1000 Science Note

Raisul Islam Hridoy 0

 




Download


🎯 বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে

র্কটক্রান্তি রেখা।
🎯 বাংলাদেশের টেরিটোরিয়াল বা রাজনৈতিক সমুদ্রসীম

১২ নটিক্যাল মাইল।
🎯 বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা বা Exclusive Economic Zone

২০০ নটিক্যাল মাইল। [৩৭ তম বিসিএস]
🎯 বাংলাদেশের উপকূলীয় ভূখণ্ড সমুদ্রে ৩৫০ নটিক্যাল মাইল পর্য্ন্ত যার ভৌগোলিক নাম

মহীসোপান।
🎯 বাংলাদেশের সর্বমোট সীমারেখা

৪৭১১ কি.মি।

🎯 বাংলাদেশ ভারতের সীমারেখা

৩৭১৫ কি.মি। (বিজিবি)’র তথ্য মতে, ৪১৫৬ কিলোমিটার। [৩৬ ৩ম বিসিএস]
🎯 বাংলাদেশ মিয়ানমারের সীমারেখা

২৮০ কি.মি.। (বিজিবি)’র তথ্য মতে, ২৭১ কিলোমিটার।
🎯 ভূপ্রকৃতির ভিক্তিতে বাংলাদেশকে

৩ টি ভাগে ভাগ করা যায়।
🎯 টারশিয়ারি যুগের পাহাড় সমূহকে

২ ভাগে ভাগ করা যায়।

🎯 বাংলাদেশের দক্ষিণ পূর্বের পাহাড়গুলোর গড় উচ্চতা

৬১০ মিটার।
🎯 বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ

তাজিনডং (বিজয়) উচ্চতা ১২৩১ মিটার। এটি বান্দরবনে অবস্থিত।
🎯 বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপানসমূহ

২৫০০০ বছরের পুরোনো।
🎯 বরেন্দ্রভূমি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত মাটি

ধূসর ও লাল। আয়তন ৯৩২০ বর্গ কি. মি.।

🎯 বাংলাদেশের প্লাবন সমভূমির আয়তন

১, ২৪, ২৬৬ বর্গ কি. মি.।
🎯 বাংলাদেশের প্লাবন সমভূমিকে

৫ টি ভাগে ভাগ করা যায়।
🎯 সমুদ্রপৃষ্ঠ থেকে বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা

দিনাজপুর। উচ্চতা ৩৭.৫০ মিটার।
🎯 বাংলাদেশে নদীর সংখ্যা প্রায়

৭০০ টি।

🎯 বাংলাদেশের নদীসমূহের মোট দৈর্ঘ্য হলো প্রায়

২২,১৫৫ কিলোমিটার।
🎯 পদ্মা নদীর উৎপত্তি হয়েছে

হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে।
🎯 পদ্মা নদী যমুনা নদীরসাথে মিলিত হয়েছে

দৌলতদিয়ার কছে।
🎯 পদ্মা ও মেঘনা নদী মিলিত হয়েছে

চাঁদপুরে।

🎯 পদ্মার প্রধান শাখানদী হলো

কুমার. মাথাভাঙ্গা, গড়াই, মধুমতী, আড়িয়াল খাঁ ইত্যাদি।
🎯 পদ্মার উপনদী হলো

পুনর্ভবা, নাগর, পাগলা, কুলিক, ট্যাংগন, মহানন্দা ইত্যাদি।
🎯 ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে

হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হতে।
🎯 ব্রহ্মপুত্র নদের শাখানদী হলো

বংশী ও শীতালক্ষা।

🎯 ব্রহ্মপুত্র নদের প্রধান উপনদী হলো

তিস্তা ও ধরলা।
ভূগোল ও পরিবেশ
 
🎯 যমুনার প্রধান উপনদী হলো

করতোয়া ও আত্রাই।
🎯 যমুনার শাখানদী হলো

ধলেশ্বরী।

🎯 ধলেশ্বরী নদীর শাখানদী হলো

বুড়িগঙ্গা।

🎯 বাংলাদেশের বৃহত্তম, প্রশস্ততম ও দীর্ঘতম নদী

মেঘনা।
🎯 মেঘনার উপনদী হলো

মনু, বাউলাউ, তিতাস, গোমতী।
🎯 আসাসের বরাক নদী সুরমা ও কুশিয়ারা নামে বাংলাদেশের

সিলেট জেলায় প্রবেশ করেছে।
🎯 কর্ণফুলী নদী আসামের

লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে।

🎯 কর্ণফুলীর প্রধান উপনদী হলো

কাসালং, হালদা ও বোয়ালখালী।
🎯 বাংলাদেশের উষ্ণতম মাস

এপ্রিল।
🎯 বাংলাদেশের গড় তাপমাত্রা

২৬.০১ সেলসিয়াস। গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটর।
🎯 উষ্ণতম স্থান

লালপুর, নাটোর [৩৬ ৩ম বিসিএস]

🎯 শীতলতম স্থান

শ্রীমঙ্গল, মৌলভীবাজার
🎯 সর্বোচ্চ বৃষ্টিপাত

লালাখাল, জৈন্তাপুর, সিলেট
🎯 সর্বনিম্ম বৃষ্টিপাত

লালপুর, নাটোর
🎯 মেঘনা নদীর দৈর্ঘ্য

৩৩০ কি.মি।
🎯 বাংলাদেশের চিরযৌবনা নদী

মেঘনা।

🎯 বাংলাদেশে দুর্যোগের কারণ

—ভৌগোলিক অবস্থান।
🎯 পার্বত্য এলাকায় দেখা দেয়

—আকস্মিক বন্যা।
🎯 জোয়ার-ভাটা জনিত বন্যার পানির উচ্চতা

৩-৬ মিটার।
🎯 বাংলাদেশের নদীর সংখ্যা

৭০০ টি।

🎯 ভারতে উৎপত্তি এরকম বাংলাদেশী নদী

৫৪ টি।
🎯 প্রধান তিনটি নদী দ্বারা মোট অববাহিত এলাকা

১৫, ৫৪,০০০ বর্গ কি. মি।
🎯 বাংলাদেশের খরা প্রবণ এলাকা

উত্তর-পশ্চিমাঞ্চল।
🎯 ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়

স্থান অনুসারে।

🎯 এদেশে নদী ভাঙন দ্বারা ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা

১.৫ মিলিয়ন।
🎯 ভূমিকম্পের তীব্রত সম্পর্কে জানা যায়

রিখটার স্কেল দিয়ে।
🎯 বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল

উত্তর-উত্তর পূর্বাঞ্চল।

🎯 ৭.৫ মাত্রার ভূমিকম্পের সাথে

সুনামি হয়।
🎯 সুনামির কারণ

সমুদ্র তলদেশে ভূমিকম্প।
🎯 বাংলাদেশের দুর্যোগ প্রস্তুত কেন্দ্রের অপর নাম

বিডিপিসি।
🎯 স্পারসো আবহাওয়া অধিদপ্তরকে সাহায্য করে

ভূ-উপগ্রহের মাধ্যমে।

ভূগোল ও পরিবেশ 

🎯 স্পারসো গবেষণা করে

মহাকাশ।
🎯 দূর্যোগ ব্যবস্থাপনার মৌলিক উদ্দেশ্য

৩ টি।
🎯 দুর্যোগ ব্যবস্থাপনা আইন পাশ হয়

২০১২ সালে।
🎯 দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা জারি করা হয়

১৯ জানুয়ারি ২০১৫ সালে।

🎯 নীতিমালা অনুযায়ী সমুদ্র বন্দরের জন্য সংকেত নির্ধারণ করা হয়

১১টি।
🎯 নীতিমালা অনুযায়ী নদী বন্দরের জন্য সংকেত নির্ধারণ করা হয়

৪টি ।

🎯 বায়ুমণ্ডলের উষ্ণতার হ্রাস-বৃদ্ধির দিকে লক্ষ রেখ বায়ুমণ্ডলকে

পাঁচ ভাগে ভাগ করা হয়েছে।

🎯 ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠের সংলগ্নে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে

১৮ কি. মি. পর্য্ন্ত ছড়িয়ে আছে
🎯 ট্রপোস্ফিয়ার মানুষের সবচেয়ে

প্রয়োজনীয় স্থর।
🎯 ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমায় অবস্থিত সরুস্থরকে

ট্রপোপজ বলে। [এখান থেকে বিমান চলাচল করে।]
🎯 স্ট্রাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের

দ্বিতীয় স্থর।

🎯 থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের

তৃতীয় স্থর।
🎯 এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের

চতুর্থ স্থর।
🎯 ম্যাগনেটোস্ফিয়ার বায়ুমণ্ডলের

পঞ্চম স্থর।

🎯চেতনানাশক রূপে অস্ত্রোপাচারে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?

ক্লোরোফরম (ট্রাইক্লোরো মিথেন)।
🎯কাঁদানো গ্যাসের রাসায়নিক নাম কী?

ক্লোরোপিক্রিন।
🎯ফল পাকানোর জন্য কোন জৈব যৌগকে দায়ী করা হয়?

ইথিলিন।
🎯বাজারে প্রাপ্ত মদের রাসায়নিক নাম কী?

ইথাইল অ্যালকোহল।
🎯এস্টার কি?

জৈব কার্বক্সিলিক এসিডের একটি জাতক।
🎯বিভিন্ন ফল ও ফুলের সুগন্ধ বা মিষ্টি গন্ধের জন্য দায়ী করা হয়?

এস্টারকে।
🎯পাকা কলাতে কোন এস্টার বিদ্যমান থাকে?

অ্যামাইল অ্যাসিটেট।
🎯পাকা কমলাতে কোন এস্টার বিদ্যমান থাকে?

অকটাইল অ্যাসিটেট।
🎯পাকা আনারসে কোন এস্টার বিদ্যমান থাকে?

ইথাইল বিউটারেট।

🎯নাশপাতিতে কোন এস্টার বিদ্যমান থাকে?

৩–মিথাইল বিউটাইল ইথানোয়েট।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

Class III Math Solutions

তৃতীয় (৩য়) শ্রেণির গণিত সমাধান - Class 3 Math Solution তৃতীয় (৩য়) শ্রেণির গণিত সমাধান - Class 3 ...