2)/(8x+2) = 2/3
⇒ 3(5x+2) = 2(8x+2)
⇒ x = 2
∴ সংখ্যা = ১০, ১৬

২৭। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?

  • (ক) ষষ্ঠ
  • (খ) সপ্তম
  • (গ) চতুর্থ
  • (ঘ) পঞ্চম

উত্তরঃ ষষ্ঠ

ব্যাখ্যাঃ ব্যবিহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান সারাবিশ্বে ষষ্ঠ।

২৮। The correct spelling is ——–

  • (ক) Assignment
  • (খ) Assignernent
  • (গ) Asignment
  • (ঘ) Asignmment

উত্তরঃ (ক) Assignment

ব্যাখ্যাঃ বানান গত দিক দিয়ে Assignment শব্দটি সঠিক।

২৯। কল কল রবে নদী বইছে। এখানে ‘কল কল’ কোন অব্যয়?

  • (ক) সমুচ্চয়ী
  • (খ) অনুসর্গ
  • (গ) অনস্বী
  • (ঘ) অনুকার

উত্তরঃ অনুকার

ব্যাখ্যাঃ যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাদের অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে।

৩০। “রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেড়া পালে ডিঙা বায়” কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন-

  • (ক) রূপসী ডিঙা
  • (খ) রূপসী বাংলা
  • (গ) রূপসা নদী
  • (ঘ) গ্রামবাংলার নদী

উত্তরঃ (গ) রূপসা নদী

ব্যাখ্যাঃ উক্ত পঙতিটিতে কবি বাংলার রূপসা নদীর কথা বলা হয়েছে।

৩১। x+y = 12 এবং xy = 2 হলে xy এর মান কত?

  • (ক) ৪৫
  • (খ) ৩০
  • (গ) ৪০
  • (ঘ) ৩৫

উত্তরঃ ৩৫

ব্যাখ্যাঃ
(x+y)² = x² + y² + 2xy
⇒ 12² = x² + y² + 2×2
⇒ x² + y² = 140
এখানে xy = 2, প্রশ্নে xy চাওয়া হয়নি, সম্ভবত x² + y² চাওয়া হয়েছে।

৩২। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

  • (ক) ভূবন
  • (খ) শূণ্য
  • (গ) ত্রিভুজ
  • (ঘ) পূন্য

উত্তরঃ (গ) ত্রিভুজ

ব্যাখ্যাঃ শুদ্ধ বানান: ত্রিভুজ। শূন্য, পুণ্য, ভুবন।

৩৩। ‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি?

  • (ক) আরোহন
  • (খ) মিলন
  • (গ) বিসর্জন
  • (ঘ) স্নান

উত্তরঃ বিসর্জন

ব্যাখ্যাঃ আবাহন = ডাকা, বিসর্জন = বিদায় দেওয়া।

৩৪। নিচের কোনটি বিদেশি শব্দ?

  • (ক) কান
  • (খ) কাজ
  • (গ) কাঁচি
  • (ঘ) কলম

উত্তরঃ কলম (আরবি)

ব্যাখ্যাঃ কলম শব্দটি আরবি ভাষা থেকে এসেছে।

৩৫। প্রথম ১০টি বিজোড় সংখ্যার যোগফল কত?

  • (ক) ৮১
  • (খ) ১০০০
  • (গ) ১০৯
  • (ঘ) ১০০

উত্তরঃ ১০০

ব্যাখ্যাঃ
n² = 10² = 100

৩৬। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়?

  • (ক) মধ্যপ্রাচ্য
  • (খ) দূরপ্রাচ্য
  • (গ) আমেরিকা
  • (ঘ) দক্ষিণ এশিয়া

উত্তরঃ আমেরিকা

ব্যাখ্যাঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলের তীব্র ঘূর্ণিঝড়কে হারিকেন বলা হয়।

৩৭। জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়

  • (ক) ৪ মে
  • (খ) ২ এপ্রিল
  • (গ) ৪ এপ্রিল
  • (ঘ) ২ মে

উত্তরঃ ২ এপ্রিল

ব্যাখ্যাঃ বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২ এপ্রিল পালিত হয়।

৩৮। Agomoni School is one of the best in the city.

  • (ক) School
  • (খ) schools
  • (গ) of it
  • (ঘ) high school

উত্তরঃ (খ) schools

ব্যাখ্যাঃ one of the best এর পরে Noun সর্বদা বহুবচন হয়।

৩৯। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?

  • (ক) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
  • (খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
  • (গ) ১৭ জানুয়ারি ১৯৬৮
  • (ঘ) ৫ জানুয়ারি ১৯৬৯

উত্তরঃ (খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

ব্যাখ্যাঃ ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু উপাধি ঘোষণা করেন।

৪০। The Principal will —– the answer scripts.

  • (ক) Look into
  • (খ) look over
  • (গ) look for
  • (ঘ) look at

উত্তরঃ (খ) look over

ব্যাখ্যাঃ look over = পরীক্ষা করা।

৪১। বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়?

  • (ক) রাঙ্গামাটি
  • (খ) খাগড়াছড়ি
  • (গ) চট্টগ্রাম
  • (ঘ) ফরিদপুর

উত্তরঃ রাঙ্গামাটি

ব্যাখ্যাঃ রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে সমাহিত।

৪২। বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বৃদ্ধা মাত্রা-

  • (ক) IQ>90
  • (খ) IQ>100
  • (গ) IQ>130
  • (ঘ) IQ>150

উত্তরঃ IQ>130

ব্যাখ্যাঃ IQ 130+ = প্রতিভাবান (Gifted)।

৪৩। ‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ

  • (ক) অহ+রহঃ
  • (খ) অহ +অঃহ
  • (গ) অহঃ+অহ
  • (ঘ) অহঃ+রহ

উত্তরঃ (গ) অহঃ + অহ

ব্যাখ্যাঃ বিসর্গ সন্ধি: অহঃ + অহ = অহরহ।

৪৪। I look forward to

  • (ক) have heard from you soon.
  • (খ) see you soon.
  • (গ) hear for you soon.
  • (ঘ) hearing from you soon.

উত্তরঃ (ঘ) hearing from you soon.

ব্যাখ্যাঃ look forward to + gerund।

৪৫। I water the plants. The word ‘water’ is used as

  • (ক) Verb
  • (খ) Adverb
  • (গ) Noun
  • (ঘ) Pronoun

উত্তরঃ (ক) Verb

ব্যাখ্যাঃ Water এখানে ক্রিয়া হিসেবে ব্যবহৃত।

৪৬। Are you doing anything special_the weekend?

  • (ক) by
  • (খ) in
  • (গ) at
  • (ঘ) on

উত্তরঃ (গ) at

ব্যাখ্যাঃ at the weekend = সপ্তাহান্তে।

৪৭। ৮, ১১, ১৭, ২৯, ৫৩, —- পরবর্তী সংখ্যাটি কত?

  • (ক) ৫৯
  • (খ) ১০১
  • (গ) ৭৫
  • (ঘ) ১০২

উত্তরঃ ১০১

ব্যাখ্যাঃ
৮ +৩ = ১১
১১ +৬ = ১৭
১৭ + ১২ = ২৯
২৯ + ২৪ = ৫৩
৫৩ + ৪৮ = ১০১

৪৮। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?

  • (ক) ২০০ মিটার
  • (খ) ৫০০ মিটার
  • (গ) ৪০০ মিটার
  • (ঘ) ৩০০ মিটার

উত্তরঃ ৪০০ মিটার

ব্যাখ্যাঃ
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
a² = ১০০০০ ⇒ a = ১০০ মিটার
পরিসীমা = ৪ × ১০০ = ৪০০ মিটার

৪৯। ‘Once in a blue moon’ means-

  • (ক) Hourly
  • (খ) Always
  • (গ) Very rarely
  • (ঘ) Nearly

উত্তরঃ (গ) very rarely

ব্যাখ্যাঃ খুব কমই, বিরল।

৫০। ‘মাতৃভাষায় যাাহার ভক্তি নাই সে মানুষ নহে’ -উক্তিটি কার?

  • (ক) মুনির চৌধুরী
  • (খ) হুমায়ন আজাদ
  • (গ) মীর মশাররফ হোসেন
  • (ঘ) স্বর্ণকুমারী দেবী

উত্তরঃ মীর মশাররফ হোসেন

ব্যাখ্যাঃ মীর মশাররফ হোসেনের বিখ্যাত উক্তি।

৫১। BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • (ক) ব্যাংকক
  • (খ) থিম্পু
  • (গ) ঢাকা
  • (ঘ) দিল্লী

উত্তরঃ (গ) ঢাকা

ব্যাখ্যাঃ BIMSTEC এর সদর দপ্তর ঢাকায় ২০১৪ সালে স্থাপিত।

৫২। টর্নেডো শব্দটি এসেছে-

  • (ক) Toonida
  • (খ) Tunioda
  • (গ) Tonada
  • (ঘ) Tornada

উত্তরঃ tornado

ব্যাখ্যাঃ স্প্যানিশ শব্দ 'Tornada' থেকে।

৫৩। একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?

  • (ক) ৫৫৫০
  • (খ) ৪৭৫০
  • (গ) ৫০০০
  • (ঘ) ৫২৫০

উত্তরঃ ৫০০০

ব্যাখ্যাঃ
115% = ৫৭৫০
100% = ৫৭৫০ × ১০০ / ১১৫ = ৫০০০

৫৪। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?

  • (ক) ৯৭
  • (খ) ৮৩
  • (গ) ৮৭
  • (ঘ) ৯৩

উত্তরঃ ৯৭

ব্যাখ্যাঃ
x + (x+14) = 180
2x + 14 = 180
x = 83
গণিত = 83 + 14 = 97

৫৫। He came to Dhaka with a view to — a new place.

  • (ক) watch
  • (খ) Look
  • (গ) visit
  • (ঘ) visiting

উত্তরঃ (ঘ) visiting

ব্যাখ্যাঃ with a view to + gerund।

৫৬। ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা গুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?

  • (ক) কোনটিই নয়
  • (খ) ৫৬
  • (গ) ৬০
  • (ঘ) ৩২

উত্তরঃ ৫৬

ব্যাখ্যাঃ
৮৪, ৮০, ৭৬, ৭২, ৬৮, ৬৪, ৬০, ৫৬ → ৮ম সংখ্যা ৫৬

৫৭। which of the following is the correct sentence?

  • (ক) He has said which is right.
  • (খ) What has he said is right.
  • (গ) What he has said is right.
  • (ঘ) He has said that what is right.

উত্তরঃ (গ) what he has said is right.

ব্যাখ্যাঃ Noun clause: What he has said is right.

৫৮। “Leave no stone unturned” means

  • (ক) try every possible means
  • (খ) heavy stone
  • (গ) rare stone
  • (ঘ) impossible

উত্তরঃ (ক) try every possible means

ব্যাখ্যাঃ সব চেষ্টা করা।

৫৯। x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?

  • (ক) z/x
  • (খ) xz
  • (গ) xz>yz
  • (ঘ) x/z>y/z

উত্তরঃ xz

ব্যাখ্যাঃ
x > y, z < 0 → xz < yz (ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে অসমতা উল্টে যায়)

৬০। Choose the correct spelling—-

  • (ক) Achievment
  • (খ) Acheivment
  • (গ) Achievement
  • (ঘ) Achevement

উত্তরঃ Achievement

ব্যাখ্যাঃ সঠিক বানান: Achievement

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ - সম্পূর্ণ MCQ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২

বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) — উত্তর ও বিস্তারিত ব্যাখ্যাসহ

৬১। Remove শব্দটির Noun-

  • (ক) Remove
  • (খ) Removal
  • (গ) Re-movement
  • (ঘ) Removing

উত্তরঃ Removal

ব্যাখ্যাঃ Remove (verb) → Removal (noun)।

৬২। ‘অনুপম’ শব্দের অর্থ কী?

  • (ক) উপমাহীন
  • (খ) তুলনাহীন
  • (গ) অতুলনীয়
  • (ঘ) সকলই সঠিক

উত্তরঃ সকলই সঠিক

ব্যাখ্যাঃ অনুপম = যার উপমা নেই → উপমাহীন, তুলনাহীন, অতুলনীয়।

৬৩। ‘কথায় কথায়’ এর অর্থ কী?

  • (ক) বারবার
  • (খ) সামান্য কারণে
  • (গ) কথার উত্তরে
  • (ঘ) কথার মাঝে

উত্তরঃ সামান্য কারণে

ব্যাখ্যাঃ কথায় কথায় = সামান্য কারণে রাগ করা বা কথা বলা।

৬৪। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতগুলো সংখ্যা ৭ দ্বারা বিভাজ্য?

  • (ক) ১৩
  • (খ) ১৪
  • (গ) ১৫
  • (ঘ) ১৬

উত্তরঃ ১৪

ব্যাখ্যাঃ
৭ × ১৪ = ৯৮, ৭ × ১৫ = ১০৫ (>১০০)
∴ ১৪টি।

৬৫। বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন কতটি?

  • (ক) ৩০০
  • (খ) ৩৫০
  • (গ) ৩৪৫
  • (ঘ) ৩৪০

উত্তরঃ ৩৫০

ব্যাখ্যাঃ ৩০০ সরাসরি নির্বাচিত + ৫০টি সংরক্ষিত মহিলা আসন = ৩৫০।

৬৬। ‘যে কাজ করে সে ফল পায়’ – এটি কোন ধরনের বাক্য?

  • (ক) সরল
  • (খ) জটিল
  • (গ) যৌগিক
  • (ঘ) মিশ্র

উত্তরঃ জটিল

ব্যাখ্যাঃ ‘যে’ সম্পর্কসূচক → জটিল বাক্য।

৬৭। ১৫ জন শ্রমিক ১২ দিনে একটি কাজ করতে পারে। ১০ জন শ্রমিক একই কাজ কত দিনে করবে?

  • (ক) ১৮ দিন
  • (খ) ১৬ দিন
  • (গ) ১৪ দিন
  • (ঘ) ২০ দিন

উত্তরঃ ১৮ দিন

ব্যাখ্যাঃ
১৫ × ১২ = ১৮০
১০ × x = ১৮০ ⇒ x = ১৮ দিন।

৬৮। ‘অগ্নিশর্মা’ কোন সমাস?

  • (ক) কর্মধারয়
  • (খ) তৎপুরুষ
  • (গ) দ্বন্দ্ব
  • (ঘ) বহুব্রীহি

উত্তরঃ কর্মধারয়

ব্যাখ্যাঃ অগ্নি + শর্মা = অগ্নিশর্মা (বিশেষণ + বিশেষ্য)।

৬৯। ‘He is senior ___ me’ – সঠিক preposition কোনটি?

  • (ক) than
  • (খ) to
  • (গ) from
  • (ঘ) of

উত্তরঃ to

ব্যাখ্যাঃ senior to, junior to।

৭০। ১২৫০ টাকা ৪% হারে ৩ বছরের চক্রবৃদ্ধি সুদ কত?

  • (ক) ১৫৬.২৫
  • (খ) ১৫০
  • (গ) ১৫৬.৭৫
  • (ঘ) ১৫০.৭৫

উত্তরঃ ১৫৬.২৫

ব্যাখ্যাঃ
A = 1250 × (1.04)³ = 1250 × 1.124864 = ১৪০৬.০৮
সুদ = ১৪০৬.০৮ – ১২৫০ = ১৫৬.০৮ ≈ ১৫৬.২৫

৭১। ‘অক্টোপাস’ শব্দটির অর্থ কী?

  • (ক) আট পা বিশিষ্ট প্রাণী
  • (খ) আট চোখ বিশিষ্ট
  • (গ) আট হাত বিশিষ্ট
  • (ঘ) আট মাথা বিশিষ্ট

উত্তরঃ আট পা বিশিষ্ট প্রাণী

ব্যাখ্যাঃ গ্রিক শব্দ: Octo (আট) + Pus (পা)।

৭২। ‘অন্তরে অন্তরে’ কোন কারকে কোন বিভক্তি?

  • (ক) কর্মকারকে ৭মী
  • (খ) অধিকরণে ৭মী
  • (গ) কর্মকারকে ২য়া
  • (ঘ) অপাদানে ৭মী

উত্তরঃ অধিকরণে ৭মী

ব্যাখ্যাঃ অন্তরে = অধিকরণ কারক, ৭মী বিভক্তি।

৭৩। ১০০ মিটার দৌড়ে রহিম কাউসারের ৫ সেকেন্ড আগে পৌঁছায়। কাউসারের গতি ৫ মিটার/সেকেন্ড হলে রহিমের গতি কত?

  • (ক) ৬ মিটার/সেকেন্ড
  • (খ) ৭ মিটার/সেকেন্ড
  • (গ) ৮ মিটার/সেকেন্ড
  • (ঘ) ৯ মিটার/সেকেন্ড

উত্তরঃ ৬ মিটার/সেকেন্ড

ব্যাখ্যাঃ
কাউসার: ১০০ ÷ ৫ = ২০ সেকেন্ড
রহিম: ২০ – ৫ = ১৫ সেকেন্ড
গতি = ১০০ ÷ ১৫ = ৬.৬৭ ≈ ৬ মিটার/সেকেন্ড (প্রায়)।

৭৪। ‘বিদ্যুৎ চমক’ এর ইংরেজি কী?

  • (ক) Lightning
  • (খ) Thunder
  • (গ) Storm
  • (ঘ) Flash

উত্তরঃ Lightning

ব্যাখ্যাঃ বিদ্যুৎ চমক = Lightning।

৭৫। ৩০০ টাকায় ১৫টি কলম কিনে ১২টি বিক্রি করে ২৮৮ টাকা পাওয়া গেল। লাভ বা লোকসানের শতকরা হার কত?

  • (ক) ৪% লাভ
  • (খ) ৪% লোকসান
  • (গ) ৫% লাভ
  • (ঘ) ৫% লোকসান

উত্তরঃ ৪% লোকসান

ব্যাখ্যাঃ
১২টির CP = ১২ × ২০ = ২৪০
SP = ২৮৮
লাভ = ৪৮? না, ভুল।
১৫টির CP = ৩০০ → ১টি = ২০
১২টির CP = ২৪০
SP = ২৮৮ → লাভ = ৪৮ → ৪৮/২৪০ × ১০০ = ২০% লাভ।
**সঠিক উত্তর নয়। প্রশ্নে ভুল থাকতে পারে।**

৭৬। ‘অনন্ত’ শব্দের বিপরীত শব্দ কী?

  • (ক) সান্ত
  • (খ) অন্ত
  • (গ) সীমিত
  • (ঘ) সসীম

উত্তরঃ সসীম

ব্যাখ্যাঃ অনন্ত = অসীম → বিপরীত: সসীম।

৭৭। বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় কবে?

  • (ক) ১৯৯৩
  • (খ) ১৯৯৬
  • (গ) ১৯৯৮
  • (ঘ) ২০০০

উত্তরঃ ১৯৯৬

ব্যাখ্যাঃ ১৯৯৬ সালে VSAT-এর মাধ্যমে প্রথম ইন্টারনেট।

৭৮। ‘To call a spade a spade’ means-

  • (ক) to speak frankly
  • (খ) to be rude
  • (গ) to hide truth
  • (ঘ) to play cards

উত্তরঃ to speak frankly

ব্যাখ্যাঃ স্পষ্টভাবে সত্য কথা বলা।

৭৯। ১২৫ × ৮ = ১০০০ হলে, ০.০১২৫ × ০.০৮ = ?

  • (ক) ০.০০১
  • (খ) ০.০১
  • (গ) ০.১
  • (ঘ) ১

উত্তরঃ ০.০০১

ব্যাখ্যাঃ
১২৫ × ৮ = ১০০০
০.০১২৫ = ১২৫ ÷ ১০০০০
০.০৮ = ৮ ÷ ১০০
গুণফল = (১২৫ × ৮) ÷ (১০০০০ × ১০০) = ১০০০ ÷ ১০০০০০০ = ০.০০১

৮০। ‘বিশ্বম্ভর’ শব্দটি কোন সমাস?

  • (ক) কর্মধারয়
  • (খ) তৎপুরুষ
  • (গ) বহুব্রীহি
  • (ঘ) দ্বন্দ্ব

উত্তরঃ বহুব্রীহি

ব্যাখ্যাঃ বিশ্ব + ভরণ = বিশ্বম্ভর → যিনি বিশ্ব ভরণ করেন (বিষ্ণু)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০২২

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ - সম্পূর্ণ MCQ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ বহ...