International Affairs Note
🎯সূর্যোদয়ের দেশ কোনটি?
- জাপান।
🎯সাদা হাতির দেশ কোনটি?
- থাইল্যান্ড।
🎯পৃথিবীর বৃহত্তম ঘণ্টা কোনটি?
- মসকোর ঘণ্টা।
🎯গুয়ানতানোম বান্দরশাল কোথায় অবস্থিত?
- কিউবা।
🎯পৃথিবীর কোন দেশে সেনাবাহিনী নেই?
- মালদ্বীপ।
🎯পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মসজিদ কোনটি?
- দিল্লীরশাহী জামে মসজিদ।
🎯দীঘর্তম সমুদ্রসৈকত কোনটি?
- কক্সবাজার (১৫৫ কিলোমিটার)।
🎯সিন্ধু নদ কোথায় অবস্থিত?
- পাকিস্তানে।
🎯 মুক্তার দেশ
- কিউবা।
🎯 নীরব খনির দেশ
- বাংলাদেশ।
🎯 সম্মেলনের শহর
- জেনেভা।
🎯বিশ্বের বৃহত্তম অরণ্য কোনটি?
- তৈগা বনভূমি (সাইবেরিয়া, রাশিয়া)।
🎯কোন দেশে পাগল বেশি?
- বার্মায়।
🎯পৃথিবীর কোন দেশে রাবারের রাস্তা আছে?
- ফ্রান্সের প্যারিস শহরে।
🎯কোন দেশে মাটি ছাড়াই আলু উৎপাদন করে?
- চীন দেশে।
🎯বিশ্বের বৃহত্তম লাইব্রেরি কোনটি?
- লাইব্রেরি অব কংগ্রেস।
🎯বিশ্বের কোন দেশে নারী বেশি?
- রাশিয়ায়।
🎯পৃথিবীর সবচেয়ে বড় বই কোনটি?
- জার্মান প্রিন্স এটলাস, ওজন ৬৭ মন।
🎯নীল-নদ কোথায় অবস্থিত?
- মিশরে অবস্থিত।
🎯কোন দেশের একটি গ্রামের নাম ‘রুপসী বাংলা’?
- আইভরি কোস্ট।
🎯মিসিসিপি নদী কোথায় অবস্থিত?
- আমেরিকা।
🎯অস্ট্রেলিয়ার বিখ্যাত নদী কোনটি?
- মারে ডার্লিং।
🎯আমাজান নদী কোথায় অবস্থিত?
- দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
🎯আমুর নদী কোথায় অবস্থিত?
- রাশিয়ায়।
🎯পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম কি?
- মিসিসিপি।
🎯কঙ্গো নদী কোথায় অবস্থিত?
- আফ্রিকায়।
🎯হোয়াংহো নদী কোথায় অবস্থিত?
- চীন দেশে অবস্থিত।
🎯আফ্রিকার জনবহুল দেশ কোনটি?
- নাইজেরিয়া।
🎯পৃথিবীর বৃহত্তম পর্বতমালার নাম কি?
- হিমালয় পর্বতমালা।
🎯পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি?
- সাহারা মরুভূমি।
🎯বিশ্বের কোন নদীতে মাছ নেই?
- জর্ডান নদীতে।
🎯কচিং কোন দেশের প্রধান সমুদ্রবন্দর?
- মালয়েশিয়া।
🎯বিশ্বের সবচেয়ে বড় শহর কোনটি?
- লন্ডন।
🎯কোন দেশে পাথরে গাছ হয়?
- রেডিসিয়ার নেটিভ ভিজিয়া জঙ্গলে।
🎯পৃথিবীর কোন দেশে সাপ নেই?
- হাওয়াই দ্বীপও আইসল্যান্ডে।
🎯কোন দেশে কাক নেই?
- লক্ষী দ্বীপে।
🎯পৃথিবীর সবচেয়ে বড় হাসপাতাল কোথায় অবস্থিত?
- আমেরিকার শিকাগো শহরে।
🎯বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানা কোনটি?
- রিজেন্ট পার্ক, লন্ডন।
🎯পৃথিবীর বৃহত্তম হুদ কোনটি?
- কাসিয়ান সাগর।
🎯মেকং নদী কোথায় অবস্থিত?
- ইন্দেচীন (ভিয়েত নাম, কম্বোড়িয়া লাওস)।
🎯এশিয়ার বৃহত্তম সাগর কোনটি?
- দক্ষিণ চীন সাগর।
🎯পানামার বিমান সংস্থার নাম কি?
- কোপা।
🎯মধ্যে এশিয়ার সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র কোনটি?
- কাজকিস্তান (বিশ্বের নবম)।
🎯ইউরোপের বৃহত্তম সাগর কোনটি?
- ভূমধ্যসাগর।
🎯পৃথিবীর গভীরতম খাল কোনটি?
- পানামা খাল।
🎯পৃথিবীর গভীরতম স্থান কোনটি?
- ম্যারিয়ান টেন্স।
🎯পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
- বইকাল হ্রদ।
🎯ফেসবুক ব্যবহারের শীর্ষ দেশ কোনটি?
- যুক্তরাষ্ট্র।
🎯মাউন এভারেষ্ট কোথায় অবস্থিত?
- নেপাল ও তিব্বতের মধ্যে অবস্থিত।
🎯মিসিসিপি নদী কোন দেশে অবস্থিত?
- যুক্তরাষ্ট্র।
🎯মারে ডারলিং নদীর অবস্থান কোন দেশে?
উত্তর : অস্ট্রলিয়া।
🎯বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
- মেসোপটেমিয়ার।
🎯ক্যাঙ্গারুর দেশ কোনটি?
- অস্ট্রেলিয়া।
🎯গেটওয়াল কোথায় অবস্থিত?
- চীন।
🎯লুবোর মিউজিয়াম কোথায় অবস্থিত?
- ফ্রান্স, প্যারিসে লুবোর মিউজিয়াম অবস্থিত।
🎯আকসাই চীন মহাসড়ক কোথায় অবস্থিত?
- কাশ্মীর
🎯স্লোভাকিয়ার আইনসভার নাম কি?
- National Council
🎯কোন দেশ অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (OAS) ছাড়ার ঘোষণা দেয়?
- ভেনিজুয়েলা
কোন মন্তব্য নেই
Thank You