5000 MCQ BD & In - ZerO to Infinity

Header Ads

5000 MCQ BD & In

 



Download✔️

অনেকেই আমাদের থেকে pdf নিয়ে শীট আকারে বিক্রি করে। এর দ্বায় আমার উপর আসে। সবার জন্য এতো কষ্টে করে কাজ করার পরেও যখন অপমানিত হতে হয় তখন আর সেই কাজ করার ইচ্ছা থাকে না। তাই এখন থেকে আমার তৈরি করা নতুন কোন ইবুক আর ডাউনলোড করতে পারবেন না। যাদের প্রয়োজন হয় তারা আমাকে WhatsApp করতে পারেন। সেখান থেকে কিছু অংশ ফটো আকারে প্রতিদিন পড়তে পারবেন। লাইভ প্রিভিউ অন করা আছে। ভালো লাগলে পড়তে পারেন আর আপত্তি থাকলে এড়িয়ে যান। ধন্যবাদ

🎯ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই?
ক. আসাম
খ. মিজোরাম
গ. ত্রিপুরা
ঘ. নাগাল্যান্ড
উত্তরঃ ঘ

🎯বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?
ক. ১৭টি
খ. ২০টি
গ. ১৬টি
ঘ. ১৯টি
উত্তরঃ ঘ

🎯কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়?
ক. ঠাকুরগাঁও
খ. রংপুর
গ. নওয়াবগঞ্জ
ঘ. বাগেরহাট
উত্তরঃ খ

🎯বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?
ক. খাগড়াছড়ি
খ. বান্দরবান
গ. কুমিল্লা
ঘ. রাঙ্গামাটি
উত্তরঃ ঘ

🎯কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন?
ক. ১৮৫৫ সালে
খ. ১৮৪০ সালে
গ. ১৮৪৬ সালে
ঘ. ১৮৪৮ সালে
উত্তরঃ গ

🎯কর্ণফুলী নদীর তলদেশে দেশের একমাত্র টানেল নির্মাণ করবে কোন দেশ?
ক. চীন
খ. রাশিয়া
গ. ভারত
ঘ. জাপান
উত্তরঃ ক

🎯বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চল কে?
ক. বরিশাল
খ. চট্টগ্রাম
গ. খুলনা
ঘ. সিলেট
উত্তরঃ গ

🎯ভারতের উত্তর -পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়?
ক. মেঘালয়
খ. আসাম
গ. ত্রিপুরা
ঘ. মনিপুর
উত্তরঃ ঘ

🎯বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ খ

🎯বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য –
ক. ৪৭১৯ কি.মি.
খ. ৪৮০৫ কি.মি.
গ. ৫০৪০ কি.মি.
ঘ. ৪৫০০ কি.মি.
উত্তরঃ ক

🎯বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি?
ক. ঢাকা – ফেনী
খ. বরিশাল – ঢাকা
গ. আলিকদম – থানচি
ঘ. চট্টগ্রাম – কক্সবাজার
উত্তরঃ গ

🎯ভারতে অবস্থিত বাংলাদেশের পঞ্চম মিশন কোথায় হচ্ছে?
ক. ত্রিপুরা
খ. নাগাল্যান্ড
গ. আসাম
ঘ. মিজোরাম
উত্তরঃ গ

🎯১ জুলাই ২০১৫ কোন আর্থিক প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রদান করা হয়?
ক. এলায়েন্স লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি লি.
খ. মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.
গ. সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লি.
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

🎯১১ জানুয়ারি ২০১৭ প্রাথমিকভাবে ভূতাত্ত্বিক ঐতিহ্য (Geographical Heritage) ঘোষণা করা হয় কোন স্থান কে?
ক. কালিয়াকৈয়র, গাজীপুর
খ. জাফলং, সিলেট
গ. ঝিলংজা, কক্সবাজার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

🎯দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কোন মহাকাশাযানে উৎক্ষেপণ করা হয়?
ক. ফ্যালকন-৫
খ. ফ্যালকন-৯
গ. নভোতরী-১০
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

🎯শেওলা স্থলবন্দর ঘোষণা করা হয় কবে?
ক. ৩০ জুন ২০১৫
খ. ২৫ জুন ২০১৫
গ. ৫ জুলাই ২০১৫
ঘ. ৩ জুলাই ২০১৫
উত্তরঃ ক

🎯দেশের প্রথম নারী তথ্য কর্মকর্তা কে?
ক. এলিজা শারমিন
খ. ফারজানা ইসলাম
গ. কামরুন নাহার
ঘ. বেগম কবিতা খানম
উত্তরঃ গ

🎯বাংলাদেশের প্রথম অর্থ বছর ছিল–
ক. জানুয়ারি-মার্চ ১৯৭৩
খ. মার্চ-এপ্রিল ১৯৭৩
গ. মে-জুন ১৯৭৩
ঘ. জুন-জুলাই ১৯৭৩
উত্তরঃ খ

🎯বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
ক. ৪৫০ মাইল
খ. ৪৬০ মাইল
গ. ৪৪৫ মাইল
ঘ. ৪৩৫ মাইল
উত্তরঃ গ

🎯বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের –
ক. ২০
°৩৮’- ২৬°৩৮’
খ. ২১
°৩১’- ২৬°৩৩’
গ. ২২
°৩৪’- ২৬°৩৮’
ঘ. ২০
°২০’- ২৫°২৬’
উত্তরঃ ক

🎯বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
ক. ৭টি
খ. ৬টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ ঘ

🎯বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে?
ক. মিয়ানমার
খ. থাইল্যান্ড
গ. নেপাল
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ ক

🎯মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অবস্থিত?
ক. উত্তরপূর্ব
খ. পুর্ব
গ. দক্ষিণপূর্ব
ঘ. উত্তর
উত্তরঃ গ

🎯ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
ক. ৩৩০০ কিলোমিটার
খ. ৩৫৩৭ কিলোমিটার
গ. ৩৭১৫ কিলোমিটার
ঘ. ৩৯৩৫ কিলোমিটার
উত্তরঃ গ

🎯দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কবে উৎক্ষেপণ করা হয়?
ক. ১১ মে ২০১৮
খ. ১৫ আগস্ট ২০১৭
গ. ১৬ ডিসেম্বর ২০১৭
ঘ. ১০ জানুয়ারি ২০১৮
উত্তরঃ ক

🎯বাংলাদেশের উত্তরে অবস্থিত?
ক. নেপাল ও ভুটান
খ. পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
গ. পশ্চিমবঙ্গ ও কুচবিহার
ঘ. পশ্চিমবঙ্গ ও আসাম
উত্তরঃ খ

🎯বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত?
ক. যশোর
খ. চাঁপাই নবাবগঞ্জ
গ. কক্সবাজার
ঘ. দিনাজপুর
উত্তরঃ গ

🎯কবে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?
ক. ১ জুলাই ২০১৪
খ. ১ জুন ২০১৫
গ. ১ জুলাই ২০১৫
ঘ. ২৫ জুন ২০১৫
উত্তরঃ গ

🎯বাংলাদেশের সাথে ভারতের সীমান কত?
ক. ৫১৩৮ কি.মি
খ. ৪৩৭১ কি.মি
গ. ৪১৫৬ কি.মি
ঘ. ৩৯৭৮ কি.মি
উত্তরঃ গ

🎯বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল?
ক. ৫৪,৫০১ বর্গমাইল
খ. ৫৬,৫০১ বর্গমাইল
গ. ৫৭,৪০১ বর্গমাইল
ঘ. ৫৮,৫০১ বর্গমাইল
উত্তরঃ খ

🎯শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত?
ক. সিলেট
খ. খুলনা
গ. মৌলভীবাজার
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ ক

২টি মন্তব্য:

Thank You

New Posts

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

  🎯 ‘ইতিহাস’ শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? ➙ ইতিহ 🎯 History শব্দটির বাংলা প্রতিশব্দ কী? ➙ ইতিহাস 🎯 ইতিহাসের মূল বিষয়বস্তু...

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.