আফগান শাসন ও বারভূঁইয়া (১৫৩৮-১৫৭৬ খ্রিস্টাব্দ)
১৫৩৮ খ্রিস্টাব্দে বাংলার স্বাধীন সুলতানি যুগের অবসানের পর একে একে বিদেশি শক্তিসমূহ বাংলার ওপর আধিপত্য বিস্তার করতে থাকে। মুঘল সম্রাট হুমায়ুন অল্প কিছু সময়ের জন্য বাংলার রাজধানী দখল করতে সক্ষম হলেও আফগান নেতা শের শাহ শূরের কাছে পরাজিত হন। এর ফলে বাংলা ও বিহার সরাসরি আফগানদের শাসনাধীন হয়ে যায়।
আফগান শাসন
মুঘল সম্রাট বাবর ও তাঁর পুত্র হুমায়ুন হুসেনশাহী আমলের শেষ দিকে থেকেই বাংলার ওপর মুঘল আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালান। তবে আফগানদের প্রতিরোধের কারণে তাঁদের এ প্রচেষ্টা শুরুতে ব্যর্থ হয়। আফগান নেতা শের খান শূরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন সম্রাট হুমায়ুন। শের খানের পিতা হাসান খান শূর বিহারের সাসারাম অঞ্চলের জায়গিরদার ছিলেন। পিতার মৃত্যুর পর শের খান জায়গিরদার হিসেবে নিয়োগ পান এবং ধীরে ধীরে শক্তি বৃদ্ধির চেষ্টা চালান।
সমগ্র ভারতের শাসক হওয়ার স্বপ্ন নিয়ে শের খান গোপনে তাঁর সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকেন। স্বল্প সময়ের মধ্যেই তিনি শক্তিশালী চুনার দুর্গ ও বিহার দখল করেন। এরপর ১৫৩৭ খ্রিস্টাব্দে তিনি দু’বার বাংলার রাজধানী গৌড় আক্রমণ করেন। এ পরিস্থিতিতে দিল্লির মুঘল সম্রাট হুমায়ুন সতর্ক হয়ে শের খানের পিছু ধাওয়া করে বাংলার রাজধানী গৌড় দখল করেন। গৌড়ের অপূর্ব স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হুমায়ুন এর নাম দেন ‘জান্নাতবাদ’। তবে বাংলায় অবস্থানকালীন হুমায়ুন শাসনকার্য বাদ দিয়ে বিলাসিতায় মগ্ন হয়ে পড়েন, আর এ সুযোগে শের খান নিজের শক্তি আরও সুসংহত করেন।
এ সময় দিল্লিতে খবর আসে যে হুমায়ুনের সৎভাই হিন্দাল সিংহাসন দখলের ষড়যন্ত্র করছেন। তড়িঘড়ি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন হুমায়ুন। এই সুযোগ কাজে লাগিয়ে শের খান গঙ্গা নদীর তীরে বক্সারের কাছে চৌসা নামক স্থানে ওঁত পেতে থাকেন। হুমায়ুন সেখানে পৌঁছালে ১৫৩৯ খ্রিস্টাব্দে শের খান আকস্মিক আক্রমণ চালান এবং হুমায়ুন পরাজিত হন।
বারভূঁইয়া ও মুঘল আধিপত্য
আফগানদের দুই প্রধান শাখা—শূর আফগান ও কররাণী আফগানরা বেশ কিছুদিন বাংলা শাসন করে। তবে শেষ পর্যন্ত মুঘল সম্রাট আকবর বাংলার রাজধানী দখল করে নেন। তবে রাজধানী নিয়ন্ত্রণে এলেও বাংলার অভ্যন্তরীণ অঞ্চলে প্রকৃত ক্ষমতা প্রতিষ্ঠিত করতে মুঘলদের অনেক সময় লেগে যায়।
এই সময় বাংলায় শক্তিশালী কিছু স্বাধীন জমিদার বিদ্যমান ছিলেন, যাঁরা ‘বারভূঁইয়া’ নামে পরিচিত। তাঁরা মুঘল আধিপত্য মেনে নিতে অস্বীকৃতি জানান। সম্রাট আকবরের আমলে মুঘল সুবাদারগণ বারভূঁইয়াদের দমন করতে ব্যর্থ হন। তবে পরবর্তী সম্রাট জাহাঙ্গীরের সময়ে মুঘলরা বারভূঁইয়াদের প্রতিরোধ করে তাঁদের ক্ষমতা খর্ব করতে সক্ষম হয়।
আমরা দিচ্ছি স্বল্পমূল্যে একাডেমিক এডিটেবল Word File যা আপনি আপনার পিসিতে এডিট করতে পারবেন। নিচে আমাদের প্যাকেজের মূল্য তালিকা দেওয়া আছে। আপনি আপনার পছন্দ মতো প্যাকেজটি কিনতে পারবেন।
প্যাকেজের নাম | মূল্য তালিকা | যা থাকবে |
গণিত প্যাকেজ | ১৯৯/- | ৩য় থেকে ১২শ শ্রেণির গণিতের Word File |
বিজ্ঞান প্যাকেজ | ২৩৫/- | ৪র্থ শ্রেণি থেকে ৯ম-১০ শ্রেণির বিজ্ঞান+সাইন্সের সকল সাবজেক্ট Word File |
ক্লাস ০৬ থেকে ১০ম (মাইক্রো প্যাকেজ) | ২৯৯/- | সকল সাবজেক্ট এর Word File+ফ্রি আপডেট |
ক্লাস ০৬ থেকে ১২শ (মিনি প্যাকেজ) | ৩৯৯/- | সকল সাবজেক্ট এর Word File+ফ্রি আপডেট |
ক্লাস ১ থেকে ১২শ (ফুল প্যাকেজ) | ৪৯৯/- | সকল সাবজেক্ট এর Word File+ফ্রি আপডেট প্রাথমিক শ্রেণির নোটগুলো আপডেট চলমান। কাজ শেষ হলে পাবেন। |
জব ও এডমিশন প্যাকেজ | ১৫০/- | ভার্সিটি ভর্তি+প্রাইমারি+বিসিএস+নিবন্ধন এর Word File+১০০ জবের জন্য স্পেশাল ফ্রি ইবুক+ফ্রি আপডেট |
Job Preparation Paid Ebooks | ১৯৯/- | সকল জবের জন্য বেসিক+শর্ট নোট |
English Grammar | ৯৯/- | Class 6 to HSC All English Grammar Topics |
এই ফাইলগুলো কাদের প্রয়োজন?
১। কোচিং সেন্টার
২।প্রাইভেট টিউটর
প্যাকেজে প্রতিটি ক্লাসের সবগুলো সাবজেক্ট এর সমাধান থাকবে। বোনাস হিসেবে থাকবে আমাদের তৈরি করা স্পেশাল জবের হ্যান্ড নোট। যা চাকরীর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বিঃদ্রঃ যাদের পিসি নাই তারা ফাইলটি কিনার জন্য নক দিবেন না।
আমাদের কাছ থেকে প্যাকেজ কিনলে আমরা যতবার আপডেট করবো ততবার ফ্রি আপডেট পাবেন।
আপডেটঃ- আমরা কিভাবে আপডেট দিবো?
আপনার ইমেইল আমাদের গুগোল ড্রাইভে শেয়ার করা থাকবে। সেখানে আপডেট নামের একটা ফোল্ডার পাবেন। সেই ফোল্ডারে আমরা আপডেট শেয়ার করে দিবো।
কিভাবে কিনবেনঃ-
আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের এই প্যাকেজগুলো কিনতে পারবেন। বিকাশ/নগদ/উপায় থেকে আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার 01974581611 এ টাকা প্রেরণ করবেন। রেফারেন্স হিসেবে প্যাকেজের নাম দিবেন। এরপর স্কিনশর্ট নিয়ে আমাদের অফিসিয়াল WhatsApp: 01300430768 এ পাঠাবেন। আপনাকে উক্ত প্যাকেজের গুগোল ড্রাইভের এক্সেস দেওয়া হবে এবং প্রয়োজনীয় ফন্ট শেয়ার করা হবে।

_001.jpg)




Thank You