পৃথিবীর
সংক্ষিপ্ত পরিচিতি
পৃথিবীর বয়স : ৪৬০ কোটি বছর (৪.৬ বিলিয়ন
বছর)।
আয়তন : ৫১ কোটি ৬৬ হাজার বর্গকিমি।
স্থলভাগের আয়তন: ১৪ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার
বর্গকিমি (মোট আয়তনের ২৯.১%)।
জলভাগের আয়তন: ৩৬ কোটি ১৪ লাখ ১৯ হাজার
বর্গকিমি (মোট আয়তনের ৭০.৯%)।
সমুদ্র এলাকার আয়তন : ৩৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার
বর্গকিমি।
উপকূলীয় রেখার আয়তন : ৩ লাখ ৫৬ হাজার
বর্গকিমি।
পরিধি :
নিরক্ষরেখা বরাবর ৪০,০৬৬ কিমি।
মেরুরেখা বরাবর ৩৯,৯৯২ কিমি।
ব্যাস :
নিরক্ষরেখা বরাবর ১২,৭৫৩ কিমি।
মেরুরেখা বরাবর ৬,৩৫৫ কিমি।
ব্যাসার্ধ :
নিরক্ষরেখা থেকে ৬,৩৭৬ কিমি।
মেরুরেখা থেকে ৬,৩৫৫ কিমি।
সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এভারেষ্ট, উচ্চতা
৮৮৫০ মিটার।
সর্বনিম্ন বিন্দু : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল
ট্রেঞ্চ, যা সমুদ্র সমতল থেকে ২৫৫৫ মিটার গভীর। সামুদ্রিক এলাকায় সর্বনিম্ন
বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যা ১০,৯২৪ মিটার বা ৩৫,৮৪০ ফুট
গভীর।
স্থলসীমা : ২ লাখ ৫০ হাজার ৪৭২ কিমি।
সর্বাধিক সীমান-বেষ্টিত দেশ : দুটি; চীন ও
রাশিয়া (উভয় দেশ ১৪ টি দেশ কর্তৃক সীমানা বেষ্টিত)।
পানির প্রকারভেদ : দুই প্রকার (৯৭% লবণাক্ত, ৩%
সুপেয়।)
সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে : ৩৬৫ দিন
৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে :
২৩ ঘন্টা ৫৬ মিনিট।
আবর্তনের গতিবেগ ; ৬৬,৭০০ মাইল/ঘন্টা বা
১,০৭,৩২০ কিমি/ঘন্টা।
সূর্য থেকে দূরত্ব : ১৪ কোটি ৯৫ লক্ষ কিমি
(প্রায়)।
একমাত্র উপগ্রহ : চাঁদ।
উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২১ জুন।
দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২২
ডিসেম্বর।
সর্বত্র দিনরাত্রি সমান : ২১ মার্চ ও ২৩
সেপ্টেম্বর।
গঠন : লোহা ৩৫%, অক্সিজেন ২৮%, ম্যাগনেসিয়াম
১৭%, সিলিকন ১৩%, সালফার ২.৭%, নিকেল ২.৭%, ক্যালসিয়াম ১.২% ও এলুমিনিয়াম ০.৪%।
আয়তনে
বিশ্বের বৃহত্তম দেশ : রাশিয়া; ১,৭০,৭৫,২০০ বর্গকিমি বা ৬৫,৯২,৭৬৮.৮৭ বর্গমাইল।
বিশ্বের
বর্তমান জনসংখ্যাঃ ৭.৫৯৪
বিলিয়ন (২০১৮) ।
জাতিসংঘের
হিসাব অনুযায়ী বিশ্বের বর্তমান জনসংখ্যা আনুমানিক 782 কোটি।
জনসংখ্যা
বৃদ্ধির হারঃ ১.১% (২০১৬-১৮)। [২০১৮ বিশ্ব রিপোর্ট অনুযায়ী]
জনসংখ্যার
বৃহত্তম দেশ : চীন, ১৪৩ কোটি ৩৭ লাখ [UNFPA ২০১৯]।
আয়তনে
বৃহত্তম মুসলিম দেশ : কাজাখস্থান; ২৭,১৭,৩০০ বর্গকিমি।
জনসংখ্যায় বৃহত্তম মুসলিম দেশ : ইন্দোনেশিয়া।
আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ :
ভ্যাটিক্যান; আয়তন ০.৪৪ বর্গকিমি বা ০.১৭ বর্গমাইল এবং লোকসংখ্যা ৭৯৯ জন (মার্চ ২০১৯)।
মহাসাগর : ৫টি; প্রশান্ত মহাসাগর, আটলান্টিক
মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ বা এন্টার্কটিকা মহাসাগর ও উত্তর বা আর্কটিক
মহাসাগর ।
বৃহত্তম মহাসাগর : প্রশান্ত মহাসাগর ।
গভীরতম মহাসাগর : প্রশান্ত
মহাসাগর।
মহাসাগরের সর্বোচ্চ গভীর খাত
: প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ।
গভীরতম সাগর : ক্যারিবিয়ান
সাগর, যার গভীরতা ২২৭৮৮ ফুট বা ৬৯৪৬ মিটার।
বৃহত্তম সাগর : দক্ষিণ চীন
সাগর (আয়তন ২৯,৭৪,৬০০ বর্গকিমি)।
দীর্ঘতম নদী : নীল নদ,
আফ্রিকা, দৈর্ঘ্য ৬৮২৫ কিমি।
উচ্চতম দ্বীপ : নিউগিনি
(সমুদ্র সমতল থেকে যার উচ্চতা ৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)।
বৃহত্তম হ্রদ দ্বীপ : ম্যানিটুলিন, (হিউন হ্রদ,
অন্টারিও; আয়তন ১০৬৮ বর্গমাইল বা ২৭৬৬ বর্গকিমি)।
বৃহত্তম হ্রদ : কাস্পিয়ান, অবস্থান
এশিয়া-ইউরোপ; আয়তন ৩,৭১,০০০ বর্গকিমি।
গভীরতম হ্রদ : বৈকাল হ্রদ, রুশ ফেডারেশন;
গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার।
মহাদেশ : ৭টি; এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর
আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং আন্টার্কটিকা।
আয়তনের বৃহত্তম মহাদেশ : এশিয়া; ৪ কোটি ৪৫
লাখ ৭৯ হাজার বর্গকিমি।
লোকসংখ্যায়
বৃহত্তম মহাদেশ : এশিয়া; ৪১৬ কোটি ৪২ লাখ [UNFPA ২০১৯]।
জনশূন্য মহাদেশ : এন্টার্কটিকা।
বিশ্বে মোট দেশ : ২৩৩টি
মোট রাষ্ট্র ২০৪ টি
(তথ্যসূত্র
: http://en.wikipedia.org/wiki/List_of_sovereign_states)
মোট
স্বাধীন রাষ্ট্র- ১৯৩টি (জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র) ২টি পর্যবেক্ষক রাষ্ট্র, এবং ১১টি অন্যান্য রাষ্ট্রসমূহ
(তথ্যসূত্র:
http://en.wikipedia.org/wiki/List_of_sovereign_states)
বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা- ১৯৫ টি (সর্বশেষ:
দক্ষিণ সুদান, ৯ জুলাই ২০১১)।
স্বাধীন ও সার্বভৌম দেশ : ১৯৪ টি (কসভো স্বাধীন
কিন্তু সার্বভৌম নয়)।
জাতিসংঘের সদস্য দেশ : ১৯৩টি (কসভো ও ভ্যাটিকান
জাতিসংঘের সদস্য নয়)
গনতান্ত্রিক দেশ : ১২২টি
এলডিসিভুক্ত দেশ : ৪৯টি।
পৃথিবীর ২টি দেশ এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে
অবস্থিত- রাশিয়া ও তুরস্ক।
পৃথিবীর কোন শহর বা নগর ২টি মহাদেশে অবস্থিত-
ইস্তাম্বুল (তুরস্ক)।
বিশ্বে ২টি দেশ জাতিসংঘের সদস্য নয়- ভ্যাটিকান
সিটি ও কসভো।
পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র- ইতালি। কারণ এর
মধ্যে ভ্যাটিকান সিটি ও সানম্যারিনো অবস্থিত।
পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরাইল (এটি
মধ্যপ্রাচ্যর ক্যান্সার নামেও পরিচিত)।
নিজ ভূমিতে পরাধীন কোন দেশ- ফিলিস্তিন।
বিশ্বে জাতীয় পতাকা অর্ধনিমিত নিষিদ্ধ কোন
দেশে- সৌদি আরব ও ইরান।
বিশ্বে কোন দেশগুলোর নাম ও রাজধানীর একই-
মোনাকো, লুক্সেমবার্গ, সানম্যারিনো, ভ্যাটিকান সিটি (ইউরোপ); জিবুতি (আফ্রিকা;
সিঙ্গাপুর (এশিয়া)।
ইউরোপের মুসলিম দেশগুলো: বসনিয়া-
হার্জেগোভিনা,তুরস্ক, আলবেনিয়া ও কসভো।
সর্বোচ্চ সংখ্যক স্বাধীন দেশ রয়েছে : আফ্রিকা
মহাদেশে (৫৩টি)।
প্রধান ধর্ম : ইসলাম, খ্রিষ্ট, বৌদ্ধ, হিন্দু
প্রভৃতি।
উত্তরের নগরী : হ্যামারফাষ্ট (নরওয়ে)।
দক্ষিণের নগরী : পুয়ের্তো উইলিয়াম (চিলি)।
প্রাচীনতম দেশ : সানমারিনো; ৩০১ খ্রিষ্টাব্দে
প্রতিষ্ঠিত।
উচ্চতম রাজধানী : লাপাজ।
সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ : ভারত।
পারমাণবিক শক্তিধর রাষ্ট্র : ৮টি
(যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান ও উত্তর
কোরিয়া)।
উচ্চতম পর্বতশৃঙ্গ ; মাউন্ট এভারেষ্ট, চীন
নেপাল; ৮৮৫০ মিটার বা ২৯,০৩৫ ফুট।
ঘনবসতিপূর্ণ দেশ : মোনাকো; ১৬,২০৫ জন প্রতি
বর্গকিমি ]
কম ঘনবসতিপূর্ণ দেশ : মঙ্গোলিয়া ও নামিবিয়া ২
জন প্রতি বর্গকিমি।
জনসংখ্যা বৃদ্ধির হার :১.৭%। [UNFPA ২০১৯]।
মহিলা প্রতি উর্বরতার হার : ২.৫৪ শতাংশ।
মাথাপিছু আয় :৯,৯৭২ মার্কিন ডলার।
সর্বোচ্চ মুদ্রাস্ফিতির দেশ : জিম্বাবুয়ে।
সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধিহারের দেশ : কাতার,
১১.৩৭% [UNFPA ২০১৯]।
সর্বাধিক শিশু মৃত্যুহারের দেশ : সিয়েরা লিওন,
প্রতি হাজার জীবিত জনে ২৬২ জন মরে।
সর্বনিম্ন শিশু মৃত্যুহারের দেশ : সিঙ্গাপুর,
সুইডেন, লুক্সেমবার্গ, লিচটেনষ্টাইন, আইসল্যান্ড; প্রতি হাজার জীবিত জনে ৩ জন।
সর্বোচ্চ গড় আয়ুর দেশ : জাপান; ৮২.৭ বছর
[UNFPA ২০১৮]।
সর্বনিম্ন গড় আয়ুর দেশ : আফগানিস্থান, ৪৬.৬
বছর [মানব উন্নয়ন রিপোর্ট ২০১৯]।
সর্বাধিক ব্যবহৃত ভাষা : মান্দারিন (চীনা);
শতাধিক কোটি মানুষ এটি ব্যবহার করে।
২০২০ সালে
জনসংখ্যার ক্রম অনুযায়ী দেশের তালিকা
|
Rank |
Country |
Populations |
% of World |
|
1 |
|
1,404,934,160 |
18.0% |
|
2 |
|
1,368,588,808 |
17.5% |
|
3 |
|
330,499,310 |
4.23% |
|
4 |
269,603,400 |
3.45% |
|
|
5 |
|
220,892,331 |
2.82% |
|
6 |
|
212,219,313 |
2.71% |
|
7 |
|
206,139,587 |
2.64% |
|
8 |
|
169,497,120 |
2.17% |
|
9 |
|
146,748,590 |
1.88% |
|
10 |
|
127,792,286 |
1.63% |
বৃহত্তম রাজধানী শহর (জনসংখ্যায়) : টোকিও
(জাপান); ৩ কোটি ৫৩ লাখ ২৭ হাজার।
বৃহত্তম নগর (জনসংখ্যায়) : সাংহাই (চীন); ১
কোটি ৩৩ লাখ।
উষ্ণতম স্থান : দালাল, দেনাকিল ডিপ্রেসন,
ইথিওপিয়া; বার্ষিক গড় তাপমাত্রা ৯৩,২০ ফারেনহাইট বা ৩৪০ সেন্টিগ্রেড।
বৃহত্তম মরুভূমি:
উষ্ণমণ্ডলীয়: সাহারা, উত্তর আফ্রিকা;
৩৫,০০,০০০ বর্গমাইল বা ৯১,০০,০০০ বর্গকিলোমিটার।
উপকূলীয়: আতাকামা, চিলি; ৫৪,০০০ বর্গমাইল বা
১৩৯,৮৬০ বর্গকিলোমিটার।
নাতিশীতোষ্ণ: গোবি মরুভূমি, চীন; ৫,০০,০০০
বর্গমাইল বা ১২,৯৫,০০০ বর্গকিলোমিটার।
পৃথিবীর বৃহত্তম অরণ্য : তৈগা।
বৃহত্তম দ্বীপ; গ্রিনল্যান্ড, যার আয়তন
৮,৪০,০০৪ বর্গ মাইল বা ২১,৭৫,৬০০ বর্গকিলোমিটার।
উল্লেখ্য, অষ্ট্রেলিয়া হলো ব্যাপকভাবে
মহাদেশীয় ভূখণ্ড হিসেবে পরিচিত পৃথিবীর বৃহত্তম দ্বীপ, যার আয়তন ২৯,৪১,৫১৭
বর্গমাইল বা ৭৬,১৮,৪৯৩ ববর্গকিলোমিটার।
বৃহত্তম দ্বীপ দেশ : ইন্দোনেশিয়া, যার আয়তন
৭,৩৫,৩৫৮ বর্গমাইল বা ১৯,০৪,৫৬৯ বর্গকিলোমিটার।
বৃহত আগ্নেয় দ্বীপ : সুমাত্রা, ইন্দোনেশিয়া;
আয়তন ১,৭১,০৬৯ বর্গমাইল বা ৪,৪৩,০৬৬ বর্গকিলোমিটার।
শীতলতম স্থান : প্লাটু ষ্টেশন, এন্টার্কটিকা;
বার্ষিক গড় তাপমাত্রা- ৫৬.৭০ সেলসিয়াস।
আর্দ্রতম স্থান : মসিনরাম, আসাম, ভারত; বার্ষিক
গড় বৃষ্টিপাত ১১,৮৭৩ মিলিমিটার বা ৪৬৭৪ ইঞ্চি।
শুষ্কতম স্থান : আতাকামা মরুভূমি, চিলি
(বার্ষিক বৃষ্টিপাত অনুযায়ী)।
শুষ্কতম স্থান (জনবসতিপূর্ণ) : আসওয়ান, মিশর;
বার্ষিক বৃষ্টিপাত ০.০২"।
আর্দ্রতম জনবসতিপূর্ণ স্থান : বুয়েনা
ভেনতিয়া, কলম্বিয়া, বার্ষিক বৃষ্টিপাত ২৬৭ ইঞ্চি বা ৬৭৮১.৮০ মিলিমিটার।
মহাদেশ - ৭টি। (এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর
আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, এন্টার্কটিকা)।
বৃহত্তম মহাদেশ - এশিয়া (আফ্রিকার ১.৫গুণ,
ইউরোপের ৪.৫ গুণ,অষ্ট্রেলিয়ার ৬ গুণ) আয়তন প্রায়-৪ কোটি৪০ লক্ষ ৩০ হাজার বর্গ
কি.মি.)
আফ্রিকার সিং-ইথিপিয়া
মালভূমির মহাদেশ- আফ্রিকা।
বরফের মহাদেশ-এন্টার্কটিকা।
এশিয়া-ইউরোপকে একত্রে বলা হয় - ইউরেশিয়া
জনবসতিহীন মহাদেশ-এন্টার্কটিকা (উচ্চ তম
মহাদেশ)
জ্যামিতিক সীমারেখায় বিভক্ত-উত্তর আফ্রিকার
দেশ সমূহ
ডাউন আন্ডার - অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
দুই মহাদেশে অবস্থিত দেশ - রাশিয়া তুরস্ক ,
মিশর।
পৃথিবীর উন্নক্ত চিড়িয়াখানা - আফ্রিকা মহাদেশ
' কোন জলভাগ দ্বারা বিচ্ছিন্ন নয় - এশিয়া ও ইউরোপ মহাদেশ ও ক্ষুদ্রতম
মহাদেশ-ওশেনিয়া
দুই মহাদেশে অবস্থিত শহর-ইস্তাম্বুল
মূল মধ্যরেখা-গিনিচের মান মন্দিরের উপর দিয়ে
কল্পনা করা হয়েছে ' বিষুব রেখা/নিরক্ষ রেখার মান -০
কর্কটক্রান্তি রেখার (Tropic of cancer) মান
-২৩.৫ উত্তর অক্ষংশ
মকরক্রান্তি রেখার (Tropic of Capricorn)
মান-২৩.৬৬ দক্ষিণ অক্ষাংশ
সাধারন ভোগলিক তথ্য
সবচেয়ে সরু দেশ কোনটি? ➫ উত্তরঃ
চিলি। (দৈর্ঘ্য ৬১৫৫)।
পৃথিবীর সর্ব দক্ষিনের শহর কোনটি? ➫ পুন্টা আরেনাস, চিলি।
সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি? ➫ ইন্দোনেশিয়া ১৩,৫০০)
ইন্দোনেশিয়ার কতটি দ্বীপে মানব বসতি আছে? ➫ প্রায় ৬০০০টি।
সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি? ➫ সুইজারল্যান্ড।
কোন দেশ আন্তর্জাতিকভাবে কোন যুদ্ধে অংশগ্রহন
করেনি? ➫ সুইজারল্যান্ড।
সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্য পদ গ্রহন
করে? ➫ ১০ সেপ্টেম্বর, ২০০২
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? ➫ চীন (পৃথিবীর মোট জনসংখ্যার
২৩%)
বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি? ➫ নাউরু (আয়তন -২১বর্গ কিমি)
বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? ➫ ভ্যাটিকান সিটি (১০৮, একর)।
বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের? ➫ যুক্তরাষ্ট্র ও কানাডা
(৬,৪১৬কিমি-আলাস্কার ২৫৪৭কিমি ছাড়াই)।
দিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের? ➫ আর্জেন্টিনা ও চিলি(৫২৫৫)।
সর্বাধিক লোক অতিক্রমকারী সীমান্ত কোনটি? ➫ যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
সীমান্ত (বছরে প্রায় ৫০ কোটি লোক অতিক্রম করে।
সর্বাধিক সীমান্ত বেষ্ঠিত দেশ কোনটি? ➫ চীন ও রাশিয়া (১৪ দেশের
সাথে সীমান্ত)।
পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি? ➫ জিব্রাল্টার ও স্পেন
(১.৫৩কিমি)।
দ্বিতয়ি ক্ষুদ্র সীমান্ত কোনটি? ➫ ভ্যাটিকান সিটি ও রোম (৪.০৭
কিমি)
আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? ➫ রাশিয়া (পৃথিবীর মোট
আয়তনের ১১.৫%)।
কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে? ➫ নেদারল্যান্ড।
কোন দেশের তিনটি রাজধানী? ➫ দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কি কি? ➫ প্রিটোরিয়া,
কেপটাউন ও ব্লমফনটেন।
সৌর জগৎ প্রথম কে আবিস্কার করেন? ➫ কোপারনিকাস (১৫৪০)
সর্ব প্রথম এভারেষ্ট কে জয় করেন? ➫ হিলারী তেনজিং (১৯৫৩)।
সর্ব প্রথম কোন মহিলা এভারেষ্ট জয় করেন? ➫ জনাকো তাবেই, ১৯৭৫ সালে।
ভারতে গমনের সমুদ্র পথ কে আবিস্কার করেন? ➫ ভাস্কো দা গামা।
প্রথম চন্দ্র প্রদক্ষিণ করেন কে? ➫ ফ্লাঙ্ক বরম্যান ও
অ্যান্ডারস (১৬৬৮)।
ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিস্কার করেন? ➫ ক্যাপ্টেন জন স্পেক (১৮৫৬)
উত্তর মেরু কে আবিস্কার করেন? ➫ রবার্ট পিয়েরে (১৯০৯)।
দক্ষিণ মেরু আবিস্কার করেন কে? ➫ এমান্ড সেন (১৯১২)।
আমেরিকা আবিস্কার করেন কে? ➫ ইটালীর নাবিক কলম্বাস (১৪৯৮)
পশ্বিম ভারতীয় দীপ পুঞ্জ কে আবিস্কার করেন? ➫ কলম্বাস (১৪৯২)
কে সর্বপ্রথম পালের নৌকায় বিশ্ব ভ্রমণ করেন? ➫ ম্যাগিলান (১৫১৯)
প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে গমনের
পথ কে আবিস্কার করেন? ➫ ম্যাগিলান
ভিক্টোরিয়া জলপ্রপাত কে আবিস্কার করেন? ➫ ডেভিড লিভিংস্টোন।
গ্রীনল্যান্ড কে আবিস্কার করেন? ➫ এরিক দি রেড ভাইকিং (৯৮২
সালে)
অস্ট্রেলিয়া কে আবিস্কার করেন? ➫ উইলিয়াম জ্যাকসন (১৯০৬)
আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? ➫ রাশিয়া।
হংকং
বর্তমানে কোন দেশের সাথে একভূত হয়েছে? ➫ চীন।
বিশ্বে
সবচেয়ে বেশি লোক কথা বলে কোন ভাষায়? ➫
চাইনিজ মান্দারিন ভাষায়।
বাংলাদেশ
ছাড়া আর কোন দেশে পয়সা ক্ষুদ্রতম মুদ্রা? ➫
মায়ানমার।
বিশ্বের দীর্ঘতম, দ্রুততম, উচ্চতম,
ক্ষুদ্রতম ও বৃহত্তম
বিশ্বের
দীর্ঘতম যা কিছু
নদী (যৌথভাবে) : মিসিসিপি মিসৌরী
প্রাচীর : চীনের মহাপ্রাচীর
পর্বতমালা : আন্দিজ পর্বতমালা
সমুদ্র সৈকত : কক্সবাজার
প্রণালী : তাতার প্রণালী
উড়াল সড়কসেতু : বাং না এক্সপ্রেসওয়ে
(থাইল্যান্ড, ৫৪ কিমি)
খাল : গ্র্যান্ড খাল
কৃত্রিম খাল : সুয়েজ খাল।
রেলপথ : ট্রান্স সাইবেরিয়ান রেলপথ
নদী : নীল নদ
সাঁতারের পথ ; ইংলিশ চ্যানেল।
বিরতিহীন ট্রেন : ফ্লাইং স্কটসম্যান
রেল সুড়ঙ্গ : তান্না (জাপান)
গিরিখাত : মালাক্কা অববাহিকা
নদী অববাহিকা : আমাজান অববাহিকা,
প্রাণী (দীর্ঘজীবী) : কচ্ছপ (জীবনকাল ১৯০-২০০
বছর)
লম্ফ প্রাণী : ক্যাঙ্গারু
করিডোর : রামেশ্বরম মন্দিরের করিডোর
গলাবিশিষ্ট প্রাণী : জিরাফ
মূর্তি : মাদারল্যান্ড (রাশিয়া)
চলচ্চিত্র : দি হিউম্যান কন্ডিশন
যুদ্ধ ; শতবর্ষব্যাপী যুদ্ধ (ফ্রান্স-ব্রিটেন)
জাহাজ : এমভি মন্ট (পূর্বনাম কনক নেভিস)
মিলিটারি জাহাজ : এন্টারপ্রাইজ ক্লাস
যাত্রীবাহী জাহাজ : ওয়াসিস অব দ্য সি
কাঠের জাহাজ : পিটার ভন ড্যানজিং
সমুদ্র প্রাচীর : সাইমেনজিয়াম সি ওয়াল (দ.
কোরিয়া)
সমুদ্র সেতু : হাং বে সেতু (চীন)
ঝুলন্ত সেতু : সুতং সেতু (চীন)
রেলওয়ে টানেল : সে
ইকান টানেল (জাপান)




Thank You