বোর্ড বইয়ের শব্দার্থ ও টীকা

Raisul Islam Hridoy 0

 

free



Download

অকাতর চিত্তে − অক্লেশে, নির্দ্বিধায়।   

অকাল − বিয়ে ইত্যাদি শুভকাজের অনুপযুক্ত বলে বিবেচিত সময়।

অকালকুষ্মাণ্ড - অকর্মণ্য, অকেজো। পরিবারে অনিষ্টকারী ব্যক্তি।

অকালকুষ্মাণ্ড - অসময়ে ফলেছে এমন কুমড়ো, অকর্মণ্য ব্যক্তি।

অকুতোভরে - নির্ভয়ে, নির্ভীকচিত্তে।

অকৃপণ - কৃপণ নয় এমন। উদার।

অক্ষত – আঘাতহীন। কোথাও আঘাত লাগেনি এমন।

অগত্যা − অন্য উপায় না থাকায়, নিরুপায় বা বাধ্য হয়ে, অনিচ্ছা সত্ত্বেও।

অগত্যা – বাধ্য হয়ে।

অগিড়বমান্দ্য - খাদ্যদ্রব্য পাকস্থলীতে হজম না হওয়ার রোগ, অজীর্ণতা, ক্ষুধামান্দ্যা।

অগ্নিপিন্ড - আগুনের গোলা।

অচিনপুর – অচেনা স্থান।

অচ্ছন্ন - আবৃত, ঢাকা, ব্যাস্ত, অচৈতন্য, অভিভূত।

অজ্ঞসারশূন্য - যার ভেতরে কিছু নেই।

অতঃপর - তারপর।

অতন্ত্র – তন্দ্রাহীন, ঘুমহীন, নির্ঘুম, নিদ্রাহীন।

অতল – যার তল নেই।

অতিবাহিত – পার করা।

অধিকারী - যাত্রাদলের মালিক বা পরিচালক।

অধিপতি – রাজা, প্রভু।

অধীর - চঞ্চল, অস্থির, কাতর, ব্যাকুল, অসহিষ্ণু।

অনগ্রসের - অগ্রগামী নয়। পিঁছিয়ে পড়া।

অনবধানতা − মনোযোগের অভাব, অমনোযোগিতা।


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

বাংলা সাহিত্যঃ- আধুনিক যুগ

আধুনিক বাংলা সাহিত্য ও প্রশ্নোত্তর আধুনিক বাংলা সাহিত্য ও প্রশ্নোত্তর সাহিত্যের আধুনিক ...