v  বিশ্বগ্রাম
কী (Global Village)? [য. বোর্ড ২০১৭]
বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ তথ্য
ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি একক সমাজের ন্যায় বসবাস করে এবং একে অপরের সাথে যোগাযোগ ও সেবা
প্রদান করতে পারে।
v  ই-মেইল
কী? [মা. বোর্ড ২০১৭]
ই-মেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল । অর্থাৎ ইলেক্ট্রনিক যন্তপাতি ব্যবহার করে ইন্টারনেটের
মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান-প্রদান করার পদ্ধতি হচ্ছে ই-মেইল।
v  টেলিকনফারেন্সিং
কী?
ভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থিত ব্যক্তিবর্গ টেলিকমিউনিকেশন প্রযুক্তি  ব্যবহার করে যোগাযোগ বা সভা কার্যক্রম
পরিচালনা করার কৌশল হলো টেলিকনফারেন্সিং।
v  ভিডিও
কনফারেন্সিং কী? [চ. বোর্ড ২০১৭]
ভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থিত ব্যক্তিবর্গ টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার
করে অডিও ও ভিডিও স্থানান্তরের মাধ্যমে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল
হলো ভিডিও কনফারেন্সিং।
v  আউটসোর্সিং
কী?
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে
তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেয়াকে বলা হয় আউটসোর্সিং।
v  ফ্রিল্যান্সিং কী?
কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তিবদ্ধ না হয়ে, স্বাধীনভাবে নিজের দক্ষতার
ভিত্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী
কাজ করাকে বলা হয় ফ্রিল্যান্সিং।
v  দূরশিক্ষণ বা ডিসটেন্স লার্নিং বা ই-লার্নিং কী?
দূরশিক্ষণ বা ডিসটেন্ট লার্নিং বা ই-লার্নিং
হলো এমন একটি ধারণা, যেখানে একজন শিক্ষার্থী অনলাইনে ক্লাস ও পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই
করতে পারে। অপরদিকে শিক্ষকও ঘরে বসেই শিক্ষা দান করতে পারে।
v  টেলিমেডিসিন
কী? [ঢা. দি. য. সি. বোর্ড ২০১৮]
ভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থানরত রোগীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে
বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা
দেয়াকে টেলিমেডিসিন বলা হয়।
v  অফিস অটোমেশন
কী?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল
পদ্ধতিতে সম্পন্ন করা যায়। এই ধরণের প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে বলা হয় অফিস অটোমেশন।
v  স্মার্ট
হোম বা হোম অটোমেশন কী? [চ. বোর্ড ২০১৯]
স্মার্ট হোম এমন একটি বাসস্থান, যেখানে রিমোট কন্ট্রোলিং এর সাহায্যে যেকোনো
স্থান থেকে কোন বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং
সিস্টেম, বিনোদন সিস্টেমসহ বিভিন্ন প্রয়োজনীয় সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যায়।
v  ই-কমার্স
কী?  [দি. বোর্ড ২০১৯, কু. বোর্ড ২০১৭,
রা. বোর্ড ২০১৬]
ই-কমার্স একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে ইন্টারনেট বা অন্য কোন নেটওয়ার্ক এর মাধ্যমে
পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় বা লেনদেন হয়ে থাকে।
v  ভার্চুয়াল
রিয়েলিটি কী?
ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিমুলেশনের সাহায্যে তৈরি ত্রিমাত্রিক ও কৃত্রিম
পরিবেশ যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়।



Thank You