100 Days Study plan for Primary job exam - ZerO to Infinity

Header Ads

100 Days Study plan for Primary job exam

Main Cover


Online Live Preview of this Pdf

Download

দিনঃ ০১

১। মনোরঞ্জিকা পত্রিকাটি কে সম্পাদনা করতেন?

- কৃষ্ণচন্দ্র মজুমদার

২। ফর্দ শব্দের অর্থ কি?

- তালিকা

৩। নীহার শব্দের অর্থ কোনটি—

ক. তুষার

খ. কাদা

গ. পানি

ঘ. সাগর

উত্তরঃ- ক

৪। বাদলের ধারা ঝরে ঝর ঝরে এই বাক্যটিতে কারক ও বিভক্তি কোনটি?

- অপাদানে ৬ষ্ঠী বিভক্তি

৫। নির্ভুল বানান কোনটি?

ক. মুহুর্মুহু

খ. মুর্হমুহ

গ. মুহূর্মুহ

ঘ. মুর্হূর্মুহু

উত্তরঃ- ক

৬। জিন্দাবাদ কোন ভাষার শব্দ?

ক. আরবি

খ.উর্দু

গ. বাংলা

ঘ. ফারসি

উত্তরঃ- ঘ

৭। শৃগালবৃত্তি শব্দের অর্থ কি?

- কার্যসিদ্ধিতে কৌশলের আশ্রয়

৮। প্রশ্ন: মধ্যযুগের অবসান ঘটে কখন?

- ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে।

 

 

 

৯। উনিশ শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে?

- লালন শাহ

১০। চর্যাপদ যে বাঙ্গালির একথা প্রমাণ করে ছাড়েন

কে?

- ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়

এই ইবুক সম্পর্কে রিভিউ দেখে নিন

১১। ‘ভাষা আন্দোলন’ ভিত্তিক উপন্যাস কোনটি?

- আরেক ফাল্গুন

১২। ‘সুন্দর মাত্রই একটি আকর্ষণ শক্তি আছে।’ এ বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?

-বিশেষ্য

১৩। দেয়াল রচনাটি কার লেখা?

- হুমায়ূন আহমেদ

১৪। বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?

- যাযাবর

১৫। চশমা কোন ভাষার শব্দ?

ক. ফারসি

খ. আরবি

গ. উর্দু

ঘ. পর্তুগিজ

উত্তরঃ- ক

১৬। সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি, কার লেখা উক্তি?

- দ্বিজেন্দ্রলাল রায়

১৭। গোকুলের ষাঁড় বাগধারাটির অর্থ কি ?

- স্বেচ্ছাচারী

১৮। কাজলকালো কোন সমাস?

- উপমান কর্মধারয়

১৯। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?

- চতুরঙ্গ ( উপন্যাস)

২০। যে নারীর স্বামী ও পুত্র নেই?

- অবীর

21. The synonym of 'Charitable'—

- generous

22. The antonym of 'Diligent'—

- indolent

23. The word 'intolerable' is —

- adjective

24. Which one is correct?

A. Convence

B. Conveyance

C. Convance

D. Conviyance

Ans:- B

25. It ________ when I reached home.

- was raining

26. What is the sound made by a goat?

A. Cooing

B. Hooting

C. Squeaking

D. Bleating

Ans:- D

27. 'In no time' means—

- soon

28. What is the time _____ your watch?

- by

29. Do not cry down your enemy এর সঠিক বাংলা অনুবাদ কি?

- শত্রুকে খাটো করে দেখোনা

30. Lion's Share means—

- major portion

৩১। প্রচলিত পদ্ধতিতে কত সপ্তাহে ১ বছর হয়?

ক. ৫০ সপ্তাহ

খ. ৫২ সপ্তাহ

গ. ৫৫ সপ্তাহ

ঘ. ৫৭ সপ্তাহ

উত্তরঃ- খ

৩২। শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে ১৭৫ টাকার সুদ ৮৭.৫৯ টাকা হবে?

- ১০ বছর

৩৩। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৫৭৬০ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৯৬ মিটার হলে প্রস্থ কত?

- ৬০ মিটার

৩৪। পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত?

- ১৫

৩৫। একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করে । খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিল?

- ১৬ মিটার

৩৬।  +  = 2 হলে x এর মান?

- 3

৩৭। ১,২৭,১২৫,… ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

- ২১৬

৩৮। প্রত্যেকটি অংক কেবল একবার নিয়ে ৮,৯,৭,৬,৩,২ অংক গুলো দ্বারা তিন অঙ্কবিশিষ্ট কতগুলো ভিন্ন সংখ্যা গঠন করা যায়।

- ১২০

৩৯। একটি সংখ্যা ৪০% এর সাথে ৪৫ যোগ করলে ঐ সংখ্যাটিই হলে সংখ্যাটি কত?

- ৭৫

৪০।চিনির দাম ২০% কমল , কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত ভালো বা কমলো?

- ৪% কমবে

৪১। বিমসটেক ভুক্ত দেশের সংখ্যা কয়টি

- ৭টি

৪২। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ

- ১৭ মার্চ ১৯২০

৪৩। ইদলিব কোন দেশের শহর

- সিরিয়ার

৪৪। মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত

- ১০ নম্বর

৪৫। MENA কোন দেশের সংবাদ সংস্থা

- মিশর

৪৬। বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ বিমানটির কি নামকরণ করা হয়

- আকাশবীণা

৪৭। ২০২১ বিশ্বকাপ ক্রিকেটে মোট কতটি দেশ অংশ নেবে

- ১০টি (সম্ভাব্য), স্বাগতিক দেশ- ভারত

৪৮। বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়?

- ০৪ সেপ্টেম্বর ২০১৮

৪৯। MIGA কখন প্রতিষ্ঠিত হয়?

- ১৯৮৮

৫০। চীনের ই কমার্স প্রতিষ্ঠাতা আলিবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা

- জ্যাক মা

কোন মন্তব্য নেই

গণিত সমাধান

Chemistry LECTURE SHEET Eng. Vershion

  1)    Insoluble: When a solvent fails to dissolve a solute completely, leaving some portion of the solute undissolved, it is called insol...

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.