100 Days Study plan for Primary job exam

Raisul Islam Hridoy 0

Main Cover

Online Live Preview of this Pdf

নিচে ডাউনলোড লিংক দেওয়া আছে

আমরা দিচ্ছি স্বল্পমূল্যে একাডেমিক এডিটেবল Word File যা আপনি আপনার পিসিতে এডিট করতে পারবেন। নিচে আমাদের প্যাকেজের মূল্য তালিকা দেওয়া আছে। আপনি আপনার পছন্দ মতো প্যাকেজটি কিনতে পারবেন।

প্যাকেজের নাম

মূল্য তালিকা

যা থাকবে

গণিত প্যাকেজ

১৯৯/-

৩য় থেকে ১২শ শ্রেণির গণিতের Word File

বিজ্ঞান প্যাকেজ

২৩৫/-

৪র্থ শ্রেণি থেকে ৯ম-১০ শ্রেণির বিজ্ঞান+সাইন্সের সকল সাবজেক্ট Word File

ক্লাস ০৬ থেকে ১০ম (মাইক্রো প্যাকেজ)

২৯৯/-

সকল সাবজেক্ট এর Word File+ফ্রি আপডেট

ক্লাস ০৬ থেকে ১২শ (মিনি প্যাকেজ)

৩৯৯/-

সকল সাবজেক্ট এর Word File+ফ্রি আপডেট

ক্লাস ১ থেকে ১২শ (ফুল প্যাকেজ)

৪৯৯/-

সকল সাবজেক্ট এর Word File+ফ্রি আপডেট

প্রাথমিক শ্রেণির নোটগুলো আপডেট চলমান। কাজ শেষ হলে পাবেন।

জব ও এডমিশন প্যাকেজ

১৫০/-

ভার্সিটি ভর্তি+প্রাইমারি+বিসিএস+নিবন্ধন এর Word File+১০০ জবের জন্য স্পেশাল ফ্রি ইবুক+ফ্রি আপডেট

Job Preparation Paid Ebooks

১৯৯/-

সকল জবের জন্য বেসিক+শর্ট নোট

English Grammar

৯৯/-

Class 6 to HSC All English Grammar Topics

এই ফাইলগুলো কাদের প্রয়োজন?

১। কোচিং সেন্টার

২।প্রাইভেট টিউটর

প্যাকেজে প্রতিটি ক্লাসের সবগুলো সাবজেক্ট এর সমাধান থাকবে। বোনাস হিসেবে থাকবে আমাদের তৈরি করা স্পেশাল জবের হ্যান্ড নোট। যা চাকরীর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বিঃদ্রঃ যাদের পিসি নাই তারা pdf কিনতে পারেন। 

আমাদের কাছ থেকে প্যাকেজ কিনলে আমরা যতবার আপডেট করবো ততবার ফ্রি আপডেট পাবেন।

আপডেটঃ- আমরা কিভাবে আপডেট দিবো?

আপনার ইমেইল আমাদের গুগোল ড্রাইভে শেয়ার করা থাকবে। সেখানে আপডেট নামের একটা ফোল্ডার পাবেন। সেই ফোল্ডারে আমরা আপডেট শেয়ার করে দিবো।

কিভাবে কিনবেনঃ-

আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের এই প্যাকেজগুলো কিনতে পারবেন। বিকাশ/নগদ/উপায় থেকে আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার 01974581611 এ টাকা প্রেরণ করবেন। রেফারেন্স হিসেবে প্যাকেজের নাম দিবেন। এরপর স্কিনশর্ট নিয়ে আমাদের অফিসিয়াল WhatsApp: 01300430768 এ পাঠাবেন। আপনাকে উক্ত প্যাকেজের গুগোল ড্রাইভের এক্সেস দেওয়া হবে এবং প্রয়োজনীয় ফন্ট শেয়ার করা হবে।

**এই মাস জুড়েই আমাদের প্রিমিয়াম ইবুকের উপর ছাড় চলবে। এই সুযোগে ইবুক প্যাকেজগুলো কিনে নিন। ইয়ারলি প্যাকেজঃ- ২ বছর পর্যন্ত আপডেট ইবুক প্যাকেজ ৫০০/-

                                ৫ বছর পর্যন্ত আপডেট ইবুক প্যাকেজ ৯৫০/-

তাছাড়াও লাইট প্যাকেজ ৩০০ টাকা (শুধু বেইসিক নোট) ও স্টুডেন্টস প্যাকেজ (বেসিক ৩য় ও ৪র্থ শ্রেণির জব) ৪০০ টাকায়।

***লাইফটাইম প্রিমিয়াম মেম্বারশীপ- ১৫০০/-




দিনঃ ০১

১। মনোরঞ্জিকা পত্রিকাটি কে সম্পাদনা করতেন?

- কৃষ্ণচন্দ্র মজুমদার

২। ফর্দ শব্দের অর্থ কি?

- তালিকা

৩। নীহার শব্দের অর্থ কোনটি—

ক. তুষার

খ. কাদা

গ. পানি

ঘ. সাগর

উত্তরঃ- ক

৪। বাদলের ধারা ঝরে ঝর ঝরে এই বাক্যটিতে কারক ও বিভক্তি কোনটি?

- অপাদানে ৬ষ্ঠী বিভক্তি

৫। নির্ভুল বানান কোনটি?

ক. মুহুর্মুহু

খ. মুর্হমুহ

গ. মুহূর্মুহ

ঘ. মুর্হূর্মুহু

উত্তরঃ- ক

৬। জিন্দাবাদ কোন ভাষার শব্দ?

ক. আরবি

খ.উর্দু

গ. বাংলা

ঘ. ফারসি

উত্তরঃ- ঘ

৭। শৃগালবৃত্তি শব্দের অর্থ কি?

- কার্যসিদ্ধিতে কৌশলের আশ্রয়

৮। প্রশ্ন: মধ্যযুগের অবসান ঘটে কখন?

- ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে।

 

 

 

৯। উনিশ শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে?

- লালন শাহ

১০। চর্যাপদ যে বাঙ্গালির একথা প্রমাণ করে ছাড়েন

কে?

- ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়


১১। ‘ভাষা আন্দোলন’ ভিত্তিক উপন্যাস কোনটি?

- আরেক ফাল্গুন

১২। ‘সুন্দর মাত্রই একটি আকর্ষণ শক্তি আছে।’ এ বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?

-বিশেষ্য

১৩। দেয়াল রচনাটি কার লেখা?

- হুমায়ূন আহমেদ

১৪। বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?

- যাযাবর

১৫। চশমা কোন ভাষার শব্দ?

ক. ফারসি

খ. আরবি

গ. উর্দু

ঘ. পর্তুগিজ

উত্তরঃ- ক

১৬। সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি, কার লেখা উক্তি?

- দ্বিজেন্দ্রলাল রায়

১৭। গোকুলের ষাঁড় বাগধারাটির অর্থ কি ?

- স্বেচ্ছাচারী

১৮। কাজলকালো কোন সমাস?

- উপমান কর্মধারয়

১৯। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?

- চতুরঙ্গ ( উপন্যাস)

২০। যে নারীর স্বামী ও পুত্র নেই?

- অবীর

21. The synonym of 'Charitable'—

- generous

22. The antonym of 'Diligent'—

- indolent

23. The word 'intolerable' is —

- adjective

24. Which one is correct?

A. Convence

B. Conveyance

C. Convance

D. Conviyance

Ans:- B

25. It ________ when I reached home.

- was raining

26. What is the sound made by a goat?

A. Cooing

B. Hooting

C. Squeaking

D. Bleating

Ans:- D

27. 'In no time' means—

- soon

28. What is the time _____ your watch?

- by

29. Do not cry down your enemy এর সঠিক বাংলা অনুবাদ কি?

- শত্রুকে খাটো করে দেখোনা

30. Lion's Share means—

- major portion

৩১। প্রচলিত পদ্ধতিতে কত সপ্তাহে ১ বছর হয়?

ক. ৫০ সপ্তাহ

খ. ৫২ সপ্তাহ

গ. ৫৫ সপ্তাহ

ঘ. ৫৭ সপ্তাহ

উত্তরঃ- খ

৩২। শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে ১৭৫ টাকার সুদ ৮৭.৫৯ টাকা হবে?

- ১০ বছর

৩৩। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৫৭৬০ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৯৬ মিটার হলে প্রস্থ কত?

- ৬০ মিটার

৩৪। পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত?

- ১৫

৩৫। একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করে । খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিল?

- ১৬ মিটার

৩৬।  +  = 2 হলে x এর মান?

- 3

৩৭। ১,২৭,১২৫,… ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

- ২১৬

৩৮। প্রত্যেকটি অংক কেবল একবার নিয়ে ৮,৯,৭,৬,৩,২ অংক গুলো দ্বারা তিন অঙ্কবিশিষ্ট কতগুলো ভিন্ন সংখ্যা গঠন করা যায়।

- ১২০

৩৯। একটি সংখ্যা ৪০% এর সাথে ৪৫ যোগ করলে ঐ সংখ্যাটিই হলে সংখ্যাটি কত?

- ৭৫

৪০।চিনির দাম ২০% কমল , কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত ভালো বা কমলো?

- ৪% কমবে

৪১। বিমসটেক ভুক্ত দেশের সংখ্যা কয়টি

- ৭টি

৪২। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ

- ১৭ মার্চ ১৯২০

৪৩। ইদলিব কোন দেশের শহর

- সিরিয়ার

৪৪। মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত

- ১০ নম্বর

৪৫। MENA কোন দেশের সংবাদ সংস্থা

- মিশর

৪৬। বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ বিমানটির কি নামকরণ করা হয়

- আকাশবীণা

৪৭। ২০২১ বিশ্বকাপ ক্রিকেটে মোট কতটি দেশ অংশ নেবে

- ১০টি (সম্ভাব্য), স্বাগতিক দেশ- ভারত

৪৮। বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়?

- ০৪ সেপ্টেম্বর ২০১৮

৪৯। MIGA কখন প্রতিষ্ঠিত হয়?

- ১৯৮৮

৫০। চীনের ই কমার্স প্রতিষ্ঠাতা আলিবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা

- জ্যাক মা




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

সাধারণ বিজ্ঞান সাজেশন

সাধারণ বিজ্ঞান সাজেশন (পর্ব-০২) – প্রাথমিক শিক্ষক নিয়োগ সাধারণ বিজ্ঞান সাজেশন (পর্ব-০২) ...