বাংলার প্রাচীন ইতিহাস ও বিশ্বসভ্যতা

Raisul Islam Hridoy 0


 

বাংলার প্রাচীন ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে কমন উপযোগী প্রশ্নোত্তর (প্রাথমিক শিক্ষক নিয়োগ ও অন্যান্য চাকরির পরীক্ষা)

📚 বাংলার প্রাচীন ইতিহাস ও বিশ্বসভ্যতা: কমন উপযোগী প্রশ্নোত্তর

উৎস: জিরো টু ইনফিনিটি পেইড টেলিগ্রাম গ্রুপ (প্রাথমিক শিক্ষক নিয়োগ, নিবন্ধন ও অন্যান্য চাকরির পরীক্ষার জন্য)

এই প্রশ্ন ও উত্তরগুলি প্রাথমিক শিক্ষক নিয়োগ, নিবন্ধন এবং অন্যান্য সরকারি/বেসরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে পড়ুন ও মনে রাখুন।

📜 বাংলার ইতিহাস

১. ইতিহাসের জনক কে?
হেরোডোটাস।
২. হেরোডোটাস এর জন্ম হয়েছে কোথায়?
গ্রিসে (প্রাচীন গ্রিক)।
৩. ইতিহাস শব্দের উৎপত্তি কোথা থেকে?
গ্রিক শব্দ History থেকে।
৪. ইতিহাস শব্দের শাব্দিক অর্থ কি?
ঐতিহ্য।
৫. ইংরেজি History শব্দের সাধারণ অর্থ কি?
অনুসন্ধান বা গবেষণা।
৭. মানুষের "সামাজিক জীবনই ইতিহাস" কে বলেছেন?
টয়েনবি।
১০. ইতিহাসের প্রধান উপাদান কি কি?
০২ টি। যথা- ক) লিখিত উপাদান, খ) অলিখিত উপাদান।

🗺️ বাংলার উৎপত্তি ও বাঙালি জাতির আবির্ভাব

১১. বাঙালি জাতির পরিচয় কি হিসেবে?
শংকর জাতি হিসেবে।
১২. বাংলা শব্দের উৎপত্তি হয় কোথা থেকে?
'বঙ্গ' ধাতু থেকে।
১৫. 'বঙ্গ' নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
হিন্দুদের ঐতরেয় আরণ্য গ্রন্থে।
১৭. দেশবাচক 'বঙ্গ' নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
আবুল ফজলের আইন-ই-আকবরী গ্রন্থে।
১৮. এই অঞ্চলের নাম "বাংলা" নামকরণ করেন কে?
সুলতান ইলিয়াস শাহ।
৪১. প্রাচীন বাংলার স্বাধীন প্রথম নরপতি কে?
রাজা শশাঙ্ক।

🏞️ বাংলার প্রাচীন জনপদ সমূহ

৫০. বাংলার প্রাচীন জনপদ সমূহ কি কি?
বঙ্গ, পুন্ডু, গৌড়, রাঢ়, সমতট, হরিকেল, বরেন্দ্র ও বাকেরগঞ্জ।
৫১. জনপদ গুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি ছিল?
পুন্ড্র।
৫২. প্রাচীনকালে হরিকেল বলতে কোন জনপদটিকে বোঝায়?
বর্তমানের সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল।
২৮. পুন্ড্রু জনপদের রাজধানী কোথায় ছিল?
পুন্ড্রুনগর (মহাস্থানগড়)।

🌍 প্রাচীন সভ্যতা (বিশ্ব)

৬০. প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
নীল নদের তীরে।
৬৫. মিশরকে নীলনদের দান আখ্যা দিয়েছেন কে?
হেরোডোটাস।
৭৮. মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি?
হায়ারোগ্লিফিক।
৩. পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
মেসোপটেমিয়া সভ্যতা।
৬. সভ্যতায় সুমেরীয়দের অবদান কি ছিল?
লিখন পদ্ধতি (কিউনিফর্ম)।
৯. ব্যাবিলনীয়দের আইন কি নামে পরিচিত ছিল?
হাম্মুরাবীর আইন।
২০. সিন্ধু সভ্যতা কোথায় গড়ে ওঠে?
পাকিস্তানের মহেঞ্জোদারো ও হরপ্পাতে।
৫৮. ফিনিশীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান কোনটি?
বর্ণমালা উদ্ভাবন বা লিখন পদ্ধতির আবিষ্কার।

👑 প্রাচীন ভারতের রাজবংশ (মৌর্য, গুপ্ত, গৌর, পাল ও সেন)

মৌর্য সাম্রাজ্য

১. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
চন্দ্রগুপ্ত মৌর্য।
১১. বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে কোন সম্রাটের আমলে?
সম্রাট অশোকের।
১৩. কোন যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক বুদ্ধধর্ম গ্রহণ করেন?
কলিঙ্গ যুদ্ধ।

গুপ্ত সাম্রাজ্য

২১. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
প্রথম চন্দ্রগুপ্ত।
২৮. গুপ্ত সম্রাটদের কাকে ভারতীয় নেপোলিয়ন বলা হয়?
সমুদ্রগুপ্ত কে।
৪২. 'বিক্রমাদিত্য' কার উপাধি ছিল?
দ্বিতীয় চন্দ্রগুপ্তের।

গৌর বংশ

৪৫. স্বাধীন গৌড় রাজ্যের প্রথম সম্রাট ছিলেন কে?
সম্রাট শশাঙ্ক।
৫০. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ)।

পাল বংশ

৬৩. বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি?
পাল বংশ।
৬৬. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
গোপাল পাল।
৭০. সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?
ধর্মপাল।
৭৭. বাংলা ভাষায় আদি নিদর্শন চর্যাপদ কোন বংশের সময় রচিত হয়?
পাল বংশের সময়।

সেন বংশ

৭৮. সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
হেমন্ত সেন।
৯৩. বাংলার শেষ হিন্দু রাজা কে?
লক্ষণ সেন।
৮৮. বক্তিয়ার খিলজী বাংলা আক্রমণ করেন কখন?
১২০৪ খ্রিস্টাব্দে।

🧘 বৌদ্ধ ও জৈন ধর্ম

৯০. গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?
লুম্বিনী (নেপাল)।
৯৬. বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি?
ত্রিপিটক।
৮৯. জৈন ধর্মের প্রবর্তক কে?
ঋষভদেব।

Raisul Islam Hridoy

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

সাধারণ বিজ্ঞান সাজেশন

সাধারণ বিজ্ঞান সাজেশন (পর্ব-০২) – প্রাথমিক শিক্ষক নিয়োগ সাধারণ বিজ্ঞান সাজেশন (পর্ব-০২) ...