Job Highlights Volume-02

Raisul Islam Hridoy 0

 

বিজ্ঞান ও প্রযুক্তি

**আগস্ট মাস জুড়েই আমাদের প্রিমিয়াম ইবুকের উপর ছাড় চলবে। এই সুযোগে ইবুক প্যাকেজগুলো কিনে নিন। ইয়ারলি প্যাকেজঃ- ২ বছর পর্যন্ত আপডেট ইবুক প্যাকেজ ৫০০/-

                                ৫ বছর পর্যন্ত আপডেট ইবুক প্যাকেজ ৯৫০/-

তাছাড়াও লাইট প্যাকেজ ৩০০ টাকা (শুধু বেইসিক নোট) ও স্টুডেন্টস প্যাকেজ (বেসিক ৩য় ও ৪র্থ শ্রেণির জব) ৪০০ টাকায়।

***লাইফটাইম প্রিমিয়াম মেম্বারশীপ- ১৫০০/-

১। চাঁদে বস্তুর ভর পৃথিবী হতে বেশি না কম? (৩৭ তম প্রিলি) [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান]
উত্তরঃ কম। চাঁদে বস্তুর ভর পৃথিবীর ভরের এক ষষ্ঠমাংশ অর্থা ৬ ভাগের ১ ভাগ।
২। ‘বিগ ব্যাং থিওরী’ কী? [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান] [৩১ তম প্রিলিমিনারি]
উত্তরঃ এটা হলো মহাবিশ্ব সৃষ্টির সময়ের মহাবিস্ফোরণ। যখন একই সাথে স্থান, সময় ও পদার্থ সৃষ্টি হয়েছে। জর্জ লেমিটেয়ার এই বিগ ব্যাং থিওরীর প্রবক্তা।
৩। কেমোথেরাপি কী ? [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান]
উত্তরঃ রাসায়নিক পদার্থের প্রয়োগের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিকে কেমোথেরাপি বলে। এর জনক হলেন পল এহর্লিক।
৪। নবায়নযোগ্য শক্তি বলতে কী বুঝায় ? [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান]
উত্তরঃ যে শক্তি একবার শেষ হয়ে গেলেও চার্জের মাধ্যমে পুনরায় নবশক্তিতে পরিণত করা যায় তাকে নবায়নযোগ্য শক্তি বলে। যেমন: স্টোরেজ ব্যাটারি ও পারমুটিট।
৫। সামুদ্রিক জলোচ্ছ্বাস কী? [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান]
উত্তরঃ সমুদ্রে ঘূর্ণিঝড়ের সঙ্গে বাতাস সমুদ্রের উপর বল প্রয়োগ করে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি করে যাকে সামুদ্রিক জলোচ্ছ্বাস বলে।

৬। এইডস (AIDS) কী? [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান]
উত্তরঃ AIDS এর পূর্ণরূপ Acquired Immune Deficiency Syndrome. এটি একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। যা ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাওয়া যায়।
৭। নিউট্রন তারকা কী? [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান]
উত্তরঃ অত্যন্ত ঘনীভূত নিউট্রন কণিকা দ্বারা সৃষ্ট ক্ষুদ্রাকৃতির তারকা হল নিউট্রন তারকা।
৮। ক্লোরোফিল কী? [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান]
উত্তরঃ উদ্ভিদের ক্লোরোপ্লাস্টিডে অবস্থিত সবুজ বর্ণের রঞ্জক হলো ক্লোরোফিল।
৯। ওজোন কী? [১০ম বিসিএস লিখিত বিজ্ঞান]
উত্তরঃ ওজোন অক্সিজেনের একটি রূপভেদ। এর সংকেত O
. ভূ-পৃষ্ঠ থেকে ৬৫ মাইল উপরে বায়ুমণ্ডলের চতুর্থ স্থরকে ওজোন স্থর বলে।
১০। আয়ন স্থর কী? [১০ ম বিসিএস বিজ্ঞান]
উত্তরঃ মেসোমণ্ডলের ওপরের স্থর আয়নস্থর নামে পরিচিত। এর ব্যাপ্তি ভূ-পৃষ্ঠের ৮০ কিলোমিটার উর্ধ্ব হতে ৬৪৪ কিলোমিটার পর্য্ন্ত ।

১১। সৌরশক্তি কী? [১০ ম বিসিএস বিজ্ঞান]
উত্তরঃ সূর্য্ থেকে প্রাপ্ত শক্তিই সৌর শক্তি। সূর্য্ হতে ফিউশন প্রক্রিয়ায় এই শক্তি উৎপন্ন হয়।
১২। এসিড বৃষ্টি কী? [১০ ম বিসিএস বিজ্ঞান]
উত্তরঃ শিল্প-কারখানা অঞ্চলে বৃষ্টির পানির সাথে যে এসিডিক পলি মাটিতে পতিত হয় তাই এসিড বৃষ্টি।
১৩। অতিরিক্ত সাবান ব্যবহারে পুকুরের পানিতে কী ক্ষতি হয়? [১০ ম বিসিএস বিজ্ঞান]
উত্তরঃ সাবানে থাকে সোডিয়াম স্টিয়ারেট। যা পুকুরের ইকোসিস্টেম নষ্ট করে খাদ্যচক্র ক্ষতিগ্রস্ত করে।
১৪। সুষম খাদ্য কাকে বলে? [১০ ম বিসিএস বিজ্ঞান]
উত্তরঃ খাদ্যের উপাদানসমূহের নির্দিষ্ট অনুপাতের সংমিশ্রণে যে খাদ্য প্রস্তুত করা হয় তাকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্যের উপাদান ৬ টি।
১৫। কোলেস্টেরল কী? [১০ ম বিসিএস বিজ্ঞান]
উত্তরঃ কোলেস্টেরল অ্যালকোহল জাতীয় এক ধরনের স্টেরয়েড। শরীরের চর্বি হতেই কোলেস্টেরলের উৎপত্তি।

১৬। কৃত্রিম বস্তু দ্বারা তৈরি ব্যাগ পরিবেশে কী দূষণ ঘটায়? [১০ ম বিসিএস বিজ্ঞান]
উত্তরঃ কৃত্রিম বস্তু বা পলিথিনতাতীয় যৌগের তৈরি ব্যাগ পানিতে বা মাটিতে পচে না। ফলে পানি নিষ্কাশন ও চাষাবাদে ব্যাঘাত ঘটায়।
১৭। আকাশের রং নীল কেন? [১০ ম বিসিএস বিজ্ঞান]
উত্তরঃ যে আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সে আলোর বিক্ষেপণ বেশি। এজন্য কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বেগুনী, নীল ও আসমানী আলোর বিক্ষেপণ অধিক হয়। নীল আলোর বিচ্যুতি লাল ও বেগুনী আলোর বিচ্যুতির মাঝামাঝি বলে নীল আলোর প্রাচুর্য্ ঘটে। ফলে আকাশ নীল দেখায়।

মানসিক দক্ষতা:

১।ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য্ আপনার সমনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন। কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে? (৩৭ তম প্রিলিমিনারি)
উত্তরঃ পূর্ব দিকে।
২। A bird does not always have-
Ans: Nest [ ব্যাখ্যাঃ একটা পাখির সবসময় Nest বা বাসা নাও থাকতে পারে।]
৩। ‘Quite’ is related to ‘Sound’, in the same way ‘Darkness’ is related to-
Ans: Sunlight. ‘Quite’ এর বিপরীত শব্দ ‘Sound’ – তেমনি ‘Darkness’ এর বিপরীত শব্দ Sunlight
৪। Silver is more prettier than iron because it is-
Ans: Prettier
৫। মিটারগেজ রেলপথের দুই লাইনের মধ্যে দূরত্ব কত?
উত্তরঃ ১.১ মিটার।

৬। AZ, CX EV ……… শূন্যস্থানে কী বসবে?
উত্তরঃ GT ব্যাখ্যাঃ A …C…E….G এবং Z…..X….V…..T
৭। সাংহাই কী চীনের রাজধানী?
উত্তরঃ না।
৮। এরোপ্লেন কী বাতাসের চেয়ে হালকা?
উত্তরঃ না।
৯। Men are ……….shorter than their wives.
Ans: rarely ব্যাখ্যাঃ পুরুষরা তাদের স্ত্রীদের থেকে খুব কমই খাটো হয়।
১০। A contest always has —
Ans: opponents ব্যাখ্যাঃ একটা প্রতিযোগিতায় সবসময় প্রতিযোগী থাকবেই।


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

Chemistry English Version IX

  Chemistry IX English Version - Full Book Solutions Chemistry IX English Version Full Book ...